আমাদের এই দেশটাকে আমরা খুব ভালবাসি, তাইনা?? চলুন বিশ্বকে দেখিয়ে দিই আমাদের ভালবাসার আরেকটি নমুনা।

আসসালামু আলাইকুম

আজ আপনাদের সামনে আসলাম একটা অনুরধ নিয়ে,

আমাদের এই দেশটাকে আমরা খুব ভালবাসি, তাইনা??
চলুন বিশ্বকে দেখিয়ে দিই আমাদের ভালবাসার আরেকটি নমুনা।

আসুন আজ থেকেই আমাদের সবার ফেসবুক লাল- সবুজে রাঙ্গিয়ে দিই! এবার আমরা চাই ১৬ ডিসেম্বর রাত পর্যন্ত আমরা আমাদের ফেসবুক প্রোফাইল এ ব্যক্তিগত ছবির পরিবর্তে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি ব্যবহার করব। একটা প্রোফাইলেও যেন বাদ না যায়! দেশকে যে আমরা মায়ের মত ভালোবাসি, আসুন তা বাকী দুনিয়াকে দেখিয়ে দিই।

ভাবুন তো একবার! পুরো ফেসবুকের বাংলাদেশী প্রোফাইল গুলোতে শুধু লাল-আর সবুজে ছেয়ে যাবে! ভাবতেই কেমন লাগছে না??? নিশ্চয়ই বাংলাদেশী হিসেবে নিজের কাছেই গর্বে ফুলে ঊঠবে আপনার বুক?

চলুন তবে আর দেরী কেন?? আজই শুরু করে দেওয়া যাক...

ভাল লাগলে পোস্টটি ফেসবুকেও সবার সাথে কপি করে শেয়ার করতে পারেন।

Level 0

আমি iamnayem। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি কমু আর!

Level 0

মুখে বলি দেশকে ভালোবাসি, আমেরিকার ভিসা পাইলেতো আর দেশে থাকব না, তাহলে কেমন ভালোবাসা।

    Level 0

    @Baschu: আপনি না থাকতে পারেন, কিন্তু ভাববেন না সবাই একই রকম।

Level 0

ভাই দেশ নিয়ে এতো ভাবলে কি পরিনতি হয় জানেন তো ?
অনেক কিছু…
শেষে লাশ শনাক্ত করা যাচ্ছে না তাই এটা আঞ্জুমানে মফিদুল ইসলামকে দেয়া হয়েছে…

যাই হোক আপনার উদ্যেগটি খুবই ভাল। আমার ফেসবুকের টাইম লাইন পিকচার টি পরিবর্তন করে স্মৃতি সৌধের ছবি লাগিয়ে দিয়েছি। এবং এটুকুও জেনে রাখুন, দেশের জন্যে আমার অবদানও কম নয়। দেশের পর্যটন শিল্প নিয়ে হাজার হাজার আর্টিকেল/কমেন্টস লিখেছি, পিকচার তুলে গুগল আর্থে যুক্ত করেছি কোন লাভ ছাড়াই বা খুবই সামান্য। এই শ্রম আমার অন্য একটি সাইটে দিলে এতোদিনে কয়েক হাজার ডলার আয় করতে পারতাম ( এডস থেকে)। এই লেখা/পিকচার দেখে হয়তো বিদেশীরা আকৃষ্ট হয় বা বাংলাদেশে আসে, তাতে আমার বা আমার মতো তাদের লাভ কি ? লাভ হয় হোটেল গুলোর, দেশে আসে বৈদেশিক মূদ্রা। আর সেই ডলার দিয়ে এমপি-মন্ত্রীরা শুল্ক মুক্ত গাড়ি কিনে আনে জাপান বা জার্মানী থেকে।

তাই ভাবতাছি- এই দেশ যদি জাহান্নামে চলে যায় তারপরও সেদিকে দৃষ্টিপাত করিব না।

    Level 0

    @Aslam: আমি কখন নেগিটিভ চিন্তা করিনা, আর দেশের জন্য কে কি করল তা জানতেও চাইনা। খালি বুজতে চাই আমি দেশের জন্য কি করতে পারলাম। বাংলাদেশে আগামি ১০ বছরের ভিতর মুক্তিযুদ্ধ এর মত বড় ধরণের বিপ্লব হবে আমি তা কামনা করি। দেয়ালে পিঠ ঠেকে গেলে বাংলার বিলাই ও রয়েল বাঙ্গল টাইগারে রূপান্তরিত হয়। তাই সবাই চলুন আস্তে আস্তে দেয়ালের নিচে জমা হই।

    @Aslam: ভাই আপনারে আমার সেলুট………।।

Level 0

মনে থাকলে অবশ্যই দিমু ; আরএকটা কথা জোশ আইডিয়া !

apnara deshe asen to tai probasi der maone batha bujben na….probasi hon, ta hole desher porti valobasha kamon koto prokar sob bujte parben…….

http://www.facebook.com/syful691
goooooooooooooooooo & seeeeeeeeeeeee…