আপনার পছন্দের আডিও গান ডাউনলোড করার সবথেকে সহজ উপায়।

আসসালামুয়ালাইকুম।

সবাই কেমন আছেন। নিশ্চয়ই ভালো। অনেক দিন পর টিউন করতে বসলাম। ত কথা না বারিয়ে মূল টিউন এ চলে যাই।

আমরা যারা আডিও গান শুনতে ভালোবাসি তারা নতুন নতুন গান সবসময় নেট থেকে নামিয়ে নেই। এজন্য আমাদের গুগল এর সাহাজ্জ নিয়ে সার্চ দিতে হয়। তাতে বিভিন্ন ওয়েব এড্রেস আসে। তা থেকে ধুকে গান ডাউন লোড করতে হয়। কিন্তু আপনি চাইলে খুব সজজেই কাজটি করতে পারেন। তার জন্য নিচের পদ্ধতি অনুসরন করুন।

Youtube সম্পর্কে আমরা সবাই জানি। এখানে আপনি সব ধরনের ভিডিও গান পাবেন। কোন গান খুজার জন্য আপনি আগে ইউ টিউব এ প্রবেশ করুন। তারপর search box এ আপনার পছন্দের গান টি লিখে সার্চ দিন। দেখবেন গানটির ভিডিও ফাইল আপনার সামনে হাজির হয়েছে। এবার ভিডিও গানের লিঙ্কটি কপি করুন।

এবার এখানে ক্লিক করে প্রবেশ করুন।

এবার ১ নং চিত্রে দেখানো স্থানে আপনার গানের লিঙ্কটি পেস্ট করুন।

এবার ২ নং চিত্রে দেখানো Convert Video তে ক্লিক করুন।

তাহলে আপনার গানটি অডিওতে কনভার্ট হয়ে যাবে। এবার ডাউন লোড অপশনে ক্লিক করে গানটি ডাউন লোড করে নিন।

কোন সমস্যা হলে জানাবেন।

সবাই ভাল থাকবেন। আর এই টিউন টি করার পাশাপাশি আমি সাহায্য বিভাগে একটি সাহায্য চেয়েছি। kindly একটু দেখবেন কি।

দেখার জন্য এখানে ক্লিক করুন।

আপনার সমাধানটি জানা থাকলে জানান প্লিজ।

Level 2

আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন। কিন্তু 🙂 🙁 Convert Video তে ক্লিক করতে অডিও হয়ে যাবে, ব্যাপারটা বুঝলাম না।

কি দরকার এত কষ্টের?? টিউনটি ভালো লাগলো যদিও!!

Level 0

@জাহিদ হাসান
Thanks….it was helpful

Level 0

Thanks.

Level 0

ভালো হইছে ভাই চালিয়া যান সাতে আসি ।
ব্লগ সাইট টা দেখতে পারেন ভালো লাগবে ।
http://techorb4u.blogspot.com/