যুক্তি খন্ডাতে না পারলে YouTube খুলে দাও!

মুখ বন্ধ করে আছি! থাকব! কিন্তু আর কত দিন ?

তাই কিছু যুক্তি নিয়ে হাজির হলাম টেকি বিশ্বের কাছে... বিষয় হল আর কত দিন

সরকারের প্রযুক্তিমনা- ভন্ড কর্মচারীদের কান্ড জ্ঞান আর ধর্মীয় অন্ধতা দেখে জাতি মুগ্ধ! পুলকিত,

বিতর্ক শুরু হয়েছিল Youtube এর সেই ভিডিও নিয়ে তারপর অনেক দিন গেসে আমাদের ডিজিটাল(!) সরকার Youtube  মুখ সেই যে বন্ধ করে দিল আর দেখা পাওয়া গেল না! মুর্খদের প্রযুক্তি সম্পর্কে কতটা জ্ঞান থাকলে সেটা ভাল ভাবে বন্ধ করতে পারবে সেটাও জানতেন না, অতঃপর আরো কিছু দিন ধুমাইয়া চলল Youtube  এর দর্শন মাত্র একটা s  লাগিয়ে https:// এর সহযোগিতায়, অতপর টেকি বিশ্বের সাহায্যে আমাদের সরকার পেরেছেন অনেক দিন বন্ধ রাখতে

সাবাশ! টেকি বিশ্ব!!

যাই হোক বিষয় ছিল আমাদের প্রিয় নবী মোহাম্মদ(সঃ) কে অবমাননা নিয়ে...

একদল খুব হাম্বি-তাম্বি দেখালেন গাড়ি চুরমাচার করলেন আর প্রিয় নবী মোহাম্মদ(সঃ)  কে অবমাননা থেকে রক্ষা করলেন,

সেই সাথে আমাদের সরকারও প্রিয় নবী মোহাম্মদ(সঃ) কে সন্মান প্রদর্শন করতে Youtube এর গলায় পা চেপে ধরলেন

আরে মুর্খের দল!

এখানে আমি কিছু তথ্য দেব যা থেকে প্রমান করে দেব যে আমরা প্রতি মুহুর্তে প্রিয় নবী মোহাম্মদ(সঃ)  কে অবমাননা করে চলেছি

দেখো তোমার সোনার সন্তানেরা কি করছেন Google এ

1. sex video শব্দটার মানে  আশা করি বুঝিয়ে দিতে হবে না

এই শব্দটা দিয়ে সারা বিশ্বে গুগলে সার্চ করে 45,500,000 এর বেশি এবং বাংলাদেশ থেকে সার্চ হয় 450,000 এর বেশি যা সারা বিশ্বে বর্তমানে অন্য কোন দেশ এর চেয়ে বেশি সার্চ হয় না

প্রমান দেখুন

এখানে উপরের ছবিতে বাংলাদেশ থেকে ১০০ বার সার্চ হলে ভারত থেকে সার্চ হয় ৯৫ বার বাকি গুলো একই ভাবে হিসেব করবেন

2. free video sex মানে বিস্তারিত কিছু বলার ইচ্ছা নাই, এটাতেও মাশাল্লা পিছিয়ে নেই আমার সোনার ডিজিটাল বাংলাদেশ, এই শব্দটা দিয়ে গুগলে সার্চ করেন সারা বিশ্ব থেকে 5,000,000  এর বেশি, এবং বাংলাদেশ থেকে সার্চ হয় 74,000 এর বেশি এবং এর জন্যে ২০১২ তে বাংলাদেশের অবস্থান ২ নম্বরে


৩। এছাড়াও আমদের দেশি শব্দ choti পিছিয়ে নেই, সাবাশ

সারা বিশ্বে গুগলে সার্চ করেন 1,500,000 বারের বেশি এবং বাংলাদেশ থেকে সার্চ হয় 368,000 এর বেশি

এই খানে অন্য দেশের বেল"ই নাই... ডিজিটাল বাংলাদেশই সেরা! সাবাশ

এভাবেই আমাদের সন্তানেরা প্রতিনিয়ত ডিজিটাল হচ্ছে! কী বলেন ? সাবাশ

বিঃদ্রঃ উপরের সার্চ গুলো বের করতে Google Trends এবং Keyword Tool - Google ব্যবহার করেছি

এবার আসি দেশের ভিতরেই...

আমার নিজের চোখের বাস্তব জলন্ত প্রমান... বিশ্বাস না হলে আপনাকেও যেতে বলব ঢাকা চিড়িয়াখানার পাশে ন্যাশনাল বোটানিকাল গার্ডেন এ,  দিনের জলন্ত দুপুরে চলছে বেশ্যাদের রমরমা ব্যবশা

কি এগুলতে ধর্মের মান খুব রক্ষা করে চলেছেন? তাই না

সরকার কি ইচ্ছা করলেই গুগলের সার্চ বন্ধ করতে পারবেন ? না বোটানিকাল গার্ডেন  এ বেশ্যবৃত্তি দমন করতে পারবেন,

পারবেন শুধু একদল হাম্বি-তাম্বি দলের উত্তেজনা দেখে Youtube  কে বন্ধ রাখতে

অথচ Youtube  একটি অসাধারন সাইট কোন কিছু শেখার জন্যে, অনেক বিষয় যার জন্যে বাংলাদেশ এ কোন কোর্স চিন্তাই করা যায় না সেগুলো একদম ফ্রী পাওয়া যাচ্ছে Youtube  থেকেই

সরকারের যদি ভাল ইচ্ছা থাকে তাহলে পর্ন এবং সেক্স রিলেটেড সাইট গুলো এক এক করে বধ করে দেখাক!!

যাই হোক আমার সোনার দেশ টাকে আর টানা হেছড়া করতে চাই না... ইচ্ছা করলেই আরো হাজারো যুক্তি দেখিয়ে দিতে পারি Youtube বন্ধ রাখা একটা বোকামি বলেত পারি এবং সেটা অবশ্যই সরকারেকেই বোকামীর দায় নিতে হবে

বিঃদ্রঃ এই পোষ্টটি আমার একান্ত নিজের এবং এতে কোন রাজনৈতিক উদ্দেশ্য এবং ক্ষোভ থেকে লেখা হয়নি।

পোষ্টটি সম্পর্কে আপনার মতামত একান্ত প্রয়োজন কর্তৃপক্ষের নজের আনতে... কমেন্ট চালান...

ধন্যবাদ

Level 0

আমি Nur Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শিখে যাচ্ছি যা খুসি ভাল লাগে.... তাই ফেইসবুকে আমিঃ https://www.facebook.com/hasanrang05


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Here’s our fault.Most of the people r likely to watch these piece of shits.
They should remember a thing,”Charity begins at home.”Aren’t we disobeying our holy prophet?We r so unfortunate.Dear brothers(Especially _______ brothers!),don’t try to watch these things.First prevent urself then defend our religion.I hope u guys would realise the matter.

I’m Agreed Dear Tuner,thnx for the share.

দুর্দান্ত !

ভাল বলেছেন। কি যে দুর্দশায় আছি, বলে বুঝাতে পারব না। তারপরেও ওই ভিডিওটি ইউটিউব থেকে বেশ কিছুদিন হল সরিয়ে নিয়েছে। এখনও ব্লক…!!! হায়রে আমার ******ল বাংলাদেশ…!!

Level 0

টিউনার ভাই যারা টিউব বন্ধ করছে তারা তো শিং (মাছ) খায় না কিন্তু শিংয়ের ঝোল খায়। এদের যুক্তি দিয়া লাভ নাই। কিন্তু কি টিউব দেখা বন্ধ হইছে? যা একটু কষ্ট করতে হয়, ডিজিটাল মুর্খদের জন্য এ কষ্ট করতে হবে। এটাই কষ্ট

    Level 0

    @snipermr9: ছগলের চেয়েও অধ্ম…বক্তৃতা ঠিকই জানে (খালি ভ্যা ভ্যা)

Level 0

কবে যে খুলবে ????

    Level 0

    @Diptta: আন্দোলন ছাড়া তো কোন কাজ হয় না… টনক নড়ে নড়ে না!!

আমি জুনিয়র সার্জন। নতুন একটা অপারেশন করার জন্য আমার একটা ভিডিও ক্লিপ এর সাহায্য প্রয়োজন হয়। কিন্তু you tube বন্ধ থাকায় খুব সমস্যা হচ্ছিল। অবশেষে বিকল্প উপায়ে সেটি দেখলাম you tube এই। এবং অপারেশন টি সুন্দর ভাবে করতে পারলাম। Thankx to all Techi Friends…& F…k digital Gov.

    Level 0

    @akashroddur: ঠিক এই রকম কোর্স এর কথাই বলছিলাম আমার পোষ্টে…
    ধন্যবাদ

Level 0

একদম সঠিক। সরকার আসলে যুক্তি বোঝে না । সব জাইগায় রাজনীতি খুজে। ভোট ব্যাংকের কারনে ইউ টিউব বন্ধ।

    Level 0

    @humanst1: ভোট ব্যাংকের কারনে ইউ টিউব বন্ধ
    হুম….
    ধন্যবাদ

আমার বেশ কিছু টিউটোরিয়াল দরকার। ইউটিউব বন্ধ থাকার কারণে আমি তা পাচ্ছি না। এখন যে বিষয়টি শেখার ইচ্ছা আমার আছে, এখনই তা প্রেকটিস না করলে কিংবা বিভিন্ন বাধা থাকলে বিষয়টি আমার কাছে বেশি জটিল মনে হতে পারে। ফলে হয়ত দেখা যাবে আমার শেখাটাই হল না। যার জন্য দায়ী ডিজি+টাল বাংলাদেশের এসব অসঙ্গতিপূর্ণ সিন্ধান্ত।

    Level 0

    @রাকিবুল আলম: যার জন্য দায়ী ডিজি+টাল বাংলাদেশের এসব অসঙ্গতিপূর্ণ সিন্ধান্ত।

    এইসব বুজলে কি আর দেশ ডিজিটাল হবে ?
    …..

আমিও তো বুঝিনা যে ইউটিউব বন্ধ করে কি এমন লাভ হচ্ছে? মাঝখান থেকে আমাদের দেশ আরও পিছিয়ে যাচ্ছে।
আর ঐ ভিডিওটা নিশ্চই টরেন্টে পাওয়া যায়। তাহলে কারও যদি দেখার ইচ্ছা হয় তাহলে সেতো আরামেই দেখতে পারে।

    Level 0

    @abdus salam 120: দেশ ডিজিটাল হবার কার্যক্রম চলছে… তাই

Level 2

নুর ভাই। আমি ভারতীয়। তবুও বলব যে তোমার যুক্তি গুলো এক কথায় অসাধারন। শুভেচ্ছা নিও।

ধন্যবাদ দিলেও আপনাকে ছোট করা হবে…দারুন লিখেছেন…চালিয়ে যান

    Level 0

    @md. nazrul islam: ধন্যবাদ পাওয়ার জন্যে তো লিখিনি ভাইয়া…

Level 0

Dear tuner, very lice post with complete logic.

ধরমান্ধতার কারণে আমরা বারেবারে পিছিয়ে যাচ্ছি,সুন্দর টিউনের জন্য ধন্যবাদ

এক কথায় অসাধারণ

Level 0

আপনার post অসাধারণ এবং আপনার post ভুল অসাধারণ
একদল খুব হাম্বি-তাম্বি দেখালেন গাড়ি চুরমার করলেন| আর প্রিয় নবী মোহাম্মদ(সঃ) কে অবমাননা থেকে রক্ষা করলেন,
এ কথার দ&&&&&¦vরা আপিন কি বল তে চান ? যারা হাম্বি-তাম্বি দেখালেন তারা ভুল কর ‡Qন |আপনি হলে কি করতেন মানি আপনার প্রিয় মানুষকে নিয়ে ‡কvন মানুষ এই রুপ মনÍব¨ ক‡©i তাহলে আপনি যারা হাম্বি-তাম্বি দেখালেন তার চে‡q
বেশি আপনি দেখাতেন |যারা হাম্বি-তাম্বি দেখালেন তাদের কখনো এই &&&&&&&&D‡Ïk¨ wQলনা যে , ইউটিউব বন্ধ বা
গাড়ি চুরমার বা প্রিয় নবী মোহাম্মদ(সঃ) কে অবমাননা থেকে রক্ষা Ki©v তাদের &&&&&&&&D‡Ïk¨ ছিল যে, অপ©iva করছে তার
kvযা ‡nvK &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&H দাবি‡Zতারা পতিবা` Rনাই আর সেই পতিবাদে cywjk হামলা করে তখন তvরা হরতাল ডাকে Avর হরতালে গাড়ি চুরমার হয়|¯^vfvweক এ Rvয়গায় তারা বলে নাই যে |YouTube বন্ধ করে দেওয়া ‡হvক|
(Youtube) বন্ধ করেছে বাংলাদেশ সরকার তারা দাwq bv

Level New

sobai jodi ato sadharon kothata bujto…. 🙁

Level 0

মূলত মুসলমানদের নির্বুদ্ধিতা, মূর্খতা ও সীমাহীন বোকামীর জন্য সারা বিশ্বে তারা শোষিত হচ্ছে। বাংলাদেশ, ফাকিস্হান ও আফগানিস্হানে ইউটিউব বন্ধ। কি সুন্দর মিল, এই তিনটি দেশের বিরুদ্বে জঙ্গিবাদ, ধমা’ন্ধতা, কুসংস্কার সহ নানা কায’কলাপের অভিযোগ রয়েছে। আমারা বেশি ধা’মিক, অথচ নবীর দেশ সৌদি আরবে ইউটিউব বন্ধ করা হয় নাই। মেইল করে কি হবে, btrc মাথা মোটা লোকগুলার কি কোন বুদ্বিশুদ্বি আছে???
মনে হয় ইহজনমে এই ফরেজগার সরকার ইউটিউব চালু করবে না। কেউ যদি নিজের ঘরের দূয়ার বন্ধ করে রাখে তবে গুগুল মামার কি কিছু হবে?

Level 0

ইউটিউব এখন খুলে দেওয়া দরকার।