আমার বাংলাদেশীরা ক্রিকেট পাগল এটা সবাই জানে ।
কিন্তু বাস্ততার কারনে আমরা অনেক সময় হাতের কাছে টিভি পাই না যার ফলে আমাদের প্রিয় টিম এর খেলা গুলো দেখা হয় না ।
ইন্টারনেট আমাদের সকলের কাছেই আছে এবং আমরা জানি ইন্টারনেট ব্যবহার করে ক্রিকেট খেলা দেখতে পারি ।
কিন্তু আমাদের ধারনা এতে মনেহয় অনেক স্পীড এর ইন্টারনেট কানেকশন প্রয়োজন । আর এটা শুধু কম্পিউটার এই সম্ভব ।
যার ফলে মন খারাপ হয়ে থাকে অনেকের ।
তাই আমার সকল ক্রিকেট পাগল বন্ধুদের মুখে হাসি ফোটানোর জন্য আমার এর লিখা ।
আপনি এখন চাইলে কম স্পীড যেমন 128 kbps বা এর কাছাকাছি স্পীড এর যেকোনো ইন্টারনেট কানেকশন দিয়ে
কোন থামাথামি ছাড়াই খেলা দেখতে পারেন ।
লিঙ্ক গুলো নিম্নে দেয়া হলঃ
আর মোবাইল এ যদি স্ট্রিমিং সুবিধা থাকে তবে টা দিয়েও দেখতে পারেন Live খেলা ।
স্ট্রিমিং সুবিধা পাবেন যেসব মোবাইলে তার লিস্ট নিচেঃ
১. সিম্বিয়ান মোবাইল
২. অ্যান্ডএড মোবাইল
৩. আই ফোন
৪. এইচটিসি মোবাইল
অথবা যেকোনো স্মার্ট ফোনে ।
এ ক্ষেত্রে অবশ্যই মোবাইলের নিজস্ব ব্রাউজার দিয়ে ব্রাউজ করতে হবে ।
আমি Rafsan.zannat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।