ডিসপোজেবল ইমেইল অ্যাড্রেস নিয়ে নিন Jetable.org থেকে

শুভেচ্ছা সবাইকে। আমরা ডিসপোজেবল রেজার, সিরিঞ্জ ইত্যাদির কথাতো শুনেছি। কিন্তু ডিসপোজেবল ইমেইল অ্যাড্রেস??!! একটু অবাক হয়েছেন নিশ্চয়ই। আমিও হয়েছিলাম। আজকাল ইন্টারনেটে খুঁজলে কিই না পাওয়া যায়। কিন্তু এরকম ইমেইল অ্যাড্রেসের হয়তো আমাদের অনেকেরই অনেক সময় প্রয়োজন পড়ে যায়। ধরুন একটি সাইটের কোন একটি সার্ভিসের আপনার প্রয়োজন, কিন্তু সাইটটি মেম্বার ছাড়া অন্য কাউকে সেই সার্ভিস অফার করে না। আবার সাইটে সাইন আপ করার পর হয়ত গাদা গাদা স্প্যাম এসে ভরে যায় আপনার মেইল অ্যাকাউন্টের ইনবক্স। এই ধরণের উটকো ঝামেলা থেকে আপনাকে মুক্তি দিতে পারে Jetable.org। ইচ্ছা মত ১ ঘণ্টা থেকে শুরু ১ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদের একটি মেইল অ্যাড্রেস আপনি খুব সহজেই সেটআপ করে নিতে পারেন। আর মেইল চেক করার জন্য আপনাকে তাদের সাইটে যেতে হবে না। আপনার রেগুলার ইমেইল অ্যাকাউন্টে এসে যাবে আপনার ডিসপোজেবল মেইল অ্যাড্রেসের যাবতীয় মেইল। আর মেয়াদ উত্তীর্ণ হবার পর সেই মেইল অ্যাড্রেসের কোন চিহ্নও থাকবেনা। নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। সবথেকে বড় কথা, সার্ভিসটি একেবারেই ফ্রি। তবে মনে রাখবেন Jetable কোন অ্যানোনিমাস মেইল সার্ভিস নয়, শুধুমাত্র একটি অ্যান্টি-স্প্যাম সলিউশন। তবে চলুন দেখে নেই কিভাবে তৈরি করবেন আপনার ডিসপোজেবল ইমেইল অ্যাকাউন্ট।

প্রথমে এই ঠিকানায় যান http://www.jetable.org/en/index

এর পরে যে পেইজটি আসবে সেখানে আপনার আসল ইমেইল অ্যাড্রেস ও ডিসপোজেবল মেইল অ্যাড্রেসের মেয়াদ নির্বাচন করে নিন। তার পর ‘Create your disposable email address’ বাটনে ক্লিক করুন।

বাটনটিতে ক্লিক করার পরে আপনি এই রকম একটি কনফার্মেশন পাবেন।

এর পরে আপনার রেগুলার ইমেইল অ্যাকাউন্টের ইনবক্সে যান ও ছবিতে দেখানো মেইলের মত noreply টাইটেলের ইমেইলটি খুঁজে বার করুন। খুঁজে না পেলে স্প্যাম ফোল্ডারে খোজ করুন।

মেইলটি ওপেন করবার পর সেখানে দেয়া লিঙ্কটিতে ক্লিক করুন।

লিঙ্কে ক্লিক করলে দেখবেন নতুন ট্যাবে আরেকটি কনফার্মেশন এসেছে। এখানেই পাবেন আপনার ডিসপোজেবল ইমেইল অ্যাড্রেস।

আজকের মত এখানেই শেষ করছি। আপনাদের মূল্যবান মতামতের প্রত্যাশায় রইলাম।

Level 0

আমি Shahrear Mahmood Sagar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ami obosso 10minutemail use kori.ora 10 minute er jonno mail address dey.tobe jetable ta valo laglo.apnake dhonnobad

tobe 10minutemail e eto jhamela ney oder website e geley anake inbox soho mail address diye debe

Level 0

বন্ধু, আমারও একটি ইমেল আাই ডি ডিজাবল হয়েগেছে… দেখা য়াক এই সূত্র ধরে কোনও সমাধান হয় কিনা….