বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারের যত মাধ্যম আছে তার মধ্যে অন্যতম মোবাইল । বাংলাদেশেও কম্পিউটার এর পাশাপাশি মোবাইল এ ইন্টারনেট ব্যবহার হয়ে থাকে ব্যাপকভাবে । শুধু তাই নয় মোবাইল অপারেটরদের ইন্টারনেট পেকেজ চালু করে ডেস্কটপ কিংবা লেপটপ এও ইন্টারনেট ব্যবহার এর কমতি নেই কোনো অংশে । আমাদের দেশের মোবাইল অপারেটর কোম্পানিগুলো ইন্টারনেট ব্যবহারের জন্য বিভিন্ন পেকেজ তৈরী করে রেখেছে । এসব জানা থাকলে গ্রাহক তার পছন্দ মত ইন্টারনেট পেকেজ একটিভ করে ব্যবহার করতে পারে । গ্রামীন, রবি, এয়ারটেল, বাংলালিঙ্ক, সিটিসেল ও টেলিটক বিভিন্নভাবে ইন্টারনেট সেবা দিয়ে থাকে । পর্যায়ক্রমে আমরা সকল অপারেটরদের ইন্টারনেট সেবা সম্পর্কে জানব । প্রথমে আসি গ্রামীন ফোন সম্পর্কে ...
গ্রামীনফোন ইন্টারনেট :
প্রথমে আসি গ্রামীন ফোন এ কিভাবে ইন্টারনেট ব্যবহার করবেন দেশের প্রধান মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীন ফোন ইন্টারনেট ব্যবহারের জন্য নানা পেকেজ এর অপশন রেখেছে এসবের মধ্যে মাসিক, পাক্ষিক এবং ডেইলি পেকেজও আছে মাত্র ৭ টাকায় আপনি ব্যবহার করতে পারেন আন লিমিটেড ইন্টারনেট এছাড়াও গ্রামীন ফোন এর সকল পেকেজ এর লিস্ট দেখতে পাবেন আপনার মোবাইল এ এজন্য ডায়াল করুন *১১১*৬*১# এ কোড ডায়াল করে আপনি P1, P2 ,P3, P4, P5, P6 এবং মিনিপ্যাক পেকেজগুলো দেখতে পাবেন ...
১। P1 (পে পার ইউজ) যতটুকু ব্যবহার ততটুকু বিল
২। P2 (আনলিমিটেড) মাসিক বিল ভ্যাট সহ ৯০০ টাকার মত
৩। P3 (আনলিমিটেড নাইট ) রাত ১২টা থেকে সকাল ১০টা, মাসিক বিল ২৫০টাকা
৪। P4 (ডেইলি প্যাক ) ১৫০ মেগাবাইট প্রতিদিন, ভ্যাট সহ বিল ৭০ টাকার মত
৫। P5 (৩জিবি ) ভ্যাট সহ মাসিক বিল ৭০০ টাকার মত
৬। P6 (১জিবি ) ভ্যাট সহ মাসিক বিল ৩৫০ টাকার মত
৭। মিনিপ্যাক (১৫ এমবি) ১৫ দিনে ২৯ টাকা
৮। মিনিপ্যাক (৯৯ এমবি) ১৫ দিনে ৯৯ টাকা
৯। মিনিপ্যাক (৩ এমবি) ৩ দিনে ৯ টাকা
১০।মিনিপ্যাক (১ এমবি) ৩ দিনে ৩ টাকা
আপনি যে পেকেজ ব্যবহার করতে চান তার কোড লিখে পাঠিয়ে দিন ৫০০০ নাম্বার এ । বেস হয়ে গেল আপনার ইন্টারনেট ব্যবহারের প্রথম কাজ, এরপর একটি কনফার্ম মেসেজ পেলেই ইন্টারনেট ব্যবহার শুরু করতে পারবেন আপনি চাইলে আবার কেনসেল ও করতে পারবেন এজন্য স্টপ লিখে পাঠিয়ে দিন ৫০০০ নাম্বার এ প্রতিদিন মিনিপেক ব্যবহার করতে চাইলে *১১১*৬*১# লিখে সেন্ড করুন, ১০ লিখে রিপ্লাই দিন, আপনার ৩ দিনের জন্য ৩ টাকা চার্জ কেটে নিবে, ১ এমবি ব্যবহার শেষ হয়ে গেলে আপনার প্রতি .০১/১০কেবি হারে চার্জ কাটবে । ৩ দিন পর আপনার মোবাইল এ ৩ টাকা না থাকলে আপনার পেকেজ ডিএকটিভেট হয়ে যাবে, আর বেলেন্স থাকলে সয়ংক্রিয়ভাবে পরবর্তী ৩ দিনের জন্য পেকেজটি আবার একটিভ হয়ে যাবে ।
বাংলালিঙ্ক ইন্টারনেট :
পেকেজ বাছাই করতে একইভাবে নিচের অপশন গুলো দেখুন :
১। P1 (পে পার ইউজ) যতটুকু ব্যবহার ততটুকু বিল প্রতি .০২/১কেবি
২। P2 (আনলিমিটেড) মাসিক বিল ভ্যাট সহ ৭০০ টাকার মত
৩। P3 (আনলিমিটেড নাইট ) রাত ১২টা থেকে সকাল ১০টা মাসিক বিলভ্যাট সহ ৩৫০ টাকার মত
৪। P4 (ডেইলি প্যাক ) ২০০ মেগাবাইট প্রতিদিন
৫। P5 (100 মেগাবাইট) মাসিক ভিত্তিতে ব্যবহারযোগ্য
৬। P6 (১জিবি ) ভ্যাট সহ মাসিক বিল ৩০০ টাকার মত
৭। P7 (১৫ মেগাবাইট - প্রতিদিন )
৮। P8 (৫০ মেগাবাইট - সাপ্তাহিক )
৯। P9 (৩ মেগাবাইট- প্রতিদিন )
১০।P10 (২ মেগাবাইট-প্রতিদিন )
১১। P11 (প্রতিদিন-সকাল আনলিমিটেড)
১২। P12 (সাপ্তাহিক আনলিমিটেড)
১৩। P13 (মাসিক-সকাল আনলিমিটেড)
মেগাবাইট চেক করতে ডায়াল করুন *222*3#
নির্ধারিত এমবি ব্যবহার শেষ হয়ে গেলে আপনার প্রতি .০২/০১কেবি হারে চার্জ কাটবে ।
আপনি যে পেকেজ ব্যবহার করতে চান তার কোড লিখে পাঠিয়ে দিন 3343 নাম্বার এ । বেস হয়ে গেল আপনার ইন্টারনেট ব্যবহারের প্রথম কাজ, এরপর একটি কনফার্ম মেসেজ পেলেই ইন্টারনেট ব্যবহার শুরু করতে পারবেন ।
রবি ইন্টারনেট : | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
রবি ইন্টারনেট পেকেজ বাছাই করতে নিচের অপশন গুলো দেখুন : ১। মিনিপ্যাক - ২০০মেগাবাইট, ৫৫টাকা + ভ্যাট, একটিভেট করতে ডায়াল করুন *8444*81# ১ দিন মেয়াদ ২। মিনিপ্যাক - ২০ মেগাবাইট, ২০ টাকা + ভ্যাট, একটিভেট করতে *8444*20# ডায়াল করুন, ৭ দিন মেয়াদ ৩। মিনিপ্যাক - ১০ মেগাবাইট, ১০ টাকা + ভ্যাট, একটিভেট করতে *8444*80# ডায়াল করুন, ১ দিন মেয়াদ ৪। মিনিপ্যাক - ১০ মেগাবাইট, ১০টাকা + ভ্যাট, একটিভেট করতে *8444*10# ডায়াল করুন, ১০ দিন মেয়াদ ৫। মিনিপ্যাক - ১০০ মেগাবাইট, ১০০ টাকা + ভ্যাট, একটিভেট করতে *8444*30# ডায়াল করুন, ৩০ দিন মেয়াদ ৬। মিনিপ্যাক - ১ জিবি ৩১৬ টাকা, একটিভেট করতে *8444*85# ডায়াল করুন, ৩০ দিন মেয়াদ ৭। মিনিপ্যাক - ৩ জিবি ৫১৭ টাকা, একটিভেট করতে *8444*84# ডায়াল করুন, ৩০ দিন মেয়াদ ৮। মিনিপ্যাক - ৫ জিবি ৭৪৭.৫০ টাকা, একটিভেট করতে *8444*82# ডায়াল করুন, ৩০ দিন মেয়াদ এবার আসুন এয়ারটেল ইন্টারনেট পেকেজ সম্পর্কে জানি... এয়ারটেল ইন্টারনেট : ১। মিনিপ্যাক - ২০ মেগাবাইট, ২০ টাকা + ভ্যাট + এসএমএসচার্জ . একটিভেট করতে লিখুন WPL and sent to ৫০০০, মেয়াদ ৭ দিন । ২। মিনিপ্যাক - ২০ মেগাবাইট, ৩০ টাকা + ভ্যাট + এসএমএসচার্জ, একটিভেট করতে লিখুন WPL and sent to ৫০০০ মেয়াদ ১৫ দিন। ৩। মিনিপ্যাক - ৫৫ মেগাবাইট, ৫০ টাকা + ভ্যাট + এসএমএসচার্জ, একটিভেট করতে লিখুন WPM and sent to ৫০০০ মেয়াদ ৭ দিন। ৪। মিনিপ্যাক - ১২০ মেগাবাইট, ৯৯টাকা + ভ্যাট + এসএমএসচার্জ, একটিভেট করতে লিখুন FPM and sent to ৫০০০, মেয়াদ ১৫ দিন । ৫। মিনিপ্যাক - ১০ মেগাবাইট, ১০ টাকা + ভ্যাট + এসএমএসচার্জ, একটিভেট করতে লিখুন, একটিভেট করতে Type P9 and sent to ৫০০০, মেয়াদ ২ দিন । ৬। মিনিপ্যাক - ১৫০মেগাবাইট, ৫০ টাকা + ভ্যাট + এসএমএসচার্জ, একটিভেট করতে লিখুন P4 and sent to ৫০০০, মেয়াদ ২ দিন। ৭। মিনিপ্যাক - ১ জিবি, ২৭৫ টাকা+ ভ্যাট + এসএমএসচার্জ, একটিভেট করতে লিখুন P6 and sent to ৫০০০, মেয়াদ ৩০ দিন । মেগাবাইট চেক করতে ডায়াল করুন *778*4# আসুন এবার জেনে নেয়া যাক আমাদের দেশী কোম্পানি টেলিটক সম্পর্কে ... টেলিটক ইন্টারনেট : টেলিটক সাম্প্রতিক চালু করেছে থ্রি জি প্রযুক্তির ইন্টারনেট সেবা, যা প্রজন্ম পেকেজ হিসেবে পরিচিত পেকেজটির মাধ্যমে পাওয়া যাবে জেনে নেই প্রজন্ম পেকেজ এর মাধ্যমে থ্রি জি ইন্টারনেট চালুর পদ্ধতি সংযোগ ফি - ৯০০ টাকা সাথে ১ জিবি ইন্টারনেট ফ্রি শুধুমাত্র প্রজন্ম সংযোগ ক্রয়ের মাধ্যমেই আপনি পেয়ে যাবেন টেলিটক এর থ্রি জি প্রযুক্তির ইন্টারনেট সেবা। থ্রি জি এর প্যাকেজ এর তথ্য নিচে দেয়া হলো : 3G প্রি পেইড :
2G প্রি পেইড :
আপনি যে প্যাকেজ একটিভ করতে চান তার কোড লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে। 3G POSTPAID BROADBAND
আপনি যে প্যাকেজ একটিভ করতে চান তার কোড লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে। এছাড়াও সাধারণ টেলিটক গ্রাহক দের জন্য নিচের ইন্টারনেট পেকেজ গুলো ও রয়েছে ১। নো ইউজ নো পে, একটিভেট করতে reg লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে ২। ২৫০ টাকায় ১ জিবি, একটিভেট করতে m01g লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে ৩। ১০ মেগাবাইট ৮ টাকা প্রতিদিন, একটিভেট করতে d10m লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে ৪। ৫০ মেগাবাইট ৪০ টাকায় ৭ দিন, একটিভেট করতে w50m লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে ৫। শুধুমাত্র রাতে ১০০ মেগাবাইট ৮০ টাকায় ১৫ দিন, একটিভেট করতে f100m লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে ৬। আনলিমিটেড ইন্টারনেট পেতে unl লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে ৭। প্রতিদিনের আনলিমিটেড ইন্টারনেট পেতে dunl লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে মেগাবাইট চেক করতে u লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে সিটিসেল ইন্টারনেট : এবার আসি সিটিসেল সম্পর্কে জানতে, সিটিসেল এর ইন্টারনেট সেবা তুলনামূলকভাবে অনেক ভালো হলেও সবচেয়ে বড় সমস্যা সিটিসেল এর নেটওয়ার্ক দেশের আনাচে কানাচে সব জায়গায় পাওয়া যায়না ZOOM ULTRA এর প্রি পেইড পেকেজ গুলো নিচে দেখানো হলো ১। Ultra 1 - ১৫০ কিলোবাইট পার সেকেন্ড- ৮০০ মেগাবাইট - ১ জিবি - ২৭৫ টাকায় - প্রতি কিলোবাইট .০০০১ করে ২। Ultra 2 - ৩০০ কিলোবাইট পার সেকেন্ড- ১.৫ জিবি - ৩ জিবি - ৮০০ টাকায় - প্রতি কিলোবাইট .০০০১ করে ৩। Ultra 3 -৫১২ কিলোবাইট পার সেকেন্ড- ১.৫ জিবি - ২ জিবি - ১৮০০ টাকায় - প্রতি কিলোবাইট .০০০১ করে ৪। Ultra 4 - ১৫০ কিলোবাইট পার সেকেন্ড- ২০০ মেগাবাইট প্রতিদিন - ৪ টাকায় - প্রতি মিনিট .৫০ করে ৫। Ultra 5 - ১৫০ কিলোবাইট পার সেকেন্ড- আনলিমিটেড রাত ১টা থেকে সকাল ৮টা - ২৭৫ টাকায় ৬। Ultra 6 - ১৫০ কিলোবাইট পার সেকেন্ড- ৪০০ টাকায় - ১.৫ জিবি - ২ জিবি - প্রতি কিলোবাইট .০০০১ করে ৭। Ultra 7 - ৩০০ কিলোবাইট পার সেকেন্ড- ৫০০ টাকায় - ৮০০ মেগাবাইট - ১.৫ জিবি - প্রতি কিলোবাইট .০০০১ করে ৮। Ultra 8 - ৩০০ কিলোবাইট পার সেকেন্ড- ৪২৫ টাকায় - আনলিমিটেড রাত ১টা থেকে সকাল ৯টা - প্রতি মিনিট .৫০ করে আপনি যে পেকেজ টি ব্যবহার করতে চান তার কোড লিখে পাঠিয়ে দিন ৯৬৬৬ নাম্বারে । আর কনফার্মেশন মেসেজ পেলেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন । Zoom Ultra Postpaid Plans :
আমরা এতক্ষণ জানলাম গ্রামীন, রবি, এয়ারটেল, টেলিটক, সিটিসেল এবং বাংলালিঙ্ক ইন্টারনেট সম্পর্কে । এবার আপনি বেছে নিন ইন্টারনেট পেকেজ কোনটি ব্যবহার করবেন, কোন অপারেটর বেছে নিবেন । কেউ পরামর্শ চাইলে আমি সাজেস্ট করব গ্রামীন ফোন ইন্টারনেট ব্যবহার করার জন্য আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, কিছুদিন আগে আমার জিপি মডেম এর সিম এ টাকা ছিলনা, আমার এয়ারটেল সিম এ ছিল ৩৫০ টাকা । সিমটি গ্রামীন মডেম এ ঢুকলাম আর মাত্র ২০ মিনিট ব্যবহার করেছি, তাতেই ঘেট করে কেটে গেল আমার ৩৫০ টাকা। যে টাকা দিয়ে গ্রামীন ফোন ইন্টারনেট ১ জিবি আমি সারা মাস চালাতে পারতাম । একইভাবে আরেকদিন বাংলালিঙ্ক সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করার চেষ্টা করছিলাম, আমার মোবাইল এ ১০ টাকার মত ছিল, শুধু ফেসবুক এ স্টেটাস দিব, আমি স্টেটাস দিতে তো পারলাম ই না, ঘেট করে ২ মিনিট এ আমার ১০ টাকা কেটে নিল বাংলালিঙ্ক। পরে ক্লিয়ার হলাম এয়ারটেল এবং বাংলালিঙ্ক এর পে পার ইউজ ভালোনা। ধাক্কা খেয়ে পাক্কা হলাম। জিপির প্রতি বিরূপ প্রতিক্রিয়া থাকলেও জিপি ইন্টারনেট কেই প্রাধান্য দিতে বাধ্য হলাম অচিরেই। এছাড়াও এখানে আপনাদের জন্য থাকছে অনলিমিটেড টিপস । আমার ব্লগ থেকে একবার ঘুরে আসলেই জানতে পারবেন, ধন্যবাদ । আল্লাহ হাফেজ। |
আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Science & Engineering www.facebook.com/aimanbd
vi apni to puran jugei pore asen……now teletalk new offer dise 3g anar por,,,