বন্ধুগণ নিশ্চই আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। তবে আমার মনে হয় কিছু কিছু বন্ধু গ্রামীণ ফোনের নেট নিয়ে তেমন একটা ভাল নেই।কারন ব্লগে আসলেই দেখা যায় শত শত বন্ধুর নেট সমস্যা। আমি আপনাদের সাথে আজ শেয়ার করব কিভাবে গ্রামীণফোনের ভাল নেট স্পীড পাওয়া যায়। আমি ২০০৭ থেকে নেট ইউজ করি এবং সব সময়ই খুবই ভাল স্পীড পাই। আমার ডাউনলোড স্পীড প্রায়ই 30kpbs এর উপরে থাকে। তাহলে বুঝতেই পারতেছেন নেট নিয়ে আমি কতটুকু ভাল আছি। তাহলে বন্ধগণ দেখে নিন কিভাবে ব্লুটুতের মাধ্যমে নেটের স্পীড বাড়াবেন।
বিঃদ্রঃ (আপনাদের হাজার দুয়েক টাকা খরচ করতে হতে পারে)
প্রথমে আপনাকে একটি NOKIA জাবা সাপোর্টোড/OS/Symbian অপারেটিং সিস্টেমের পুরাতন অথবা নুতন মোবাইল ফোন সেট লাগবে। যা আপনি হাজার পনেরশত টাকায় সেকেন্ড হেন্ড মোবাইল কিনতে পারবেন।
দ্বিতীয়ত > একটি ব্লুটুথ ডিভাইস > অথবা ডাটা ক্যাবল (ডাটা ক্যাবলের ক্ষেত্রে নকিয়া পিসি সুইট সফটওয়ারটি লাগবে) বাজারে ব্লু-সলিল নামের খুবই ভাল ব্লুটুথ ডিভাইস পাওয়া যায় মাত্র ২৫০/= টাকায়।
তৃতীয়ত > এখন দেখে নিন কিভাবে কি করতে হবে।
প্রথমে আপনার ব্লুটুথ সফটওয়ারটি ইন্সটল দিন। usb তে আপনার ব্লটুথ ডিভাইসটি কানেক্ট করুন। আপনার নোকিয়া মোবাইলে ব্লুটুথ On করুন। তার পর Bluesoleil প্রোগামটি Open করুন। নিরে তীর চিন্নিত গোলাকার অংকে ক্লিক করুন।
তার পর সার্চে আপনার হ্যান্ড সেটটি পাওয়ার পর হ্যান্ড সেটটির মডেলের উপর রাইট ক্লিক করুন। তার পর Refresh Services এ ক্লি করুন।
তার পর লাল তীর দিয়ে দেখানে যায় গায় ক্লি করুন connect Bluetooth DUN Connection নামের একটি ডায়ালগ বক্স আসবে। এবার ডায়ালগ বক্সটির নিচে তীর দিয়ে দেখানো Dial এ ক্লিক করুন।
এবার দেখুন আপনার কাংকিত নেট কানেকটেড হয়ে গেছে্। এবার ব্রাউজ করুন মনের আনন্দে।
ধন্যবাদ সবাইকে। সবাই ভাল থাকুন। আল্লাহ হাফেজ।
আমি আদমিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউনের শিরোনামের সাথে বিষয় বস্তুর কোনও মিল নাই…।।তারপর ও ধন্যবাদ।