আমি প্রায়ই ৭ টাকায় আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করছি । গতকাল রাত ১২ টার সময় দেখা গেল যে ৭ টাকায় আর আনলিমিটেড চলে না । আমার ১২ টাকার মত ইন্টারনেট খরচ হওয়ার পর ভাবলাম প্রতিদিন ৮.০৫ পয়সা খরচ হওয়ার পর আনলিমিটেড ইন্টারনেট চলে কিন্তু আমার আজকে এত টাকা খরচ হল কেন ? তারপর ১২১ কল দিয়ে সব বললাম । তারা বলল্ যে ঐ অফার টা শেষ হয়ে গেল। তারপর আর কি করা আজকে ২৩ টাকা দিয়ে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করছি। আজ এই পযর্ন্ত । সবাই ভাল থাকবেন। খোদা হাফেজ
আমি মোঃ আবদুল কুদ্দুছ সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am Md Abdul Quddus Sumon. I am Student. I like recharge day to day new skill.
এই জিনিসটাই মোবাইল অপারেটরদের খারাপ লাগে। যখন কোন অফার থাকে তখন হাজারটা এসএমএস, কল করে আপনাকে জানাবে যে এই এই অফার আছে/চলতেছে। কিন্তু বন্ধ হলে জানাবে না। হুটহাট বন্ধ করে দিবে। মেজাজটাই খারাপ লাগে :@:@:@