বাড়িয়ে ফেলুন আপনার ইন্টারনেট এর স্পীড খুব সহজে…

সবাইকে শুভেচ্ছা ।

আমাদের দেশে কম বেশি সবারই ইন্টারনেট স্পীড নিয়ে সমস্যা আছে। যাদের ইন্টারনেট এর স্পীড খুব কম তাদের জন্য আমার এই ছোট নিবেদন। আশা করি এই টিপস গুলো আপনাদের উপকারে আসবে। বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। এখানে ৩ টা ধাপের কথা উল্লেখ করা হয়েছে । এই ধাপ ৩ টা শেষ করলে আশা করি উপকার পাবেন।

ধাপ ১: প্রথমে আপনার desktop এ অবস্থিত My Computer এর উপর right click করে Manage এ ক্লিক করুন।এবার Device Manager এ ক্লিক করুন, ডান দিকে অবস্থিত Ports (COM & LPT) Option এ যান, এটা বর্ধিত করুন এবং Communication Ports নির্বাচন করুন এবং এর উপর Right Click করুন এবং এর Properties এ যান, এরপর Port Settings এ যান, এখানে অবস্থিত Bits per second কে বর্ধিত করুন ৯৬০০ থেকে ১২৮০০০ পর্যন্ত এবং Flow control Option থেকে Hardware নির্বাচন করুন। OK click করে বেরিয়ে যান।

ধাপ ২: নিচের কোড গুলো Notepad এ নিয়ে something.reg নামে save করুন। এবার something.reg ফাইল টা double click করে execute করুন(open করুন)। ok click করুন।

কোডঃ

REGEDIT4
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Servic es\Tcpip\Parameters]
"SackOpts"=dword:00000001
"TcpWindowSize"=dword:0005ae4c
"Tcp1323Opts"=dword:00000003
"DefaultTTL"=dword:00000040
"EnablePMTUBHDetect"=dword:00000000
"EnablePMTUDiscovery"=dword:00000001
"GlobalMaxTcpWindowSize"=dword:0005ae4c

ধাপ ৩ : উইন্ডোজ ২০% Bandwidth সংরক্ষন করে রাখে ।এই ২০% খালি করলে স্পীড আরও একটু বাড়বে।

এখন Start এ click করে Run এ লিখুন gpedit.msc এরপর ok দিন। এরপর Local Computer Policy এর Under এ অবস্থিত Computer Configuration এ যান এবং এরপর Administrative Templates এ যান। ডান দিক থেকে Network–>QOS Packet Scheduler এ জান,এখান থেকে Limit Reservable Bandwidth এর উপর double click করে open করুন, এরপর enable এ টিক দিয়ে ২০% থেকে ০% করে দিন। ব্যাস কেল্লা খতম.........আর উপভোগ করুন আগের চেয়ে বেশি স্পীড।

এই পোষ্টটা এর আগে এখানে প্রকাশিত হয়েছে।

কোন সমস্যা হলে আমার একটা ব্লগ সাইট আছে এখানে ক্লিক করে সমস্যা গুলো জানাতে পারেন এবং আমার সাইট টা দেখে আসতে পারেন।

Level 0

আমি 062musha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভাই windows 7 ব্যবহার করি ডিভাইস ম্যনেজার এর পর ports ( COM & LTP ) অপশনটি নেই। এখন কি করব।

Level 0

ভাল করে check করুন। আপনার windows 7 এর virsion এর সমস্যা থাকতে পারে। আমি windows 7 professional ব্যবহার করি এবং আমার ঐ option টা আছে ।

    Level 0

    @062musha: প্রিয়তে না নিয়ে পারলাম না!

Level 0

ধন্যবাদ,ভাই।ভাল হয়েছে।

Network–> এর পরে QOS Packet Scheduler অপশন নাই । আছে Offline Files, Network Connection নামে দুইটা অপশন । কি করমু ?

    Level 0

    @Dark Prince: আপনি User Configuration এ গেছেন কিন্তু আপনাকে Computer Configuration এ যেতে হবে।তাহলে পাবেন। Computer Configuration–>Administrative Tamplates–>Network–>QOS Packet Scheduler

Level 0

Vai windows xp use kori,xp ta ki kora barabo ektu bola dan.

    Level 0

    @Sagor: হ্যাঁ অবশ্যই যাবে ।

Ports (COM & LPT) Option এই টা আমার w7 এ ও নাই কিছু করেন please

    Level 0

    @iftakhar_mahdi: ভাল করে check করুন। আপনার windows 7 এর virsion এর সমস্যা থাকতে পারে। আমি windows 7 professional ব্যবহার করি এবং আমার ঐ option টা আছে ।

তাইতো!! ভাল খুব ভাল। ধন্যবাদ।

vaiya ami windows 7 home prem use kori
ami run a giye gpedit.msc likhle kono kichu ashena.onno kono way ache 20% bandwith thik korar ?
dhonno bad

    Level 0

    @mesbahghalib: আপনার কম্পিউটারের C Drive এ Windows এর ভিতর System32 নামে একটা folder আছে, ঐখানে gpedit.msc নামে একটা file পাবেন। ঐটা double click করে open করুন।

🙁

Level 0

The Ports (COM & LPT) Options are not available in Win7 Ultimate and home premium also.
And the codes are made for Win 2000 and XP only not vista or 7.
And do not tell that there is problem in Win7 Ultimate as the prior.

    Level 0

    @newboy: আপনি মনে হয় ভুল বলতেছেন কারন আমি Windows 7 Professional and Windows 7 Ultimate দুইটাই ব্যবহার করি এবং আমার কোন সমস্যা হয় নাই। ভাল করে check করুন।

আপনারা অনেকে বলছেন আপনার qos packet scheduler নেই।এটি নেই কারন আপনি ব্রডব্যান্ড ব্যবহার করে থাকলে আপনি বা আপনার প্রভাইডার কনফিগার করার সময় সেটি ডিলিট করে দিয়েছে।এর মানে আপনার ২০% reserve করা নেই নেট ফুল স্পীড এ চলছে।
আর অনেকে com ports1,com ports 2 dekhben দুটিতেই ১২৮০০ করে hardware সিলিক্ট করবেন

Level 0

ধন্যবাদ @062musha ভাই কে সুন্দর টিউন এর জন্য …তবে ধাপ ১ এবং ৩ নিয়ে এর আগেও টিউন হয়েছে …যাই হোক অনেকেরই কাজে আসবে …

Level 0

kono kamer post na eita sobi thik thak korlam but speed amar mone hoy chul poriman o barenai ami gp use kori ar download speed pai just 15 Kbps jodi kew amar speed tare devlop koraite paren please help koiren amar mail [email protected] please guys

ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য যদিও আগে থেকেই এটি জানা আছে। যাদের জানা নেই তাদের উপকারে আসবে

Level 0

Ae tricks gula kunu kajer na…r tricks gula onek puronu…

Level 0

কথা হচ্ছে,নেট এর স্পিড কখনও ওভার হতে শুনি নি,কত টিপস দেখলাম।ফাউল।ভাই,টিউন করার জন্য ধন্যবাদ।

বাড়িয়ে ফেলুন আপনার ইন্টারনেট এর স্পীড খুব সহজে___ কোন কাজে আসেনা যদি সিম কোম্পানি তাদের স্পিড না বাড়াই তাইলে ক্যামনে নেট স্পিড বেসি হবে? বাকি স্পিড কি wifi দিয়ে ঢুকবে নাকি সিমের মাধ্যমে? আপনি বাংলাবিলাই ৫১২ চালান কোন কিছুর প্রজন হবে না

Level 0

vai run a geya gpedit.msc dibar por kono kishu ase na what can i do now?