ইমেইলের জনকঃ ইলেক্ট্রনিক মেইল কে সংক্ষেপে ই মেইল বলা হয় । এ ই মেইল হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে বার্তা পাঠানোর একটি বিশেষ পদ্ধতি । প্রথম ই মেইল পাঠানো হয় আরপানেট(advance research project agency network=ARPANET) নেটওয়ার্ক ব্যাবহার করে । রে টমলিনসন ১৯৭০ সালে নেটেনক্স অপারেটিং সিস্টেম ব্যাবহার করে ই মেইল সিস্টেম উদ্ভাবন করেন । ১৯৭১ সালে আরপানেট উপযোগী ইমেইল সিস্টেম উদ্ভাবন করেন । তিনিই প্রথম ই মেইলের প্রাপককে চিহ্নিত করার জন্য @ সিম্বল ব্যাবহার করেন । নামঃ রেমন্ড স্যামুয়েল টমলিনসন । জন্মঃ ১৯৪১ । জন্মস্থানঃ নিউইয়র্ক যুক্তরাষ্ট । ইন্টারনেটের জনকঃ ইন্টারনেট হল সারা পথিবী জুড়ে বিস্তত পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি যা জনসাধারনের জন্য উন্মুক্ত এবং যেখানে আইপি বা ইন্টারনেট প্রটোকল নামের এক প্রামাণ্য ব্যাবস্থার মাধ্যমে ডেটা আদান প্রদান করা হয় । ১৯৬৯ সালে ইন্টারনেট জন্ম হয় । ইন্টারনেটের জনক হিসাবে পরিচিত ভিনটন জি কার্ফ । নামঃ ভিনটন জি কার্ফ জন্মঃ ২৩ জুন ১৯৪৩ জন্মস্থানঃ নিউ হ্যাভেন যুক্তরাষ্ট নাগরিকঃ মার্কিনী পেশাঃ কম্পিউটার বিঙ্গান । ওয়েবের জনকঃ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (সংক্ষিপ্তরুপ দি ওয়েব) হর ইন্টারনেট দিয়ে দর্শনযোগ্য আন্তসংযোগকত তথ্যাদির একটি ভান্ডার । ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হাইপার টেক্সট ডকুমেন্টগুলো নিয়ে কাজ করার প্রক্রিয়া ওয়াল্ড ওয়াইড ওয়েব নামে পরিচিত । ১৯৮৯ সালের মার্চে ইংরেজি পদার্থবিদ টিম র্বানার্স লি এর ধারনা থেকেই উত্পত্তি ওয়াল্ড ওয়াইড ওয়েবের । ১৯৯০ সালে এটি (World wide web-www)বাজারে আসে । নামঃ স্যার টিম বার্নার্স লি জন্মঃ ৮জুন ১৯৫৫ জন্মস্থানঃ লন্ডন ব্রিটেন নাগরিকঃ ব্রিটিশ পেশাঃ কম্পিউটার বিঙ্গানী ।
আমি Tj md sagor। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।