মাত্র ২৫ টাকায় ৩দিন আনলমিটেড ইন্টারনেট ব্যাবহার করুন

844 copy২৫ টাকায় ৩দিন আনলমিটেড ইন্টারনেট ব্যাবহার করুন

কি শুনে অবাক হচ্ছেন তো।
আসলেই সত্য কথা এটি আমি নিজে ব্যাবহার করতেছি এটি বর্তমানে।
তবে যারা গ্রামিন ফোন সিম দিয়ে ইন্টারনেট ব্যাবহার করে তারাই এই সুবিধা ভোগ করতে পারবে।
কাজটি করতে গেলে যা প্রয়োজন হবে।
প্রথমে গ্রামীন ফোনের একটি প্রিপেইড সিম থাকতে হবে।
তারপর একটি জাভা সমথিত মোবাইর থাকতে হবে।যেমন-Nokia-Samsung-Motorola-SonyEarisson-Symence ctc.
আমি নিজে নোকিয়া ৩১১০ ও এন ৭০ দিয়ে করেছি।
সেটে সিমটি লাগিয়ে ১২১ এ কল দিয়ে। ৩টি internet configuration, (Gp-wap,gpinternet,gpmms)এবং p1 সার্ভিস চালু
করে নিতে হবে।*আগে করা থাকলে ও হবে।
এবার আপনার সিমে ৪০ টাকা ব্যালেন্স থাকতে হবে।(সার্ভিসটি চালু হলে ২৫টাকা কাটবে শুধু।
মোবাইলের ইন্টারনেট সেটিং এ গিয়ে Gp-wap একটিভ করে নিন।(মনে রাখবেন Gp-wap একটিভ না থাকলে কিন্তু লিংকে ঢুকতে পারবেন না)
তারপর মোবাইল ম্যাসেজ অপশন এ গিয়ে লিখুন<Backup>Send<6000>
ফিরতি ম্যাসেজে একটি লিংক দিবে।
সে লিংক এ ঢুকে একটু নিচে লেখা থাকবে change password click here তখন এখানে ক্লিক করে
পার্সওয়ার্ড পরিবর্তন করতে হবে।
পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়মঃ উদাহররণ (A2bbbbbb)
প্রথমে new password এর ঘরে A-Z এর মধ্যো বড় হাতের যে কোন একটি অক্ষর দিন।
তাপর ১-৯ এর মধ্যো থেকে একটি সংখ্যা, তারপর a-z এর মধ্যো থেকে ৬টি ছোট হাতের যে কোন অক্ষর বসিয়ে দিন
একইভাবে confrom password এর ঘরে ও আগের মত করে বসিয়ে দিন।
তারপর নিচের সাবমিট বোতামে ক্রিক করুন।
সাবমিট হওয়ার সাথে সাথে নতুন পেজ ওপেন হলে মোবাইলের লাল বোতাম চেপে কেটে বাহির হয়ে আসুন।
সাথে সাথে আপনার মোবাইলে ৩টি নতুন ম্যাসেজ আসবে।
ম্যাসেজ ওপেন করে দেখুন ৩দিন এর ইন্টারনেট এ্যাকটি ভিশন সর্ম্পেকে জানান হয়েছে।
তারপর আপনি এটিকে মডেম হিসাবে ব্যাবহার করে দেখন। আপনার ব্যালেন্স থেকে কোন টাকা কাটছে না।
যদি সার্ভিস টি চালু করতে কোন সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন্।
মোবাইল-+৮৮০১৯২৩৮৬৮০১৬
সার্ভিস টি প্র্র্র্রতি মাসে একটি সিমে একবার ব্যাবহার করা যাবে।
ইমেল[email protected]
Best Of Luck....

Level 0

আমি মাষ্টার ইয়াছিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Freelance film maker. Mob-+881923868016


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, এই সার্ভিসটাকে ওরা মোবাইল ব্যকআপ বলে,‍‍ যেখানে ৩ দিন ফ্রী ইন্টারনেট ব্রাউজ করা যায় । আর এই সুবিধাটা ফ্রী দেয়, কারণ জিপি সার্ভারে ত‍থ্য ব্যকআপ রাখতে হয়, ইন্টারনেট এর মাধ্যমে, তবে এই সুবিধাটা শুধু একবারই পাওয়া যাবে, বারবার নয় । মোবাইল ব্যকআপ সাভিস চার্জ মাসিক ৪০ টাকা নয়, ২৩ টাকা (ভ্যাট সহ)। আমি এই মাত্র ওদের হটলাইন (১২১) এ কথা বলে বিস্তারিত জানলাম ।

    গ্রাম্যফোন এই ব্যাকআপ সার্ভিস অন করলে এক বারই ৩ দিন ফ্রি ইন্টারনেট দিবে। তিন দিন ফ্রি ইন্টারনেট ব্যবহার করার পর ব্যাকআপ সার্ভিস অফ করে দিন এবং ত্রিশ দিন পর আবার সার্ভিসটা চালু করুন।
    ব্যাস!!

    একাধিক সিম থাকলে চালিয়ে সুবিধা হবে। না থাকলে ম্যানেজ করুন।

    ১০ টি সিম থাকলে পুরা এক মাস ইন্টারনেট ব্যবহার করুন মাত্র ২৩ গুন ১০ = ২৩০ + ২৩ (সার্ভিসটি ক্যানসিল করতে) = ২৬৩ টাকায়!!

আমি আপনার এই পোস্টের সূত্র ধরে অন্য একটি ব্লগে লিখে কী মন্তব্য পেলাম একটু দেখুন।

    ভাই যে গাধা আমার সম্পর্কে এ সকল মন্তব্য করেছে।
    তাকে বিষয়টা পরীক্ষা করতে বলুন।

ভাই, অনেক অনেক ধন্যবাদ। প্রথমে বিষ্বাস করতে পারি নি।
এই সাভিস টা কাজ করছে। প্রথমে আমি ১২১ কল করে তাদেরেকে এ বিষয়ে অবহিত করি। তারা বলে এটি শুধুমাত্র মোবাইল ব্যকআপ করার জন্য ৩ দিন ইন্টারনেট ফ্রী । এর বাহিরে বারতি অন্য কোন কাজ করলে পি১ প্রাকেজ হিসেবে ২প্য়সা/কিলো টাকা কাটবে।
এরপর মোবাইল-+৮৮০১৯২৩৮৬৮০১৬ কল করি। তিনি আশ্বস্ত করলেন কম্পিউটারে এটি কাজ করবে। উপরোক্ত নিয়ম অনুযায়ি করতে বললেন।
এরপর সিদ্ধান্ত নিলাম করে দেখি। তখন আমার সিমে কোন টাকা ছিল না। ৪০টাকা ফ্লেক্সি করলাম। উপরোক্ত নিয়ম অনুযায়ি করলাম। কিন্তু ব্যাল্যান্স দেখলাম ০০টাকা।
এবার কাজের পালা পিসি সুইট থেকে জিপিইন্টারনেট হিসেবে ডায়াল করে ব্রাউজ করি । সুন্দর কাজ হচ্ছে সাথে ডাউনলোড হচ্ছে।
আমি মডেম হিসেবে নোকিয়া এন৭২ ব্যবহার করছি। প্রায় ২ঘন্টা ধরে কাজ করছি তেমন কোন সমস্যা পাইনি।
[email protected]

Assalamu’alaikum……. plz visit ” http://www.al-ihsan.net ” and know details of islamic shariah.

ধন্যবাদ ভাই। ভাল টিউন করেছেন।

————————————————-৩০ দিন ধরব কোন দিন থেকে -?
……………………..যেদিন একটিভ করেছিলাম সেদিন থেকে !!
………….নাকি যেদিন অফ করেছিলাম সেদিন থেকে !!

কারণ যেদিন আমি অফ করি তখন জিপি থেকে ম্যাসেজ দেয়
Your Mobile Backup service has been deactivated as per your confirmation and data will be kept saved for next 30 days. To subscribe SMS Backup to 6000.Thanks

দেখি চেস্টা করে।

Level New

ভাই এই ব্যবস্থাটা কি এখনো সম্ভব? যদি হয় তা হলে একটু হেল্প করবেন প্লিজ……আমার Samsung gt c3303i মডেলের হ্যান্ড সেট. আমি চেস্টা করেছি কিন্তু 404 Not Found লেখা উঠে……..