গ্রাহক স্বার্থ সংরক্ষণে মোবাইল ফোন অপারেটরদের জন্য ইন্টারনেটের দাম কমানোসহ ১৪ দফা নির্দেশনা জারি করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ বিষয়ে আগামী ১০ অক্টোবর পর্যন্ত গণশুনানি বা গ্রাহকদের মতামত গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
গত আট বছরে কয়েক ধাপে ইন্টারনেট ব্যান্ডউইডথের মূল্য মেগাবাইটপ্রতি ৭২ হাজার টাকা থেকে আট হাজার টাকায় কমিয়ে আনা হলেও মোবাইল ইন্টারনেট গ্রাহকদের কাছ থেকে সেই আগের মতোই উচ্চ হারে চার্জ আদায় করা হচ্ছে। ২০০৪ সালে মোবাইল ফোন গ্রাহকদের থেকে ইন্টারনেট সেবার চার্জ আদায় করা হতো প্রতি কিলোবাইটে দশমিক শূন্য ২ পয়সা। আট বছর পর আজও সেই রেট অপরিবর্তিত রয়েছে। মোবাইল ফোন অপারেটররা তাদের পি-১ প্যাকেজে একই হারে চার্জ আদায় করে যাচ্ছে।
এ অবস্থার পরিবর্তনসহ মোবাইল ফোন সেবায় গ্রাহক স্বার্থ সংরক্ষণের স্বার্থেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। rhassan (at) btrc.go v.bd ও sunjib (at) btrc.gov.bd ই- মেইল ঠিকানায় বিষয়টি সম্পর্কে গ্রাহকদের মতামত পাঠাতে বলা হয়েছে।
আমি Md Jillur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
১। ইন্টারনেট স্পীড সবচেয়ে কম ৫১২কেবিপিএস দিতে হবে, আর সর্বোচ্চ যতো দিতে পারেন।
২।আর প্যাকেজ থাকবে ৩টি:
মোবাইল প্যাকেজ,৩ জিবি মূল্য ১00-১৫০ টাকার মধ্যে।
স্টুডেন্ট প্যাকেজ, ৩০ জিবি ৩০০ টাকার মধ্যে।
আনলিমিটেড = আনলিমিটেড ৫০০ টাকার মধ্যে।
বিঃদ্রঃ কোন প্রকার ফেয়ার ইউজ পলিসি থাকবে না।
কারন এতো দিন আমরা প্রতারিতই হয়েছি। ৭২০০০ থেকে ৮০০০ হয়েছে। তাই এখন আর বেশি দিতে চাই না। যা দেয়ার তা অনেক আগেই তারা পেয়েছে। এখন আমাদের কিছু দিয়ে তারা তাদের কাজটা হালাল করুক
I already Emailed to remove FUP(fare uses plan) from Unlimited internet package.
GP say its unlimited but they only give us 5GB!