মাইক্রোওয়ার্কারস – ছোট এবং সহজ ডাটা এন্ট্রি কাজ

ডাটা এন্ট্রির কাজ কোথায় পাওয়া যায় তা জানতে অনেকেই আমাকে ইমেইল করেন। আমি ডাটা এন্ট্রি কাজ করতে কাউকে উৎসাহ দেই না। কারণ এই কাজগুলো পাওয়া খুব কঠিন হয়ে থাকে। তাছাড়া কাজগুলো একঘেয়ে হয় এবং এর মাধ্যমে খুব বেশি আয় করা যায় না। আমি তাই সবাইকে গ্রাফিক্স ডিজাইন শেখার পরামর্শ দেই। তবে এটা সত্য যে গ্রাফিক্সের কাজগুলো সহজ নয়। এর জন্য অনেক দক্ষতা এবং চর্চার প্রয়োজন রয়েছে, যা সবার পক্ষে সম্ভব নয়। ফলে আমাদের দেশে ফ্রিল্যান্সারদের মধ্যে ডাটা এন্ট্রির কাজগুলো করার প্রবণতা থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে আমি সবাইকে গেট-এ-ফ্রিল্যান্সার থেকে কাজ করার পরামর্শ দেই। কিন্তু এখানেও মূল সেই সমস্যাটি থেকেই যাচ্ছে, কাজ পাওয়া খুব কঠিন। প্রথম কাজ পেতে আপনাকে কয়েক সপ্তাহ, এমনকি এক মাসও অপেক্ষা করতে হতে পারে।

আজকে আপনাদেরকে যে সাইটের সাথে পরিচয় করিয়ে দিব তা থেকে কাজ পেতে কোন অপেক্ষা করতে হবে না। এই মূহুর্ত থেকেই কাজে লেগে যেতে পারবেন। সাইটটি হচ্ছে - http://www.microworkers.com। প্রথম দর্শনে সাইটটিকে আমার খুবই চমৎকার এবং সহজ মনে হয়েছে। মনে হচ্ছে ডাটা এন্ট্রি ফ্রিল্যান্সাররা এই সাইটকে স্বাদরে গ্রহণ করবে।


মূল বেশিষ্ট্যগুলো হচ্ছে -

  • এখানে কাজ করার জন্য কোন বিড করতে হয় না।
  • কাজগুলো খুবই ছোট হয়ে থাকে, প্রতিটি কাজ সম্পন্ন করতে সাধারণত ৫ মিনিট থেকে সর্বোচ্চ ৩০ মিনিট সময় লাগবে।
  • কাজটি আপনি সত্যি সম্পন্ন করেছেন কিনা তার একটি প্রমাণ দিতে হয়। এজন্য কাজের বর্ণনার নিচে "I accept this job" লিংকে ক্লিক করলে একটি টেক্সটবক্স দেখাবে। কিভাবে প্রমাণ দিবেন তার বর্ণনা কাজের বর্ণনার সাথেই পাবেন।
  • কাজগুলো যেহেতু ছোট তাই অর্থের পরিমাণও সামান্য, প্রতিটি কাজ ০.১০ ডলার থেকে শুরু করে ১.৫০ ডলার পর্যন্ত হয়ে থাকে।
  • প্রায় প্রতি ঘন্টায় নতুন নতুন কাজ আসে।
  • একটি কাজ একবারই করতে পারবেন।
  • মোট আয় ৯ ডলার হলে অর্থ উত্তোলন করতে পারবেন
  • চারটি পদ্ধতিতে অর্থ উত্তোলন করা যায় - চেক, মানিবুকারস, পেপাল এবং অল্টারপে।
  • প্রথমবার অর্থ উত্তোলন করতে গেলে আপনার ঠিকানায় একটি চিঠি পাঠানো হবে, যাতে একটি Pin নাম্বার দেয়া থাকবে। এই পদ্ধতিতে আপনার ঠিকানা যাচাই এবং একজন ব্যবহারকারী যাতে দুটি একাউন্ট করতে না পারে তা নিশ্চিত করা হয়।


কাজের প্রকারভেদ:

সাইটে যে ধরনের কাজ পাওয়া যায় এবং সেগুলোর সর্বনিম্ন মূল্য নিচে দেয়া হল -

  • Visit my site + Comment $0.10: কাজের বর্ণনায় উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে একটি নির্দিষ্ট শব্দের মন্তব্য দিতে হবে।
  • Follow my Twitter $0.10: বর্ণনায় উল্লেখিত একটি Twitter একাউন্ট কে Follow করা, এজন্য twitter.com এ আপনার একটি একাউন্ট থাকতে হবে।
  • Simple sign up (2 fields) $0.10: বর্ণনায় উল্লেখিত সাইটে রেজিষ্ট্রেশন করা, যাতে মাত্র দুটি তথ্য দিতে হবে। রেজিষ্ট্রেশন করার সময় একটি ইমেইল ঠিকানা দিতে হয়। আমার পরামর্শ হল এই ধরনের কাজের জন্য ভিন্ন একটি একাউন্ট তৈরি করে সেটি দেয়ে রেজিষ্ট্রেশন করুন। অন্যথায় স্পাম ইমেইলের কারণে আপনার দরকারী ইমেইল খোঁজে পাবেন না।
  • Complex Sign up $0.15: উল্লেখিত সাইটে রেজিষ্ট্রেশন করা, যাতে বেশি তথ্য দিতে হবে।
  • Digg my page $0.10: কোন একটি সাইটের পৃষ্ঠার জন্য Digg করা। এজন্য আপনার Digg.com এ একাউন্ট থাকতে হবে।
  • Text link to a website $0.20: ক্লায়েন্টের সাইটের URL আপনার কোন সাইট বা ব্লগের সাথে লিংক দেয়া, অথবা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী অন্য কোন ফোরামে পোস্ট করা।
  • Review of my site + Link $0.30: ক্লায়েন্টে সাইট নিয়ে আপনার ব্লগে ইংরেজিতে একটি পোস্ট এবং তার লিংক দেয়া।
  • Download and Install $0.50 : কোন সফটওয়্যার ডাউনলোড এবং ইন্সটল করা।

সাইটটি সম্পর্কে ইন্টারনেটে সার্চ করে দেখেছি। বেশিরভাগই এটিকে ভাল বলেছে। বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে দেখলাম এই সাইটের ক্লোন করে আরো সাইট তৈরি হচ্ছে। ফলে আমার বিশ্বাস এই সাইট থেকে সত্যি সত্যি টাকা উপার্জন করা সম্ভব। সাইটটি পরীক্ষা করতে গিয়ে আমি দুটি কাজ করেছি। আমার ইচ্ছে আছে অন্তত ৯ ডলার আয় করে দেখা আসলেই তারা টাকা দেয় কিনা। যদিও এটি করতে গিয়ে আমার যথেষ্ঠ সময় কিছুটা ব্যয় হবে, যেখানে আমি প্রোগ্রামিং করে এর চেয়ে অনেক অনেক বেশি আয় করি। তারপরও এই সাইট থেকে টাকা পেলে যারা ডাটা এন্ট্রি কাজ করতে চান তাদেরকে একটা সহজ রাস্তা বলে দিতে পারব।

আপনারা সাইটটি চেষ্টা করে দেখতে পারেন। কাজ করতে গিয়ে সমস্যা হলে এই লেখায় মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। আর কেউ টাকা উত্তোলন করতে পারলে অবশ্যই জানাবেন।

সাইটটি কিভাবে কাজ করে তা নিচের কার্টুনের মাধ্যমে বর্ণনা করা হয়েছে -

লেখাটি আমার ব্লগেও পোস্ট করা হয়েছে।

Level 0

আমি মোঃ জাকারিয়া চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপার


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরে জাকারিয়া ভাই। অনেক দিন পর টিউন করলেন। এই সাইট টা নিয়ে আগেও একজন টিউন করেছে। কিন্তু আপনার মত এত বিস্তারিত বর্ননা ওই টিউনে ছিলো না।
আমি এই সাইটে রেজিষ্ট্রেশন করেছি কিন্তু কোন কাজ নেই নি। আরো একটু বিস্তারিত লেখলে ভালো হত।

উপরের কার্টুন টা একটু মজার 🙂

—ধন্যবাদ–

    কাজের চাপে খুব একটা টিউন করা হয় না।

    আজকে একজনের টিউন দেখেই মূলত সাইটটি সম্পর্কে জানতে পারি। তারপর একটু ঘাটাঘাটি করে বেশ মজা পেলাম, তাই সবার সাথে শেয়ার করার জন্য লিখলাম।

    সত্যি যদি টাকা পাওয়া যায় তাহলে আরো বিস্তারিত জানাব।

    তাহলে আপনার বিস্তারিত তথ্য পাবার আশায় অপেক্ষায় রইলাম।

    হুম ফ্রিল্যান্সিং মানেই অনেক কাজের চাপ।

    আপনার গ্রাফিক্স ডিজাইন ডিজাইন টিউটোরিয়াল সাইটে টিউটোরিয়াল লিখতে কি কি করতে হবে?

    টিউটোরিয়াল লিখার জন্য [email protected] এ একটি ইমেইল দিন। আপনাকে বিস্তারিত জানিয়ে দিব।

    ঠিক আছে জাকারিয়া ভাই। সময় করে এই ঠিকানায় মেইল করে দিব।
    ভালো থাকবেন। আর টিউন করার চেষ্টা করবেন।

    –ধন্যবাদ–

জাকারিয়া ভাই ।অনেক অনেক ধন্যবাদ।

এই সাইট সম্পর্কে আমি আগেই টিউন করেছি ভাই……….একটু খেয়াল করবেন না। সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তারপরও ধন্যবাদ……………….

    আমার মনে হয়, আপনার টিউনটি পড়েই সাইটটি সম্পর্কে জানতে পেরেছিলাম। ধন্যবাদ আপনাকে।

জাকারিয়া ভাই ফটোশপ শেষ।এবার কি ইলেষ্ট্রেটর শিখতে হবে।জাকারিয়া ভাই আসলে ওয়েব ডিজাইনার হতে ফটোশপ আর ইলেষ্ট্রেটর ছাড়া আর কি শিখতে হবে??

    আমার মনে হয় ওয়েবসাইট ডিজাইন করার জন্য ইল্যাস্ট্রেটর শেখার প্রয়োজন নেই। এটি দিয়ে ভেক্টর গ্রাফিক্স যেমন – লোগো, আইকন, ব্যাকগ্রাউন্ড ইমেইজ ইত্যাদি তৈরি করা হয়।

    আপনি XHTML এবং CSS শিখতে পারেন। PSD ফাইলকে XHTML/CSS এ রূপান্তর করার চাহিদা প্রচুর। এজন্য আপনি http://www.w3schools.com সাইটে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পাবেন।

    ধন্যবাদ জাকারিয়া ভাই আপনার মহা মূল্যবান সাজেশনের জন্য।ভাল থাকবেন

Level 0

জাকারিয়া ভাই চেক, মানিবুকারস, পেপাল এবং অল্টারপে একাউন্টএর কথা লিখেছেন কিন্ত চেক পদ্ধতিতো নেই আর মানিবুকারস এবং অল্টারপে
একাউন্ট করতে কি Cradit card দরকার হয় ? আর Cradit card করতে কি জোগ্যতা দরকার দয়াকরে জানাবেন।

    আমি যখন লেখাটি লিখেছিলাম তখন চেক পদ্ধতি ছিল।

    অল্টারপে পদ্ধতি সম্পর্কে আমার জানা নেই।

    মানিবুকারসে একাউন্ট করতে Credit/Debit কার্ড বাধ্যতামূলক নয়, তবে খুব বেশি অর্থ লেনদেন করতে পারবেন না। মানিবুকারস নিয়ে বিস্তারিত পাবেন নিচের লিংকে –
    http://freelancerstory.blogspot.com/2009/11/blog-post.html

    Payoneer এর Debit Card ব্যবহার করে দেখতে পারেন। এজন্য নিচের লেখাতে বিস্তারিত দেখুন –
    http://freelancerstory.blogspot.com/2008/09/blog-post.html

Level 0

Thank you brother………….!

Level 0

আপনাকে ধন্যবাদ জাকারিয়া ভাই ……………!

Level 0

নিঃসন্দেহে এই সাইটটি আমার দেখা সেরা সাইট। আউটর্সোসিং জগতে আমি নতুন, তারপরেও আমি এখন পর্যন্ত যত Free lance site দেখেছি তার মধ্যে মাইক্রোওয়ার্কারস’ই আমার কাছে সবচেয়ে গ্রহনযোগ্য সাইট মনে হয়েছে। এখানে কাজ করে খুবই মজা লাগে। একঘেয়েমির কোন সুযোগ নেই। কোন প্রকার বিড করার দরকার নেই। নেই কোন রেজিষ্ট্রেশন ফি। এখানে বিভিন্ন ধরনের কাজ থাকে যার দক্ষতা যত বেশী সে তত বেশী কাজ করতে পারে।যে কাজ আপনি করতে পারবেন সেই কাজটিই শুধু করবেন। এই সাইটে বেশী কাজ করতে চাইলে অনেকগুলো ইমেইল আইডি তৈরী করে তারপর কাজ করতে হবে। আমি এখন পর্যন্ত ৬০ ডলার পেয়েছি এলার্ট পে একাউন্টে। সত্যিই দারুন সাইট। যে কেউ এখান থেকে http://tiny.cc/P9YeU রেজিষ্ট্রেশন করে কাজ শুরু করতে পারেন।

ধন্যবাদ।

Level 0

ডাটা এন্ট্রি কিভাবে করতে হই সেটা একটু বলবেন প্লিজ ভাই আমি অনেক tutariol খুঁজেছি কিন্তু পাইনি

Level 0

Your IP address is already in use. We can not accept your registration using the same IP address as another user. কেন

jakaria vai micoworkers.com a ki data entry kaj ase? r apnak onek donnobad bro

10 tar besi account khulsi,,,,but number verify parlam na,,,sad