টেক ফান [পর্ব-১] :: সময় নষ্ট করার মত ৭ টি সাইট

১। ব্ল্যাক ক্যাট তো সবার পরিচিত।কালো বিড়াল। ইতিহাস থেকে জানা যায়,ব্রিটেনে কালো বিড়াল হচ্ছে সৌভাগ্যের প্রতীক।স্কটল্যান্ডের মানুষের বিশ্বাস হল যে মেয়ের ঘরে কালো বিড়াল ঢুকবে তার অনেক পাণীপ্রার্থী হবে। কালো বিড়ালের অতিপ্রাকৃতিক ক্ষমতায় বিশ্বাস করে জাহাজে বিপদ থেকে বাঁচার জন্য কালো বিড়াল রাখা হত। তবে মধ্যযুগে কালো বিড়ালকে মন্দভাগ্যের প্রতীক ভেবে অনেক হত্যা করা হয়েছিল।এজন্যই আমরা ঐসময় ইউরোপে ইদুরঘটিত প্লেগ রোগের প্রাদুর্ভাব দেখতে পাই।

এই  বিড়াল ধরার জন্য আপনাকে যেতে হবে এখানে ।

২. ব্লগারদের মাছি মারায় এগিয়ে আসা উচিত।  নিশ্চিন্তে মাছি মারার জন্য চলে যান এখানে আর ইচ্ছেমত মাছি মারা চলুক।

৩।বাংলা ছবির কথায় আসি।বাংলা ছবি আমাদের জিনিস।ভালো হোক মন্দ হোক আমাদের। এরকমই বাংলা একটা ছবিতে এক ভিলেনের কাছ থেকে একটা নতুন তথ্য পেয়েছিলাম। নবাব সিরাজউদ্দৌল্লার মা নাকী মেজাজ খারাপ হলে জিনিস পত্র ভাঙাভাঙি করে মেজাজ ভালো করতেন। জিনিস পত্র ভাঙার শব্দে তার রাগ পড়ে যেত। এই পদ্বতি অবশ্য ফলো করেন রাজনীতিতে থাকা বিরোধী দল এবং তাদের সমর্থকেরা। যে দলই বিরোধী দল হোক মাঝে মাঝেই তারা হরতাল ঢেকে গাড়ি পুড়িয়ে, কাচের গ্লাস ভেঙে রাগ নামায়। নবাব সিরাজের মায়ের মত।

কিন্তু ধরেন আপনি কম্পিউটারের সামনে বসে আছেন। হঠাৎ আপনার রাগ উঠে গেল।চরম রাগ। একেবারে ফাটাফাটি, ভাঙাভাঙি রাগ। কিন্তু ভাঙবেন কি? কাচের গ্লাস ভাঙলে ঘরে বকা ঝকা খাওয়ার সম্ভাবনা, কম্পিউটারের মনিটর ভাঙ্গলে অর্থনৈতিক ক্ষতি, ইত্যাদি বিভিন্ন দিক বিবেচনা করলে দেখা যায় ভাঙার জিনিস এক বিরল প্রজাতি সাধারন মানুষদের জন্য।

এক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি গুগল ভাঙেন। হ্যা সার্চ ইঞ্জিন গুগল।ভেঙে টুকরো টুকরো করে টুকরো গুলো ইচ্ছে মত ছুড়ে ফেলে ভাঙা টা উপভোগ করেন। এই গুগল ভাঙায় সার্চ ইঞ্জিন অপটিমাইজার রা বা ওয়েবমাষ্টার রা, যাদের সাইট গুগল দ্বারা পেনালাইজড হয়েছে নিকঠ অতীতের সার্চ এলগোরিথম আপডেটের কারনে, তারা ব্যাপক মজা পাবেন।

তো ভাঙেন গুগল ভাঙেন।

৪।
এখন তো অনেকেই হয়ে যাচ্ছেন মিউজিশিয়ান।দারুন কন্ঠ।বিশাল প্রতিভা। আর এই সব ই কম্পিউটারের কল্যাণে। এডিটিং করে পুরা যা তা অবস্থা।গান হচ্ছে।শিল্পী হচ্ছে।একই ধারার মিউজিক হচ্ছে।

এখানে একটু ক্রিয়েটিভ ভাবে বানাতে পারবেন মিউজিক ।একটু ভিন্নভাবে।

৫।এবার আপনার যুদ্ধ দ্যা ওয়ার মটরশুটির(বিনস) বিরুদ্ধে। মটরশুটি ধরেন এখন দেশের জন্য হুমকি।

বসে থাকার কোন মানেই হয় না। লেগে যান মটরশুটি ভাঙতে ।বাকী আল্লাহ ভরশা।

৬।সায়েন্স ফিকশন পছন্দ হলে এবারের ফ্ল্যাশ টি ভালো লাগবে। নয়জন পৃথিবী বিখ্যাত শিল্পীর সৃষ্টি কে এক সাথে করা হয়েছে এখানে। আমার কাছে লেগেছে অসাধারন।লোড হতে একটু সময় নেয়। কিন্তু আপনি যদি জাফর ইকবাল স্যারের যারা বায়োবট পড়ে কল্পণায় কোন সাই ফাই জগত দেখেছিলেন মনের অজান্তেই সেই ছোটবেলায় তাহলে এই সাই ফাই বস্তুটি
আপনার ভালো লাগবেই বলা যায়।

এইসব ফ্ল্যাশ,গেমস ব্যবহার করতে গিয়ে সময়ের প্রতিও লক্ষ্য রাখা দরকার। সময় তো পড়ছেই। এই বালুর মত ।

Level 0

আমি মুরাদ ইচ্ছামানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্লগার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গ্রেট!
সবগুলাই দেখলাম। অনেক ভাল লাগলো।
বিড়ালটাকে আটকাতে পারলাম না। 🙁
বিনের টাও মজা।
ধন্যবাদ টিউনের জন্য।

সুন্দর, প্রিয়তে রেখেদিলাম। 🙂

আহাহাহা বিলাই কে ধরেছি ।
মাছিও মাইরলাম, ওজ্জা সবিতো ভেঙ্গে গেলো ।
মটরসুটি ভাঙ্গবো আর কি হাসতে হাসতেই তো একাকার ।
ব্যাপোক ভাই ব্যাপোক্স ।
ধন্যবাদ ।

হা হা হি হি

সার্কেলটাকে বড় করে শুরু করেন। আশা করি পারার কথা, আমি সম্ভবত ২০-২২ বারে ৪ বার পেরেছি। 🙂

Level 0

মজা, মজা.. সত্যিই অদ্ভুত একটা টিউন করেছেন! আশা করছি এমন মজার মজার টিউন আরও পোস্ট করবেন। ধন্যবাদ..

Level 0

Nice 🙂

বিড়াল টাকে ৩ বারেই ধরে ফেলেছি 😆 😆 :lol:। অসাধারণ টিউন। টিউনার ভাই, আপনি তো ফাটিয়ে দিয়েছেন। আপনি চালিয়ে যান।

সরাসরি প্রিয়তে………

অনেক দিন পরে একটা টিউন আগ্রহ নিয়ে দেখলাম,পড়ার পরে এখন আগ্রহ আরো বেড়ে গেছে,বিড়াল ধরতে যাচ্ছি 😀

আপনাকেও ধন্যবাদ

আমি আটকাইসি ভাই !!!!! great !! প্রিয়তে !!!

অনেক মজার টিউন।

বিড়াল আটকাইছি 😀

বিড়াল কেমনে আটকাই……………২৭ বার ট্রায় করলাম……হয় না কেন?

বদমাইশ বিলাই কোনভাবেই ধরা দিতে চায় না।ধরছি, শেষ পর্যন্ত

Level 0

পুরাই ফাটাফাটি

পারিলাম না…. 🙁 🙁

হা হা হা অবশেষে পারলাম 🙂 🙂

Level 0

বিড়ালকে আটকিয়েছি…..

Josh & Cool….

সুন্দর…অনেক সময় নষ্ট করলাম 🙂 পোষ্টের জন্য ধন্যবাদ।

Level 0

ভাই আর কেউ না পারুক আমি বিড়ালটাকে আটকাতে পেরেছি……….

সুন্দর,এইগুলা ডাউনলোড করে কেম্নে? অফলাইনে খেলতাম…

অই মিয়া বিড়ালতো দরতে পারি না কি যে করি ভাই আপনার কাছে কোন ইঁদুর থাকলে দেনতো দরার চেষ্টা করি

হও পারলাম আর লাগব না ইঁদুর

ফাউল।

Level 0

মুরাদ_ইচ্ছামানুষ vai ami techtunes a new amaka help koran vai.assa vai help chabo kivaba? vai devail may cray cray 4 game ka over disa .akto janan