বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের হার বিশ্বে সর্বনিম্ন। এখানে গড়ে শতকরা একভাগেরও কম ইন্টারনেট ব্যবহারকারী। আর বাংলাদেশে পুরো ব্রডব্যান্ড ব্যবসা চলে বিভিন্ন স্থানীয় আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) বা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে।
নতুন প্রযুক্তির(wimax) আসার ফলে এবার বাংলাদেশের ইন্টারনেট ইতিহাসে কিছুটা পরিবর্তন আসবে বলেও মনে করছেন সংশ্লিষ্ট অনেকেই।
থ্রিজি ইন্টারনেট সেবার যুক্তিযুক্ত মূল্য কাঠামো প্রণয়ণ সম্পর্কে বিটিআরসি’র একজন কর্মকর্তা বলেন, ‘অপারেটরদের উচিৎ হবে নিলামের মোট খরচ, যাবতীয় ব্যয় এবং ট্যারিফের মধ্যে ভারসাম্য রৰা করে মূল্য কাঠামো প্রণয়ন করা। বাংলাদেশে কেবল লাইন ইন্টারনেট কানেকশন (প্রচলিত ভাষায় ব্রডব্যান্ড) সংযোগের সংখ্যা খুবই কম। এ অবস্থায় মোবাইল ব্রডব্যান্ড সেবা ব্যাপকভাবে সহজলভ্য হলে সামাজিক ও অর্থনৈতিক লাভ খুব দ্র্বতই দেখবে বাংলাদেশ।
present সময় WIMAX(QUBEE) এর Monthly Charge জন্য Click Here
এখন আপনারা বিচার কুরুন............
Comment করলে ভাল হয়
আমি হালুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
::::present সময় WIMAX(QUBEE) এর Monthly Charge জন্য Click Here::::
কিন্তু কোখায় ক্লিক করব? link কই?