ইন্টারনেট মুল্য সংশোধন করতে আপনার মতামত চাইলো BTRC. ইমেইল করুন [email protected][email protected] ঠিকানায়

গ্রাহক স্বার্থ সংরক্ষণে মোবাইল ফোন অপারেটরদের জন্য ইন্টারনেটের দাম কমানোসহ ১৪ দফা নির্দেশনা জারি করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ বিষয়ে আগামী ১০ অক্টোবর পর্যন্ত গণশুনানি বা গ্রাহকদের মতামত গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

গত আট বছরে কয়েক ধাপে ইন্টারনেট ব্যান্ডউইডথের মূল্য মেগাবাইটপ্রতি ৭২ হাজার টাকা থেকে আট হাজার টাকায় কমিয়ে আনা হলেও মোবাইল ইন্টারনেট গ্রাহকদের কাছ থেকে সেই আগের মতোই উচ্চ হারে চার্জ আদায় করা হচ্ছে। ২০০৪ সালে মোবাইল ফোন গ্রাহকদের থেকে ইন্টারনেট সেবার চার্জ আদায় করা হতো প্রতি কিলোবাইটে দশমিক শূন্য ২ পয়সা। আট বছর পর আজও সেই রেট অপরিবর্তিত রয়েছে। মোবাইল ফোন অপারেটররা তাদের পি-১ প্যাকেজে একই হারে চার্জ আদায় করে যাচ্ছে।

এ অবস্থার পরিবর্তনসহ মোবাইল ফোন সেবায় গ্রাহক স্বার্থ সংরক্ষণের স্বার্থেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। rhassan (at) btrc.go v.bd ও sunjib (at) btrc.gov.bd ই- মেইল ঠিকানায় বিষয়টি সম্পর্কে গ্রাহকদের মতামত পাঠাতে বলা হয়েছে।

Level 0

আমি Md Jillur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

I already Emailed to remove FUP(fare uses plan) from Unlimited internet package.
GP say its unlimited but they only give us 5GB!

আমি কালকেই মেইল করেছি । যদি কারো মেইল লেখার ইচ্ছা না থাকে তাহলে আমার লেখা মেইল টি কপি পেস্ট করে পাঠিয়ে দিন ।অর কেউ যদি কেউ পেজের মডারেটর বা লেখক থাকেন তাহলে এই পোস্ট নিয়ে পোস্ট করিয়েন ।মেইলঃ বিশ্ব যেখানে 4G-3g তে মাতামাতি ।সেখানে সোনার বাংলা এখনো ২জি তে ঝুলছে ।তারপর আবার ডাটার দাম নাগালের বাইরে ।১জিবির দাম ৩৫০ এবং আনলিমিটেড ডাটা ১০০০টাকা পড়ে যায় ।এ থেকে বোঝা যায় সোনার বাংলা ডিজিটালের পথে যাচ্ছে না ।অথচ অন্যান্য দেশগুলোতে বা উন্নত দেশগুলোতে ৩জি নেটয়ার্ক আমাদের অর্ধেক খরচে চালাচ্ছে ।পাশের দেশটাকেই দেখুন ভারত আমাদেরকে দেখায দেখায় কত কম খরচে ৩জি নেটয়ার্ক চালাচ্ছে ।আপনারা যদি ৩জি দেশে এভিলেবল না দিতে পারেন তাহলে দয়া করে ২জি নেটওয়ার্ক এর ডাটার মূল্য ৩ভাগের ১ভাগ করুন । ।যেমনঃআনলিমিটেড প্যকেজ ভ্যাট সহ ১০০০ টাকা থেকে ৩৫০টাকায় আনা হোক ।তাহলে সোনার বাংলা ডিজিটালের দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে ।আর একটা কথা না জানালেয় নয়ঃদেশের যদি অনলাইন নিউজ পোর্টালগুলোকে ৫লাখ টাকায় লাইসেন্স নিয়ে চালাতে হয় তাহলে এদের মধ্যে প্রথম আলো,কালের কণ্ঠ ,আমার দেশ ,সমকাল এবং অন্যান্য প্রিণ্ট সংবাদপত্র গুলোর অনলাইন সংস্করনকে কেন লাইসেন্স করতে হবেনা ।আমরা চায় একটি সুষ্ঠ আইন বা নীতিমালা ।যারা এই পোর্টালগুলো চালায় তারা আধিকাংশই তরুন বা বেকর ।সামান্য আয়ের এবং বেকারত্ব দূর করার জন্যয় তারা এগুলো চালায় তারা কিভাবে এককালীন ৫লাখ টাকা দিবে ।অন্তত বাত্‍সরিক(৫০হাজার টাকা) করা উচিত ।ধন্যবাদ

Level 0

@rifat: ভাল লিখেছেন।
সকলেরই লিখা জমা দেওয়া দেওয়া উচিত। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

প্রথমে ধন্যবাদ জানাই টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এধরনের সাহসী পদক্ষেপ গ্রহন করার জন্য । তারপর ধন্যবাদ জানাই টিউনকারীকে । সেই সাথে টিটিকে ও ।

১। ইন্টারনেট প্যাকেজ থেকে ভ্যাট প্রত্যাহার করা উচিত ।
২। ১জিবি সর্বচ্চো ১০০ টাকা করা, ৫১২কেবিপিএস স্পীড আনলিমিটেড প্রতিমাসে ৬০০ টাকা করা ।(ডাউন লোড ১২ জিবি সীমিত করণ নইলে অহেতুক প্রতি রাতে ডাউনলোড দিয়ে অনেকেই ঘুমাতে যাবে !)
৩। অব্যবহৃত ডাটা পরবর্তী ডাটার সাথে ব্যবহারের সুযোগ প্রদান করা ।
৪। ইন্টারনেট স্পীড কমপক্ষে ৫১২কেবিপিএস বাধ্যতামুলক করা ।
৫। ভিওপি উন্মুক্ত করা ।
৬। ছাত্র/ছাত্রীদের জন্য ৩০০/-টাকায় মাসিক ষ্টুডেন্ট প্যাকেজ চালু করা ।

    @Mustafa: আপনার প্রস্তাবগুলো অনেক পছন্দ হয়েছে আমার। আমিও কপি পেস্ট করে পাঠিয়ে দিলাম।
    যদিও তারা আসলেই মেইল চেক করবে কিনা সন্দেহ। 🙁

    mustafa vai ar satay akmot

    Level 0

    @Mustafa: ভাইয়া ডাউনলোড ১২ জিবি সীমিত করলে কিভাবে হবে? তাহলে আর আনলিমিটেড হল কি ভাবে? গুরে ফিরে সেই fare uses plan। তারমানে ১২ জিবি ৬০০ টাকা। তাহলে শুদু শুদু আনলিমিটেডের লোভ দেখানোর কি দরকার? আমার নেটের স্পীড ১২৮ কেবিপিএস। তারপরও আমার প্রতি মাসে ২০ জিবির উপর ডাউনলোড করা হয়। তখন তো ৫১২কেবিপিএস স্পীডে ৭ দিনেই আগেই ১২ জিবি শেষ হয়ে যাবে। আর ৫১২কেবিপিএস স্পীডে ১২ জিবি দিয়ে কার পোষাবে, তা যদি হয় আনলিমিটেড প্যাকেজ?

    তারচেয়ে এটা করতেই তো হয়, যেমন ১ জিবি ১০০ টাকা, ৫ জিবি ৩০০ টাকা, ১২ জিবি ৬০০ টাকা, ২০ জিবি ৮৫০ টাকা,২৫ জিবি ১০০০ টাকা,………… । এভাবে করে রেট করে দিলেই হয়। যার যততুকু দরকার সে ততোটুকু নিয়ে নিবে। এতে করে আনলিমিটেডের লোভ দেখানো প্রতারণার হাত থেকে তো বাঁচা যাবে।

    আপনি আরেকটা কাজ করতে পারেন, স্পীড ৬৪ কেবিপিএস দিয়ে আনলিমিটেড দিতে বলুন। তাহলে আর কেউ সারা মাসেও ১২ জিবি ডাউনলোড করতে পারবে না। আর আনলিমিটেড কথাটারো কোন প্রতারণা থাকলনা।

    @Mustafa: Nice but You should also include “No FUP for any Unlimited Package”
    Unlimited should be Unlimited.
    No 5GB/10GB FUP.

Level 0

জনমত গঠনের লক্ষে টিটির সকল ভিজিটর, টিউনারদেরকে বাস্তব সম্মত মতামত প্রদান করে মেইল পাঠানোর অনুরোধ রইল ।
[email protected]
[email protected]

ধন্যবাদ আপনাকে ।। @rubelcontent

Mustafa ভাইয়া , আপনার সবকিছু ঠিক আছে কিন্তু ১২ জিবিটা কম হয়েগেলো এইটা ৩০-৪০ জিবি করা দরকার ।

    @তুহিন: Unlimited এ কোন ধরা বাধা Limit থাকবেনা।
    Unlimited = Unlimited GB. No 5,10,30 or 40 GB.

Unlimited unlimited ই করতে হবে। download এর কি আমাদের প্রয়োজন নেই ?

    @এনামুল খান: ভাই, আমি আপনার সাথে একমত।
    Unlimited এ কোন ধরা বাধা Limit থাকবেনা।
    Unlimited = Unlimited GB. No 5,10,30 or 40 GB.

Wow! এই সরকারের সব কিছু কেমন জানি না। কিন্তু, BTRC এর কাজগুলো নিঃসন্দেহে প্রশংসনীয়। GP তে ও এখন ১০ সেকেন্ড পালস!! আর Fair Usage Policy অবশ্যই থাকে কিন্তু, সেগুলো শুধুমাত্র RURAL Area Satellite ভিত্তিক ISP Provider দের জন্য।যেহেতু, আমাদের দেশে এখন এরকম ISP Provider নেই সুতরাং, FUP মানে Shared Bandwidth এ ৮ জনের জায়গায় ২৪ টি লাইন দিয়ে ২ (WiMax Provider দের লাইন প্রতি ন্যূনতম লাভ)*৪=৮ গুন বেশি টাকা আদায় করা। মানুষের তো কোন লাভ ই নেই,বরং Company গুলো আরও লাভবান হওয়া!

    Level 0

    @hamimpuspo: @Anupmbhuiyan: BTRC নিজেও কিন্তু সরকারি প্রতিষ্ঠান, এরা সরকারের আদেশেই কাজ করে। সুতরাং আমাদের উচিত সরকারের ভাল কাজের মূল্যায়ন করা। দেশ সত্যিই ডিজিটাল হতে যাচ্ছে। মাননীয় প্রধান মন্ত্রীর গত শেষ সংসদ অধিবেশনে আরও অনেক সুজক সুবিধার কথা জানিয়ে ছেন। এখন সরকারকে সুপারিশ করার সুজক এসেছে তাই আমাদের সকল ইচ্ছা সরকার জানাতে হবে। এখন শুধু বসে থাকব আর প্রতিনিয়ত নুতুন নতুন সুজক সুবিধা পাব।

      @iamnayem: Absolutely! দেশ আসলেও প্রযুক্তি গত দিক দিয়ে এই কয়েক বছরে অনেকগুণ এগিয়েছে। 🙂

    @Anupmbhuiyan: Unlimited এ কোন ধরা বাধা Limit থাকবেনা।
    Unlimited = Unlimited GB. No 5,10,30 or 40 GB.
    কোন FUP থাকবেনা।

Level New

BTRC এমন উদ্যোগকে স্বাগত জানাই। আর কোন জিবি টিবি বুঝি না 500টাকায় আনলিমিটেড ইন্টারনেট চাই। প্রযুক্তির সঙ্গে সব সময় থাকতে চাই। আর পিছিয়ে থাকতে চাই না। ‍1000 কেবিবিএস/1এমবি স্পিট চাই। ৩জি/৪জি নেটওয়ার্ক চাই।

Bisher Onno desh gulor dike takale bojha jay amra kotota pichiye porechi.amader Internet speed onnoder tulonay onek kom r dada charge ta onnoder tulonay onek beshi.BTRC r notun uddog ke sagoto janani.R obilombe Bastobayon Hok.

amra je taka deya 512kbps chalai onno dase sai taka deyai 8-10mbps line chalai without fup. . tarsatha uplod thake download er half r saikhane amdr dase uplod dai download er one third. . unlimited internet 512 chai 1000tk with vat. .

Level 0

১। ইন্টারনেট স্পীড সবচেয়ে কম ৫১২কেবিপিএস দিতে হবে, আর সর্বোচ্চ যতো দিতে পারেন।
২।আর প্যাকেজ থাকবে ৩টি:
মোবাইল প্যাকেজ,৩ জিবি মূল্য ১00-১৫০ টাকার মধ্যে।
স্টুডেন্ট প্যাকেজ, ৩০ জিবি ৩০০ টাকার মধ্যে।
আনলিমিটেড = আনলিমিটেড ৫০০ টাকার মধ্যে।
বিঃদ্রঃ কোন প্রকার ফেয়ার ইউজ পলিসি থাকবে না।

Level 0

কারন এতো দিন আমরা প্রতারিতই হয়েছি। ৭২০০০ থেকে ৮০০০ হয়েছে। তাই এখন আর বেশি দিতে চাই না। যা দেয়ার তা অনেক আগেই তারা পেয়েছে। এখন আমাদের কিছু দিয়ে তারা তাদের কাজটা হালাল করুক

আমার প্রস্তাবনা সবাই একটু বিবেচনা করে দেখতে পারেন। (সবার থেকে ধারনা নিয়ে কিঞ্চিত মডিফাই করা হয়েছে) পছন্দ হলে মেইল করতে পারেন BTRC কে। আরো প্রস্তাবনা থাকলে কমেন্ট এ উল্লেখ করতে পারেন।

2G/3G/4G সকল অপারেটর এর উপর Monthly প্যাকেজের ক্ষেত্রে নিম্মোক্ত বিষয়গুলো প্রয়োগ করতে হবে-

১. আনলিমিটেড ইন্টারনেট এ কোন FUP (Fare Uses Plan) দ্বারা ইউজেস অথবা স্পীড সীমিত করা যাবে না।

২. পোষ্টপেইড/মান্থলি(Monthly) সীমিত প্যাকেজের ক্ষেত্রে অব্যবহৃত ডাটা পরবর্তী ডাটার সাথে স্বমন্বয়ের সুযোগ প্রদান করতে হবে।

৩. ৫১২কেবিপিএস / ১ এমবিপিএস / ২ এমবিপিএস আনলিমিটেড ইন্টারনেটের মূল্য হতে পারে যথাক্রমে অনধিক ৫০০৳/৮০০৳/১২০০৳

৪. ষ্টুডেন্ট এর জন্য ৩০০৳ টাকায় আনলিমিটেড ইন্টারনেট অথবা ৩০% ছাড়ে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকতে হবে।

৫. আপলোড এবং ডাউনলোড উভয়ক্ষেত্রে সমান ব্যান্ডউইডথ প্রদান করতে হবে।

2G/3G/4G অপারেটর এর জন্য Sort/Limited প্যাকেজের ক্ষেত্রে নিম্মোক্ত বিষয়গুলো প্রয়োগ করতে হবে-

১. ১জিবি ১০০ টাকা/ ৩ জিবি ১৫০ টাকা/ ৫জিবি ৩০০৳ করতে হবে।

২. ইন্টারনেট স্পীড কমপক্ষে ৫১২কেবিপিএস বাধ্যতামুলক করাতে হবে সবাই ফুল স্পীড এ ইন্টারনেট ব্যবহার করতে পারে।

৩. অব্যবহৃত ডাটা পরবর্তী ডাটার সাথে ব্যবহারের সুযোগ প্রদান করাতে হবে ।

৪. মোবাইল অপারেটরদের সকল বিভ্রান্তিমূলক শর্ট প্যাকেজ বাতিল করতে হবে।

৫. যতটুকু ব্যবহার ততটুকু বিল এর প্যাকেজ থাকতে হবে এ ক্ষেত্রে উপরোল্লিখিত হারে অর্থাৎ (১জিবি ১০০ টাকা/ ৩ জিবি ১৫০ টাকা/ ৫জিবি ৩০০৳)
বিল করতে হবে। অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে যথাযোগ্য প্যাকেজের রেট সমহারে প্রয়োগ করতে হবে।

নিমোক্ত বিষয়গুলো সকল অপারেটর এর উপর প্রয়োগ করতে হবে

১. ভিওআইপি অনতিবিলম্বে সকলের জন্য উন্মুক্ত করতে হবে।

২. ইন্টারনেট প্যাকেজ থেকে ভ্যাট প্রত্যাহার করতে হবে ।

৩. প্রিপেইড থেকে পোষ্টেপইড অথবা পোষ্টপেইড থেকে প্রিপেইড প্যাকেজ এ শর্তবিহীন মাইগ্রেশন সুবিধা থাকতে হবে।

৪. পূর্ববর্তী ইন্টারনেট ব্যবহারকারীদের পরবর্তী যে কোন প্যাকেজ এ শর্তবিহীন মাইগ্রেশন সুবিধা দিতে হবে।

৫. ইন্টারনেট ব্যবহার করতে প্রয়োজনীয় যন্ত্রাংশের উপর ভ্যাট প্রত্যাহার করতে হবে।

    @marufbillah: ekmot poson krtaci. . kentu amr voi hoitace amra kentu mobile er 10seconds puls neya kentu onk lafalafi krce kentu last e amr bash deya delo. . ai rokom na hoilai hoi. .

    Level 0

    @marufbillah: একমত পোষন করছি। এখন বাস্তবায়িত হলেই হয়। কত আর স্বপ্ন দেখব? নাকি আবার বাঁশ খাবো তাই ভাবছি………।

Level New

আমিও আপনাদের সাথে একমত।কিন্তু এগুলো আসলেই কি বাস্তবায়িত হবে ? নাকি স্বপ্ন থেকে যাবে!

Level 0

একমত পোষন করছি । ধন্যবাদ ।

Level New

Digital Bangladesh গড়তে এন্টারনেটকে সহজ লভ্য করা জরুরি। একজন এন্টারনেট ব্যবহার কারি নিম্নক্তো সুবিধা গুলো পেলে ভালো হয়।

১.ইন্টারনেট প্যাকেজ থেকে ভ্যাট প্রত্যাহার করাতে হবে।
২. অন্যান্ন জিনিসের মত GB আকারে ডাটা কিনতে উন্মুক্ত করাতে হবে। GB কিনে ইচ্ছে মত সময় ধরে use করতে দিতে হবে। GB এর দাম এরকম হতে পারে, 1GB = 200tk(512 Kbps), 3GB = 400tk(512 Kbps), 5 GB = 500tk(512 Kbps) etc. তবে Unlimited এর জন্য মাসিক হিসেব থাকবে Kbps অনুযায়ী ।
৩. আনলিমিটেড প্যকেজে কোন FUP (Fare Uses Plan) থাকবে না।
৪ সম্ভব হলে Student দের জন্য প্রতি GB তে ছাড় থাকবে।
৫. BTCL এর জন্যও একই শত থাকবে। অনতিবিলম্বে BTCL এর Broadband Connection সারা দেশ ব্যাপি দিতে হবে।
৬. Minimum Speed 512 Kbps বাধ্যতামুলোক হউয়া উচিত।
ধন্যবাদ

Level 0

Just want to tell every one that FUP can not be removed in wireless internet due to technical reason. second thing we don’t have that kind of infrastructure facility for having high speed internet. You guys can check indian mobile operators websites they also applied FUP. But We can expect that BTRC should should order all the operators to reduce charges. And please guys do not say to remove VAT’s. It is one of the major income source for the government. 15% vat you give can benefit to you in 1500% in other ways. Most importantly removing VAT will lead less accountability of Operators to government. Thanks.

১ । প্রতি ১ KB এর দাম ০.০০০৩ করতে হবে ভেট সহ । যেন নির্ভয়ে নেট ইউস করা যায় । তাহলে ১ জিবি এর দাম দাড়ায় ৩১৫ টাকা ।

২ । ১জিবি ডাটা প্যাকেজ এর দাম ১০০ টাকা করতে হবে ভেট সহ ।
৩ । আনলিমিটেড ইন্টারনেট ৫০০ টাকা করতে হবে। আনলিমিটেড ইন্টারনেট এ কোন Fare Usage Plan থাকবেনা ।

৪ । প্রতি প্যাকেজ এর মেয়াদ ১ মাস বাধ্যতামূলক করতে হবে . সেটা ১০MB ই হোক না কেন ।

৫ । ইন্টারনেট প্যাকেজ থেকে ভ্যাট প্রত্যাহার করতে হবে ।

৬ । ছাত্র/ছাত্রীদের জন্য বিশেষ ইন্টারনেট প্যাকেজ চালু করতে হবে । আনলিমিটেড ইন্টারনেট (Fare Uses Plan ৫জিবি )৩০০ টাকা করতে হবে ।
৭ । অব্যবহৃত ডাটা পরবর্তী ডাটার সাথে ব্যবহারের সুযোগ প্রদান করতে হবে ।
৮ । ইন্টারনেট স্পীড কমপক্ষে ৫১২ KBPS বাধ্যতামুলক করতে হবে যাতে সবাই ফুল স্পীড এ
ইন্টারনেট ব্যবহার করতে পারে ।
৯ । মেগাবাইট শেয়ার করার মত ব্যাবস্থা করে দিতে হবে ।
১০ । Call rate নিজেদের অপারেটর থেকে নিজেদের অপারেটরে রাত-দিন ২৪ ঘন্টা ২৯ পয়সা/মিনিট করে দিতে হবে । ভেট সহ ।
১১ । অন্যান্য অপারেটর প্রতি মিনিট সর্বচ্য ১ টাকা করতে হবে (১ মিনিট = ১ টাকা ভেট সহ) ।

ধন্যবাদ ।

ভাই এত আশা করলেতো কিছুউ পাবেন না।
আমি এই কয়টা হলেই খুশি
১ । ১জিবি ডাটা প্যাকেজ এর দাম ১০০ টাকা করতে হবে ভেট সহ ।
২ । আনলিমিটেড ইন্টারনেট ৫০০ টাকা করতে হবে। আনলিমিটেড ইন্টারনেট এ কোন Fare Usage Plan থাকবেনা
৩ । ইন্টারনেট প্যাকেজ থেকে ভ্যাট প্রত্যাহার করতে হবে
৪ । অব্যবহৃত ডাটা পরবর্তী ডাটার সাথে ব্যবহারের সুযোগ প্রদান করতে হবে

BTCL slashes bandwidth price by TK 3,200

The state-owned Bangladesh Telecommunications Company Limited has reduced monthly leased rental bandwidth price by Tk 3,200 aimed at providing cheaper internet services to its subscribers.
‘We’ve trimmed the monthly rental bandwidth price to Tk 4,800 from the exiting Tk 8,000,’ SOM Kolimullah, managing director of BTCL, told the BSS on Sunday.
The decision will be effective from April 1, he added.
The BTCL managing director informed that registration, installation and testing fee has also been reduced, and the subscribers have to pay a total of Tk 5,000 for the packages.
Earlier, the registration fee was Tk 5,000 while the testing and installation charge was Tk 5,000.
BTCL officials said the monthly rental price of per mbps bandwidth for internet service providers and other high bandwidth consumers had been set at Tk 4,800.
The high bandwidth subscribers would also enjoy 15 to 35 per cent discount on their monthly consumptions, they added.
Besides, the government educational institutions and public universities would get 25 per cent discount while 5 per cent discount would be provided to training and research centres, government offices, and
private, autonomous and statutory organisations.
The officials said other subscribers including individual user would also enjoy discount and cheaper package for their monthly uses.
Meanwhile, the telecom ministry is mulling to reduce the monthly rental bandwidth price further for the leased internet access through submarine cable by Tk 3,000 within June to spread the ICT-based services to the grassroots.
Post and telecommunication secretary Abubakar Siddique earlier had told the BSS that the government would reduce the bandwidth price further whenever its benefit would be ensured for the end user.
Officials said Bangladesh Submarine Cable Company Ltd, which maintains the country’s lone submarine cable, had already sent a formal proposal to the telecom regulator in this regard and recommended cutting 38 per cent bandwidth price at user level.
The BSCCL proposed Tk 5,000 for per mbps bandwidth from existing Tk 8000 while Tk 4,200 for internet service providers and Tk 3,800 for international internet gateway operators.

link-http://newagebd.com/detail.php?date=2013-04-29&nid=47589#.UX3JoUr96vM