বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারের যত মাধ্যম আছে তার মধ্যে অন্যতম মোবাইল । বাংলাদেশেও কম্পিউটার এর পাশাপাশি মোবাইল এ ইন্টারনেট ব্যবহার হয়ে থাকে ব্যাপকভাবে । শুধু তাই নয় মোবাইল অপারেটরদের ইন্টারনেট পেকেজ চালু করে ডেস্কটপ কিংবা লেপটপ এও ইন্টারনেট ব্যবহার এর কমতি নেই কোনো অংশে । আমাদের দেশের মোবাইল অপারেটর কোম্পানিগুলো ইন্টারনেট ব্যবহারের জন্য বিভিন্ন পেকেজ তৈরী করে রেখেছে । এসব জানা থাকলে গ্রাহক তার পছন্দ মত ইন্টারনেট পেকেজ একটিভ করে ব্যবহার করতে পারে । গ্রামীন, রবি, এয়ারটেল, বাংলালিঙ্ক, সিটিসেল ও টেলিটক বিভিন্নভাবে ইন্টারনেট সেবা দিয়ে থাকে । পর্যায়ক্রমে আমরা সকল অপারেটরদের ইন্টারনেট সেবা সম্পর্কে জানব ।
1. গ্রামীনফোন ইন্টারনেট
2. বাংলালিঙ্ক ইন্টারনেট
3. রবি ইন্টারনেট
4. এয়ারটেল ইন্টারনেট
5. টেলিটক ইন্টারনেট
6. সিটিসেল ইন্টারনেট
উপরোক্ত সকল মোবাইল অপারেটর এর ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে জানতে আপডেটকৃত টিউনটি এখনি দেখে আসুন ।
নতুন নতুন আরো কিছু প্যাকেজ নিয়ে এ টিউনটি আপনাদের জন্য আবার আপডেট করে দেয়া হলো ।
এছাড়াও আরো কিছু আপডেট তথ্য আমার ব্লগ এ গেলেও পাবেন। ফেসবুকে আমি ।
সবাইকে ধন্যবাদ ।
আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Science & Engineering www.facebook.com/aimanbd
robi te unlimitd nei?