ভাইরাস আপডেট, এবং যথারীতি, আবারও ফেসবুক! জনপ্রিয় এই সোসিয়াল নেটওয়ার্কিং ওয়েবসাইট এখন প্রায় ভাইরাসের প্রজননভূমিতে পরিনত হয়েছে। বড়দিনের জ্বালাযন্ত্রণা উপহার দিতে হাজির ***SantA*** ভাইরাস। আসলে Koobface worm, ইউজারের ওয়ালে ভিডিও লিঙ্ক পেস্ট করছে।
ক্লিক করার ভুল করলেই কিছু (ক্ষতিকারক) প্লাগিন ইনস্টল করার কথা জানাবে, সাথে নিজেকে মানুষ প্রমাণ করার ক্যাপচাও আছে! যতো ক্লিক করে এগোতে থাকবেন ততোই ভাইরাস আরো সুবিধা পাবে আপনার পিসি'তে আসার। ক্যাপচায় ভুল তথ্য দিলেই কমপিউটার কাজ করা থামিয়ে দেবে।
এই ভিডিও দেখতে পেলেই ওয়াল থেকে ডিলিট করে দিন। যতো চেনা বন্ধুই পাঠাক, ক্লিক করবেন না, ডিলিট করে দিয়ে আপনি নিজে এবং আপনার বন্ধুদেরও নিরাপদ রাখুন।
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
Many Thanks Ria Apu………..!!!