Hard Disk এর জায়গা বাঁচান অতি সহজেই

বর্তমানে প্রযুক্তির কল্যাণে যন্ত্রের কার্যক্ষমতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যা আমাদের কাজকে আরো সহজ করে তুলছে।এক সময় ৪০ গিগাবাইটের হার্ড ডিস্ক যথেষ্ট মনে হলেও বর্তমানে এর ক্ষমতা টেরাবাইটে এসে পৌছেছে।হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবার ফলে আমরা অনেক সময় একই ফাইল একাধিক বার Save করি যা আমাদের হার্ড ডিস্কের জায়গার অপচয় করে। আর এই সমস্যার সমাধানের একটি জটিল Software হল ‍‍‌‍‍‍‍‍‍‍‍‍‍Duplicate File Cleaner এটি মাত্র ১.৩৫ মেগাবাইটের Software। যা Download করা যাবে এখান হতে

Software টি Install করে চালু করার পর নিম্নরূপ Interface আসবে

dup1

উপরের Menu Bar এ আমরা Basic, Outlook, Music, Picture, Advanced, Register Option গুলো পাব। এখানে Basic Option এ Click করার পর আমরা যে Drive এর Duplicate File খুঁজতে তা বাঁ পাশের Box হতে Select করে দিতে হবে। এখন Scan Now Button এ click করতে হবে। এর পূর্বে আপনাদের কে ডান পাশের Radio Button থেকে Scan Mode, Scan Filter, Duplicates also have, Don’t Scan  option গুলো থেকে আপনার পছন্দ অনুযায়ী Selection করতে হবে।Scan Now Option এ Click করার পর Duplicate file গুলো প্রদর্শিত হবে। এখন নিচের File Deleting option থেকে আপনি কিভাবে File Delete করতে চান তা Select করে দিতে হবে।এখন আপনি যে File Delete করতে চান তা প্রদশির্ত তালিকা থেকে Select করে দিন। এরপর Delete Button এ click করে Duplicate File গুলো Clean করুন। একইভাবে আপনি Outlook থেকে Duplicate Mail, Music থেকে  Duplicate Music, Picture থেকে Duplicate Picture, Advanced  থেকে junk Clean করতে পারবেন। Duplicate File অনুসন্ধানের আরো অন্যান্য Software পাওয়া গেলেও এর সহজবোধ্যতার জন্য এটিই আমার পছন্দের। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

dup2

সর্তকতা : Operating system এবং অনেক  Software এর একই File একাধিক থাকে তাই এসব File Delete না করায় ভালো। আপনার জানা Duplicate File গুলো শুধু Delete করুন। সকলকে ধন্যবাদ।

Level New

আমি খালেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনাকে ধন্যবাদ ভাই আমার কাজে লাগবে

Level 0

ধন্যবাদ।

ধন্যবাদ।

জোস টিউন। তবে ব্যবহারকারিরা একটু দেখে শুনে ইউজ করা ভালো হবে। আচ্ছা Duplicate ফোন নাম্বার delete করা কোন সফট্যয়ার নেই?

আপনাদের সকলের মন্ত্যবের জন্য ধন্যবাদ।

ধন্যবাদ খুব ভাল লাগল

আপনাদের ভলোলাগা আমাকে নতুন করে টিউন করার উৎসাহ যোগায়।

valo khob valo apnar tips ti.

Level 0

Thanks,,,,,,,,,,,,,,,,