উইন্ডোজ ৮: দ্যা অ্যাকটিভেটর বিভ্রাট

ঈদ মোবারাক, সবাইকে বকরি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। পোস্টের টাইটেল দেখে বুঝে গেছেন আমার পোস্টের বিষয় বস্ত। ২৬/২৫ অক্টোবর উইন্ডোজ ৮ রিলিজ পাওয়ার পর থেকে অনুমিত ভাবে চারদিক অ্যাকটিভেটরের জোয়ারে ভেসে যাচ্ছে। এবং এবারো অনুমিত ভাবেই এই জোয়ারের বেশির ভাগ যাচ্ছে এই টিটির উপর দিয়ে। সবশেষে আবারো অনুমিত ভাবেই এদের ৯৯.৯৯% ভুয়া, ঠিক আমাদের উন্নয়নের জোয়ারের মত, ভুক্তভোগী সেই সাধারণ টেকিগণ। তাই আমি এই পোস্টটি করতে যাচ্ছি জোয়ারের আসল উচ্চতা জানানোর জন্য।

উইন্ডোজ ৮ লোডার বানানো সম্ভব?

উত্তরঃ না

এবার উত্তর এর সপক্ষে যুক্তি দিচ্ছি। উইন্ডোজ লোডার MDL ফোরামের বিখ্যাত ডেভলপার DAZ এর অসামান্য কীর্তি যার কারণে আমাদের এই গরীব দেশেও উইন্ডোজ ৭ চলছে। উইন্ডোজ লোডার উইন্ডোজ ভিস্তা থেকে ৭ পর্যন্ত থাকা অ্যাক্টিভেশন সিস্টেমের দুর্বলতা কে কাজে লাগিয়ে তার কাজ সম্পন্ন করছিল। আমরা জানি এইচপি, ডেল, স্যামসাং ইত্যাদি OEM রা দৈনিক কয়েক লক্ষ পিসি তৈরি করছে। এত পিসিতে উইন্ডোজ ইন্সটল করে তারপর অ্যাক্টিভেট করাটা প্রায় অসম্ভব। তাই এমএস একটা BIOS সার্টিফিকেট তৈরি করল যার নাম BIOS SLIC। এই সার্টিফিকেট এ প্রতি কম্পানির জন্য একটি নির্দিষ্ট কি ছিল যা প্রবেশ করালেই উইন্ডোজ এক্টিভেট হয়ে যেত। উইন্ডোজ লোডার সিস্টেমে একটা কম্পানির যেমনঃডেল এর ফেক সার্টিফিকেট ইন্সটল করত, তখন ডেল এর মাস্টার কী দিলে কেল্লা ফতে ! কিন্তু উইন্ডোজ ৮ এ দূর্বলতা টি সম্পূর্ণ ভাবে ঠিক করেছে। এখন (আমার যতদূর জানা) পিসি কেনার পর তার সাথে একটি কি দেয়া থাকবে যা দিয়ে অ্যাক্টিভেট করতে হবে। তাই বুঝতেই পারছেন Windows 8 Loader click here to download কেবলই অ্যাডসেন্স ইনকাম বাড়ানোর পন্থা।

উইন্ডোজ ৮ অ্যাকটিভেট করা সম্ভব?

উত্তরঃ হ্যাঁ

অবশ্যই হ্যাঁ। উইন্ডোজ ৮ অ্যাক্টিভেট করার অনেক উপায় আছে।  যেমনঃ KMS, ফোন অ্যাকটিভেশন, ভার্চুয়াল পিসিতে KMS Host সেটাপ করে এবং সর্বশেষ ও সহজ হল একটা লাইসেন্স কেনা 😛 ।

উইন্ডোজ ৮ KMS দিয়ে কিভাবে অ্যাক্টিভেট করব?

প্রথমে win+x চাপুন। তারপর নিচের ছবির মত ক্লিক করুন Command Prompt (Admin)

তারপর কমান্ড উইন্ডোতে লিখুন

slmgr.vbs -ipk XXXXX-XXXXX-XXXXX-XXXXX  ***
এন্টার প্রেস করুন এবং কনফার্মেশনের অপেক্ষা করুন
slmgr /skms KMS-SERVERIP
এন্টার প্রেস করুন এবং কনফার্মেশনের অপেক্ষা করুন
slmgr.vbs -ato
এন্টার প্রেস করুন এবং কনফার্মেশনের অপেক্ষা করুন

এরপরে না হলে উইন্ডোজ এর টাইম সার্ভারের সাথে সিঙ্ক করে নিন। বারবার চেষ্টা করতে থাকুন একসময় হয়ে যাবে
বি.দ্র. : KMS অ্যাক্টিভেশন ৬ মাস থাকে, এরপর এই কাজগুলো পুনরায় করতে হবে।
 
***এন্টারপ্রাইজ ইউসারদের প্রথম ipk সংবলিত লাইন্টি বাদ দিয়ে দ্বিতীয় লাইন থেকে ফলো করতে হবে।

কি

NG4HW-VH26C-733KW-K6F98-J8CK4
এই কি টা কাজ নাও করতে পারে। এক্ষেত্রে আপনারা নতুন কি গুগল মামার কোলে খোঁজ করতে পারেন। এরুপ দ্বিধার কারণে 
উপরে দিলাম না, xxxxx গুলার যায়গায় কি রিপ্লেস করলেই হবে। যেমনঃ
slmgr.vbs -ipk NG4HW-VH26C-733KW-K6F98-J8CK4

KMS-SERVERIP

lunar21.no-ip.org:80
kms.dant.net.ru
win8kms4.mooo.com 
147.134.1.42 

এই সার্ভার আইপি গুলাও কি এর মতই ক্ষুদ্রায়ু মানে এমএস ব্লক করে দেয় বলে নিচে দিলাম। এগুলা
KMS-SERVERIP এর স্থলে রিপ্লেস করবেন। যেমনঃ

slmgr /skms win8kms4.mooo.com
এগুলা এখন লেখার সময় কাজ করতেসে।
প্রফেশনাল ইউজার যারা মিডিয়া সেন্টার ইন্সটল করেছেন তারা মুন্না ভাইয়ের পোস্ট টা ফলো করতে পারেন।

আমি অ্যাক্টিভেটর ব্যবহার করেছি, কিন্তু আমার পিসি অ্যাক্টিভেটেড দেখাচ্ছে?

আপনার সিস্টেমের মাত্র কয়েকটি ফাইল চেঞ্জ করে এরকম যে কেউই করতে পারে। আপনি কি PC Settings এর Personalize এ গিয়ে লকস্ক্রীণ, স্টার্টমেনু ব্যাগ্রাউন্ড, অ্যাকাউন্ট পিকচার চেঞ্জ করতে পারছেন? না তো, এটাই প্রমাণ করে অ্যাক্টিভেটর টি ভুয়া। 

অ্যাকটিভেটর ব্যবহার করার পরেও  PC Settings এর Personalize এ গিয়ে লকস্ক্রীণ, স্টার্টমেনু ব্যাগ্রাউন্ড, অ্যাকাউন্ট পিকচার চেঞ্জ করতে না পারলে অ্যাকটিভেটরটি ১০০০০% ভুয়া 

আমি অ্যাকটিভেটর ইউস করেছি, আমি Personalize এ সব  চেঞ্জ করতে পারছি কিন্তু টিউনার যে বলল......

এই রকম প্রশ্ন কইরা আমারে "আর ইউ পম গানা" সিচুয়েশনে ফেলানোর আগে উত্তর লইয়া যান 😛 এই ধরণিতে অসংখ্য সাইট KMS ACTIVATION HELPER কে অ্যাকটিভেটর বলে চালান দিচ্ছে :O এসব ফটিকেরা মারফতে জ্ঞানহীন, এদের কথা বইলা লাভ নাই। এই হেল্পার বাবাজি উপরে কমান্ড গুলো লেখছি সেগুলা অটোমেটিক নিজেই সাইরা নেয়। কীবোর্ডের আয়ু বাড়াতে চাইলে ইউজ করতে পারেন 😀

শীঘ্রই উইন্ডোজ ৮ এর কোন ধরনের অ্যাক্টিভেটর বের হবে?

উত্তরঃ সৃষ্টিকর্তা জানেন :P
আসলে এর উত্তর বোধহয় ভবিষ্যতে যে অ্যাক্টিভেটর টা প্রথম বানাবে সেও বলতে পারবেনা। চারিদিকে চলছে অসঙ্খ্য গবেষণা। আপনি MDL
ফোরামে একবার ঢুঁ মারলেই বুঝতে পারবেন কত হাজার হ্যাকার আর সাধারণ ইউজার অক্লান্ত পরিশ্রম করছেন। কয়েকটি আশাবাদী হবার মত
প্রোজেক্টঃ

Windows 8 Product Key Decoding

Captured Windows 8 KMS Activation Network Traffic

তবে এর মানে কিন্তু নয় যে এখান থেকেই কোন সুরাহা হবে।

অনেক বিজ্ঞ নৈরাশ্যবাদীও আছে। যেমন উইন্ডোজ লোডারের নির্মাতা খোদ DAZ সাহেব ই সন্দিহান আদৌ উইন্ডোজ ৮ অফলাইন এবং সহজ অ্যাক্টিভেশন সম্ভব হবে কিনা 😛

শেষ কথা

অ্যাক্টিভেটর কবে পাব জানা নেই। তবে এটুক জানা আছে তা যদি বের হয় তবে প্রথম বের হবে টিটি তেই। আজকে Black Hawk ভাই ভাল একটা প্রস্তাব দিয়েছেন, আমি মনে করি আমাদের যাদের কম্পু কেনার সামর্থ আছে, তাদের আর ১০০০-১২০০ খরচ করে লাইসেন্স কেনারো সামর্থ আছে। তবে গাছে কাঠাল রেখে গোঁফে আর তেল দেবনা, প্রথমে আগে মাইক্রোসফটকে তো রাজি করাই 😀 । আমার টিউনে অনেক ভুলই থাকতে পারে, দয়া করে ভুল হলে মাফ করবেন ও টিউনমেন্টে ধরিয়ে দেবেন। কারন আমি SSC পরীক্ষার্থী অনেকের ই ছোট ভাই 🙂 আমার পরীক্ষার জন্য একটু দোয়া করবেন। সামনে ২০১৩ সালে দেখা হবে ইনশাল্লাহ, আবারো ঈদ মোবারাক (মাংস থুক্কু চর্বি একটু কম খাইয়েন 😀 )।

Level 0

আমি মুশফিকুস সালেহীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 229 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

“অ্যাক্টিভেটর কবে পাব জানা নেই। তবে এটুক জানা আছে তা যদি বের হয় তবে প্রথম বের হবে টিটি তেই।”
অপেক্ষা করছি। 🙂

উইন্ডোজ এইটের ডাউনলোড লিংকটা দিন প্লিজ

Level 0

মুসফিকুস সালেহীন @ তোমার মত মেধাবী টিউনারই টিটির প্রাণ । টিটিকে সমৃদ্ধ করেছে একদল তরুণ । তোমার এনিয়ে ৪(চার)টি টিউন দেখলাম টিটিতি ইতিমধ্যে তুমি নিজেকে নিয়ে গেছ মেধাবী টিউনারদের সারিতে । সবচেয়ে অবাক হলাম তুমি এসএস সি পরীক্ষার্থী তোমার পড়াশুনার মুল্যবান সময় আমি নষ্ট বলবো না ব্যয় করে অনেক সুন্দর টিউন আমাদের উপহার দিয়েছো । তোমার জন্য অনেক দোয়া ও অকৃত্রিম ভালবাসা রইল । যেখানেই থেক ভাল থেক সুস্থ্য থেক । আমাদের দেশ মাতৃকাকে এগিয়ে নিয়ে যাও বিশ্ব দরবারে………!

অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য। ছোট ভাই বলে কেন লজ্জিত করছেন? আপনি ছোট ভাই হলেও আপনার জ্ঞান বড় ভাইদের চেয়েও বেশী। আপনার পরীক্ষা খুব ভাল হোক। আমারও এইচ.এস.সি. পরীক্ষা সন্নিকটে। দোয়া চাই সকলের।

Level 0

ধন্যবাদ!

উইন্ডোজ ৮ এর এক্টিভেটর বের হবে এটা নিশ্চিত।শুধু সময়ের অপেক্ষা।যারা এইসব বানায় তারা যে মেধার দিক দিয়ে মাইক্রোসফটের পোষ্য প্রগ্রামারদের চাইতে কোন অংশে কম নয় তা বলাই বাহুল্য।আমি নিজে ব্যক্তিগতভাবে সিডি কিনতে চেয়েছিলাম কিন্তু আপাতত এই চিন্তা বাদ দিয়েছি কারন কিনলে ভবিষ্যতে কম্পিউটার সহ কিনবো।
আর Black Hawk এর চিন্তা ভাবনা খুবই সুন্দর কিন্তু বাস্তবতা ভিন্ন।শুধু বাংলাদেশকে যদি মাইক্রোসফট এই সুবিধা দেয় তাহলে পৃথিবীর অন্যান্য গরীব রাষ্ট্রগুলো কি দোষ করলো?তাদেরও সে সুবিধা না দিলে তারা তো উইন্ডোজকে বয়কট করবে।
আপনার পরীক্ষার সফলতা কামনা করছি।আশা করছি ২০১৩ তে ফিরে আসবেন বিজয়ীর বেশে।

Level 0

nice tune…. phone activation e activate to korlam but apps to download hoy na (0x80246002) !!!

আমার ল্যাপির সাথে উইনডোজ সেভেনের লাইসেন্স আছে তাই আর এখন এসব ঝামেলা করছি না। কারণ আমার কাছে উইনডোজ এইটের মেট্রো ইফেক্ট খুব একটা ভাল লাগে নাই। সেভেনের এ্যারো ইফেক্টটাই দারুন লাগে আমার কাছে।

তারপরেও সামনে মাসে ১৫ ডলার দিয়ে লাইসেন্স আপগ্রেড করে রাখব ভাবছি। 😀 পরে কামে দিবে 😉

    @সাইফুল ইসলাম: হে হে … দ্যা এক্সপি সিন্ড্রোম এখন বংশ বিস্তার করে ৭ সিন্ড্রোম হইয়া গেছে 😛 আপনার বুদ্ধিটা ভাল, জুলাইয়ের পরে রেজিষ্ট্রেশন করছিলেন?

Level 0

ধন্যবাদ… ফাটাফাটি টিউন।

@মুশফিকুস সালেহীন, চমৎকার তথ্যবহুল টিউন টির জন্য অসংখ্য ধন্যবাদ ।
হয়ত সবারই Windows 8 Activation নিয়ে সমস্যা হচ্ছে । কিন্তু আমি প্রায় ১ মাসেরও বেশি সময় ধরে Windows 8 Proffesional ব্যবহার করছি Permanently Activated অবস্থায় । এটার Personalize আনলক হয়েছে অর্থাৎ লকস্ক্রিণ, স্টার্টমেনু ব্যাগ্রাউন্ড ইত্যাদি সবকিছুই আনলক । এগুলো Personalize করতে পারি সহজেই কোন সমস্যা ছাড়াই ।

আমি প্রায় ১০-১৫ টি কম্পিউটার এ Active করে দিয়েছি সবগুলই ভাল ভাবে চলছে । আর Temporary ভাবে KMS server দিয়ে Active করলে সম্ভবত ৬ Max মাসের মেয়াদ সহ Activated হয় কিন্তু আমার তা একেবারে Permanent কোন মেয়াদে সীমাবদ্ধ নয় আর এ পর্যন্ত Microsoft আমকে ব্লক করেনি ।
এ পদ্ধতি হল Phone Activation Method . যদি iso টি WZT এর হয় তাহলেই হবে ।

কারো সাহায্যের প্রয়োজন হলে বলবেন আমি সহযোগিতা করব । ধন্যবাদ ।
( এই লিখা আপনার আগের করা টিউন এ আমার করা মন্তব্য এর Copy & Paste)

    @মির্জা: মির্জা ভাই, আমি এক্সপি ব্যবহার করি, সেভেন ব্যবহার করিনি। একজন নভিস হিসেবে ধরে আমাকে (এবং হয়তো আমার মত অনেককেই) জানাবেন কি এক্সপি চালিত ল্যাপটপে উইন্ডোজ ৮ ইন্সটল করার বিস্তারিত পদ্ধতিটি। গুগলে সার্চ দিয়ে বিভ্রান্ত হয়েছি, এমন অনেক টার্মস আছে যার সম্পর্কে কিছুই জানি না। [email protected].

    সবচেয়ে ভাল হয়, এ নিয়ে আপনি একটি টিউটোরিয়াল টিউন লিখে ফেললে।

Level 0

মির্জা, আপনার Phone Activation Method টি দিয়ে একটি টিউন করে ফেলুন তাহলে সবাই উপকৃত হব । অথবা মন্তব্য লিখে ফেলুন বিস্তারিত টিপসটি । ধন্যবাদ ।

@মুশফিকুস সালেহীন আপনাকে চর্বিহীন ঈদ মোবারাক এবং অভিনন্দন আপনার টিউনের জন্য। আপনার টিউনে Windows 8 এর সম্ভাব্য সকল Activation পদ্ধতি সম্পর্কে স্বচ্ছ ধারনা পেলাম। এখন জানতে চাই-

আমার Windows 8 Pro with Media Center x86 বর্তমানে Permanently Activated.
আমি কিভাবে Activation ব্যাকাপ নিব?, যাতে পরবর্তিতে কোনো কারনে Windows রিইন্সটল করলে পূর্বের Activated অবস্থায় ফিরে যেতে পারি।
অথবা আমার Current product key ( Microsoft প্রদত্ত ) দিয়ে যদি Windows রিইন্সটল করি তাহবে কি Activated হবে ?

@লেখক

উইন্ডোজ ৮ প্রো (৩২ বিট) এর টরেন্ট লিংক চাই । 😀

এই ভিডিওর ক্রাকটি কি কারো কাছে আছে ?? 😀
https://www.youtube.com/watch?v=V_rtXkcFG7A

KMS এর নতুন ক্রাক এর ভিডিও । এইবারো লিঙ্ক পেলাম না!
https://www.youtube.com/watch?v=XS8bAzZ8Kfg

উপরে যে লিঙ্ক টা দিলেন
x86(32 bit): http://thepiratebay.se/torrent/7535622/Windows_8_(x86)_-_DVD_(English
x64(64 bit): http://thepiratebay.se/torrent/7535641/Windows_8_(x64)_-_DVD_(English

এই লিঙ্ক গুলো কি ১০০% কাজ করবে? আর এটা কি windows 8 pro যেটা ২৬ তারিখ রিলিজ হয়েছে?
উত্তর গুলো হ্যাঁ হলে তাড়াতারী ডাউলোড করব।

Level 2

Vaiya ami windows 8 use kor c. kintu ami jokhon amr motherboard er sound set up dei tokhon sound e problem korse. A theke nistar pabar way ta aktu bolben? ami win 8 release preview use kor c.

kms দিয়ে KMS অ্যাক্টিভেশন করার পর PC Settings এর Personalize এ গিয়ে লকস্ক্রীণ, স্টার্টমেনু ব্যাগ্রাউন্ড, অ্যাকাউন্ট পিকচার চেঞ্জ করতে পারব আর ডান পাশের ওয়াটার মার্ক কি চলে যাবে ?
ধন্যবাদ।

@Mustafa, অদৃশ্য – Windows 8 এর Activation নিয়ে বিস্তারিত টিউন করার ইচ্ছে আমার আছে । যদি পদ্ধতিটা কার্যকর থাকে ।
ঈদ করতে গ্রামের বাড়িতে আসায় এখানে Inernet Speed খুব খারাপ তাই টিউন করে সাহস পাচ্ছিনা । কারন আমাকে ভাল speed এ Skype ব্যবহার করে Activation সম্পন্ন করতে হবে ।
তারপরও চেষ্টা করব ।

টেকটিউনস থেকে অনেক কিছুই শিখেছি তাই আমার জানাটা জানাতে পারলে আমারি ভাল লাগবে ।
ভাল থাকবেন সবাই ।

@musfiq vai, chorom tune! Loader er shompurno idea! 😀

      @মুশফিকুস সালেহীন: wc, আমি kms ইউস করে activate করসি। এখন এটার duration কত? আর qubee চালাই এতে মাঝে মাঝে এক্টা prob দেয় সেটা হল Modem not found ……।uninstall reinstall করলে ঠিক হয় কিন্তু ৪-৫ ঘণ্টা পরে আবার একি prob
      Reply with solution hole বেশ খুশি হতাম!

Level 2

vaiya windows 8 pro 64 version highly compress kore deben? Jate amra jara modem user tara sohoje download kore nite pari ai bohul alochito windows 8 pro version er original copy ti. Pls vaiya Pls pls pls pls pls pls pls pls ……………

ভাই কে বলেছে এক্টিভেটর নাই? এখান থেকে ডাউনলোড করে নিন। সব কিছু চেক করে আমাকে জানান যে কাজ করে কি না । http://www.uploadcore.com/qra9wwbsv1d7