ফ্রী ইন্টারনেট ব্যবহার সম্পর্কে Network Operator এর এডমিনের দৃষ্টি আকর্ষণ করছি….

অনেক দিন ধরে ফ্রী ই ন্টারনেট নিয়ে টিউন হচ্ছে। কেউ কেউ ব্যবহার নিয়ে টিউন করছে আবার অনেকে গন মাধ্যমে এটা প্রচার না করার জন্য টিউন করছে। এই সকল টিউন পড়ে আমি এই টিউন না করে পারলাম না। যারা ফ্রী নেট গন মাধ্যমে প্রচার না করার জন্য টিউন করছে, তাদের আমি কোন দোষ দিবো না। আবার যারা ব্যবহার সম্পর্কে টিউন করছে তারা চাচ্ছে যাদের নেট ব্যবহার করতে পারে না অর্থের কারনে তারা যেন এই পদ্ধতিতে নেট ব্যবহার করতে পারে।

কিন্তু আমার ক্ষোভ হচ্ছে তাদের প্রতি যারা ফ্রী নেট বন্ধের জন্য কম্পানিকে তথ্য জানাছে। সকলেই বুঝতে পারছেন এই লোক কারা। এরা এই বাংলাদেশেরই মানুষ। এরা চায় বিদেশী operator রা বছরে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে যাক। এরা চায় না বাংলাদেশের আমাদের মত গরিব মানুষরা ভাল ভাবে ফ্রী নেট ব্যবহার করুক। কিন্তু আমার কথা হচ্ছে এখানে তাদের স্বার্থ কি। এরা কি কিছু টাকার বিনিময়ে বিদেশীদের কেনা দালাল হয়ে গেছে?

আমি না হয় অশিক্ষিত, কিন্তু এই মানুষরা তো আর অশিক্ষিত না। এরা কি বুঝে না নিজেরা কেন নিজেদের পায়ে কুড়াল মারছে। কেন নিজের দেশ থেকে বিদেশে টাকা নিতে সাহায্য করছে।

সবশেষে আমার এই অভিমত ওই সকল বাংলাদেশি Network Operator এর এডমিনদের, তারা যেন আমার এই কথা গুল বুঝতে পারে। আর তাদের বোঝা উচিত যাদের অর্থ আছে তারা ঠিকই টাকা দিয়ে নেট USE করবে। তাই দয়া করে বাংলাদেশেকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করতে।

টিউনে কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন।

Level 0

আমি এম,এইচ সজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এম,এইচ সজিব। যে কিনা বাংলাদেশি পণ্ডিত।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vaiya thik e koisen kishu dalal ra free net r trick gula bare bare tune koira company der janaiya ditase.agula hoilo onek borow dala.dalal der pasai koicha 10 ta beth r bari mara uchit.dala gula pagla kutta go moto ekek ta tune koira jaitase.mone hoi ki hoiya gase.borow maper dalal agula.

    @kala_kasem: দালাল যারা তারা তো ফোন করেই জানিয়ে দিতে পারে, টিউন করে জানানোর কি দরকার! আপনাদের যুক্তি কতটা গ্রহনযোগ্য ভেবে দেখেন আরেকবার।

      @ফেরদৌস: টিউন করে কে জানাবে? আমি বলছি company এর এই সকল কর্মকর্তা যারা বাংলাদেশি, তারা যেন বন্ধ না করে দেশের মানুষের পাশে এসে দড়ায়।

যাদের টাকা নাই, তাদের নেট ইউজ করার দরকারটাই বা কী???

    @samaun khalid collins: VAI EKHON SOB KICHUTAI NET DORKAR.

    @samaun khalid collins: Dude, not everybody can afford to use internet.
    Well, I use 24/7 unlimited internet and I am not interested for free internet but my Friend and other can’t afford it.
    Don’t be so rude cuz you can afford it or you have money.

    @samaun khalid collins: ভাই এইটা কি বললেন। অনেক ছাত্র-ছাত্রী আছে যাদের নেট প্রচুর দরকার। কিন্তু বাংলাদেশে ব্যান্ডউইথ এর যে দাম তাতে সাধারণ পাবলিক নিয়মিত নেট USE করতে পারে না।

      @এম,এইচ সজিব: orebbap….. sobar naki net dorkar, net ekhon essential… ta vai, vat to apnar jonno dorkar, eid er somoy dami kapor chopor o apnader dorkar.. je jinishta dorkar setar jonno taka khoroch korte problem koi?? vat ar kapor to free kinte chan na, taile net free chan ken?? net free tarai chay jara ajaira kaje net use kore. jader REAL need tara kintu esober dhanda kore na, taka diei net use kore. techtunes e zara real net user achen, tara esob free er dhanday thaken na. bujhlen??? (net amar real need na, last 6month holo amio BANGLALION free use kortesi)

    @samaun khalid collins: apne ki nijere ‘bill gates’ mone koren? thaken to fokinnir desh e… tai nijekew amader sobar sathe manaia gorib vaba shikhen.. Apne khali futani maira kotha boila ‘bill gates’ / ‘steve jobs’ hoite parben na!

    @samaun khalid collins: আপনার অনেক টাকা তাই না। যাদের নাই তাদের মাথা দিয়ে একবার ভাবুন তাহলেই বুঝতে পারবেন। আর এ ভাবে আপনে বলতে পারেন না, খারাপ দেখায়।

free net sobar jonno. ekai free jinis khaoa ta volo kaj noy. keno kriponota korsen akta trick bondho hoge so what arekta new trick chalu hobu. kotodin ar puraton tricks niye pore thakben. tai apni janen tai bole ar keu janbe na ta hote parena. mon boro koren onek kisu shikte parben… ar je kutta koy se holo sobar boro kutta, kottar moto ekai khaite chay kauk dite chay na… hohohohohoh

আপনার কথাগুলো ১০০% সত্য ধন্যবাদ @ এম,এইচ সজিব

Level 0

অবশেষে হ্যাকিং করেই ডিজিটাল বাংলাদেশ, হায় হায়, কই ভাবছিলাম সরকার ই আমাদের জন্য হাই স্পীড নেট এর কিছু সুযোগ করে দিবে, কিন্তু ৪ বছর তো দেখলাম আর আশা করিনা, ভাই আপনারা যে যেখান থেকে পারেন, পরিচিত মানুষ গুলোকে এই ফ্রী নেট বাবহারের সুযোগ করে দিয়েন।

Level 0

Amio o chai shobai net use korok

কঠিন বস

Level 0

ভালো কথা কিখছেন ভাই। আপনাকে দুইবার ধন্যবাদ 😀

Level 0

সুন্দর লিখেছেন। টাকার কাছে ওরা গোলাম সে সরকার ই বা অপারেটরদের দালালই বলেন।
আর ডিজিটাল অর্থ গাছের গোড়া কেটে মাথায় পানি ঢেলে ফটো সেসন করা।

ottor,dokhhin,purbo ,poshchim khali free r free…….. 😀

Level 2

ভালো বলেছেন,আসলে টাকার কাছে সবাই অসহায়। কথায় বলে না অভাবে স্বভাব নষ্ট। যানিনা এইসব দালালদের কবে হুশ হবে। এখনও সময় আছে তোমরা মান+হুশ হও

samaun khalid collins কে বলছি আপনার বেসি টাকা থাকলে।।……টাকা দিএ অন্নকে মেগা বাইট কিনে দিন নাহলে দালালি ছেরে অন্নর উপকার করার ছিস্তা করুন ……..ী ধরনের মন্তব্ব করবেনা pls……..

Level 0

আমি একজন স্টুডেন্ট . আমি ফ্রি ইন্টারনেট use করতে চাই keo যদি এমন কোনো ভালো উপায় জানেন একটু বলবেন প্লজ এই email:[email protected]

হ্যাকিং ভালো মন্দ দুই ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে। কিন্তু কিছু লেখকের চুরি করে ইন্টারনেট ব্যবহারের আকুতি দেখে ঘেন্না লাগছে। চুরির মানসিকতা, অপারেটরদের ফাঁকি দেয়ার মানসিকতা থাকবে কেন। আমরা কম টাকায় ইন্টারনেট ব্যবহারের দাবী করতে পারি। তাই বলে গোপনে ফ্রি ইন্টারনেট ইউজ করব তা কিভাবে আশা করা উচিত। আসুন আমরা সরকারের প্রতি আবেদন জানাই যাতে ইন্টারনেটে প্যাকেজের মূল্য কমাতে সরকার কোম্পানীগুলোকে বাধ্য করে।

    @hmmm: @ফেরদৌস: ভাই আমাদের আবেদন কে শুনবে ? আবেদন করার জন্য যদি লিঙ্ক টিঙ্ক দায়া দিতেন তাইলে বেশি ভাল হইতো তাই না ???
    এর আগে ও BTRC কে মেইল করা হয়েছিল কোন লাভ হয় নাই । শুধু নেট এর বিল ই দিয়া গেলাম । তাই এইবার চটাইয়া FREEEEEEEEE NET ইউস করমু যেন মাস শেষে কম্পানি গুলার টনক নরে ।

    @ফেরদৌস: ভাই অপারেটরদের দোষ গুলো দেখেন আপনারও মন চাইবে তাদেরকে পিটিয়ে দেশ থেকে তাড়িয়ে দিতে। আর সেজন্যই অনেকে চাইতেছে যে হেকিং-টেকিং করে যদি কিছু মানুষ ফ্রি নেট চালাই তাদের কিছু শিক্ষা হবে যদিও এতে তাদের তেমন কিছুই হবে না। অপারেটরদের কয়েকটি দোষ হল ঃ
    1. ব্যান্ডওয়াইথ এর দাম কমায় ঠিকিই কিন্তু এখন আমরা সে সুবিধা পাই না।
    2. অনেক অপারেটর আনলিমিটেড প্যাকেজ বলে ঠিকই কিন্তু বিভিন্ন রকমের কনডিশন এবং পলিসি
    3. আর একটি কথা চিন্তা করুন আপনি 100 টাকা দিয়ে 100এমবি ইন্টারনেট কিনেছেন নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহার না করলে আপনার টাকা দিয়ে ক্রয়কৃত এমবি তাদের হয়ে যায় এটা কোন ধরনের নিয়ম হলো। বিষয়টা এমন হল না যে, 500 টাকা দিয়ে আপনি একটি শার্ট কিনলেন দোকানদার আপনাকে 5 দিনের সময় দিয়ে দিল পাচ দিনের মধ্যে শার্টটি ব্যবহার করে ছিরে ফেলতে হবে নতুবা শার্টটি দোকাদারের হয়ে যাবে।
    …..আরো অনেক আছে লিখেতে গেলে একটি পোস্ট করা যাবে….

    @ফেরদৌস: amar kotha ta apnie bujhlen. bakira hudai falafali kortese FREE er jonno. magna khabar eto sokh ken sobar??

Level 0

vai, plz send me pdf file

    @cowboy: মেইল এড্রেস না দিয়া চাইলে ক্যামনে দিমু ???

Level 0

post er titel dekhe vebechelam valo kichu porte jache….however thanks to share your opinion .. 🙂

Level 0

Dear brother, plz send me pdf file.
[email protected]

Level 0

vai, please pdf file ta send koren….
[email protected]

Level 0

thank bro for ur post

Level 0

see http://www.bdsoft.wapka.mobi for all free net software

Level 0

আচ্ছা ফ্রি ইন্টোরনেট যে টিউনগুলো হয় তার বেশির ভাগই অসম্পূর্ন অনেকেই ঠিক মতো বুঝতে ও এপ্লাই করতে পারে না, কাজেই যারা এসব ব্যাপারে টিউন করবেন দয়া করে বোধগম্য করে সম্পূর্ণভাবে টিউন করবেন। আর একটি কথা ধরেন আমি ফ্রি নেট ইউজ করি এটা কি সংশ্লিষ্ট অপারেটর বুুঝতে পারবে এবং আমার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে? add me . [email protected] or phone

vai, gorura sarajibon gorui thakbe… eisob tader bole kono lav nai!

রাজাকারের ঘরে এর চেয়ে ভাল আর কি আশা করা যায়!
ওদের বাপ-দাদাদের দেখছে বিদেশী প্রভুদের চামচামি করতে …
এখন ওরাও তাই করে !

আপনার লেখার শিরোনামটা কনফিউসিং! অনেকেই দেখলাম শুধু শিরোনাম পড়েই কড়া মন্তব্য দিলেন!

Level 0

This post is password protected. To view it please enter your password below:
https://www.techtunes.io/internet/tune-id/163969

pssword ki hobe bujte parchi na..keu help korben…..?

সহমত, আমার জানামতে টাকা থাকার পরও এতো ঝামেলা করে নেট ইউজ করে না। নিজেরাই যদি নিজেদের এভাবে বাশ দিতে থাকি তাহলে বাইরের লোকদের দোষ দিয়ে কী হবে?

ভাই সরকারের কাছে আবেদন করতে করতে আমাদের গলা শুকিয়ে গেছে । কিন্তু সরকার আমাদের আবেদন আমলে নেয়া তো দূরে থাক, জানে কিনা সন্দেহ যে এতো গুলো পাবলিক চিক্কার দিয়া মরতাছে । সরকার আপুনিরা ওই চিন্তায় আছে কেমনে দেশের ব্যান্ডউইথ বাইরে বিক্রি কইরা দেশের উন্নয়ন করবো !!! (?) কিন্তু এতোটুকু চিন্তা করলো না যে আজ যদি হাইস্পীড নেট আমাদের হাতের নাগালে থাকতো অথবা দেশের ব্যান্ডউইথ দেশেই থাকতো হয়ত আমরা প্রযুক্তিতে অনেক উন্নত থাকতাম । বলতে খারাপ লাগলেও বলতে হচ্ছে যে আজ আমরা চুরি করে ফ্রি নেট চালাই, এর জন্য কি আমরা দায়ী ? সরকারের দূরদর্শিতার (!!) প্রভাব হিসেবে আমরা নেট চালানোর সুবিধা থেকে বঞ্চিত থাকবো ? কেন ? আজ আমরা যাই করছি বাধ্য হয়ে করছি, এবং যতদিন সরকার আমাদের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথের ব্যবস্থা না করবে আমরা এধরনের উপায় অবলম্বন করেই নেট চালাবো । আরেকজনকে বলতে দেখলাম যে বললেন, ‘ যাদের টাকা নেই তারা নেট চালাতে পারবে না । ‘ উনার অনেক টাকা (বাপের, নিজের না !)আছে বলেই হয়ত এটি বলে নিচু মনমানসিকতার প্রমান দিয়েছেন । আমার প্রশ্ন হচ্ছে ‘ ভারতে তো অনেক ভিখারির পোলাও নেট ইউজ কইরা ফেসবুকে পিরিত জমায়, তাহলে আমগো দোষ কি ?’

Level 0

asolei bangalira khob hingsote…amader mto g0rib der k0n0 kiso dekte pare na

Level 0

apni to bai banglalion k phn die janie dichilen……………….abar apni valo sajen………….vuter mokhe ram nam@এম,এইচ সজিব

    @rajron: ভাই বাংলালায়নকে আমি আবার কবে ফোন করে জানালাম। আমার এলাকার কোন পাশে বাংলালায়ন এর নেট তো নাইই। তার উপর আমি use করি GP Net. 🙁 🙁

Level 0

Hasan Rintu Bro::
Ami ki ektu jante pari ei free internet use somporke???
Asole e somporke kicui amar jana nai…ektu bolben pls..
Email: [email protected]

Level 0

অনেক মজা পাইলাম্ রে ভাই। আমি প্রতিদিন tune পড়ি কিন্তু কোন comment করি না। আজ আপনার এইখানে না করে পারলাম না। লেখাটা অনেক মজার তার চাইতে মজা পাইলাম কিছু দালালের comment পড়ে। 🙂

ধন্যবাদ ভাই ভাল লাগল

Level 0

ফ্রী ইন্টারনেট কিভাবে ব্যাবহার করতে হয়, সে সম্পর্কে আমি জানতে চাছাই। অনুগ্রহ করে আমাকে ইমেইল করুন।
[email protected]

vai sonen, ami ki bolte chaisi seta may be onekei bujhte vul korechen. FREE net use keu kortei pare. jara FREE use kore, seta tader credit. kintu evabe bloge bloge FREE use korar jonno hahakar kore berano, sobar piche piche ghura eta ki thik?? apnar jonno jodi net use kora ekantoi joruri hoe thake, apni kosto kore holeo taka diei chalaben. khabar, kapor.. sob kichur dam jeroko9m chora, koi, segulo to free nebar sujog khujen na….
sobai dabi janate pari, net price komanor jonno… evabe free free kore chitkar dite thakle jesob manush free use kore segulow ar thakbe na…. publicly evabe khuoj khobo na nie personally try koren, parben.
amar uporer comment jodi keu vul bujhe thaken, sejonno sorry.

vai apnar phone no. Ta ektu diben amar no. 01811654641

Banglalion এর ফ্রি নেট ট্রিক্স কেউ জানলে দয়া করে শেয়ার করুন।

আমি একজন স্টুডেন্ট, আমার জিপি সিমের ফ্রী নেট এর খুব প্রয়োজন।কেউ প্লিজ আমাকে হেল্প করুন।আমার মাইল-
[email protected]