আমরা প্রায় সবাই ফেসবুক ব্যবহার করি আর আমি তো সারা দিন ফেসবুক এ থাকি। যাই হোক আমরা যারা facebook ব্যবহার করি শুধু তাদের জন্য এই টিউন। ফেসবুকের এক রকম চেহারা দেখতে দেখতে যারা মহা বিরক্ত তাদের জন্য মহা সুসংবাদ। এখন আপনারা ইচ্ছা করলেই আপনাদের ফেসবুকের চেহারা বদলে দিতে পারেন নিচের ছবি গুলির মত।
আরও অনেক অনেক থিম আছে যা আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন।
এখন বলি কিভাবে এই থিম গুলি ব্যবহার করতে পারবেন।
মজিলা ফায়ারফক্সের জন্য যা করতে হবেঃ
প্রথমে এই addon টি install করুন। Stylish
তারপর মজিলা restart করুন।
এখন থিমের জন্য যান এখানে।
আপনি আপনার পছন্দ মতো একটা থিমে click করুন।
ধরা যাক আপনি পছন্দ করেছেন Facebook Transformers Camaro Bumblebee এই থিমটা। এখন এইটা তে click করলে যে page টা আসবে তার উপরে ডান পাশে install with Stylish এ click করুন। এরপর আবার install এ ক্লিক করুন। ব্যস
কাজ শেষ। এখন ফেসবুক এ গিয়ে চোখটা কে ছানাবড়া হওয়ার সুযোগ করে দিন।
আর আপনি ইচ্ছা করলেই থিম পাল্টাতে বা uninstall করতে পারবেন।
Internet Explorer & Opera এর জন্যঃ
Internet Explore 8 লাগবে।
প্রথমে এই plug-in টা install করুন। Yontoo Layers
তারপর সব একই রকম।
Google Chrome এ করা যাবে কিন্তু অনেক কিছু করা লাগবে।
টিউনটা অনেক বড় হয়ে যাবে তাই আর বললাম না।
আশা করি সবার ভাল লাগবে।
কাজে লাগলে comment করবেন।
কৃতজ্ঞতা প্রকাশ করা মহৎ গুন
আমার অন্য টিউন গুলো দেখুন নিচেঃ-
2780 Live TV Channels দেখুন mozilla তে !!!!!!!!!!!!!!!!!
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
🙂