ঈদ এর শুভেচ্ছা সবাইকে যদিও অনেকটা দেরিতে ।
উইন্ডোজ ৮ নিয়ে অনেকেরই হয়ত আগ্রহ আছে । নতুন এর প্রতি কৌতূহল সবারই থাকে ।
আমি নতুন অপারেটিং সিস্টেম অথবা নতুন সফটওয়্যার ব্যবহার করতে পছন্দ করি সবসময় যা অনেকক্ষেত্রে হয়ত ভাল নয় তবুও । এর ধারাবাহিকতায় আমার Windows XP বেশীদিন ব্যবহার করা ভাগ্যে জোটেনী । এরপর Windows Vista, Windows 7 ( হোক Beta Verson বা Main Verson) ব্যবহার করে সর্বশেষ Windows 8 Final Verson ব্যবহার করছি ।
যাই হোক যথার্থ কথায় ফেরা যাক - অনেকেই হয়ত Windows 8 ব্যবহার করা শুরু করেছেন । এখানে কয়েকজন ডাউনলোড বা অ্যাকটিভেশন নিয়ে টিউন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ।
যারা এখনও উইন্ডোজ ৮ অ্যাকটিভ করতে পারেননি তারা একবার আমার পদ্ধতিতে (মানে আমি যেভাবে করেছি আর কি ) চেষ্টা করে দেখতে পারেন । কারন আমি প্রায় ১ মাসেরও অধিক সময় ধরে অ্যাকটিভেট উইন্ডোজ ৮ ( আজীবন মেয়াদী /Permanent Activated ) ব্যবহার করছি । ১০-১২ টি ডেক্সটপ অথবা ল্যাপটপ এ অ্যাক্টিভ করে দিয়েছি আর সবগুলই চলছে কোন সমস্যা ছাড়াই সাথে সমস্ত লক ফিচার ব্যবহার এর স্বাধীনতা ( লকস্ক্রিণ, স্টার্টমেনু ব্যাগ্রাউন্ড আর প্রোফাইল পিকচার ) ।
*** Windows Activation Status ****প্রথম ধাপ :
বলে রাখি এ পদ্ধতিটি অনেকেই হয়ত জানেন আর এ নিয়মে Windows 8 Pro, Windows 8 Pro With WMC, Windows 8 Enterprise- Permanently active করে ব্যবহার করতে পারবেন । তবে Pro আর Enterprise এর মধ্যে তেমন কোন পার্থক্য নেই ( শুধু কয়েকটা অপশন ছাড়া যার প্রয়োজনীয়তাও তেমন নেই ) ।তাই আমি Windows 8 Pro টাই ব্যবহার করার পরামর্শ দেব । আর iso টি WZT এর প্রয়োজন (কেননা আমি WZT এর iso দিয়ে পরিক্ষা করেছি ) ।
যারা Windows 8 এর iso ইতিমধ্যে ডাউনলোড করে ফেলেছেন তাদের হয়ত প্রয়োজন নেই । যাদের নেই তারা নিচের Torrent Link থেকে ডাউনলোড করে নিতে পারেন।
সরাসরি লিঙ্ক টি নিচে দেয়া হল Resume Support সহ download করতে পারবেন -
Windows 8 Pro 32 Bit (RTM) ( Not Working)
Windows 8 Pro 64 Bit (RTM) (Not Working )
**** প্রয়োজনে Torrent File download করতে http://zbigz.com সাইটটি ব্যবহার করুন । *****
Windows 8 এর iso File টি DVD তে Burn করুন অথবা Windows7-USB-DVD-tool এর সাহায্যে Pendrive কে Bootable বানান । যদি Windows 8 Pro হয় তবে " XKY4K-2NRWR-8F6P2-448RF-CRYQH " এই Key দিয়ে Windows টি ইন্সটল করুন ।
দ্বিতীয় ধাপ :
এবার Win+X Key চেপে Command Prompt (Admin) এ ক্লিক করুন । ( Internet Connection টি Disable করতে পারেন...Optional )
তারপর কমান্ড উইন্ডোতে নিচের যে কোন একটি Key কপি করে পেস্ট করে Enter চাপুন ।
slmgr /ipk 3NX4V-DMFVR-4P648-3MKM3-QRPKV
slmgr /ipk 4HDN9-XTY69-YB6FV-MKVB8-78MQH
slmgr /ipk HB39N-V9K6F-P436V-KWBTC-Q3R9V
নতুন Key গুলো দিয়েও চেষ্টা করতে পারেন-
slmgr.vbs /ipk KKPMN-469HY-H6V43-T8VX2-8W8XV
slmgr.vbs /ipk 2Y8NR-PPTC4-XYX8G-4KQGC-6JCKV
slmgr.vbs /ipk 7TWWK-WNB2W-VRVPV-XG6RV-MBFDH
slmgr.vbs /ipk KKPMN-469HY-H6V43-T8VX2-8W8XV
slmgr.vbs /ipk 2Y8NR-PPTC4-XYX8G-4KQGC-6JCKV
তাহলে নিচের মত Install Product Key ............Succesfully দেখাবে ।
তৃতীয় ধাপ :
এরপর Win+R Key চেপে Run এ গিয়ে slui 4 লিখে তারপর Enter করলে নিচের মত পাতা আসলে Location এ অবশ্যই United Kingdom সিলেক্ট করে Next করুন ।
নিচের মত Window আসলে UK টোল ফ্রি নাম্বারে Skype দিয়ে এ কল করে Step 2 🙁 Provide these numbers when you'r asked ... ) এর নাম্বার গুলো ( প্রতিটা ৭ টি করে মোট ৬৩ টি exp: 5864321 - 6547895 .................3584876 ) ধারাবাহিক ভাবে দিলে ওরা আপনাকে Step 3 : ( Enter the confirmation ID you Get over the phone ) এর নাম্বার দেবে বসিয়ে Active এ ক্লিক করলেই আপনার Windows 8 টি Permanently Active হবে ।
*** আর কারও কল করে Active করতে সমস্যা হলে এই পোস্ট এ কমেন্ট করে Step 2 এর নাম্বার গুলো দিলে আমি Step 3 এর নাম্বার গুলো যথাসম্ভব আর যথাশীঘ্র দেয়ার চেষ্টা করব । Windows Pro with Media Centre নিয়ে পরে অন্যদিন জানাবো । কারও বুঝতে কষ্ট হলে Comments এ জানাবেন । ****
## # ঈদ এ শহরের বাইরে থাকায় ইন্টারনেট এর গতি অত্তান্ত খারাপ তাই Skype দিয়ে ভাল কাজ করা যাচ্ছেনা বলে দুঃখ প্রকাশ করছি । কয়েকদিন পর Wimax connection পেলে আশা করি Step 3 এর id দিতে আর সমস্যা হবে না । ####
[****আমার প্রথম টিউন এ ভুলত্রুটি থাকা অস্বাভাবিক নয় । সবার জন্য শুভকামনা আর গঠনমূলক মন্তব্য, পরামর্শ অথবা সমালোচনা প্রত্যাশা করি । *****]
আমি মির্জা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@হাসান উজ্জামান, আমার প্রথম টিউন এ প্রথম কমেন্ট এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ । টেকটিউনস আমার প্রতিদিনেরই সঙ্গী বলা যায় । কখনও টিউন করার মত সাহস আমার হয়নি যদি মানসম্মত না হয় । আমি বেশি কিছু জানিনা তাই হয়ত এই টিউন টি অনেক ক্ষেত্রে অসম্পূর্ণ (আর প্রথম কিনা ) ।
Windows 8 আমার কাছে ভালই লেগেছে কারন এটি Windows 7 এর চেয়ে বেশ Fast, Speedy । সবার পছন্দ অবশ্য এক নয় । এর Booting & Shutdown দ্রুত হয় । আর Low Configuration পিসির জন্য বেশ ভাল । আমি ১ টি Atom Proccesor সমৃদ্ধ Laptop/Netbook এ পার্থক্যটা ভালই টের পেয়েছি । Windows 8 এ Aro Theme/effect গুলো বর্জন করা হয়েছে আর Metro Style বাদে সবকিছু সাদামাটা মনে হয়েছে । Win 7 আর Win 8 প্রায় একি তাই win 7 এর সব সফটওয়্যারই মোটামুটি চলে । তবে Motherboad এর কোন driver ই আমার দেয়া লাগেনি আগে থেকেই Updated driver দেয়া আছে । (অবশ্য Motherboard এর ভিন্নতায় driver প্রয়োজন হতে পারে তবে সে board এর সব Software ই Install করতে পারবেন ।
আর এ পদ্ধতি তে ঠিকমত করতে পারলে সব ফিচার ই আনলক হবে ১০০% ….
ভাল থাকবেন ।
@হাসান উজ্জামান:
Windows Update, Store সহ সব কিছুই ব্যবহার করতে পারবেন কোন সমস্যা ছাড়াই (যেমন আমি করছি) কারন এটাও আপনার জেনুইন Licence করা কপি বলা যায় । এটা Microsoft নিজেই Active করে দেয় । Commercial ভাবে Microsoft যাদের iso সরবরাহ করে (গত অগাস্ট মাসেই করেছে) যেমন বিভিন্ন ব্র্যান্ডের Laptop অথবা Desktop Company কে ওই iso আমরা ব্যবহার করে আমাদের কপি কে Active করছি Microsoft কে কল করে । এটা কোন Crack বা KMS server Activation নয় তাই এটিকে Original বলা যায় ।
@মির্জা: Vai please help key
5076263-5389031-7140925-6850403-7821663-0110061-7129896-1425183-8124646
[email protected]
@হাসান উজ্জামান , আপনার দেয়া Activation no. চেক করে দেখলাম Error দেখায় ।
আপনি Windows 8 কোন Verson এর iso দিয়ে Install করেছেন ?
সফলভাবে Active করতে হলে আপনাকে অবশ্যই কিছু নিয়মে করতে হবে –
১. Windows 8 Pro 32/64 bit RTM iso by WZT হতে হবে । ( আমার দেয়া লিঙ্ক থেকে Download করতে পারেন ।)
২. C ড্রাইভ Format করে Fresh করে Windows 8 install করতে হবে । Time Zone পরিবর্তন করে Dhaka select করে Update করে নেবেন ।
৩. আমার দেয়া উপরের দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ ঠিকভাবে করতে হবে ।
তারপর আমাকে Step 2 এর Product id দিলে আমি আপনাকে Step 3 এর id গুলো দিতে পারব । সাথে কোন Verson এর Windows 8 install করেছেন আর কোন Key ব্যবহার করেছেন জানাবেন ।
আশা করি বুঝতে পেরেছেন ।
@মির্জা:
1: Vai ami apnar link theke 3 day dhore Windows 8 Pro 32/64 bit RTM iso by WZT download korsi
2: c drive format dia fresh windows setup korechi
3: apni ja ja bolechen sob thik thak korsi
Windows 8 32 bit setup korechi
So please help
@মির্জা: আজকে আমি একটা পিসিতে Windows 8 Pro দিলাম আর অসংখ্যবার Skype দিয়ে চেষ্টা করলাম তবুও Active করা গেল না হয়ত 26 Oct এর পর এ বিষয়ে বেশি সচেতন হয়েছে !!!
তাই বিকল্প পদ্ধতিতে Active করলাম । KMS Server Activation …চাইলে আপনিও করতে পারেন । আমরা তো License কিনে Windows ব্যবহার করিনা তাই বিকল্প পথ সব সময় মসৃণ নাও হতে পারে ।
নিচের নিয়মে একবার চেষ্টা করতে পারেন …( আমি আজ এভাবেই সফল হয়েছি তবে এটার মেয়াদ ৬ মাস কিন্তু Permanently ও active যাবে । সেটা পরে বলব আপাতত Active করেন । )
Open Command Prompt (Admin)
1. slmgr /upk
2. slmgr /cpky
3. slmgr.vbs -ipk NG4HW-VH26C-733KW-K6F98-J8CK4
4. slmgr -skms fourdeltaone.net:1688
5. slmgr.vbs -ato
প্রতিটা আলাদা ভাবে কপি করে CMD তে paste করে Enter করুন আশা করি সফল হবেন ।
@মির্জা: Vai activat hoise!! thank u so much for your kind less/end less help.
thanksআমার WINDOWS 8 ACTIVE হছেনা
STEP2.. 2610244 9390020 1445986 8593265 3330123 1027133 5060981 8651882 9373202
STEP 3 KI DEBO……..
amar e mail [email protected]
cell 01911773330
please send me activetion step 3 code………….
@M.A.SHAFIQUR RAHMAN: মন্তব্বের জন্য ধন্যবাদ ।
গ্রামের বাড়িতে ঈদ করায় এখানে নেটওয়ার্ক আর ইন্টারনেট এর গতি অত্তান্ত দুর্বল থাকায় Skype দিয়ে ভাল কাজ করতে পারছিনা বলে আপাতত দুঃখিত । তারপরও আমি চেষ্টা করব যদি সম্ভব হয় । কয়েকদিন পর Wimax Network এ গেলে আর সমস্যা হবেনা ।
thanksআমার WINDOWS 8 ACTIVE হছেনা
STEP2.. 2610244 9390020 1445986 8593265 3330123 1027133 5060981 8651882 9373202
STEP 3 KI DEBO……..
amar e mail [email protected]
cell 01911773330
please send me activetion step 3 code………….আমার ই মেইল এ STEP3 CODE টি পাঠিএ দেলে চির ক্রিতজ্ঞ থাকব…।
@ সম্পদ , Windows 8 release preview ততটা Stable verson নয় । আর এর Support ও Microsoft বন্ধ করে দেবে । তাই Windows 8 Pro ব্যবহার করার পরামর্শ দেব । আর এ পদ্ধতিতে Windows 8 এর Final verson গুলতেই Active করা করা যাবে । Windows 8 release preview এর Genuine CD Key তো পাওয়া যেত ।
**আমার এখানে নেটওয়ার্ক খুব দুর্বল তাই Internet Speed খুবই খারাপ তাই যাদের Step 3 এর Confirmation ID দরকার তারা একটু ধৈর্য ধরবেন Pls…ঈদ এর ছুটি শেষে শহরে ফিরলে Wimax Connection পেলে সবারই Instant করে দিতে পারব আশা করা যায় । ****
@মুশফিকুস সালেহীন:
আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য । আমি আপনার ইনফরমেশন টা অ্যাড করে দিতে পারতাম কিন্তু হয়ত অনেকের কঠিন হবে ভেবে দেয়নি । Skype দিয়ে Microsoft এর আমেরিকা ও যুক্তরাজ্যের টোল ফ্রি নাম্বারে ফ্রী কল করে যে কেউ করতে পারে ।
অনেকে Skype দিয়ে কল দিয়ে পরবর্তী ধাপ হয়ত ঠিকভাবে করতে পারবে না তাই ভেবেছিলাম কেউ Product id দিলে আমি Confirmation id Generate করে দেব । কিন্তু গ্রামের বাড়িতে থাকায় আর ভাল Net Speed না থাকায় Skype ভাল কাজ করছে না । এ জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি ।
৩-৪ দিন পর Wimax Connection পেলে সহযোগিতা করতে পারব ।
তারপরও আমি Detail Instraction অ্যাড করে দেব । ভাল থাকবেন ।
@Emrul islam: দোকানের কেনা DVD কপি’র নিশ্চয়তা দিতে পারছিনা কারন ওটা অনেক সময় Modified করা থাকে । পারলে iso নামিয়ে ফেলুন । আমি পদ্ধতিতে অনেক PC সফলভাবে Active করেছি । ধন্যবাদ
@মির্জা, আপনার টিউনের জন্য অভিনন্দন। আমি নিচের লিংক থেকে windows 8 pro final retail version ডাউনলোড করেছি:
http://www.msdnaa.undipcyber.us/2012/08/windows-8-professional-rtm-now-available/
এখানে rtm ও final retail দুটোর লিংক দেয়া আছে। দুটোর মধ্যে কি কোন পার্থক্য আছে? আমার কাছে তো লিংকটি জেনুইনই মনে হচ্ছে। আপনার কি মনে হয়? আমি কি এই রিটেইল ভার্সনটি স্কাইপে পদ্ধতিতে অ্যাকটিভেট করতে পারব?
@sunmad: আপনাকেও অনেক ধন্যবাদ । RTM মানে হল ‘ Release To Manufacturing ‘ এটিও Final Version তবে সবার জন্য উন্মুক্ত করার আগেই এটি বিভিন্ন ব্রান্ডের Laptop অথবা Desktop কোম্পানি কে সরবরাহ করে (Bussiness Licence সহ ) যেন তারা নতুন PC’ র সাথে নতুন Windows টি দিতে পারে । Windows 8 এর RTM verson অগাস্ট মাসেই Company গুলোকে দিয়েছে যার Leaked কপি আমরা তখন থেকেই হাতে পেয়েছি ।
আর Retail কপি Finally তারা Release করেছে গত ২৬ অক্টোবরে এটি সবার জন্য বিক্রি করতে DVD বা iso আকারে । তাই RTM আর Retail verson এ আমার জানামতে একই কোন পার্থক্যই নেই।
আমি Retail verson টি এখন ব্যবহার করিনি তাই তার Activation এর নিশ্চয়তা দিতে পারছিনা ।
আর আপনার লিঙ্ক এর জন্য আবারও ধন্যবাদ এই iso গুলো Original . আমি পোস্ট এ এ লিঙ্ক গুলো দিয়ে দিলাম সবার সুবিধার্থে । Retail verson টি Skype দিয়ে active করতে পারবেন কিনা জানিনা তবে RTM verson অবশ্যই পারবেন আশা করি । কারন RTM এর Key দিয়ে Retail এ কাজ নাও করতে পারে ।
@rajibnill: Enteprise Edition এ এই Key দিয়ে কাজ করবে না । আর Enterprise এর যে iso টি নেট এ পাওয়া যায় সেটি Active করা কঠিন । এ পদ্ধতিতে করা আর কি ।
Enteprise আর Pro verson এ তেমন কোন গুরুত্বপূর্ণ পার্থক্য নাই । যে ৩ টি পার্থক্য আছে তা আমার দেশের জন্য খুব একটা উপযোগী নয় । তাই আপনাকে বলব Windows 8 Proffesoinal (Pro ) টাই ব্যবহার করতে । আমার দেয়া নতুন সরাসরি লিঙ্ক টি ব্যবহার করে Windows 8 Pro এর iso টি নামিয়ে ফেলুন যদি সম্ভব হয় । ধন্যবাদ
@Rajib Hasan Rony: আপনার iso কি Windows 8 Pro এর RTM অথবা WZT কর্তৃক দেয়া কপি ? যদি হয় তবে অবশ্যই এই Key গুলো দিয়েই কাজ হবার কথা । আমার iso লিঙ্কটি Follow করতে পারেন ।
http://kat.ph/windows-8-pro-final-crack-unlocked-personalize-tab-t6772444.html
এই লিংকটাতে একটি activator দেয়া আছে। এটি দিয়ে আমি windows 8 enterprise permanently activate করতে পেরেছি। এতে start screen, lock screen, account picture সবই আনলক হয়েছে। কিন্তু নোটিফিকেশনে Activate windows now মেসেজটি দেখাচ্ছে।
মির্জা ভাই, আমি Windows 8 Pro 32 bit ইন্সটল করেছি দুদিন আগে। slmgr /ipk 3NX4V-DMFVR-4P648-3MKM3-QRPKV, slmgr /ipk HB39N-V9K6F-P436V-KWBTC-Q3R9V, ও slmgr.vbs /ipk KKPMN-469HY-H6V43-T8VX2-8W8XV এই তিনটা Key দিয়ে চেস্টা করে skype তে কল করে সব ডিজিট দিলে পরে বলে যে, We are unable to active your product ইত্যাদি। অনুগ্রহ করে সাহায্য করুন।
@SHAIKH NOOR-E-ALAM: @shubhro21: যদি Confirmation id not verified or unable to active বলে তাহলে নিচের নিয়ম তা follow পারেন ।
1. open cmd using administrator rights
2. type slmgr /upk
3. type slmgr /cpky
4. typy slmgr /ipk (key)
5. type slui.exe 4
6. choose United Kingdom and click next button
নতুন Key গুলো দিয়ে আরেকবার চেষ্টা করুন । ভাল আরেকবার windows টি Fresh করে install করলে ।
New MAK Key : (using 4. step )
slmgr.vbs /ipk 7JVN8-WVR92-87PVM-QM7P9-YDR92
slmgr.vbs /ipk 6TG48-4N223-VPPXY-KMVD2-V8MQP
New Retail Key : (using 4. step )
slmgr.vbs /ipk HN42W-QF3D6-2KM6W-C79XK-JW8XV
slmgr.vbs /ipk 3FCND-JTWFM-24VQ8-QXTMB-TXT67
যদি Retail key ব্যবহার করেন তাহলে Microsoft operator ( by skype ) জানতে চাইলে 1 চাপুন আর MAK key হলে 2 চাপুন ।
সফল হলে জানাবেন ।
@SHAIKH NOOR-E-ALAM: কাজ করছিল কিন্তু এখন আর করছে না বলে দুঃখিত পারলে Torrent লিঙ্ক থেকে ডাউনলোড করুন ।
@SHAIKH NOOR-E-ALAM: Windows 8 Pro তে Windows Media Centre আগে থেকেই থাকে কিন্তু এ ফিচারটি Hide করা থাকে শুধু Add feature option ব্যবহার করে একটি Key দিলেই Media centre install বা unlock হয়ে যায় ।
আর আমি আমার iso ওই torrent লিঙ্ক থেকেই download করে ব্যবহার করছি ।
@zunnunahmed: ভাল আছি । আজকে আমি একটা পিসিতে Windows 8 Pro দিলাম আর অসংখ্যবার Skype দিয়ে চেষ্টা করলাম তবুও Active করা গেল না হয়ত 26 Oct এর পর এ বিষয়ে বেশি সচেতন হয়েছে !!!
তাই বিকল্প পদ্ধতিতে Active করলাম । KMS Server Activation …চাইলে আপনিও করতে পারেন । আমরা তো License কিনে Windows ব্যবহার করিনা তাই বিকল্প পথ সব সময় মসৃণ নাও হতে পারে ।
নিচের নিয়মে একবার চেষ্টা করতে পারেন …( আমি আজ এভাবেই সফল হয়েছি তবে এটার মেয়াদ ৬ মাস কিন্তু Permanently ও active যাবে । সেটা পরে বলব আপাতত Active করেন । )
Open Command Prompt (Admin)
1. slmgr /upk
2. slmgr /cpky
3. slmgr.vbs -ipk NG4HW-VH26C-733KW-K6F98-J8CK4
4. slmgr -skms fourdeltaone.net:1688
5. slmgr.vbs -ato
প্রতিটা আলাদা ভাবে কপি করে CMD তে paste করে Enter করুন আশা করি সফল হবেন ।
Internet Connection Enable করে রাখবেন। হলে জানাবেন ।
আমি জানালা ৮ প্রো সিডি কিনে এনে সেটআপ দিয়েছি। সেট আপের সময় Express অপশনটা না দিয়ে customize দিয়েছি। এটা কি কোন সমস্যা করবে? Express অপশনটা সিলেক্ট করলে কি key দিতে হত?
স্কাইপি +8808000188354 তে কল দিলাম , কিন্তু যায় না। ক্রেডিট কিনতে বলে। আমার নাম্বারটা ঠিক আছে? ভুল হলে নাম্বারটা দেবেন দযা করে।
।
কোনটা সফল না হযে শেষে ৬ মাসের কমান্ড টা দিলাম
Open Command Prompt (Admin)
1. slmgr /upk
2. slmgr /cpky
3. slmgr.vbs -ipk NG4HW-VH26C-733KW-K6F98-J8CK4
4. slmgr -skms fourdeltaone.net:1688
5. slmgr.vbs -ato
কিন্তু সবগুলো হলেও ৫ নম্বরটা error দেখালো।
।
@মির্জা , পরবর্তী করনীয় জানালে খুশি হব।
@Mirza vai: Ami apnar dea link theke ”MICROSOFT.WINDOWS.8.PROFESSIONAL.RTM.X64.ENGLISH.DVD-WZT” file ti download koresi. Apnar dea ”Windows 7 USB-DVD Tool” install koresi. Kintu Windows 7 usb dvd tool theke burn korar jonno uporer downladed file ti browse korle file ti iso file hishebe dekhai na. Ejonno burn korte parsi na. Ki korbo pl bolben. Thank you very much.
আমি windows8pro ব্যবহার করছি activated কিনা জানি না কিন্তু এখন ইউজার অ্যাকাউন্ট পিকচার আর লক স্ক্রীন change করা যায় । কিন্তু আপডেট এ কি জানি এরর আসে । control panel >Add features to windows 8 এ গেলে কী চায় । আপনার দ্বিতীয় ধাপ এ এই এরর উইন্ডো আসে
Error: 0x80070426 On a computer running Micrsoft Windows non-core edition, run ‘slui.exe 0x80070426’ to display the error text
N.B. WZT কি জিনিস সে বিষয়ে আমার কোন ধারনা নাই ।
@অন্ত: যদি ইউজার অ্যাকাউন্ট পিকচার আর লক স্ক্রীন change করা যায় তাহলে আপনার Windows 8 Activated হবার কথা । Desktop এ Computer এর Properties এ গিয়ে দেখুন Activated কিনা ? (উপরে আমার চিত্রের মত )
আর Activated হলে দ্বিতীয় ধাপ এর তো কোন প্রয়োজন নেই । WZT Windows 8 এর কপি টি Internet এ Leaked করেছিল August মাসে ।
@Emrul islam: আপাতত Skype পদ্ধতি কাজ করছে না তাই নিচের step গুলো ধারাবাহিক ভাবে follow করুন । ইন্টারনেট কানেকশান অবশ্যই অন রাখবেন । যদি iso টি Windows 8 Pro হয়……
Open Command Prompt (Admin)
1. slmgr /upk
2. slmgr /cpky
3. slmgr.vbs -ipk NG4HW-VH26C-733KW-K6F98-J8CK4
4. slmgr -skms fourdeltaone.net:1688
5. slmgr.vbs -ato
প্রতিটা আলাদা করে কপি করে পেস্ট করে Enter চাপবেন । আশা করি সফল হবেন ।
মির্জা ভাই!
আপনার দেয়া লিঙ্ক দিয়ে Windows 8 pro নামালাম।
আপনার সব কি দিয়েই ট্রাই করলাম। MAK, Retail Key, পুরাতন , নতুন Key কোনটাই কাজ করেনা। আমার Timezone setting, Dhaka. Microsoft এর সার্ভার এর সাথে সিনক্রোনাইজ করে তারপর “slui 4” কমান্ড দিয়ে দেখলাম, Microsoft একটা কথাই বলে, unable to activate, You are victim of piracy….
কয়েকবার ফ্রেশ ইন্সটল করেও ট্রাই করেছি! কোন লাভ হয়নি!
এখন কি করবো?
@rajibnill: সম্ভবত ২৬ অক্টোবর এর পর Microsoft আর সচেতন হয়েছে তাই Skype দিয়ে আর কাজ করা যাচ্ছে না আপাতত । আমিও চেষ্টা করলাম আমাকেও ওই কথা বলে । তাই বলে আমরা তো আর বসে থাকতে পারিনা । বিকল্প উপায়ে Active করেন যেমনটা আমি আজ করলাম । Follow নিচের step গুলো ধারাবাহিক ভাবে । ইন্টারনেট কানেকশান অবশ্যই অন রাখবেন । যদি iso Windows 8 Pro হয়……
Open Command Prompt (Admin)
1. slmgr /upk
2. slmgr /cpky
3. slmgr.vbs -ipk NG4HW-VH26C-733KW-K6F98-J8CK4
4. slmgr -skms fourdeltaone.net:1688
5. slmgr.vbs -ato
প্রতিটা আলাদা করে কপি করে পেস্ট করে Enter চাপবেন । আশা করি সফল হবেন । এটি ৬ মাসের জন্য active হবে । পরে এটার permanent হবার নিয়ম জানাবো । কি হল জানাবেন ।
সমস্যা নেই আপনার Windows টি কে permanent active করতে পারবেন শুধু ১ টা ধাপ বাকি ।
আপনার যদি Hotmail account থাকে তাহলেই হবে । আর না থাকলে করে নিন এখনি ( http://www.hotmail.com/ ) । এবার নিচের লিঙ্ক এ গিয়ে আপনার Hotmail id আর Capcha দিয়ে Send my product key তে ক্লিক করুন ।
http://windows.microsoft.com/en-us/windows-8/feature-packs
Microsoft আপনাকে ২৪ ঘণ্টার মধ্যে Windows 8 Media Center এর product Key দেবে ওটা Control panel -> Add feature -> i have a product key -> Enter this key .
Pc restart হওয়ার পর দেখবেন Windows Permanent Active হয়েছে ।
@rajibnill:
১. Microsoft আপনাকে জেনুইন Key দিয়েছে Active করার জন্য ( এটা Microsoft এর WMC Pack ফ্রী অফার চলবে ৩১ শে জানুয়ারী পর্যন্ত ।একটা mail id তে সুধুমাত্র ১ টা key পাওয়া যাবে . এই key শুধু Activated pc তে কাজ করবে । এই জন্য আগে KMS server Active করে নিতে হয় । ) সুতরাং এটি Fake বা crack নয় যে ২ দিন পর নষ্ট হবে । যতদিন Windows থাকবে ততদিন এক্টিভেট থাকবে ।
২. অবশ্যই automatic update অন রাখতে পারবেন আর সব Update নির্দ্বিধায় ব্যবহার করুন সাথে Store Apps ……
৩. না বলবে না ।
আপনি যদি hardware change না করেন তবে শুধু ওই PC এই key কাজ করবে । নতুন করে windows দিলে আগে Activated করে তারপর Key দেবেন নতুবা কাজ করবেনা ।
ধন্যবাদ ।
@মির্জা: আপনি http://www.joshcellsoftwares.com/2011/09/AdvancedTokensManager.html থেকে এক্টিভেশন ব্যাকআপ টা নামিয়ে আপনার WINDOWS এক্টিভেশন টা সভে করুন |পরে যদি তেমন কোনো হার্ডওয়্যার চেঞ্জ না হয় তাহলে ওই সফ্টটা থেকে এক্টিভেশন রিস্টোর দিলে চলবে |নতুন করে এক্টিভেট করা লাগবে না
@মির্জা
ভাইকে অনেক অনেক ধন্যবাদ,
মির্জার পদ্ধতি অনুসরন করে win 8 pro activate করতে পেরেছি (31/10/2012)।
কিন্তু নতুন key দিয়ে, যারা এখন activate করতে পারেনি তারা নতুন key দিয়ে চেষ্টা করতে পারেন।
win8 Pro Retail Keys:-
slmgr.vbs /ipk 3NX4V-DMFVR-4P648-3MKM3-QRPKV
slmgr.vbs /ipk 4HDN9-XTY69-YB6FV-MKVB8-78MQH
slmgr.vbs /ipk HB39N-V9K6F-P436V-KWBTC-Q3R9V
slmgr.vbs /ipk QGR4N-78PMD-KCRQ7-83BXT-YG667
slmgr.vbs /ipk KKPMN-469HY-H6V43-T8VX2-8W8XV
slmgr.vbs /ipk 2Y8NR-PPTC4-XYX8G-4KQGC-6JCKV
slmgr.vbs /ipk 7TWWK-WNB2W-VRVPV-XG6RV-MBFDH
slmgr.vbs /ipk KKPMN-469HY-H6V43-T8VX2-8W8XV
slmgr.vbs /ipk 2Y8NR-PPTC4-XYX8G-4KQGC-6JCKV
slmgr.vbs /ipk 7TWWK-WNB2W-VRVPV-XG6RV-MBFDH
slmgr.vbs /ipk P8MCC-G7NDR-D27YY-Q83CC-8W8XV
slmgr.vbs /ipk 2747P-9WNWW-MD6JF-HRC36-HFPKV
slmgr.vbs /ipk HN42W-QF3D6-2KM6W-C79XK-JW8XV
slmgr.vbs /ipk 3FCND-JTWFM-24VQ8-QXTMB-TXT67
slmgr.vbs /ipk GX9N8-4H2FH-D987T-BQ9GK-XKT67
slmgr.vbs /ipk 2N8G7-9GF9V-P9XB2-9QKKK-FRDG7
slmgr.vbs /ipk 3PYNG-QPVJH-TDK8J-V7B4Q-QRPKV
slmgr.vbs /ipk 3VFNK-674W7-PWR7D-39PYC-9P73H
slmgr.vbs /ipk 4Q49H-KNYY7-K7RYB-XGPRK-FRDG7
slmgr.vbs /ipk 6DFK4-FNR49-38MQ9-P33W2-CJ8XV
slmgr.vbs /ipk 8HTNY-R93V8-4KPWB-YQBTX-FRDG7
slmgr.vbs /ipk 8JNPH-W9MY6-CQWPQ-Y7YXR-7H3G7
slmgr.vbs /ipk BCNTK-JBD8P-BGKJJ-MJH64-DJXT7
slmgr.vbs /ipk DDHTD-N3H6V-WKD9R-K73QG-J2KT7
slmgr.vbs /ipk DYF6N-PPYMW-PCGD3-M689J-7FPKV
slmgr.vbs /ipk FN8G3-D2KRX-B4GFG-HYTFB-43G67
slmgr.vbs /ipk GGBNT-HW838-C98D6-3GQDH-94PKV
slmgr.vbs /ipk JN94Q-CVXVM-CBWMQ-46QHY-QJXT7
slmgr.vbs /ipk JRHRN-GBT9R-MM2P8-4PFWT-KTJXV
slmgr.vbs /ipk KCQNF-PY9B4-CBF43-PPHBK-7XH3H
slmgr.vbs /ipk N6CYF-2GGKP-QXF6Y-QTFJR-36667
slmgr.vbs /ipk NF68F-JTDFD-YYFVM-TBQMV-KHF9V
slmgr.vbs /ipk NYHPK-47GFB-D8VVP-3FXDV-HXH3H
slmgr.vbs /ipk QDNHX-48J6Y-T9BHC-RG3FY-R6V3H
slmgr.vbs /ipk QRWN9-XDVGC-G4BXK-PX8QM-3GJXV
slmgr.vbs /ipk RMVNG-XFW4Y-XQ4GF-J9QR2-4RDG7
slmgr.vbs /ipk TWQ7K-N277J-T6YWP-6V4VK-MG667
slmgr.vbs /ipk V68J6-4NWHK-KXRPY-C4C4Y-XBQG7
slmgr.vbs /ipk V838R-NW7GX-KT8XY-RPJ46-CGV3H
slmgr.vbs /ipk VNX4R-RDP84-97CTK-KFP48-YPWXV
slmgr.vbs /ipk VVFM9-N749C-RCWQR-GRJB9-9HF9V
@মির্জা: I tried with all this keys. they are blocked. Pls provide new keys or new ways.
ভাই আপনার কাছে একটা প্রশ্ন ছিল – আপনি windows 8 pro – এর যে লিঙ্কগুলো শেয়ার করেহেন, তার পাশে লিখেছেন “not working now” – তারমানে কি ঐ লিঙ্ক থেকে ডাউনলোড করা ISO কি ACTIVATE করা যায়না?নাকি আপনি বোঝাতে চেয়েছেন যে ঐ লিঙ্কটি ডেড হয়ে গেছে? প্রশ্নটি করার কারণ হল, আমি আজকে ঐ লিঙ্কে ক্লিক করা মাত্র ডাউনলোড শুরু হয়ে গেল :s প্লিজ বিষয়টা একটু জানাবেন।
আরেকটি প্রশ্ন – আমি মাইক্রোসফটের অফিসিয়াল লিঙ্ক থেকে windows 8 Enterprise 90 days evaluation copy ডাউনলোড করেছিলাম – এটাকে বহু চেষ্টা করেও activate করতে পারিনি 🙁 প্লিজ হেল্প করুন…
@আরিফ_: লিঙ্ক গুলোর পাশে Not Working Now লিখার কারন লিঙ্ক গুলো ১ দিন পর কাজ করছিল না অর্থাৎ Download করা যাচ্ছিল না । যদি এখন কাজ করে থাকে download করে ফেলেন আর iso গুলো Original . তাই নিশ্চিন্তে নামাতে পারেন । আমি লিঙ্ক গুলো কয়েকদিন চেক করে দেখিনি তাই লিখাটি Remove করা হয় নি ।
Wibndows 8 এর Final version Release হয়েছে তাহলে কেন আপনি Evaluation copy ব্যবহার করবেন ? Pro আর Enterprise এ তেমন প্রয়োজনীয় কিছু পার্থক্য নেই তাই Pro version টাই আমি Prefer করি । ধন্যবাদ
@মির্জা ভাই, নেট স্লো তাই ডাউনলোড করতে দারি হয়ে গেসে। আমি আপনার পোস্ট এ দেউয়া মাইক্রোসফট এর লিঙ্ক থেকে 64 bit এর pro ভার্সন টা ডাউনলোড করেসি কিন্তু Active করতে পারসি না। KMS system Try করেসি, ৫ নং ধাপে এই error দ্যাখায় = “Activating Windows(R), Professional edition
(a9ßbcd6d-5343-4603-Safe-5908e461 1112) …
Error: OxCOO4FO74 The Software Licensing Service reported that the computer
could not be activated. No Key Management Service (KMS) could be contacted.
Please see the Application Event Log for additional information.”
প্লিজ ভাই হেল্প করুন, আমার মেইল ঃ [email protected] অথবা, আপনার ফোন নাম্বার টা মেইল করলে আমি কল করে জেনে নিব।
@মিঃ মিজান: সম্ভবত KMS Server offline এ ছিল অথবা আপনার Internet Connection এ Problem ছিল । নতুন KMS Server দিলাম। আপনি আর একবার চেষ্টা করুন নিচের নিয়মে ধারাবাহিক ভাবে ….
Open Command Prompt (Admin)
1. slmgr /upk
2. slmgr /cpky
3. slmgr.vbs -ipk NG4HW-VH26C-733KW-K6F98-J8CK4
4. slmgr -skms jbiz1.no-ip.org:1688
5. slmgr.vbs -ato
আশা করছি সফল হবেন । ইন্টারনেট অবশ্যই Enable রাখবেন । জানাবেন ।
@rajibnill: অনেকে Advanced Token Manager ব্যবহার করে আমি করেছিলাম অনেক দিন আগে তখন কাজ করেনি আমার PC তে । এখন নতুন Version পাওয়া যাচ্ছে Advanced Tokens Manager v3.5 BETA 3 এটা আমি পরিক্ষা করে দেখিনি তাই নিশ্চিত বলতে পারছিনা কাজ করবে কিনা । কয়েকদিন পর হয়ত জানাতে পারব । আপনি Check করতে পারেন ।
পরবর্তী টিউনে আমি এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ।
@Munim Khan: নিচের পুরো লিঙ্ক কপি করে http://zbigz.com সাইটে গিয়ে Paste করে Go তে click করুন ।
৩২ বিট :
magnet:?xt=urn:btih:0479b600888065c5843a6f0b2074fd2f265c4d6f&dn=MICROSOFT.WINDOWS.8.PROFESSIONAL.RTM.X86.ENGLISH.DVD-WZT&tr=udp%3A%2F%2Ftracker.openbittorrent.com%3A80&tr=udp%3A%2F%2Ftracker.publicbt.com%3A80&tr=udp%3A%2F%2Ftracker.istole.it%3A6969&tr=udp%3A%2F%2Ftracker.ccc.de%3A80
৬৪ বিট :
magnet:?xt=urn:btih:5990c764fc3e36ea583b80fd3a16a2d9db3441d9&dn=MICROSOFT.WINDOWS.8.PROFESSIONAL.RTM.X64.ENGLISH.DVD-WZT&tr=udp%3A%2F%2Ftracker.openbittorrent.com%3A80&tr=udp%3A%2F%2Ftracker.publicbt.com%3A80&tr=udp%3A%2F%2Ftracker.istole.it%3A6969&tr=udp%3A%2F%2Ftracker.ccc.de%3A80
@MIrza vai: Apnar dea link theke windows 8 downlad and install koresi. Thik vabe activated hoese. Kintu metro apps thik moto use korte parsi na. ”No internet connection” dekhae. Ami qubee modem use kori. internet browsing and downlad- shob kisui ager moto korte parsi, kintu metro apps internet passe na. Erokom problem er kotha shunesen kina? Er kono solution ase?
Amar stet-2 ar number…
1910504 2832033 4284963 9036602 1576380 5302203 2005164 3049906 8109926
pls vaia step 3 ar no. ta jodi diten..!
my e-mail:[email protected]
ভাই, আমি আপনার টরেন্ট লিংক থেকে ৬৪ বিটেরটা ডাউনলোড করে ডিভিডিতে বার্ন করে সেটআপ দিতে চেষ্টা করেছিলাম। কিন্তু, Press any Key To Boot from CD or Dvd> Boot Menu> Language, time & currencey formate > Keyboard or input method > Install now> এরপ্রেই নতুন যেই উইন্ডো আসে, ওখানে বলে যে, প্রোডাক্ট কি দিতে! ওটা না দিলে নেক্সটে আর যাওয়া যায় না 🙁
Step-2
3234596 7012080 9065584 1594445 6685304 7507602 5887256 5932233 8470322
Step-3 ( send korle upokrito hotam, dhonnobad)
mail: [email protected]
[email protected]
mob:+8801670628597
vai ami win 8 enterprise install korsi
product key PKQ6T-N8GMC-VXYX4-HWMTH-8HRDP
ST-2 : 5813012-7458826-6279272-0114543-1170470-1352904-3437356-0095604-2565842
ST-3 : create kora deban please
[email protected]
Strange !!!!!!!!!!! আমি এই মাত্র নির্বাচিত টিউনটিতে আপনার মন্তব্য পরলাম আর ভাবছিলাম আপনি কবে টিউন করবেন আর homepage এসে দেখি আপনার টিউন What a magic ভাই।আমি এখনো win 8 ব্যবহার করিনি। কেমন? এতে কি win 7 এর সফটওয়্যার সেটাপ দেয়া যায় যেমন mother board এর cd।। এবং এই ভাবে active করলে কি win 8 update করা যাবে??সব ফিচার আনলক হবে??।। Please answer………………….
ও প্রথম কমেন্ট করে আমার খুবই ভালো লাগছে :p :p ;P