সবাই কেমন আছেন? আসা করি ভাল আছেন। আমি আগেও অনেক টিউন লিখেছি। আজ লিখছি অনলাইনে টাকা ইনকাম বিষয়ে। প্রথমেই একটি কথা বলে রাখি। আমি কিন্তু এখনও অনলাইনে ইনকাম করতে পারি নি। অনলাইনে ইনকাম নিয়ে আমার আগেও সপ্ন ছিল এখনও আছে। যানি না আমি অনলাইনে ইনকাম করতে পারব কি না। আমি এই অনলাইনে ইনকামের জন্য যা যা করেছি কি কি ঘটনার সম্মুখীন হয়েছি তা একবার জেনে নিন। প্রথমেই আমি এই বিষয়ে তেমন কিছুই জানতাম না। একদিন আমি Facebook এ একটি ম্যাসেজ পাই। এই মাস্যাজে একজনের সাথে কন্টাক্ট নাম্বার দেওয়া ছিল। তারপর তার সাথে কথা বলি। কিন্তু তখন কি এক কারণে আমি এই কাজ থেকে বিরত থাকি। তার বেশ কিছু দিন পরে আমি Facebook এর একটি গ্রুপে একটা লিংক দেখতে পাই। ঐ লিংকি ছিল http://www.amaderbook.tk তারপর ঐ ওয়েব এ গিয়ে মাসুদ ভাইয়ের মেসেঞ্জার ইডি দেখতে পাই। তার সাথে আমি কথা বলি। সে আমাকে একটা ওয়েব সাইট তৈরী করার জন্য বলে তারপর আমি তৈরী করি http://www.somrajjo.tk । তারপর এই সাইটকে Google Adsence এ যুক্ত করার জন্য আবেদন করি। তবে জানি না কোন কারণে তারা আবেদন বাতিল করে দেয়। তার পর Site টাকে আরো উন্নত করি আবার আবদন করি কিন্তু তখনও তারা বাতিল করে দেয়। তারপর আমি ঐ যে আগে বলেছিলাম আদনানের কথা তার সাথে কথা বলি। সে আমাকে বলে যে শুধুমাত্র ১০০ টাকা দিলে সে আমাকে যুক্ত করে দিবে। তাকে সেই টাকা দেই কিন্তু সে তা করতে পারে না। তখন আবার Blogger এ আর একটি Web Blog তৈরী করার কথা বলে এবং আমি তৈরী করি http://www.itfuturesworld.blogspot.com । সেইটা দিয়ে সে আবেদন করে তাতেও বিফল হয়। তখন সে আমাকে বলে যে সে তার একাউন্টটি বিক্রি করে দিবে। তার জন্য তাকে দিতে হবে ২০০ টাকা। আমি তা দেই। কিন্তু সে ২ দিন ৩ দিন এই ভাবে ৪ দিন পরে সকল যোগাযোগ বন্দ করে দেয়। তখন আমি বুঝতে পারি সে একটা টগ। আপনারা সবাই এই ধরণের টগ থেকে বিরত থাকবেন বলে আসা করি। তারপর আমি আবার নিজে http://www.itfuturesworld.blogspot.com এই ওয়েব দিয়ে আবেদন করি। তারপরও পাই না। তখন আমাকে মাসুধ ভাই বলেন যে অন্য কোনো IP Address থেকে আবেদন করার জন্য। এবং আমি তা আজকে করেছি। যানি না তারা তা গ্রহণ করবে কি না। তাদের উওর কি হল তা আমি আমার পরের টিউনে জানব। এই বিষয়ে যদি কেউ কিছু জেনে তাকেন তাহলে আমাকে জানাবেন অনুগ্রহ করে। আপনাদের সবাইকে ধন্যবাদ।
আমি আড্ডাবাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thaxxxx viya. 🙂