টেকটিউনসে মনে পড়লে আসি। আর আসলে অনেকক্ষণ থেকে যাই। ঘন্টার পর ঘন্টাও অনেক সময় পার করে দেই। কত কি জানার, কত কি অজানা। জেনে আনন্দ পাই, মনে ভাল লাগে। আজ এমনি করে চলে আসলাম। লিনাক্স নিয়ে স্টিকি পোষ্ট পড়ার পর টেকটিউনস জরিপ [অক্টোবর-২০১২] এর ফলাফল পড়তে লেগে যাই। টেকটিউনস জরিপ [অক্টোবর-২০১২] : দিনের শুরুতে বেশিরভাগ মানুষই ফেইসবুক নোটিফিকেশন চেক করেন! এরপরই টেকটিউনস!
মাথায় একটা খটকা লেগে যায়। কি প্রমান হয়! ভাবতে লেগে যাই এবং খুঁজতে লেগে যাই কথাটা কতদুর সত্য হতে পারে? তবে অনুসন্ধানের পর দেখুন আপনাদের কি মনে হয়!
সারা দুনিয়ার লোকেরা কি করে?
অসাধারণ। হা, জরিপ ঠিক আছেই। টেকটিউনস অনেক অনেক এগিয়েই আছে। টেকটিউনস এগিয়ে চলুক।
১১১৪ জন ভোটারকে শুভেচ্ছা।
আমি সাহাদাত উদরাজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের সম্পর্কে নিজে কি লিখব! কি বলবো! গুনধর পত্নীই শুধু বলতে পারে তার স্বামী কি জিনিষ! তবে পত্নীরা যা বলে আমি মনে করি - স্বামীরা তার উল্টাই হয়! কনফিউশান! ----- আমি নিজেই!! ০১৯১১৩৮০৭২৮
বেশি টেকি ভাইরা মাইন্ড করবেন না। মনে লাগলো তাই পোষ্ট দিয়ে দিলাম। টেকটিউনসকে শুভেচ্ছা জানানোর একটা উপায় আর কি!