Unlimited ইন্টারনেট এর দাম কমাতে হবে এবং FUP বাদ দিতে হবে।

দয়াকরে এই পোস্ট প্রথমে পড়ুন যারা BTRC এর নতুন উদ্দকের কথা জানেন না।
"rubelcontent"কে ধন্নবাদ টিউন করার জন্য

https://www.techtunes.io/internet/tune-id/155272#comment-340446

প্রতি মেগা বাইট যখন ৭২,০০০ টাকা তখন ১ কেবি .০২ পয়শা ছিল কিন্তু এখন ৮,০০০  টাকা অথচ এখনো এ কেবি .০২ পয়সা?
নিচের ছবিটি পড়ে বুজতে পারবেন তারা কিভাবে আমাদের ঠকিয়েছে মোবাইল কোম্পানিরা 🙁

দয়াকরে আপনারা Email a নিমকক্ত বিষয় গুলো বর্ণনা করবেন অথবা আপনি Copy করে নিয়ে Email করতে পারেন। এতে করে আমরা সবাই উপকৃত হব।

১. আনলিমিটেড ইন্টারনেট এ কোন FUP (Fare Uses Plan)থাকবেনা।

২. আনলিমিটেড ইন্টারনেট ৫০০ টাকা করতে হবে।

৩. ইন্টারনেট প্যাকেজ থেকে ভ্যাট প্রত্যাহার করাতে হবে ।

৪. ১জিবি ১০০ টাকা করাতে হবে।

৫. অব্যবহৃত ডাটা পরবর্তী ডাটার সাথে ব্যবহারের সুযোগ প্রদান করাতে হবে ।

৬. ইন্টারনেট স্পীড কমপক্ষে ৫১২কেবিপিএস বাধ্যতামুলক করাতে হবে সবাই ফুল স্পীড এ ইন্টারনেট ব্যবহার করতে পারে।

৭. ভিওআইপি(VOIP) উন্মুক্ত করতে হবে।

৮. মেগাবাইট শেয়ার করার মত ব্যাবস্থা করে দিতে হবে।

৯. Call rate নিজেদের অপারেটর থেকে নিজেদের অপারেটরে রাত-দিন ২৪ ঘন্টা ২৫ পয়সা/মিনিট করে দিতে হবে।

১০. অন্যান্য অপারেটর প্রতি মিনিট সর্বচ্য ১ টাকা করতে হবে (১ মিনিট = ১ টাকা)।

১১. ছাত্র/ছাত্রীদের জন্য বিশেষ ইন্টারনেট প্যাকেজ চালু করতে হবে।

মেইল ঠিকানা দুটি:
[email protected]   ও    [email protected]

Level 0

আমি Moyan Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 189 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই প্রথম কমেন্ট আমার আমি একমত। http://www.vison21.blogspot.com

Level 0

ভিওপি উন্মুক্ত করাতে হবে। (ভি ও আই পি VOIP হইবে মনে হয়) চাওয়া টা একটু বেশি হয়ে গেলনা?

Vai mail কইরা দিলাম। Thanks to you and rubelcontent for sharing. আর জন ভাই ঠিক বলছেন। But, আমার মনে হয় VOIP উন্মুক্ত করাই উত্তম। কারন লোকজন তো ঠিকই ফেইক Use করতেছে।

Boss ami already goto kalke mail koira deshi.Vabcilam,eita upnarder sathe share korbo,jahok amar kaj upni korlen onek donnobad upnake.

Ei post comment eto kom keno?Amra sobai egeya asle,amader cayaota puron hobe.Sob ageiya ashun please…

Level 0

Nice post
Ami ai matro pathalam

Level 0

সহমত আমি গতকাল পাঠিয়েছি । ধন্যবাদ ।

vai 2number point ta bad den,vat oder theke sorkar ney.supposh airtel jodi 20mb 20takay na bole 20mb 23taka and kono vat lagbe na bole then tar sorkar k aro besi taka dite hobe.tai ora vat cara dam bolbe na.r world er etihasi bole sokol vat jonogoner kac thekei aday kora hoy.companyra ta nijer theke dey na

Level 0

আচ্ছা ভাই আমি অই থিকানা গুলাতে মেইল দিব কিভাবে ইয়াহু দিয়া হবে?

vaia am kom jana ekjon manush kentu jototuk jane kno desh a unlimited internet dai nai tobe ha aita sotti kotha amra j taka deya 512 chalai sai taka deya onno desha 8-9mbps chalai. . tae internet aro sohoj lovvo kora uchit. . amr information a kno vhul thakle plz kindly inform krben. . Hopelly kno vhul nai tarporow manush matroi vhul. . Thanks. .

Level 0

i already sent a mail now…….thank you for tunes……..

Level 0

1gb ১০০ টাকা এটা হতে পারে না । ১ জি বি ম্যাক্সিমাম ৫০ টাকা হতে হবে। আনলিমিটেড এ কোন লিমিট রাখা চলবে না। অবিলম্বে এই দাবির বাস্তবায়ন চাই।

Level 0

Ei guli cheye abar bipode na pori? 10 sec pulsh chaicilam, hoiche kintu…… Oshjho. Ekhon eta chasi. Dekha gelo 1GB 100 tk. Meyad 3 din. Tokhon ki hobe? Amader 10 sec pulsh dite bole, sorkar oder sujog kore dise jate amader valo kore bash dite pare !.

    @zashid: Inshallah, this time we will success to achieve what we want.

    @zashid: আমি আপনার সাথে একমত । জোর যার মুল্লুক তার । আমাদের ওরা শুধু চুষেই গেলো ।

আসুন, BTRC এর কাছে আমরা আমাদের দাবী তুলে ধরে ইমেইল পাঠাই৷ আমাদের দাবীসমূহ হবে:

১. ১জিবি ডাটা ১০০ টাকা করতে হবে
২. আনলিমিটেড ইন্টারনেট এ কোন Fare Usage Plan থাকবেনা
৩. ইন্টারনেট প্যাকেজ থেকে ভ্যাট প্রত্যাহার করতে হবে
৪. অব্যবহৃত ডাটা পরবর্তী ডাটার সাথে ব্যবহারের সুযোগ প্রদান করতে হবে
৫. ইন্টারনেট স্পীড কমপক্ষে ৫১২কেবিপিএস বাধ্যতামুলক করতে হবে যাতে সবাই ফুল স্পীড এ
ইন্টারনেট ব্যবহার করতে পারে
৬. মেগাবাইট শেয়ার করার মত ব্যাবস্থা করে দিতে হবে
৭. Call rate নিজেদের অপারেটর থেকে নিজেদের অপারেটরে রাত-দিন ২৪ ঘন্টা ২৫ পয়সা/মিনিট করে দিতে হবে

আসুন, এই লেখাগুলো আমরা [email protected][email protected] ইমেইল এড্রেস এ পাঠাই যাতে তারা আমাদের দাবী শীঘ্রই মেনে নেয়…
ধন্যবাদ সবাইকে…

Level 0

ফাইয়াজ বিন সালাম ভাইয়ের সাথে একমত

Level 0

3g কবে আইবো ???

আমি পুরো ব্যাপারটিতে একমত । ধন্যবাদ…

আপনি ওদের ইমেইল এড্রেস দিয়া কামের মতোন কাম করছেন । এক কথায় দারুননননননননননননননননননননননননননননননননন ।

আসুন, BTRC এর কাছে আমরা আমাদের দাবী তুলে ধরে ইমেইল পাঠাই৷ আমাদের দাবীসমূহ হবে:

১. ১জিবি ডাটা ১০০ টাকা করতে হবে
২. আনলিমিটেড ইন্টারনেট এ কোন Fare Usage Plan থাকবেনা
৩. ইন্টারনেট প্যাকেজ থেকে ভ্যাট প্রত্যাহার করতে হবে
৪. অব্যবহৃত ডাটা পরবর্তী ডাটার সাথে ব্যবহারের সুযোগ প্রদান করতে হবে
৫. ইন্টারনেট স্পীড কমপক্ষে ৫১২কেবিপিএস বাধ্যতামুলক করতে হবে যাতে সবাই ফুল স্পীড এ
ইন্টারনেট ব্যবহার করতে পারে
৬. মেগাবাইট শেয়ার করার মত ব্যাবস্থা করে দিতে হবে
৭. Call rate নিজেদের অপারেটর থেকে নিজেদের অপারেটরে রাত-দিন ২৪ ঘন্টা ২৯ পয়সা/মিনিট করে দিতে হবে ভেট সহ
৮. প্রতি প্যাকেজ এর মেয়াদ ১ মাস বাধ্যতামূলক করতে হবে . সেটা ১০MB ই হোক না কেন
১০. অন্যান্য অপারেটর প্রতি মিনিট সর্বচ্য ১ টাকা করতে হবে (১ মিনিট = ১ টাকা ভেট সহ)
১১. ছাত্র/ছাত্রীদের জন্য বিশেষ ইন্টারনেট প্যাকেজ চালু করতে হবে
১২. প্রতি ১কেবি এর দাম ০.০০৩ করতে হবে ভেট সহ

আসুন, এই লেখাগুলো আমরা [email protected][email protected] ইমেইল এড্রেস এ পাঠাই যাতে তারা আমাদের দাবী শীঘ্রই মেনে নেয়…
ধন্যবাদ সবাইকে…

আমার আর একটা দাবি টেকটিউন্স এ নিজের Post Comment কে delete, Edit, Remove করার অপশন থাকা উচিৎ ।
১২. প্রতি ১কেবি এর দাম ০.০০০৩৫ করতে হবে ভেট সহ । যেন নির্ভয়ে নেট ইউস করা যায় । তাহলে ১ জিবি এর দাম দাড়ায় ৩৬৮ টাকা ।

বিশ্ব যেখানে 4G-3g তে মাতামাতি ।সেখানে সোনার বাংলা এখনো ২জি তে ঝুলছে ।তারপর আবার ডাটার দাম নাগালের বাইরে ।১জিবির দাম ৩৫০ এবং আনলিমিটেড ডাটা ১০০০টাকা পড়ে যায় ।এ থেকে বোঝা যায় সোনার বাংলা ডিজিটালের পথে যাচ্ছে না ।অথচ অন্যান্য দেশগুলোতে বা উন্নত দেশগুলোতে ৩জি নেটয়ার্ক আমাদের অর্ধেক খরচে চালাচ্ছে ।পাশের দেশটাকেই দেখুন ভারত আমাদেরকে দেখায দেখায় কত কম খরচে ৩জি নেটয়ার্ক চালাচ্ছে ।আপনারা যদি ৩জি দেশে এভিলেবল না দিতে পারেন তাহলে দয়া করে ২জি নেটওয়ার্ক এর ডাটার মূল্য ৩ভাগের ১ভাগ করুন । ।যেমনঃআনলিমিটেড প্যকেজ ভ্যাট সহ ১০০০ টাকা থেকে ৩৫০টাকায় আনা হোক ।তাহলে সোনার বাংলা ডিজিটালের দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে ।আর একটা কথা না জানালেয় নয়ঃদেশের যদি অনলাইন নিউজ পোর্টালগুলোকে ৫লাখ টাকায় লাইসেন্স নিয়ে চালাতে হয় তাহলে এদের মধ্যে প্রথম আলো,কালের কণ্ঠ ,আমার দেশ ,সমকাল এবং অন্যান্য প্রিণ্ট সংবাদপত্র গুলোর অনলাইন সংস্করনকে কেন লাইসেন্স করতে হবেনা ।আমরা চায় একটি সুষ্ঠ আইন বা নীতিমালা ।যারা এই পোর্টালগুলো চালায় তারা আধিকাংশই তরুন বা বেকর ।সামান্য আয়ের এবং বেকারত্ব দূর করার জন্যয় তারা এগুলো চালায় তারা কিভাবে এককালীন ৫লাখ টাকা দিবে ।অন্তত বাত্‍সরিক(৫০হাজার টাকা) করা উচিত ।

১ । ১জিবি ডাটা প্যাকেজ এর দাম ১০০ টাকা করতে হবে ভেট সহ ।
২ । আনলিমিটেড ইন্টারনেট ৫০০ টাকা করতে হবে। আনলিমিটেড ইন্টারনেট এ কোন Fare Usage Plan থাকবেনা
৩ । ইন্টারনেট প্যাকেজ থেকে ভ্যাট প্রত্যাহার করতে হবে
৪ । অব্যবহৃত ডাটা পরবর্তী ডাটার সাথে ব্যবহারের সুযোগ প্রদান করতে হবে
৫ । ইন্টারনেট স্পীড কমপক্ষে ৫১২ KBPS বাধ্যতামুলক করতে হবে যাতে সবাই ফুল স্পীড এ
ইন্টারনেট ব্যবহার করতে পারে
৬ । মেগাবাইট শেয়ার করার মত ব্যাবস্থা করে দিতে হবে
৭ । Call rate নিজেদের অপারেটর থেকে নিজেদের অপারেটরে রাত-দিন ২৪ ঘন্টা ২৯ পয়সা/মিনিট করে দিতে হবে । ভেট সহ
৮ । প্রতি প্যাকেজ এর মেয়াদ ১ মাস বাধ্যতামূলক করতে হবে . সেটা ১০MB ই হোক না কেন
১০ । অন্যান্য অপারেটর প্রতি মিনিট সর্বচ্য ১ টাকা করতে হবে (১ মিনিট = ১ টাকা ভেট সহ)
১১ । ছাত্র/ছাত্রীদের জন্য বিশেষ ইন্টারনেট প্যাকেজ চালু করতে হবে । আনলিমিটেড ইন্টারনেট (Fare Uses Plan ৫জিবি )৩০০ টাকা করতে হবে ।
১২ । প্রতি ১কেবি এর দাম ০.০০০৩ করতে হবে ভেট সহ । যেন নির্ভয়ে নেট ইউস করা যায় । তাহলে ১ জিবি এর দাম দাড়ায় ৩১৫ টাকা । ধন্যবাদ

বিশ্ব যেখানে 4G-3g তে মাতামাতি ।সেখানে সোনার বাংলা এখনো ২জি তে ঝুলছে ।তারপর আবার ডাটার দাম নাগালের বাইরে ।১জিবির দাম ৩৫০ এবং আনলিমিটেড ডাটা ১০০০টাকা পড়ে যায় ।এ থেকে বোঝা যায় সোনার বাংলা ডিজিটালের পথে যাচ্ছে না ।অথচ অন্যান্য দেশগুলোতে বা উন্নত দেশগুলোতে ৩জি নেটয়ার্ক আমাদের অর্ধেক খরচে চালাচ্ছে ।পাশের দেশটাকেই দেখুন ভারত আমাদেরকে দেখায দেখায় কত কম খরচে ৩জি নেটয়ার্ক চালাচ্ছে ।আপনারা যদি ৩জি দেশে এভিলেবল না দিতে পারেন তাহলে দয়া করে ২জি নেটওয়ার্ক এর ডাটার মূল্য ৩ভাগের ১ভাগ করুন । ।যেমনঃআনলিমিটেড প্যকেজ ভ্যাট সহ ১০০০ টাকা থেকে ৩৫০টাকায় আনা হোক ।তাহলে সোনার বাংলা ডিজিটালের দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে ।আর একটা কথা না জানালেয় নয়ঃদেশের যদি অনলাইন নিউজ পোর্টালগুলোকে ৫লাখ টাকায় লাইসেন্স নিয়ে চালাতে হয় তাহলে এদের মধ্যে প্রথম আলো,কালের কণ্ঠ ,আমার দেশ ,সমকাল এবং অন্যান্য প্রিণ্ট সংবাদপত্র গুলোর অনলাইন সংস্করনকে কেন লাইসেন্স করতে হবেনা ।আমরা চায় একটি সুষ্ঠ আইন বা নীতিমালা ।যারা এই পোর্টালগুলো চালায় তারা আধিকাংশই তরুন বা বেকর ।সামান্য আয়ের এবং বেকারত্ব দূর করার জন্যয় তারা এগুলো চালায় তারা কিভাবে এককালীন ৫লাখ টাকা দিবে ।অন্তত বাত্‍সরিক(৫০হাজার টাকা) করা উচিত ।

১ । ১জিবি ডাটা প্যাকেজ এর দাম ১০০ টাকা করতে হবে ভেট সহ ।
২ । আনলিমিটেড ইন্টারনেট ৫০০ টাকা করতে হবে। আনলিমিটেড ইন্টারনেট এ কোন Fare Usage Plan থাকবেনা
৩ । ইন্টারনেট প্যাকেজ থেকে ভ্যাট প্রত্যাহার করতে হবে
৪ । অব্যবহৃত ডাটা পরবর্তী ডাটার সাথে ব্যবহারের সুযোগ প্রদান করতে হবে
৫ । ইন্টারনেট স্পীড কমপক্ষে ৫১২ KBPS বাধ্যতামুলক করতে হবে যাতে সবাই ফুল স্পীড এ
ইন্টারনেট ব্যবহার করতে পারে
৬ । মেগাবাইট শেয়ার করার মত ব্যাবস্থা করে দিতে হবে
৭ । Call rate নিজেদের অপারেটর থেকে নিজেদের অপারেটরে রাত-দিন ২৪ ঘন্টা ২৯ পয়সা/মিনিট করে দিতে হবে । ভেট সহ
৮ । প্রতি প্যাকেজ এর মেয়াদ ১ মাস বাধ্যতামূলক করতে হবে . সেটা ১০MB ই হোক না কেন
১০ । অন্যান্য অপারেটর প্রতি মিনিট সর্বচ্য ১ টাকা করতে হবে (১ মিনিট = ১ টাকা ভেট সহ)
১১ । ছাত্র/ছাত্রীদের জন্য বিশেষ ইন্টারনেট প্যাকেজ চালু করতে হবে । আনলিমিটেড ইন্টারনেট (Fare Uses Plan ৫জিবি )৩০০ টাকা করতে হবে ।
১২ । প্রতি ১কেবি এর দাম ০.০০০৩ করতে হবে ভেট সহ । যেন নির্ভয়ে নেট ইউস করা যায় । তাহলে ১ জিবি এর দাম দাড়ায় ৩১৫ টাকা । ধন্যবাদ
আসুন, এই লেখাগুলো আমরা
Administration Division BTRC
Name Rank Phone E-Mail
BTRC 027162277 [email protected]
Mr. Md. Mahboob Ahmed Secretary 9563366 [email protected]
Mr. Avijit Chowdhury Director 9554479 [email protected]
Mr. Aftab Md. Rashedul Wadud Deputy Director 9554689 [email protected]
Mr. Khaled Faisal Rahman Assistant Director 9511129 [email protected]

এবং [email protected] [email protected] ইমেইল এড্রেস এ পাঠাই যাতে তারা আমাদের দাবী শীঘ্রই মেনে নেয়…
ধন্যবাদ সবাইকে…

Level 0

রক্তচোষা ইন্টারনেট প্রভাইডারগুলোর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু নেটেই নয়, পাড়ার দেয়ালে দেয়ালে পোস্টার হিসেবে এবং লিফ্লেট হিসেবে এগুলো বিলি করতে হবে। ইমেইল পাঠিয়ে তারপর মন্তব্য করতে এলাম। আপনাদের সাথে ১১০% সহমত।

ভাই এত আশা করলেতো কিছুউ পাবেন না।
আমি এই কয়টা হলেই খুশি
১ । ১জিবি ডাটা প্যাকেজ এর দাম ১০০ টাকা করতে হবে ভেট সহ ।
২ । আনলিমিটেড ইন্টারনেট ৫০০ টাকা করতে হবে। আনলিমিটেড ইন্টারনেট এ কোন Fare Usage Plan থাকবেনা
৩ । ইন্টারনেট প্যাকেজ থেকে ভ্যাট প্রত্যাহার করতে হবে
৪ । অব্যবহৃত ডাটা পরবর্তী ডাটার সাথে ব্যবহারের সুযোগ প্রদান করতে হবে

    @রোমেল বগুড়া: বেশি চাইলে অল্প কিছু হলেও পাবেন আর যদি অল্পেই চান তাহলে তো কিছুই পাবেন না তাই বেশি চাওয়া তাই ভাল।

ইন্টারনেট প্যাকেজের নিম্নোক্ত অপশনগুলো সাজেশন করা হলো-
1.1) ১ জিবি- ৫০ টাকা (৫১২কেবিপিএস)
1.2) ৩ জিবি- ৭৫ টাকা (৫১২কেবিপিএস)
1.3) ৫জিবি- ১০০ টাকা (৫১২কেবিপিএস)
1.4) ৬.৫/৭ জিবি- ১২৫ টাকা (৫১২কেবিপিএস)
1.5) আনলিমিটেড- ১৫০ টাকা (৫১২কেবিপিএস)
1.6) নুন্যতম স্পীড হতে হবে 512kbps
1.7) টু জি ও থ্রীজি সব নেটওর্য়াকে এই স্পিড ও ট্যারিফ বিদ্যমান থাকতে হবে।
1.8) ১ মেগাবাইট হোক বা ১০ মেগাবাইট হোক প্রতি প্যাকেজের মেয়াদ নুন্যতম ১ মাস রাখা উচিত। পাশাপাশি ভয়েসের ক্ষেত্রে যেমন টাকা পরবর্তী রিচার্জে যোগ হয়ে যায় তেমনি ব্যন্ডওয়েথ ও পরবর্তীতে যোগ হয় সেই ব্যবস্থা করতে হবে।
1.9) ফেয়ার ইউজেস লিমিট (FUP ) বন্ধ করতে হবে। আনলিমিটেড প্যাকেজ সত্যিকারেই আনলিমিটেড হওয়া উচিত। এক্ষেত্রে গ্রাহককে কোনভাবেই প্রতারিত করার সুযোগ যেন দেওয়া না হয়।

এছাড়াও……
২) নিজস্ব নেটওয়ার্কে ব্যবহারকারীদের ট্যারিফ একরেট ২৫ পয়সা এবং অন্যান্য নেটওয়ার্কে ভ্যাটসহ ১ টাকা করা উচিত।

3) অঝথা বিরক্তিকর ভয়েস ও এসএমএসের মাধ্যমে গ্রাহককে বিরক্তি করা যাবে না। সব ধরণের বিজ্ঞাপন গ্রাহকের আপত্তিনুযায়ী সম্পূর্ণরুপে বন্ধ করবার সুবিধা প্রদান করতে হবে।

4) অযাচিতভাবে গ্রাহককে ওয়েলকাম টিউন, গান বা অন্যান্য ভ্যালু অ্যাডেড সার্ভিস কোনভাবে ট্যাপ করে যাতে গছিয়ে দিতে না পারে তার জন্যে কঠোর আইন করতে হবে।

কারো যদি আরোও কিছু বাড়তি যোগ করবার থাকে তাহলে দয়া করে কমেন্টে-র মাধ্যমে জানাবেন।

    @নীল আকাশ: ভাই আপনি যেদিন বাংলাদেশ এর সরকার হবেন তখন হয়তো আপনার এই দাবি পুরন হবে । আশায় রইলাম ।

ইন্টারনেট প্যাকেজের নিম্নোক্ত অপশনগুলো সাজেশন করা হলো-
1.1) ১ জিবি- ৫০ টাকা (৫১২কেবিপিএস)
1.2) ৩ জিবি- ৭৫ টাকা (৫১২কেবিপিএস)
1.3) ৫জিবি- ১০০ টাকা (৫১২কেবিপিএস)
1.4) ৬.৫/৭ জিবি- ১২৫ টাকা (৫১২কেবিপিএস)
1.5) আনলিমিটেড- ১৫০ টাকা (৫১২কেবিপিএস)
1.6) নুন্যতম স্পীড হতে হবে 512kbps
1.7) টু জি ও থ্রীজি সব নেটওর্য়াকে এই স্পিড ও ট্যারিফ বিদ্যমান থাকতে হবে।
1.8) ১ মেগাবাইট হোক বা ১০ মেগাবাইট হোক প্রতি প্যাকেজের মেয়াদ নুন্যতম ১ মাস রাখা উচিত। পাশাপাশি ভয়েসের ক্ষেত্রে যেমন টাকা পরবর্তী রিচার্জে যোগ হয়ে যায় তেমনি ব্যন্ডওয়েথ ও পরবর্তীতে যোগ হয় সেই ব্যবস্থা করতে হবে।
1.9) ফেয়ার ইউজেস লিমিট (FUP ) বন্ধ করতে হবে। আনলিমিটেড প্যাকেজ সত্যিকারেই আনলিমিটেড হওয়া উচিত। এক্ষেত্রে গ্রাহককে কোনভাবেই প্রতারিত করার সুযোগ যেন দেওয়া না হয়।

    @greenbangla: ভাই আপনি যেদিন বাংলাদেশ এর সরকার হবেন তখন হয়তো আপনার এই দাবি পুরন হবে । আশায় রইলাম ।

Level 0

Bisser kon dashe MB te internet bikri hoi? je kono company Bandwith kine. MB NOI. tahole amader kache keno MB bikri korbe? 1 MB internet er dam Banglalion/qubee er prokashe, Oder liflet onujai 5220 taka, r 1MB internet 112 joner kache bache. tao abar MB hishabe. amder ke je 128KB/256KB/512KB bole ta ashole Choto KB. R koto amader Thokabe Internet Provider Company Gulo?

Level 0

ভাই! আপনার মনে হয় কি, এই নিয়ম BTRC এটা মেনে নিবে এবং ৫০০/- দিয়ে আনলিমিটেড ইন্টারনেট দিবে ?
আমি আপনার সাথে সহিমত। আমার ৩০০ টি ইমেইল আসে। আমি শুরু করলাম সব ইমেইল থেকে মেসেজটা সেন্ড করা।