আপনার ওয়েবসাইট এ আকর্ষনীয় ভিজিটর কাউন্টার সেট করুন, সাথে দেখুন লোকেশনসহ ঠিক এই মুহুর্তে আপনার সাইট এ কতজন ভিজিটর!!!

আসসালামু  আলাইকুম । সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন ।  ভালো থাকাটাই  সবসময়ের প্রত্যাশা  । ইতিপূর্বে কম্পিউটার এর স্পিড বাড়ানো সহ কয়েকটি টিপস নিয়ে আলোচনা করেছি, আমার পূর্বের পোস্টটি দেখে আসতে পারেন । আজ আরেকটি বিষয় শেয়ার করতে আসলাম, তবে কম্পিউটার এর ট্রাবলশুটিং বিষয়ে নয় একটু অন্য বিষয়ে, ওয়েবসাইট এ আকর্ষনীয় ভিজিটর কাউন্টার সেট করা নিয়ে

কথা না বাড়িয়ে মূল কোথায় আসি । ওয়েব সাইট এ একটি ভিজিটর কাউন্টার থাকলে আপনার ওয়েব সাইট  এ কতজন ভিজিটর আসছে তা জানতে পারবেন, আর সাথে যদি ভিজিটর এর লোকেশন এবং রিসেন্ট ভিজিটর দেখতে পান তাহলেতো আরো ভালো।  হ্যা সেরকম একটি সাইট, এটার গ্লোভ সিস্টেম আকারে তৈরী করা ভিজিটর কাউন্টারটি নিসন্দেহে আপনার ভালো লাগবে । আমার সাইট এ সেট করেছি । সেম্পল হিসেবে দেখে আসুন তবে এজন্য আপনার কম্পিউটার এ ফ্ল্যাশ প্লেয়ার সেটাপ করে রাখুন। ফ্ল্যাশ প্লেয়ার সেটাপ করতে এখানে ক্লিক করুন।  তারপর আপনার ওয়েব সাইট এ ভিজিটর কাউন্টার সেট করতে এখানে ক্লিক করুন। অনেক জনপ্রিয় বলে ওদের নিজেদের সাইট এরই রিসেন্ট হিট দেখতে পাবেন। এখানে আপনি আপনার পছন্দমত এডিট করে আপনার সাইট এর জন্য বিভিন্ন সাইজ এর গ্লোভ সেট করে নিতে পারবেন। প্রথমে Get Your Glove এ ক্লিক করুন।

এখানে আপনি আপনার ওয়েব সাইট  এ গ্লোভ টিকে কিভাবে দেখতে চান সেটা সেট করে নিতে পারেন তারপর ডাইমেনসন সেটিং করুন, একটু ছোট করে নিলে দেখলে ভালো লাগবে। 

 

custom background color এ চেক বক্স এ ক্লিক করে ব্যাকগ্রাউন্ড হিসেবে কালো রং সিলেক্ট করে দিতে পারেন ।  বাকি অপশন সব আগের মতই রাখুন । 

 

Copy The Code To Your Site... 

এখানে ডান পাশে আপডেট এ ক্লিক করে আপনার ওয়েব সাইট এর এড্রেস দিন । তারপর submit এ ক্লিক করুন এরপর লক্ষ্য করবেন আপনার  কোডটি কিছুটা পরিবর্তন হয়ে গেছে। এখন এটা কপি  করে আপনার ওয়েব সাইট এ গিয়ে HTML/Java সেকশন এ গিয়ে পেস্ট করুন ।  ব্যাস হয়ে গেল আপনার ভিসিটর কাউন্টার সেট করা, এখন থেকে আপনি রিসেন্ট হিটসহ কতজন আপনার সাইট ভিজিট করছে এবং কোথেকে করছে তার সবকিছুই দেখতে পাবেন ।

আপনি যদি চান আপনার ওয়েব সাইট কোন জায়গা থেকে কতক্ষণ আগে ভিজিট হয়েছিল তাও দেখতে চান, তাহলে এ লিঙ্কে ক্লিক করেও কাউন্টারটি সেট  করে নিতে পারেন । 

 

এখানে দেশের নাম, পতাকা, সময় সহ কমপক্ষে ১০টি রিসেন্ট তালিকা দেখতে পাবেন । আমি আমার ওয়েবসাইট এও সেট করেছি, দেখে আসতে পারেন । আপনার সাইট এও একইভাবে সেট করুন,  আর না পারলে আমিতো  আছিই । আমার ফেসবুকও আছে । তাই টেনশন এর কারণ নেই, আর আমি থাকতে কারো ভরসা নেই। ফান করলাম একটু ।  সবাইকে ধন্যবাদ । সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো ।

Level 2

আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer Science & Engineering www.facebook.com/aimanbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

আপনাকে অনেক ধন্যবাদ টিপসটি শেয়ার করার জন্য। ওয়েবসাইট ও ব্লগ এর জন্য আপনার এই টিপসটি খুবই গুরুত্তপুন আশাকরি সকলের কাজে আসবে। আমার জানা মতে ব্লগ তৈরি করাযায় বিনা মূলে,আর ওয়েব সাইট তৈরিতে টাকা খরচ করে স্পেস কিনতে হয় এবং প্রতি বছর আবার সেটি রেনিউ করতে হয়…..। তাহলে ভাই ওয়েবসাইড এবং ব্লগ এর মধ্যে মুলত পাথক্যটা কি যদি বিস্তারিত বলতেন……?

    @mahmudkoli: আপনাকে অনেক অনেক ধন্যবাদ । ব্লগ বিনা মূল্যে পাওয়া যায় ঠিক আছে, কিন্তু যত কথাই বলেন এটা সাব ডোমেইন, সরাসরি কোনো ডোমেইন না, আরেকজনের কাছ থেকে ধার করা । আপনাকে আরেকজনের সার্ভার এ ডাটা রাখতে হচ্ছে, আরেকজনের ডোমেইন ধার করে চলতে হচ্ছে । সেটা হয়তো ব্লগস্পট নয়তো ওঈব্লি । আপনি যখন ডোমেইন হোস্টিং নিয়ে একটি সাইট বানাবেন, তখন সেটা আপনারই সাইট, আপনারই ডোমেইন, এখানে কারো অংশীদার থাকবেনা। আপনার নিজের রেজিস্ট্রারড ডোমেইন, আপনি নিজের মত করে টেম্পলেট, বেনার, আর্টিকেল, কনটেন্ট সবকিছুই অ্যাড এবং এডিট করতে পারবেন। আপনার পছন্দ মত ওয়েব সাইট এর নাম পছন্দ করে দিতে পারবেন, সাথে ব্লগস্পট ওঈব্লি এসব আর ধার করে যোগ করতে হবেনা । অনেক ওয়েব সাইট ই সাবডোমেইন সাপোর্ট করেনা, নিজস্স ডোমেইন ছাড়া আপনাকে অনেক সেবা থেকে বঞ্চিত হতে হবে, গুগল অ্যাডসেন্সও নিজস্স ডোমেইন নেয়া সাইট কেই বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। আশা করি কিছুটা হলেও বুঝাতে পেরেছি। আবারও ধন্যবাদ ।

Level 0

ভাই আপনার Adsense থেকে মাসে কত আয় হয় ???

ভাই দারুন হইয়াছে ………।।লাগাইয়া জান………মানে চালায়া জান………।।আম রা আছি আপ্নের লগে…………? [email protected]
আরো সুন্দর TUNE চাই………।। THANKS A LOT…………..FOR U……….

ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

Level 0

vai apnar tuneta very nice but amar blog e ami drop down menu korte parce na apne janle plz help me anyone me my blog http://www.islamojibon.blogspot.com
my mail [email protected]

    @mohammadp: আপনি কি WordPress এর জন্য Droup Down Menu এর কথা বলছেন?
    বা যাই হউক, আপনি আমার সাথে কন্টাক্ট করুন ।

vi awasome akta tune korsan khub valo…