অনলেইনে ইনকাম করা নিয়ে যতশত সপ্ন ও ঘটনা (পর্বঃ-১)

সবাই কেমন আছেন? আসা করি ভাল আছেন। আমি আগেও অনেক টিউন লিখেছি। আজ লিখছি অনলাইনে টাকা ইনকাম বিষয়ে। প্রথমেই একটি কথা বলে রাখি। আমি কিন্তু এখনও অনলাইনে ইনকাম করতে পারি নি। অনলাইনে ইনকাম নিয়ে আমার আগেও সপ্ন ছিল এখনও আছে। যানি না আমি অনলাইনে ইনকাম করতে পারব কি না। আমি এই অনলাইনে ইনকামের জন্য যা যা করেছি কি কি ঘটনার সম্মুখীন হয়েছি তা একবার জেনে নিন। প্রথমেই আমি এই বিষয়ে তেমন কিছুই জানতাম না। একদিন আমি Facebook এ একটি ম্যাসেজ পাই। এই মাস্যাজে একজনের সাথে কন্টাক্ট নাম্বার দেওয়া ছিল। তারপর তার সাথে কথা বলি। কিন্তু তখন কি এক কারণে আমি এই কাজ থেকে বিরত থাকি। তার বেশ কিছু দিন পরে আমি Facebook এর একটি গ্রুপে একটা লিংক দেখতে পাই। ঐ লিংকি ছিল http://www.amaderbook.tk তারপর ঐ ওয়েব এ গিয়ে মাসুদ ভাইয়ের মেসেঞ্জার ইডি দেখতে পাই। তার সাথে আমি কথা বলি। সে আমাকে একটা ওয়েব সাইট তৈরী করার জন্য বলে তারপর আমি তৈরী করি http://www.somrajjo.tk । তারপর এই সাইটকে Google Adsence এ যুক্ত করার জন্য আবেদন করি। তবে জানি না কোন কারণে তারা আবেদন বাতিল করে দেয়। তার পর Site টাকে আরো উন্নত করি আবার আবদন করি কিন্তু তখনও তারা বাতিল করে দেয়। তারপর আমি ঐ যে আগে বলেছিলাম আদনানের কথা তার সাথে কথা বলি। সে আমাকে বলে যে শুধুমাত্র ১০০ টাকা দিলে সে আমাকে যুক্ত করে দিবে। তাকে সেই টাকা দেই কিন্তু সে তা করতে পারে না। তখন আবার Blogger এ আর একটি Web Blog তৈরী করার কথা বলে এবং আমি তৈরী করি http://www.itfuturesworld.blogspot.com । সেইটা দিয়ে সে আবেদন করে তাতেও বিফল হয়। তখন সে আমাকে বলে যে সে তার একাউন্টটি বিক্রি করে দিবে। তার জন্য তাকে দিতে হবে ২০০ টাকা। আমি তা দেই। কিন্তু সে ২ দিন ৩ দিন এই ভাবে ৪ দিন পরে সকল যোগাযোগ বন্দ করে দেয়। তখন আমি বুঝতে পারি সে একটা টগ। আপনারা সবাই এই ধরণের টগ থেকে বিরত থাকবেন বলে আসা করি। তারপর আমি আবার নিজে http://www.itfuturesworld.blogspot.com এই ওয়েব দিয়ে আবেদন করি। তারপরও পাই না। তখন আমাকে মাসুধ ভাই বলেন যে অন্য কোনো IP Address থেকে আবেদন করার জন্য। এবং আমি তা আজকে করেছি। যানি না তারা তা গ্রহণ করবে কি না। তাদের উওর কি হল তা আমি আমার পরের টিউনে জানব। এই বিষয়ে যদি কেউ কিছু জেনে তাকেন তাহলে আমাকে জানাবেন অনুগ্রহ করে। আপনাদের সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি আড্ডাবাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

thaxxxx viya. 🙂

    Level 0

    নিচের টিউনটা পর্যায়ক্রমে অনুসরন করুন
    গুগলের এডসেন্সে একাউন্ট খোলার সহজ নিয়ম (ইন্টারনেটে আয় টিউটোরিয়াল: ১)
    https://www.techtunes.io/internet/tune-id/16094/
    সঠিক ভাবে গুগুলর এডসেন্সে আবেদন করুন।ইনশাআল্লা ২ দিনের মধ্যে গুগুল আপনাকে সুখবরটা মেইল করে জানিয়ে দিবে ।
    আর যদি কোনো সমস্যা হয় আমিতো আছিই। অ্যাকাউন্ট হওয়ার সাথে সাথে আমাকে মেইল করে জানাবেন ।সমস্যা হলে ব্লগের URL সহ আমাকে মেইল করবেন।

    আমার সাথে যোগাযোগ mail id : [email protected]
    http://bdradio24.com

মিয়া আমার ওয়েব সাইটেরও একি অবস্থা হয়েছিল।পরে তারা আমার আবেদন গ্রহন করেছে।এডসেন্স

tumar ta to .com ase but amar tate nai

আপনি আপনার সাইট থেকে java script এর welcome msg টা ফালিয়ে দেন । google এসব কে সাধারনত unsecured site হিসেবে মনে করে তাই adsense request active করে দয়ে না। আপনি থিম টাও পরিবর্তন করেন ।

If ur blog doesn’t approve in Google Adsense plz contact my email address([email protected]).I will help you.hope for the best.

Level 2

ভাইয়া আমার নামও কিন্তু মাসুদ তা কোন মাসুদ তার লিংক দিয়ে দেওয়ার দরকার ছিল

ধন্যবাদ

    আর মসুদ ভাই আপনার নাম তো আছেই সাথে আদনানের কথা আছে। @ আড্ডাবাজ দয়া করে আপনি কোন আদনান আর কোন মাসুদ এর কথা বলেছেন সেটা ক্লিয়ার করুন যাতে আমরা আরো সতরক থাকতে পারি।আর আমাদের সতরক করে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

    Level 2

    ঠিক কথা ভাইয়া, সবাই তো আমারে নিয়ে ভা্বলেও ভাবতে পারে

    @আড্ডাবাজ: দয়া করে আপনি কাদের কথা বলছেন সেটা ঠিক ভাবে লিখুন, দরকার হলে তাদের লিংক বা এমন কিছু দিন যাতে তাদের সনাক্ত করা যায়।

    ধন্যবাদ

    ami jai masud vai er kota bolsi tar email id holo [email protected] r jai batpar adnan er kota bolsi tar id holo [email protected] r sei batparer mobile num holo 01618935828