কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন ।
প্রতিদিনের মত আজও আপনাদের পড়াশোনা ও ক্যারিয়ার গড়তে সহায়ক এমন নতুন পোস্ট নিয়ে হাজির হলাম।
গত পোস্টে আপনারা জেনেছেন কীভাবে বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারেন।
এরই ধারাবাহিকতায় আজ আমরা জানবো বাংলা ওয়েবসাইট এর বিজ্ঞাপন সম্পর্কে বিস্তারিত । আমরা সবাই গুগল Adsence এর এড পাওয়ার জন্য চেষ্টা করে থাকি।
কিন্তু দুঃখের বিষয় হল আন্তর্জাতিক মাতৃভাষা হওয়া সত্তেও গুগল Adsence বাংলা ভাষার ওয়েবসাইট সাপোর্ট করে না, তাই আমি Adsence না বলে Bad sencs বলতেই ভালবাসি ।
যাইহোক, গুগল adsence এর চেয়ে দুইটি ভাল এড কোম্পানির সাথে পরিচয় করিয়ে দিব। যা দিয়ে adsence এর থেকে ভাল আয় করতে পারবেন।
নিম্নে বাংলা সাপোর্টকারি এড কোম্পানিতে আপনার একাউন্ট খোলার লিঙ্ক দিয়ে দিলাম
এই কোম্পানি দুটির সবচেয়ে বর সুবিধা হল এক পেজ এ আপনি একাধিক কোম্পানির এড ব্যবহার করতে পারবেন । এমনকি এডসেন্স এর পাশাপাশি এই এড গুলো ব্যবহার করা যায়।
$$ দুই কোম্পানি থেকে মাসে ২ বার অর্থাৎ ১৫ দিন পর পর টাকা তোলা যায় ।
আর টাকা তোলার জন্য আপনাকে কোন কষ্ট করতে হবে না , তারা চেক আপনার বাসার ঠিকানায় চলে আসবে,
অথবা পেপাল ব্যবহার করতে পারেন টাকা তোলার জন্য ।
আমার এই পোস্ট লিখার কারন বাংলা সাইটের অ্যাডমিন দের আয় বাড়ানোতে সাহায্য করা , কারন
আয় যত বেশি হবে, ওয়েবসাইট এর মান তত বারবে। আমরা এভাবে আমাদের বাংলা কে আর উপরে নিয়ে যাব।
আর আমরা যারা কোন ওয়েবসাইট এর অ্যাডমিন না আসুন তারা বাংলা সাইট গুলোকে সাপোর্ট করি ।তাদের এড গুলোকে অবহেলা না করি ।
আপনার যেকোন প্রয়োজন জানাতে দ্বিধা করবেন না ।
কমেন্ট করুন সবাইকে অনেক ধন্যবাদ ।
আগামিকাল ইনশাল্লাহ নতুন কোন পড়াশোনা বিষয়ক পোস্ট নিয়ে দেখা হবে সেই পর্যন্ত খোদা হাফেজ ।
আমি Rafsan.zannat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Bhiya … Ami Toh Bojte Parte Chii Na…. Amar Blog A Dhukle Dekha Jai Je…. Ads Ase… Apni Aktu Dkhen Please amar blog a ki adsense dise ?