থিম ফরেস্ট সাইটে আমার প্রথম ডিজাইন

গত এক মাসের প্রচেষ্টার ফলে অবশেষে আমার প্রথম টেম্পলেট থিমফরেস্ট সাইটে স্থান পেয়েছে। এই টেম্পলেট তৈরিতে আমার দুইজন ডিজাইনার কাজ করেছে। প্রথমজন ফটোশপে ডিজাইনটি তৈরি করে। দ্বিতীয় ডিজাইনার এটিকে HTML/CSS এ রূপান্তর করে। ফটোশপে টেম্পলেটটি তৈরি করতে আমাদের ৩ দিন সময় লেগেছিল। HTML/CSS এ রূপান্তর করতে আরো ২ দিন লাগল। এরপর যখন টেম্পলেটটি থিম ফরেস্টে জমা  দিলাম তখন কর্তৃপক্ষ এটিকে গ্রহণ করল না। বলল HTML এ আরো কাজ করতে হবে এবং কতগুলো ভুল ধরিয়ে দিল। এভাবে অন্তত ৪ থেকে ৫ বার ডিজাইনটিকে আমরা ঠিক করে জমা দিয়েছি এবং বারবার নতুন কোন সংশোধনী বের করে এটিকে ফিরিয়ে দেয়। অবশেষে গতকাল এটিকে গ্রহণ করেছে। কর্তৃপক্ষ এর দাম নির্ধারণ করেছে ১২ ডলার (প্রিপেইড ব্যবহারকারীদের জন্য ১০ ডলার)। প্রতিবার বিক্রি হলে ডিজাইনটির ৪০% আমরা পাব। এরই মধ্যে ডিজাইনটি বেশ কয়েকবার বিক্রি হয়ে গেছে।

এই লিংকে ক্লিক করে থিম ফরেস্ট সাইটে ডিজাইনটির বিস্তারিত বর্ণনা পাবেন।

থিম ফরেস্টের জন্য টেম্পলেট তৈরি করে আমার বেশ ভাল অভিজ্ঞতা হয়েছে। আশা করছি পরবর্তী টেম্পলেট তৈরি করতে এতটা সময় লাগবে না। আমার এই অভিজ্ঞতা নিয়ে পরে একসময় বিস্তারিত বর্ণনা করব। ডিজাইনটি কেমন হল জানাবেন।

Level 0

আমি মোঃ জাকারিয়া চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপার


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জাকারিয়া ভাই থিম টি সুন্দর হয়েছে 😀