কেমন আছেন সবাই? আসা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আমি একজন নুতুন টিউনার। ইতিমধ্যে আমি কিছু টিউন লিখেছি। ঐ সব টিউনে বেশ সারা পেয়েছি। আমার গত টিউন টি ছিল একটি পেইজ নিয়ে। সেই পেইজটি দেখতে হলে এখানে ক্লিক করুন। আমারা সবাই আড্ডা প্রিয়। এমন কেউ নেই যে আড্ডা দিতে পছন্দ করে না। এখন যদি আমারা সবাই আমাদের ভিতরে সুপ্ত বিষয়গুলো নিয়ে সবাই মিলে আলোচনা করি তাহলে আমরা নিশ্চিত কোনো একদিন অনেক বড় কিছু করতে পারব। এছাড়া যেহাতু আমরা আড্ডা প্রিয় তাই আমাদের আড্ডা দেওয়াও এখানে হয়ে গেল। এখন আমাদের আর কোনো বাদা নেই। এখন যেকোন স্থানে বসেই আমরা যে কেউ এর সাথে আড্ডা দিতে পারি। তারি লক্ষে আমি আমার একটা সাইটে এই আড্ডার ব্যবস্থা করেছি। আসা করি ঐ আড্ডাতে আপনারাও যোগদান করবেন। আমার আড্ডা আয়োজনে যোগদানের জন্য এখানে ক্লিক করুন। আমার এই সাইটে একটি চ্যাট রোম রয়েছে। এই রোমটি আপনিও আপনার সাইটে বসাতে পারেন। তাও খুব সহজে। আমার সাইটের চ্যাট রোমের মত একটি চ্যাট রোম যদি আপনার সাইটেও বসাতে চান তবে নিচের HTML কোডগুলো আপনার সাইটে সংযুক্ত করে দিন।
<!-- 123FLASHCHAT FREE CHAT ROOM CODE BEGIN --> <div style="width:728px;height:20;margin:0"> <table width="728"><tr> <td align="right"> <a href="http://www.123flashchat.com" target="_blank">flash chat</a> | <a href="http://www.123flashchat.com" target="_blank">chat software</a> </td> </tr></table> </div> <script src="http://free.123flashchat.com/js.php?room=www.somrajjo.tk&width=728&height=550&skin=red"></script> <!-- 123FLASHCHAT FREE CHAT ROOM CODE END -->
আসা করি আমার এই পোস্টটি আপনাদের ভাল লেগেছে। যদি একটুও ভাল লাগে তাহলেই আমি নিজেকে ধন্য মনে করব।
আমি আড্ডাবাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks