ক্রিকেটের লাইভ স্ত্রিমিইং, ও কিছু গল্প…

টিউন করা বা ব্লগ লেখা আমার চান্দি বহির্ভূত কাজ । এত ধৈর্য বা জ্ঞান আল্লাহ্‌ যে ক্যান আমারে দেন নাই সেই প্রশ্ন থাকবে আমার আজীবন 😀 তবুও আজ ক্যান জানি লিখতে ইচ্ছা হইলো !! আসলে প্রয়জনেই লেখা । এই তো কিছু দিন আগেও আর্জেন্টিনার প্রিতি ম্যাচ ছিল । পাবলিক পারলে কাইন্দা দেয় ম্যাচ দেখতে না পারার দুঃখে । বাংলাদেশে টেলিকাস্ট করা চ্যানেল গুলাতে তো খেলা দেখায়ই নাই এমন কি ছিল না কোন লাইভ স্ত্রিমিইং লিংক ও !! আজকে আমার লেখার টপিকও ওই লাইভ স্ত্রিমিইং !!

আমারা বাঙালি, ক্রিকেট রক্তে না হইলেও শ্বাসপ্রশ্বাসে ক্রিকেট লাইগা থেকে সবসময় । এমন কাউরে খুইজা পাওয়া জাইবে না যে ক্রিকেটের খোজ রাখে না বা সাকিব বা তামিম রে চিনে না । গত এশিয়া কাপের কথা বলি হথাৎ কইরা শেষ মুহূর্তে বাসায় কারেন্ট নাই । আই পি এস ব্যাকাপ শেষ । এমন মেজাজ গরম হইলো সুধু চুল ছেরা বাকি । হথাৎ কইরা মনে হইলো অনলাইনে তো খেলা দেখতে পারি ল্যাপটপ অন কইরা সার্চ দিয়া পাইলাম জাগো টিভি নামে বাংলাদেশি এক সাইট তো খেলা কি দেখুম পাইকারি অ্যাড আর এমন স্লও যে আবার চুল ছিরতে ইচ্ছা হইলো । আর একটা পাইলাম খান টিভি এইটা ভালই তয় পিকচার কোয়ালিটি খুবি খারাপ । শেষমেশ যখন আশা ছাইরা দিয়া ফেসবুকে ঢুকলাম কে জানি একটা লিঙ্ক সেয়ার দিসে ব্ল্যাক আইজ টিভি । তো ঢুকলাম । এইডাতে অ্যাড নাই পিকচার কোয়ালিটিও ভালো । সচাইতে মজার ব্যাপার হইলো আমার ১৫৬kbps নেটেও বাফার করে নাই । যদিও ততক্ষণে ম্যাচ শেষ হইয়া গেছে । তবুও ভালো একটা লিংক পাইলাম ।

সুধু ক্রিকেট না, ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ সহ সব ধরনের খেলাই দেখা যায় এইখানে । নেট স্পীডের উপর ভিত্তি কইরা আলাদা আলাদা স্ত্রিমিইং আছে । লিংক টা এইখানে । যদিও এইগুলা জাগো তেও আছে তয় কামের কাম কিছুই না । পপুলার সাইট গুলার যা ধর্ম । অ্যাড দিয়া ভইরা রাখে ।  যাই হোক কাল বাংলাদেশের সিরিজ জেতার ম্যাচ । চলেন আমরা দুয়া করি আমাদের টাইগারা যেন সেওয়াগ নামক গরু ডারে আবারো নতুন স্টাইলে জবাব দিয়া দেয়, আর গেইল মামুগো সামনে গ্যাংনামনৃত্ত পরিবেশন কইরা জানাইয়া দেয় নাচতে আমরাও পারি খালি মাঝে মাঝে একটু ভাব নেই 😉   আমার এই ফালতু টিউনের উপর গালাগালি করার অধিকার কমেন্ট অপশনে আছে । খারাপ লাগলে ধুমাইয়া সমালোচনা করেন :p

আমার লিংকটা সম্ভবত সম্মানিত মডারেটরদের ভালো লাগেনি তবুও কারো যদি লিংকটা দরকার হয় কমেন্ট অপশনে চেক করুন পেয়ে জাবেন। ধন্যবাদ ।

Level 0

আমি Imtiaz Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক অনেক Thanks

bhai mobile thekar kono link thakle share koren.

    আসলে আমাদের দেশের নেট স্পিডের যা অবস্থা তাতে কততুকু কি দেখা যাবে আল্লাই ভালো জানেন,তবুও ইনশাল্লাহ ভালো লিংক পাইলে অবশ্যই সেয়ার করব 🙂

THANKS a lot………..

ভাই হামার লেটের যে ইস্পিরিট হামার পক্ষে দেকা সম্বব লয় !

Level 0

apner link to nai.

এইখানে আমার লিংক টা সরাইয়া দেয়া হইছে !!! :O

http://www.webcric.com
Best streaming site for watching live cricket.

কম স্পীডে ভালভাবে লাইভ ক্রিকেট ম্যাচ দেখার জন্য এই সাইটটি দেখতে পারেন –
http://criclive-tv.blogspot.com

Level 0

link ta kas korena

Cricket streaming paichi but ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, ইংলিশ প্রিমিয়ার eigola to pachchina .
http://www.black-iz.com/tv ami eita try korchi.
Imtiaz vai ekto clear korben please 🙂

And thanks much for your hard work

    দুঃখিত ভাই, প্রশংশা করতে গিয়া মনে অয় বেশি কইরা ফালাইছি 🙁 তারা ইদানীং ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ গুলা থুইয়া ক্রিকেট দেখাইতেছে 🙁