সমস্যা নং – ০১ : সকালবেলা বাদে বাকি সময়টা স্পীড বলতে গেলে থাকেই না, দুপুরের পর থেকে মধ্যরাত পর্যন্ত আমার ৫১২ আনলিমিটেড প্যাকেড ১২৮kbps এর প্যাকেজ হয়ে যায় । পেজ ওপেন হয় না, সামান্য গুগুল লোড নিতে অস্থির অবস্থা । বাকিগুলোর কথা নাই-বা বললাম । ওদেরকে টিকিট পাঠালাম গতকাল, আজ পর্যন্ত কোন ‘মহামানব কাস্টমার ম্যানেজার’ উত্তর দেওয়ার সময় পেল না ।
কেন স্পীড এর এই সমস্যা –
০১. এটা কি শুধু আমার একারই হচ্ছে (রাজশাহীর সেন্টারে আমি নেট চালাই) না আপনাদেরও হচ্ছে?
(শেয়ার করবেন আশা রাখছি)
০২. মডেমের সমস্যা বলে আমি মনে করি না, তাহলে সকালবেলা মডেম ভাল হয়ে যায় কি করে?
০৩. এটা কি বাংলালায়নের ব্যান্ডউইডের (Bandwidth) এর সমস্যা না দেশের কোন প্রান্তে সাবমেরিন ক্যাবলের তার জোড়া লাগানো হচ্ছে অথবা কেটে ফেলা হয়েছে?
০৪. Bandwidth কন্ট্রোল করা হচ্ছে না তো? যদি তাই হয় তাহলে আমি কেন ৫১২kbps এর টাকা দিয়ে ১২৮kbps ইন্টারনেট চালাবো?
সমস্যা নং – ০২ : ব্রাউজ করতে না পেরে ভাবলাম একটা আপলোড দিয়ে দেখি, নেট এর আসলে কি অবস্থা! ৭ মেগাবাইটের একটা ফাইল ইউটিউবে আপলোড হতে সময় চায় মাত্র ১০০ মিনিট!!!আমার heart-fail করার অবস্থা, এর থেকে তো হারামিফোনের স্পীড মনে হয় বেশী!!
এই সমস্যাটা হচ্ছে গত ৪-৫ দিন থেকে নিয়মিতভাবে । সকালে (রাত ৩/৪ টা থেকে সকাল ৯/১০ টা) ঠিকঠাক স্পীড পাই (ব্রাউজিং, আপলোড – ডাউনলোড তেমন একটা দেই না), ১০ টার পর থেকে শুরু হয় যন্ত্রনা । টাকা দিয়ে এভাবে ইন্টারনেট চালাতে ইচ্ছা করে!!সমস্যা হচ্ছে এই শহরে বাংলালায়নের কোন বিকল্প নাই । এটাই হয়তো বাংলালায়নকে আরও বেশী স্বেচ্ছাচারী করে তুলেছে । ২/৩ মাস আগেও খুব কম সময়েই স্পীড এর সমস্যা হতো আর এখন তো দেখছি এটা নিত্য-নৈমত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে ।
এভাবে কি কখনো অনলাইনে কাজ করা যায়? আমি জানি না কখন এই সমস্যা থেকে মুক্তি পাব বা কিভাবে মুক্তি পাব । মতামত আর সাজেশন প্রত্যাশা করছি ।
[P.S – টেকটিউনসে এই লেখা দেওয়ার জন্য পেজ অপেন হতে সময় লাগলে ১ মিনিটের বেশী!!বুঝেন কেমন জ্বালায় আছি]
আমি writer2012। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি রংপুরে থাকি । আগে রাত আটটার পরে প্রচুর সম্যসা হত । ঈদানিং হয় না । তবে প্রতি মাসে এক সপ্তাহ কোনো না কোন অযুহাত দিয়ে স্পিড কমিয়ে দেয় ।
এখানে দেখুন বিস্তারিত
http://m.facebook.com/story.php?story_fbid=471801779537643&id=108780385839786&refid=7&_ft_=qid.5812803573595742640%3Amf_story_key.-1135421065080277028