ইউটিউব বা গুগোলে ঢুকতে সমস্যা হইলে এইদিকে আসেন

বাংলাদেশ থেকে কিছু কারনে ইউটিউব বা গুগোলে কিছুদিন ধরে শুনছি ঢুকতে সমস্যা হচ্ছে।যারাই সমস্যায় পরছেন কিংবা ভবিষ্যতে এমন সমস্যায় পড়তে পারেন তাদের জন্য আজকের এই পোস্ট।পোস্ট শেষে আশা করা যায় এ নিয়ে আর কোন সমস্যা হবে না।আর যারা এ মুহূর্তে গুগোল কিংবা ইউটিউব ব্যবহারের পক্ষপাতি নন তারা পোস্টটি এড়িয়ে যান নিজ দায়িত্তে।

বিভিন্ন উপায়ে ইউটিউবে ঢুকা যাবে।আমরা ব্যবহার করব একটি ভিপিএন সফটওয়্যার।

যারা জানেন না তাদের জন্য ২টি লাইন।ভিপিএন হচ্ছে ভারচুয়াল প্রাইভেট নেটওয়ার্ক।এর মাধ্যমে আপনি ডিরেক্ট ইন্টারনেট এ এক্সেস না করে একটি সার্ভার দ্বারা এক্সেস করতে পারেন।কথা না বাড়িয়ে টিউনে ফিরে আসি।আজকের আলোচ্য ভিপিএন সফটটির নাম স্পটফ্লাক্স

প্রথমে সফটওয়্যারটি এখান থেকে নামিয়ে নিন

১.ডাউনলোড

অথবা

২.ডাউনলোড(সফটনিক)

কিংবা

৩.সফটপিডিয়া মিরর

মিডিয়াফায়ার ডাউনলোড

সফটওয়্যারটি জাভা প্ল্যাটফরমের হওয়াতে এটি চালাতে জাভার দরকার হবে।যাদের জাভা নেই তারা এখানেক্লিক করুন।

এবার সাধারন সফটের মতই ইন্সটল করুন।আপনি উইন্ডোজ ৭ ব্যবহার করলে একসময় ড্রাইভার ইন্সটলের অনুমতি চাইবে,ইন্সটল এ ক্লিক করে দেবেন হয়ে যাবে।ইন্সটল শেষে সফটওয়্যারের নিচের মত একটি উইন্ডো আসবে

স্পটফ্লাক্স

কিছুক্ষন অপেক্ষা করুন দেখবেন নিচের মত লেখা আসবে।

স্পটফ্লাক্স ২

এরমানে আপনি এখন তাদের সার্ভার দিয়ে কানেক্টেড।এখন আপনি নিশ্চিন্তে যেকোনো ওয়েবে ব্রাউজ করতে পারেন।হ্যাপি সার্ফিং

বি.দ্র.

১.উপরে একবার বলেছি নিচে আবারও বলছি আপনি এই মুহূর্তে এই সাইটগুলোতে প্রয়োজন না পড়লে এই পোস্ট থেকে চলে যেতে পারেন

২.যেহেতু আপনি একটি সার্ভার থেকে রিডায়রেক্ট হয়ে ব্রাউজ করছেন তাই মাঝে মাঝে স্পিডে তারতম্য হতে পারে।তারতম্য হলে সফটওয়্যারটিকে ডিজেবল করে আবার এনাবল করুন।

এমন আরও কোন উপায় জানতে কিংবা টিউন সম্পর্কে যেকোনো পরামর্শে মেইল করতে পারেন আমাকে -

[email protected]

সবাইকে ধন্যবাদ টিউনটি পড়ার জন্য।

টিউনটি বিনা অনুমতিতে কপি পেস্ট করার অনুমতি দেওয়া হল

Level 0

আমি Ochena Balok। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই কাজ হয়েছে ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ,ছড়িয়ে দিন এটা সবাইকে

Level 0

hotspot sheild die eo ekoi kaj kora jai …..

    @Diptta: ভাইয়া আমিও কিন্তু বলেছি আরও অনেক উপায়ে এই কাজ করা যায়।তবে এই সফটে স্পিডে খুব তারতম্য হয় না।হটস্পট শিল্ড নিয়ে অনেকে খুব সন্তুষ্ট নয়।কমেন্টের জন্য ধন্যবাদ

vai connect hote hote to buira hoe gelam..enable to hoe na

    @hasan sabuz: ভাইয়া কানেক্ট না হলে ওয়্যারটা বন্ধ করে আবার চালু করুন

Level 0

ha dhukasa khub valo laglo…:)

হায়রে মুসলমান। আমাদের প্রিয় নবীকে অপমান করে তৈরি করা ভিডিও রাখার পরও আমরা সামান্য একটা সাইটকে প্রত্যাখ্যান করতে পারছি না। কী করে আমরা নিজেদের উম্মতে মোহম্মদী বলে দাবী করি??

    ভাই এটা কোন ধরনের কথা। ইউটিউব বন্ধ করলেই কি সমাধান। ফালতু সেন্টিমেন্ট।

      @মোঃ আরিফ: ভাই থাকেন কোথায় দেশে এত মিছিল এত প্রতিবাদ এর পরেও…….. আর ভাই ইউটিউব আর গুগল ছাড়া কি আর ওয়েবসাইট নাই এইডাইকি দুনিয়ার সব নাকি?

    @আশিক: সহমত!! আমার মনে হয় টিউনার মুসলামান না।

    @আশিক: এর আগেও এমন অসংখ্য ভিডিও বের করা হয়েছে।হযরত ঈসা(আ) কে নিয়েও অসংখ্য ভিডিও পাবেন,তো তখন কই ছিলেন?

    @আশিক: গ্রামে একটা প্রচলিত কথা শুনতাম আর তা হলোঃ …….(সেন্সর ) রাও (কথা/টুশব্দ) করেনা মাথায় হাত দিলে কয় (বলে) কে রে? অর্থাৎ তার সাথে খারাপ কাজ করলেও কোন শব্দটি করেনা কিন্তু আপনি যদি আদর করে মাথায় হাত দেন তা হলেই বলবে মেয়ে মানুষের গায়ে হাত দিলে কেন? এটা বলার উদ্দেশ্য হল রাসূল(সাঃ)কে মুখে বা লোক দেখানো ভালবাসলেই হবেনা। অন্য ধর্মের একজন আমাদের রাসুলকে অপমান করার চেষ্টা করেছে সেটা আমাদের গাযে লাগছে একবার চিন্তা করে দেখুনতো এই আমার আপনার মত নামদারী মুসলমানরা প্রতিদিন, প্রতিক্ষন আমাদের এই প্রিয় রাসূল(সাঃ)কে আমরা নিজেরাই অপমান করছি। আমরা কি বুকে হাত রেখে বলতে পরবো যে আমরা সবগুলি ধর্মিয় অনসাশন মেনে চলি। একজনকে মহব্বত করার অর্থ হল তার সব ভাল লাগা মন্দ লাগার দিকে লক্ষ রেখে চলা। যেমন একজন প্রেমিক সবসময়ই চায় আর প্রেমিকাকে খুশি করতে। তার ভাল লাগা মন্দ লাগা মেনে চলতে। নিজের ইচ্ছার বিপরীতে হলেও তা করে। কিন্তু আমরা কী করছি?????? আমাদের অবস্থা কী উপরের প্রবাদের ঐ মহিলার মত হয়ে গেলনা। আমরা আমাদের প্রিয় রাসূল(সাঃ)কে সব সময় অপমান করে চলছি তার খোজ রাখিনা আর অন্য কেউ করলেই বলি কেরে তুই???????? এত বড় সাহস তুই আমার প্রিয় রাসূল(সাঃ)কে অপমান করলি।

    @আশিক: ইউটিউব তো পৃথিবীতে অবস্থিত। পৃথিবীরে প্রত্যাখ্যান করেন?

Level 0

আশিক, আপনি একজন মুসল্মান হয়ে কি গুগল ব্যবহার করা বাদ দিয়েছেন? মনে হয় দেন নাই, ইউটিউব মনে হয় অই ঘটনার পর থেকে ব্যবভার করা বাদ দিয়েছেন। কিন্তু যেই ইউটিউব আপনাকে এত দিন সার্ভিস দিল তার কথা কন এক ব্যক্তির আপলোড করা জিনিসের জন্য বেমালুম ইউটিউবকে ভুলে গেলেন! আমিও একজন মুসলমান, কিন্তু আপানার মত মন-মানষিকতার অধিকারী না। পারলে টিউনারকে উৎসাহ দিবেন, নইলে নয়………।

Ato shomoy lage je mone hoi sharadin lege jabe.. dorkar nai amar Youtube,, koidin por sob kisu amnei thnda hoye jabe..

Level 0

পাপ কে ঘৃনা করো পাপি কে নয় । যেহেতু আমরা তাদের উপর নির্ভরশীল তাই বলে লাব নাই ইচ্ছা করলেই সবকিছু বাদ দিতে পারবেন না … যে হুজুর সাঃ কে ব্যঙ্গ করেছেন আল্লাহ তাকে ধবংস করুন …। .. পাকিস্তান এর সাথে খেলা হলেই দেখি একদল মানুষ আবার ১৯৭১ এ ফিরে যান । আমি নিজেও ভুলে যাই নাই ১৯৭১ এর কথা , খেলার মাঠে ৭১ টেনে নিয়ে আসবেন না ……. ধন্যবাদ ভাই কাজে লেগেছে ।

    @REJWANHUQ: ইচ্ছা করলেই উপায় হয় ইউটিউব ছাড়া আরো অনেক ভিডিও শেয়ারিং সাইট গুগল ছাড়া আরো অনেক সার্চ ইনঞ্জিন আছে।

      Level 0

      @রুহুল আমিন: তার পরেও আপনি গুগল ইউজ করেন কেন ? যদি না করতে পারেন ভালো কথা

Level 2

REJWANHUQ, vai ek mot.

    @রুহুল আমিন: ইসলাম এর শত্রুদের কাছ থেকে না পালিয়ে তাদের সামনে থেকে তাদের মুখে জুতা মারা কি আমাদের কর্তব্য নয়???

সবাইকে ধন্যবাদ কমেন্টের জন্য যারা ইউটিউবের সাথে ধর্ম গুলিয়ে ফেলছেন তাদেরকে আগেই বলেছি দরকার না হলে ঢুকবেন না।মাথা ব্যাথা হলে ওষুধ খাবেন নাকি মাথা বাড়ি দিয়ে ভেঙ্গে ফেলবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার।আপনার ধরমানুভূতি এত বেশী তাহলে ফেসবুকের বিরুদ্ধে আন্দোলন চালান নাহলে ইন্টারনেট ব্যবহার ছেড়ে দিন।আপনাকে কেউ বলেনি একটা পর্ন জাতীয় ব্যাঙ্গাত্তক মুভীর ট্রেইলার দেখতে।অন্য দেশের সাইটের বিরুদ্ধে বলেন নিজের দেশের পর্ন আর বাংলা চটির সাইট বর্জন করে দেখান।মহানবী(স) একবার একটি ছেলেকে মিস্টি খেতে না করার আগে নিজে মিস্টি খাওয়া কমিয়ে দিয়েছিলেন।তাই পারলে ভালো কিছু করুন খারাপগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে

ব্যক্তিগত ভাবে আমার মতে গুগোল সবচাইতে ভালো সার্চ ইঞ্জিন।অন্যগুলো ব্যবহার করে মজা পাই না আর ইউটিউবের মতন ৃদ্ধ ডেটাবেজ অন্য কোথাও পাই নি।আমার পড়ালেখার কাজেও এই ২টার অবদান সীমাহীন।

    @Ochena Balok: আরও সহমত…আমার অবশ্য এত কস্ট করতে হয় না…আমার বাংলালায়ন এর কানেক্ট আইপি বেশিরভাগ সময় কানাডারটা শো করে…এদেশে বন্দ ক্রএ দেয়ার জন্য এক্তু বেশি সময় লাগে লোড করতে এই যা…একবার এসে পরলে আর সমস্যা হয়না…ধুমাইয়া আগের মতই ডাউনলোডাই…ফালতু জিনিশগুলা বাদ দিলে ভাই এত এত এত্ত ইন্টারেস্টিং জিনিষ আছে যে না দেখে পারা যায় না…

boss limited acess dekhay. ekhon ki korbo.

    @ronybuhyain:রিকানেক্ট করুন তাহলেই হয়ে যাবে

ধন্যবাদ…..কাজ হয়েছে….

Level 0

awesome
thank you…..kaj korse…koi din dhore trey kore o partesilam na…apnake one k dhonnobad

খুবই সাবধান যারা ধন্যবাদ দিচ্ছেন তাদের উপ্রে কিন্তু মুমিন্সরা মাইন্ড খাইতাসে :ডি

গ্রামে একটা প্রচলিত কথা শুনতাম আর তা হলোঃ …….(সেন্সর ) রাও (কথা/টুশব্দ) করেনা মাথায় হাত দিলে কয় (বলে) কে রে? অর্থাৎ তার সাথে খারাপ কাজ করলেও কোন শব্দটি করেনা কিন্তু আপনি যদি আদর করে মাথায় হাত দেন তা হলেই বলবে মেয়ে মানুষের গায়ে হাত দিলে কেন? এটা বলার উদ্দেশ্য হল রাসূল(সাঃ)কে মুখে বা লোক দেখানো ভালবাসলেই হবেনা। অন্য ধর্মের একজন আমাদের রাসুলকে অপমান করার চেষ্টা করেছে সেটা আমাদের গাযে লাগছে একবার চিন্তা করে দেখুনতো এই আমার আপনার মত নামদারী মুসলমানরা প্রতিদিন, প্রতিক্ষন আমাদের এই প্রিয় রাসূল(সাঃ)কে আমরা নিজেরাই অপমান করছি। আমরা কি বুকে হাত রেখে বলতে পরবো যে আমরা সবগুলি ধর্মীয় অনুসাশন মেনে চলি। একজনকে মহব্বত করার অর্থ হল তার সব ভাল লাগা মন্দ লাগার দিকে লক্ষ রেখে চলা। যেমন একজন প্রেমিক সবসময়ই চায় আর প্রেমিকাকে খুশি করতে। তার ভাল লাগা মন্দ লাগা মেনে চলতে। নিজের ইচ্ছার বিপরীতে হলেও তা করে। কিন্তু আমরা কী করছি?????? আমাদের অবস্থা কী উপরের প্রবাদের ঐ মহিলার মত হয়ে গেলনা। আমরা আমাদের প্রিয় রাসূল(সাঃ)কে সব সময় অপমান করে চলছি তার খোজ রাখিনা আর অন্য কেউ করলেই বলি কেরে তুই???????? এত বড় সাহস তুই আমার প্রিয় রাসূল(সাঃ)কে অপমান করলি।

আল্লাহ্‌ আমাদের সবাইকে দীনের সহী বুঝ দান করুন, আমাদেরকে হেদায়েত দান করুন। আমীন।

    @মাসুদুর রহমান: কমেন্টে সবকিছু পরিস্কার করেননি।আপনি চাইলে আমাকে মেইলে আরও বিস্তারিত কমেন্ট জানাতে পারেন।মেইল আইডি উপরে পাবেন

@Ochena Balok

চমৎকার…

Level 0

কাজ হয়েছে। অনেক দিন পর সফল হলাম
অনেক অনেক অনেক ধন্যবাদ ভই।

দারুণ টিপস শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ।

ধর্ম নিয়ে অনর্থক ক্যাচাল ভালো লাগে না। ধর্মান্ধতা আর ধর্মপ্রানের মাঝেকার পার্থক্য বুঝতে পারলেই সমস্যা তৈরী হয় না..। যাকগে…। যেজন্য লগিন করেছি, সেটা বলছি। লেখককে অনেক অনেক ধন্যবাদ পোষ্টটির জন্য। খুব জরুরী কিছু কাজ ছিলো ইউটিউবে। আগে এমনিতেই ওপেন হতো। কয়েকদিন ধরে ডিস্টার্ব করছে। আজকে আবার মোটামুটি ঠিকঠাক এক্সেস করতে পারছি। আবারো ধন্যবাদ সফটটির সন্ধান দেয়ার জন্য। শুভ কামনা রইলো। ভালো থাকবেন খুব।

@moniazadi:িআপনাকে আল্লাহ তা’আলা বুজার তৌফিক দান করুক!!!!!

@রুহুল আমিন: গ্রামে একটা প্রচলিত কথা শুনতাম আর তা হলোঃ …….(সেন্সর ) রাও (কথা/টুশব্দ) করেনা মাথায় হাত দিলে কয় (বলে) কে রে? অর্থাৎ তার সাথে খারাপ কাজ করলেও কোন শব্দটি করেনা কিন্তু আপনি যদি আদর করে মাথায় হাত দেন তা হলেই বলবে মেয়ে মানুষের গায়ে হাত দিলে কেন? এটা বলার উদ্দেশ্য হল রাসূল(সাঃ)কে মুখে বা লোক দেখানো ভালবাসলেই হবেনা। অন্য ধর্মের একজন আমাদের রাসুলকে অপমান করার চেষ্টা করেছে সেটা আমাদের গাযে লাগছে একবার চিন্তা করে দেখুনতো এই আমার আপনার মত নামদারী মুসলমানরা প্রতিদিন, প্রতিক্ষন আমাদের এই প্রিয় রাসূল(সাঃ)কে আমরা নিজেরাই অপমান করছি। আমরা কি বুকে হাত রেখে বলতে পরবো যে আমরা সবগুলি ধর্মিয় অনসাশন মেনে চলি। একজনকে মহব্বত করার অর্থ হল তার সব ভাল লাগা মন্দ লাগার দিকে লক্ষ রেখে চলা। যেমন একজন প্রেমিক সবসময়ই চায় আর প্রেমিকাকে খুশি করতে। তার ভাল লাগা মন্দ লাগা মেনে চলতে। নিজের ইচ্ছার বিপরীতে হলেও তা করে। কিন্তু আমরা কী করছি?????? আমাদের অবস্থা কী উপরের প্রবাদের ঐ মহিলার মত হয়ে গেলনা। আমরা আমাদের প্রিয় রাসূল(সাঃ)কে সব সময় অপমান করে চলছি তার খোজ রাখিনা আর অন্য কেউ করলেই বলি কেরে তুই???????? এত বড় সাহস তুই আমার প্রিয় রাসূল(সাঃ)কে অপমান করলি।

@মাসুদুর রহমান: ভাই বুঝাতে গেলে অন্যদের লাভ হবে না,ধর্মকে ভালোবাসা এক জিনিস আর ধর্মান্ধতা,ধর্ম নিয়ে উন্মত্ততা ধর্ম নিয়ে হিংস্রতা অনেক আলাদা জিনিস।আমরা আমাদের ধর্ম পালন করতে পারি কিন্তু এটা নিয়ে উন্মত্ততা করে আমাদের কোন অধিকার নেই অন্যদের বিরক্ত করার,অমন ধর্ম পালনের চাইতে না পালন করা অনেক বেশী ভালো,আপ্নার সাথে ১১০% সহমত।