আসসালামুয়ালাইকুম অরাহমাতুল্লাহ
আশা করি আপনারা সবাই ভাল আছেন, আমিও আল্লাহর রহমতে ভাল।
অনেক দিন ধরে ফ্রী ডাটা স্টোর স্পেস সাইড খুঝতে ছিলাম, Google-এ সারচ দিলে শুধু আলতু-ফালতু সাইডের সন্ধান দেয়। কোন সাইডে ১০০এম বি, আবার কোন সাইডে ৫০এম বি, ৫১২এম বি ইত্যাদি ইত্যাদি। Google নিজেই নিজের ড্রাইভের কথা বলতেছেনা। যাক, আমার এক বন্ধুর দারা জানতে পারলাম Google এর নিজের ই একটা ফ্রী ডাটা স্টোর সাইড আছে যার নাম হল, “Google Drive”। সবচেয়ে বড কথা হচ্ছে “Google Drive”-এ ৫জিবি ফ্রী ডাটা স্পেস!!! খুব খুশিই লেগেছিল... কোথায় ৫জিবি আর কোথাই ১০০এম বি, ৫০এমবি, ৫১২এম বি। ঐসব সাইড হতে কিছু দিন পর স্টোর করা ফাইল গূলু মুছে ফেলতে হয়, বাট, Google Drive –এ ৫ জিবি!!! আপলোড করতে কতদিন সময় লাগবে,বল্লামনা...
আমি আজ প্রায়, তিন সপ্তাহ ধরে ডাটা স্টোর করতেছি, আল হামদু লিল্লাহ কোন ধরনের সমস্যা হচ্ছেনা। স্টোর করতে করতে ইচ্ছা হল, এর উপর একটা পোষ্ট করি, তাই সাত/পাঁচ নাভেবে এরই মধ্যে আমার ব্লগে Google Drive সম্পরকে।
রবি’র নেট দিয়ে ছবি আপলোড করা বহুত সমস্যা তাই, এখানে শেয়ার করতে পারলামনা।
আমি আরিফ মোঃ ফোরকান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Simple man................
এধরনের পোষ্ট করার আগে একবার টিটিতে সার্চ দিয়ে দেখে নিবেন আশা করি। সেই সাথে জানাচ্ছি skydirve e 25GB free পাবেন এবং Dropbox e ইচ্ছামত (শর্তপ্রযোজ্য).