কি শুনে অবাক হচ্ছেন তো।
আসলেই সত্য কথা এটি আমি নিজে ব্যাবহার করতেছি এটি বর্তমানে।
তবে যারা গ্রামিন ফোন সিম দিয়ে ইন্টারনেট ব্যাবহার করে তারাই এই সুবিধা ভোগ করতে পারবে।
কাজটি করতে গেলে যা প্রয়োজন হবে।
প্রথমে গ্রামীন ফোনের একটি প্রিপেইড সিম থাকতে হবে।
তারপর একটি জাভা সমথিত মোবাইর থাকতে হবে।যেমন-Nokia-Samsung-Motorola-SonyEarisson-Symence ctc.
আমি নিজে নোকিয়া ৩১১০ ও এন ৭০ দিয়ে করেছি।
সেটে সিমটি লাগিয়ে ১২১ এ কল দিয়ে। ৩টি internet configuration, (Gp-wap,gpinternet,gpmms)এবং p1 সার্ভিস চালু
করে নিতে হবে।*আগে করা থাকলে ও হবে।
এবার আপনার সিমে ৪০ টাকা ব্যালেন্স থাকতে হবে।(সার্ভিসটি চালু হলে ২৫টাকা কাটবে শুধু।
মোবাইলের ইন্টারনেট সেটিং এ গিয়ে Gp-wap একটিভ করে নিন।(মনে রাখবেন Gp-wap একটিভ না থাকলে কিন্তু লিংকে ঢুকতে পারবেন না)
তারপর মোবাইল ম্যাসেজ অপশন এ গিয়ে লিখুন<Backup>Send<6000>
ফিরতি ম্যাসেজে একটি লিংক দিবে।
সে লিংক এ ঢুকে একটু নিচে লেখা থাকবে change password click here তখন এখানে ক্লিক করে
পার্সওয়ার্ড পরিবর্তন করতে হবে।
পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়মঃ উদাহররণ (A2bbbbbb)
প্রথমে new password এর ঘরে A-Z এর মধ্যো বড় হাতের যে কোন একটি অক্ষর দিন।
তাপর ১-৯ এর মধ্যো থেকে একটি সংখ্যা, তারপর a-z এর মধ্যো থেকে ৬টি ছোট হাতের যে কোন অক্ষর বসিয়ে দিন
একইভাবে confrom password এর ঘরে ও আগের মত করে বসিয়ে দিন।
তারপর নিচের সাবমিট বোতামে ক্রিক করুন।
সাবমিট হওয়ার সাথে সাথে নতুন পেজ ওপেন হলে মোবাইলের লাল বোতাম চেপে কেটে বাহির হয়ে আসুন।
সাথে সাথে আপনার মোবাইলে ৩টি নতুন ম্যাসেজ আসবে।
ম্যাসেজ ওপেন করে দেখুন ৩দিন এর ইন্টারনেট এ্যাকটি ভিশন সর্ম্পেকে জানান হয়েছে।
তারপর আপনি এটিকে মডেম হিসাবে ব্যাবহার করে দেখন। আপনার ব্যালেন্স থেকে কোন টাকা কাটছে না।
যদি সার্ভিস টি চালু করতে কোন সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন্।
মোবাইল-+৮৮০১৯২৩৮৬৮০১৬
সার্ভিস টি প্র্র্র্রতি মাসে একটি সিমে একবার ব্যাবহার করা যাবে।
ইমেল[email protected]
Best Of Luck....
আমি মাষ্টার ইয়াছিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Freelance film maker. Mob-+881923868016
ভাই, এই সার্ভিসটাকে ওরা মোবাইল ব্যকআপ বলে, যেখানে ৩ দিন ফ্রী ইন্টারনেট ব্রাউজ করা যায় । আর এই সুবিধাটা ফ্রী দেয়, কারণ জিপি সার্ভারে তথ্য ব্যকআপ রাখতে হয়, ইন্টারনেট এর মাধ্যমে, তবে এই সুবিধাটা শুধু একবারই পাওয়া যাবে, বারবার নয় । মোবাইল ব্যকআপ সাভিস চার্জ মাসিক ৪০ টাকা নয়, ২৩ টাকা (ভ্যাট সহ)। আমি এই মাত্র ওদের হটলাইন (১২১) এ কথা বলে বিস্তারিত জানলাম ।