অনেক দিন ধরে ফ্রী ই ন্টারনেট নিয়ে টিউন হচ্ছে। কেউ কেউ ব্যবহার নিয়ে টিউন করছে আবার অনেকে গন মাধ্যমে এটা প্রচার না করার জন্য টিউন করছে। এই সকল টিউন পড়ে আমি এই টিউন না করে পারলাম না। যারা ফ্রী নেট গন মাধ্যমে প্রচার না করার জন্য টিউন করছে, তাদের আমি কোন দোষ দিবো না। আবার যারা ব্যবহার সম্পর্কে টিউন করছে তারা চাচ্ছে যাদের নেট ব্যবহার করতে পারে না অর্থের কারনে তারা যেন এই পদ্ধতিতে নেট ব্যবহার করতে পারে।
কিন্তু আমার ক্ষোভ হচ্ছে তাদের প্রতি যারা ফ্রী নেট বন্ধের জন্য কম্পানিকে তথ্য জানাছে। সকলেই বুঝতে পারছেন এই লোক কারা। এরা এই বাংলাদেশেরই মানুষ। এরা চায় বিদেশী operator রা বছরে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে যাক। এরা চায় না বাংলাদেশের আমাদের মত গরিব মানুষরা ভাল ভাবে ফ্রী নেট ব্যবহার করুক। কিন্তু আমার কথা হচ্ছে এখানে তাদের স্বার্থ কি। এরা কি কিছু টাকার বিনিময়ে বিদেশীদের কেনা দালাল হয়ে গেছে?
আমি না হয় অশিক্ষিত, কিন্তু এই মানুষরা তো আর অশিক্ষিত না। এরা কি বুঝে না নিজেরা কেন নিজেদের পায়ে কুড়াল মারছে। কেন নিজের দেশ থেকে বিদেশে টাকা নিতে সাহায্য করছে।
সবশেষে আমার এই অভিমত ওই সকল বাংলাদেশি Network Operator এর এডমিনদের, তারা যেন আমার এই কথা গুল বুঝতে পারে। আর তাদের বোঝা উচিত যাদের অর্থ আছে তারা ঠিকই টাকা দিয়ে নেট USE করবে। তাই দয়া করে বাংলাদেশেকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করতে।
টিউনে কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন।
আমি এম,এইচ সজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এম,এইচ সজিব। যে কিনা বাংলাদেশি পণ্ডিত।
vaiya thik e koisen kishu dalal ra free net r trick gula bare bare tune koira company der janaiya ditase.agula hoilo onek borow dala.dalal der pasai koicha 10 ta beth r bari mara uchit.dala gula pagla kutta go moto ekek ta tune koira jaitase.mone hoi ki hoiya gase.borow maper dalal agula.