থ্রি জি বনাম ফোর জি

থ্রিজি কী?

থ্রি-জি (3-G-3rd Generation) প্রযুক্তি একটি ষ্ট্যান্ডার্ড মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম যা International Telecommunication Union (ITU) কর্তৃক নির্ধারিত International Mobile Telecommunication-2000 (IMT-2000) এর শর্তসমূহ পূরণ করে। IMT-2000 ষ্ট্যান্ডার্ড এর প্রধান শর্ত অনুযায়ী এই প্রযুক্তিতে কমপক্ষে 200kbt/s অর্থাৎ প্রায় .2mbit/s গতিতে ডাটা ট্রান্সফারের সুবিধা থাকতে হবে।

ফোরজি কী?

মোবাইল টেলিকমিউনিকেশনের সর্বাধুনিক সংস্করন ফোর-জি (4G-Fourth Generation)। এটি সম্পূর্নরূপে ইন্টারনেট প্রটোকলভিত্তিক একটি টেলিকমিউনিকেশন সিস্টেম যা গ্রাহককে Ultra-broadband mobile internet access  প্রদান করে থাকে। ফোর-জি প্রযুক্তি হচ্ছে থ্রিজি মোবাইলের আধুনিকতর সংস্করন। এই প্রযুক্তি এখনও গ্রাহক পর্যায়ে সহজলভ্য হয়ে উঠেনি। ফোরজি মোবাইলের পুরোপুরি বাণিজ্যিক উৎপাদন ও বিপনন শুরু হলে তথ্যপ্রযুক্তি ও টেলিকমিউনিকেশন সিস্টেমে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে ধারনা করা হচ্ছে।

থ্রিজি মোবাইল ব্যবহারের সুবিধা:

  • থ্রি-জি মোবাইল প্রযুক্তি অত্যন্ত উচ্চগতি সম্পন্ন ডাটা ট্রান্সফারের সুবিধা দেয়। ডাউনলিংকের ক্ষেত্রে এই গতি 14mbps এবং আপলিংক এর ক্ষেত্রে 5.8 mbps.
  • থ্রি-জি মোবাইলে অত্যন্ত শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে ভয়েজ আদান প্রদানের পাশাপাশি ভয়েজ মেসেজ, টেক্সট মেসেজ, ছবি তোলা, অডিও ভিডিও রেকর্ডিং, হাইস্পীড ইন্টারনেট ব্রাউজিং, গেমিং ইত্যাদি অত্যন্ত প্রয়োজনীয় কিছু সুবিধা পাওয়া যায়। পূর্বে ৩ মিনিটের একটি গান টু-জি মোবাইলের মাধ্যমে ডাউনলোড করতে ৬-৯ মিনিট সময় লাগতো, বর্তমানে থ্রি-জি প্রযুক্তির সাহায্যে তা ১১-৯০ সেকেন্ডেই করা সম্ভব।
  • থ্রি-জি মোবাইলের সাহায্যে মোবাইলে টিভি দেখা এবং টেলিকনফারেন্সের সুবিধা ভোগ করা সম্ভব।

ফোর জি মোবাইল ব্যবহারের সুবিধা:

  • ফোর জি মোবাইলে রয়েছে সর্বোচ্চ গতির ডাটা ট্রান্সফারের সুবিধা।
  • এই প্রযুক্তিতে গ্রাহক সর্বদাই মোবাইল অনলাইন ব্রডব্যান্ডের আওতায় থাকতে সমর্থ হবেন।
  • এতে হাই ডেফিনেশন টেলিভিশন এবং ভিডিও কনফারেন্সের সুবিধা পাওয়া যাবে।
  • এই প্রযুক্তিতে গ্রাহকের কথোপকথন ও ডাটা ট্রান্সফারের নিরাপত্তা অনেক বেশী শক্তিশালী হবে।
  • ফোর-জি মোবাইল গ্রাহককে ভয়েস মেসেজ, ফ্যাক্স, মাল্টিমিডিয়া মেসেজ, অডিও ভিডিও রেকর্ডিং ইত্যাদির সুবিধাও প্রদান করবে।

ফোরজি-এর বৈশিষ্ট্য:

২০০৮ সালের মার্চ মাসে International Telecommunications Union Radio communication sector (ITU-R), ফোর-জি প্রযুক্তির ক্ষেত্রে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য বাধ্যতামূলক হিসাবে নির্ধারণ করে দেয় যা International Mobile Telecommunications Advanced (IMT-Advanced) specification নামে পরিচিত। ফোর-জি মোবাইলের অপরিহার্য বৈশিষ্টগুলো নিম্নরুপ:

  • ডাটা ট্রান্সফারের গতি High mobility station (যেমন, ট্রেন, বাস ইত্যাদি) এবং Low mobility station (যেমন, পথচারী, indoor ইত্যাদি) এর ক্ষেত্রে যথাক্রমে ন্যূনতম ১০০ মেগাবাইট/সেকেন্ড এবং ১ গিগাবাইট/সেকেন্ড হতে হবে।
  • এই প্রযুক্তির ডাটা ট্রান্সফার পুরোপুরি ইন্টারনেট প্রটোকল প্যাকেট সুইচ নেটওয়ার্ক ভিত্তিক হতে হবে।
  • একই স্পেকট্রাম থেকে সর্বাধিক সংখ্যক গ্রাহককে সেবা দিতে হবে।
  • পরিমাপ যোগ্য Clannel Band width ন্যূনতম ৫-২০ মেগাহার্জ এবং ক্ষেত্রবিশেষ ৪০ মেগাহার্জ পর্যন্ত হবে।
  • Downlink এর ক্ষেত্রে link spectral Efficiency 15bit/s/Hz এবং Uplink এর ক্ষেত্রে 6.75 bit/s/Hz হতে হবে।
  • এই সবগুলো বৈশিষ্ট্যই শুধুমাত্র LTE Advanced (Standardized by 3GPP) এবং 802.16m (standardized by the IEEE) এই দুটি প্রযুক্তির মাধ্যমে কাজ করবে।

থ্রিজি-এর কার্যপ্রণালী:

থ্রি-জি মোবাইল মূলত ৪টি ষ্ট্যান্ডার্ডে কাজ করে যা নিম্নরূপ:

  • UMTS (Universal Mobile Telecommunications System): UMTS  প্রযুক্তি 3GPP (3rd Generation Partnership Project) ভিত্তিক একটি প্রযুক্তি যা প্রাথমিকভাবে ২০০১ সনে ইউরোপ, জাপান, চায়না প্রভৃতি দেশে চালু হয়। এক্ষেত্রে একই অবকাঠামো ব্যবহার করে বিভিন্ন ধরনের radio interface এর সুবিধা দেয়া হয়; যেমন:

-সর্বাধিক ব্যবহৃত Radio interface হচ্ছে W-CDMA

-TD-SCDMA রেডিও ইন্টারফেসটি ২০০৯ সালে শুধুমাত্র চায়নায় চালু করা হয়।

-UMTS সিস্টেমের সর্বশেষ সংস্করন HSPA (Hihg Speed Packet Access) সর্বোচ্চ 56mbit/s ডাউনলিংক গতি সরবরাহ করতে পারে।

  • 3PGP2 ভিত্তিক CDMA2000 পদ্ধতি যা ২০০২ সালে প্রথম IS-95 2G ষ্ট্যান্ডার্ডের অবকাঠামো Sharing এর মাধ্যমে উত্তর আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ায় চালু হয়। সর্বশেষ সংস্করণ EVDO (Evolution Data Optimized) Rev B 14.7Mbit/s ডাউনলিংক গতি প্রদান করে।
  • এছাড়াও GSM EDGE মোবাইল ওয়াইম্যাক্স সার্ভিস IMT-2000 এর শর্তাবলী পূরণ করে এবং ITU কর্তৃক থ্রি-জি ষ্ট্যান্ডার্ড হিসাবে স্বীকৃত; তবে এরা প্রচলিত থ্রি জি ব্র্যান্ড নয় বরং সম্পূর্ণ ভিন্ন একটি সিস্টেম।

ফোরজি-এর কার্যপ্রণালী:

বর্তমানে যেসব ষ্ট্যান্ডার্ড কাজ করছে:

বর্তমানে দুটি ফোর-জি ষ্ট্যান্ডার্ড বাণিজ্যিকভাবে ফোরজি মোবাইলের সাথে যুক্ত আছে। এর মধ্যে Mobile Wimax ২০০৬ সনে দক্ষিণ কোরিয়ায় সর্বপ্রথম এবং Long Term Evolution (LTE) স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে ২০০৯ সাল থেকে অপারেশন শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্রে Sprint Nextel ২০০৮ সালে Mobile Wimax চালু করে এবং Metro PCS ২০১০ সালে LTE সার্ভিস শুরু করে। শুরু থেকেই ফোর-জি প্রযুক্তির USB Wireless Modem প্রচলিত ছিল তবে ২০১০ সালে সর্বপ্রথম ওয়াইম্যাক্স স্মার্টফোন এবং ২০১১ সালে LTE স্মার্টফোন বাজারে আসে। এখন পর্যন্ত ফোরজি মোবাইল গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উপর নির্ভরশীল।

Level 0

আমি শাহীন শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইমান্দারি ভাই এই টিউন থেকে অনেক কিছু শিখলাম যা আমার জানা ছিল না।ধন্যবাদ

ভাই আমার H.S.C তে Optional Subject ছিল কম্পিউটার আমি ২০০৯ এ Exam দিয়াছি, কই আমি তো এর থেকে বেশি কিছু কি এগুলি ও ঠিক মতন পাই নি!!! আর আমার মনে হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা বই গুলো এখন ও আপডেট হয় নি। তাই আপনার বিস্তারিত না জেনে মন্তব্য টি করা একদমই উচিত হয় নি। ভালো থাকবেন। @Shakir Rayan