বদলে ফেলুন আপনার Facebook এর চেহারা !!!!!!!!!

আমরা প্রায় সবাই ফেসবুক ব্যবহার করি আর আমি তো সারা দিন ফেসবুক এ থাকি। যাই হোক আমরা যারা facebook ব্যবহার করি শুধু তাদের জন্য এই টিউন। ফেসবুকের এক রকম চেহারা দেখতে দেখতে যারা মহা বিরক্ত তাদের জন্য মহা সুসংবাদ। এখন আপনারা ইচ্ছা করলেই আপনাদের ফেসবুকের চেহারা বদলে দিতে পারেন নিচের ছবি গুলির মত।




আরও অনেক অনেক থিম আছে যা আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন।
এখন বলি কিভাবে এই থিম গুলি ব্যবহার করতে পারবেন।

মজিলা ফায়ারফক্সের জন্য যা করতে হবেঃ
প্রথমে এই addon টি install করুন। Stylish

তারপর মজিলা restart করুন।
এখন থিমের জন্য যান এখানে।
আপনি আপনার পছন্দ মতো একটা থিমে click করুন।
ধরা যাক আপনি পছন্দ করেছেন Facebook Transformers Camaro Bumblebee এই থিমটা। এখন এইটা তে click করলে যে page টা আসবে তার উপরে ডান পাশে install with Stylish এ click করুন। এরপর আবার install এ ক্লিক করুন। ব্যস
কাজ শেষ। এখন ফেসবুক এ গিয়ে চোখটা কে ছানাবড়া হওয়ার সুযোগ করে দিন।
আর আপনি ইচ্ছা করলেই থিম পাল্টাতে বা uninstall করতে পারবেন।

Internet Explorer & Opera এর জন্যঃ
Internet Explore 8 লাগবে।
প্রথমে এই plug-in টা install করুন। Yontoo Layers
তারপর সব একই রকম।
Google Chrome এ করা যাবে কিন্তু অনেক কিছু করা লাগবে।
টিউনটা অনেক বড় হয়ে যাবে তাই আর বললাম না।

আশা করি সবার ভাল লাগবে।
কাজে লাগলে comment করবেন।
কৃতজ্ঞতা প্রকাশ করা মহৎ গুন

আমার অন্য টিউন গুলো দেখুন নিচেঃ-

2780 Live TV Channels দেখুন mozilla তে !!!!!!!!!!!!!!!!!

ফেসবুক Chat এ এখন আরও বেশি মজা !!!!!!!!!!

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধুর মিয়া হুদাই সময় নষ্ট করার বুদ্ধি দেন ।
তবে টিউনটির জন্য আপাতত কিছু ধন্যবাদস 🙂 ।

    ভাই আপনার comment আমাকে নতুন টিউন করতে ভাল উৎসাহ দিয়েছে।
    জ্ঞান থাকলে বুঝে নিবেন।

    ভাই আপনার এত জ্ঞানস কোথায় রাখেন?? 🙂

    আমি জ্ঞানী নই।

যতটা মনে করছিলাম ততটা কাজের না……
তবুও কষ্ট করে টিউন করার জন থেংকুশ….

    আসলে ফেসবুকের কোন কিছুই কাজের না

vaia please google cromer jonno poddhoti gulo amake email kore dao.amar email hocche [email protected]

Level 0

1st tune hisebe besh valo hoeche…asa kori samne aro valo tune pabo…

    জাফর ইকবালের বই পড়তে আমার যতটুকু ভাল লাগে আপনার comment আমার কাছে তার চেয়ে বেশি ভাল লেগেছে।
    ধন্যবাদ আপনার সুন্দর কথার জন্য। 🙂 🙂 🙂 🙂

Level 0

korle2 slw hoye jay…..!!!!! 🙁

    আমার কোন সমস্যা হয় নাই। তবে ভাল কিছু পেতে হলে কিছুতো ছাড় দিতে হবেই। 🙂 🙂

অনেক আগে একবার ব্যবহার করছিলা . ঝামেলা মনে হয়েছে।

মজার টিউন আহ হা।

Level 0

Vaia,
Ami kaj ta korte partesi na…. 🙁
Amar Google crome 8 and Opera 11 Mozilla 4.beta
Amake jodi process gula aro easily vabe janai den tahole upokkrito hobo….
Amar mail ID holo…. [email protected]

Thanks.

Level 0

Thank u Hasan bro. How can I change theme?

Level 0

vhai_theme uninstall krbo kivabe??

Level 0

Thanks tunner.