ঈদ মোবারাক, সবাইকে বকরি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। পোস্টের টাইটেল দেখে বুঝে গেছেন আমার পোস্টের বিষয় বস্ত। ২৬/২৫ অক্টোবর উইন্ডোজ ৮ রিলিজ পাওয়ার পর থেকে অনুমিত ভাবে চারদিক অ্যাকটিভেটরের জোয়ারে ভেসে যাচ্ছে। এবং এবারো অনুমিত ভাবেই এই জোয়ারের বেশির ভাগ যাচ্ছে এই টিটির উপর দিয়ে। সবশেষে আবারো অনুমিত ভাবেই এদের ৯৯.৯৯% ভুয়া, ঠিক আমাদের উন্নয়নের জোয়ারের মত, ভুক্তভোগী সেই সাধারণ টেকিগণ। তাই আমি এই পোস্টটি করতে যাচ্ছি জোয়ারের আসল উচ্চতা জানানোর জন্য।
উত্তরঃ না।
এবার উত্তর এর সপক্ষে যুক্তি দিচ্ছি। উইন্ডোজ লোডার MDL ফোরামের বিখ্যাত ডেভলপার DAZ এর অসামান্য কীর্তি যার কারণে আমাদের এই গরীব দেশেও উইন্ডোজ ৭ চলছে। উইন্ডোজ লোডার উইন্ডোজ ভিস্তা থেকে ৭ পর্যন্ত থাকা অ্যাক্টিভেশন সিস্টেমের দুর্বলতা কে কাজে লাগিয়ে তার কাজ সম্পন্ন করছিল। আমরা জানি এইচপি, ডেল, স্যামসাং ইত্যাদি OEM রা দৈনিক কয়েক লক্ষ পিসি তৈরি করছে। এত পিসিতে উইন্ডোজ ইন্সটল করে তারপর অ্যাক্টিভেট করাটা প্রায় অসম্ভব। তাই এমএস একটা BIOS সার্টিফিকেট তৈরি করল যার নাম BIOS SLIC। এই সার্টিফিকেট এ প্রতি কম্পানির জন্য একটি নির্দিষ্ট কি ছিল যা প্রবেশ করালেই উইন্ডোজ এক্টিভেট হয়ে যেত। উইন্ডোজ লোডার সিস্টেমে একটা কম্পানির যেমনঃডেল এর ফেক সার্টিফিকেট ইন্সটল করত, তখন ডেল এর মাস্টার কী দিলে কেল্লা ফতে ! কিন্তু উইন্ডোজ ৮ এ দূর্বলতা টি সম্পূর্ণ ভাবে ঠিক করেছে। এখন (আমার যতদূর জানা) পিসি কেনার পর তার সাথে একটি কি দেয়া থাকবে যা দিয়ে অ্যাক্টিভেট করতে হবে। তাই বুঝতেই পারছেন Windows 8 Loader click here to download কেবলই অ্যাডসেন্স ইনকাম বাড়ানোর পন্থা।
উত্তরঃ হ্যাঁ।
অবশ্যই হ্যাঁ। উইন্ডোজ ৮ অ্যাক্টিভেট করার অনেক উপায় আছে। যেমনঃ KMS, ফোন অ্যাকটিভেশন, ভার্চুয়াল পিসিতে KMS Host সেটাপ করে এবং সর্বশেষ ও সহজ হল একটা লাইসেন্স কেনা 😛 ।
প্রথমে win+x চাপুন। তারপর নিচের ছবির মত ক্লিক করুন Command Prompt (Admin)
তারপর কমান্ড উইন্ডোতে লিখুন
slmgr.vbs -ipk XXXXX-XXXXX-XXXXX-XXXXX *** এন্টার প্রেস করুন এবং কনফার্মেশনের অপেক্ষা করুন slmgr /skms KMS-SERVERIP এন্টার প্রেস করুন এবং কনফার্মেশনের অপেক্ষা করুন slmgr.vbs -ato এন্টার প্রেস করুন এবং কনফার্মেশনের অপেক্ষা করুন এরপরে না হলে উইন্ডোজ এর টাইম সার্ভারের সাথে সিঙ্ক করে নিন। বারবার চেষ্টা করতে থাকুন একসময় হয়ে যাবে বি.দ্র. : KMS অ্যাক্টিভেশন ৬ মাস থাকে, এরপর এই কাজগুলো পুনরায় করতে হবে। ***এন্টারপ্রাইজ ইউসারদের প্রথম ipk সংবলিত লাইন্টি বাদ দিয়ে দ্বিতীয় লাইন থেকে ফলো করতে হবে। কি NG4HW-VH26C-733KW-K6F98-J8CK4 এই কি টা কাজ নাও করতে পারে। এক্ষেত্রে আপনারা নতুন কি গুগল মামার কোলে খোঁজ করতে পারেন। এরুপ দ্বিধার কারণে উপরে দিলাম না, xxxxx গুলার যায়গায় কি রিপ্লেস করলেই হবে। যেমনঃ slmgr.vbs -ipk NG4HW-VH26C-733KW-K6F98-J8CK4 KMS-SERVERIP lunar21.no-ip.org:80 kms.dant.net.ru win8kms4.mooo.com 147.134.1.42 এই সার্ভার আইপি গুলাও কি এর মতই ক্ষুদ্রায়ু মানে এমএস ব্লক করে দেয় বলে নিচে দিলাম। এগুলা KMS-SERVERIP এর স্থলে রিপ্লেস করবেন। যেমনঃ slmgr /skms win8kms4.mooo.com এগুলা এখন লেখার সময় কাজ করতেসে। প্রফেশনাল ইউজার যারা মিডিয়া সেন্টার ইন্সটল করেছেন তারা মুন্না ভাইয়ের পোস্ট টা ফলো করতে পারেন।
আপনার সিস্টেমের মাত্র কয়েকটি ফাইল চেঞ্জ করে এরকম যে কেউই করতে পারে। আপনি কি PC Settings এর Personalize এ গিয়ে লকস্ক্রীণ, স্টার্টমেনু ব্যাগ্রাউন্ড, অ্যাকাউন্ট পিকচার চেঞ্জ করতে পারছেন? না তো, এটাই প্রমাণ করে অ্যাক্টিভেটর টি ভুয়া।
অ্যাকটিভেটর ব্যবহার করার পরেও PC Settings এর Personalize এ গিয়ে লকস্ক্রীণ, স্টার্টমেনু ব্যাগ্রাউন্ড, অ্যাকাউন্ট পিকচার চেঞ্জ করতে না পারলে অ্যাকটিভেটরটি ১০০০০% ভুয়া
এই রকম প্রশ্ন কইরা আমারে "আর ইউ পম গানা" সিচুয়েশনে ফেলানোর আগে উত্তর লইয়া যান 😛 এই ধরণিতে অসংখ্য সাইট KMS ACTIVATION HELPER কে অ্যাকটিভেটর বলে চালান দিচ্ছে :O এসব ফটিকেরা মারফতে জ্ঞানহীন, এদের কথা বইলা লাভ নাই। এই হেল্পার বাবাজি উপরে কমান্ড গুলো লেখছি সেগুলা অটোমেটিক নিজেই সাইরা নেয়। কীবোর্ডের আয়ু বাড়াতে চাইলে ইউজ করতে পারেন 😀
উত্তরঃ সৃষ্টিকর্তা জানেন :P আসলে এর উত্তর বোধহয় ভবিষ্যতে যে অ্যাক্টিভেটর টা প্রথম বানাবে সেও বলতে পারবেনা। চারিদিকে চলছে অসঙ্খ্য গবেষণা। আপনি MDL ফোরামে একবার ঢুঁ মারলেই বুঝতে পারবেন কত হাজার হ্যাকার আর সাধারণ ইউজার অক্লান্ত পরিশ্রম করছেন। কয়েকটি আশাবাদী হবার মত প্রোজেক্টঃ
Windows 8 Product Key Decoding
Captured Windows 8 KMS Activation Network Traffic
তবে এর মানে কিন্তু নয় যে এখান থেকেই কোন সুরাহা হবে।
অনেক বিজ্ঞ নৈরাশ্যবাদীও আছে। যেমন উইন্ডোজ লোডারের নির্মাতা খোদ DAZ সাহেব ই সন্দিহান আদৌ উইন্ডোজ ৮ অফলাইন এবং সহজ অ্যাক্টিভেশন সম্ভব হবে কিনা 😛
অ্যাক্টিভেটর কবে পাব জানা নেই। তবে এটুক জানা আছে তা যদি বের হয় তবে প্রথম বের হবে টিটি তেই। আজকে Black Hawk ভাই ভাল একটা প্রস্তাব দিয়েছেন, আমি মনে করি আমাদের যাদের কম্পু কেনার সামর্থ আছে, তাদের আর ১০০০-১২০০ খরচ করে লাইসেন্স কেনারো সামর্থ আছে। তবে গাছে কাঠাল রেখে গোঁফে আর তেল দেবনা, প্রথমে আগে মাইক্রোসফটকে তো রাজি করাই 😀 । আমার টিউনে অনেক ভুলই থাকতে পারে, দয়া করে ভুল হলে মাফ করবেন ও টিউনমেন্টে ধরিয়ে দেবেন। কারন আমি SSC পরীক্ষার্থী অনেকের ই ছোট ভাই 🙂 আমার পরীক্ষার জন্য একটু দোয়া করবেন। সামনে ২০১৩ সালে দেখা হবে ইনশাল্লাহ, আবারো ঈদ মোবারাক (মাংস থুক্কু চর্বি একটু কম খাইয়েন 😀 )।
আমি মুশফিকুস সালেহীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 229 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
“অ্যাক্টিভেটর কবে পাব জানা নেই। তবে এটুক জানা আছে তা যদি বের হয় তবে প্রথম বের হবে টিটি তেই।”
অপেক্ষা করছি। 🙂