পছন্দের ব্রাউজারকে default browser হিসাবে সিল্কেট করুন

অনেকের কাছে এটি সামান্য ব্যপার, তাই বলে হেচ্চু দিয়েন না।

কম্পিউটারে যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের বেশীরভাগই ইন্টারনেট এক্সপ্লোরারকে

ওয়েব ব্রাউজার হিসাবে ব্যবহার করেন। কিন্তু এক্সপ্লোরার এমন একটা ফালতু ব্রাউজার

যা বলার অপেক্ষা রাখে না। অনেক  একাধিক ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে থাকেন।

সাধারণত সর্বশেষ ইনষ্টল করা ব্রাউজার ডিফল্ট ব্রাউজার হিসাবে ব্যবহৃত হয়। তবে

আপনি চাইলে যেকোন ব্রাউজারকেই ইচ্ছামত ডিফল্ট করতে পারেন।  মজিলা ফায়ারফক্স:

ফায়ারফক্সকে ডিফল্ট ব্রাউজার হিসাবে পেতে Tools মেনু থেকে Options এ ক্লিক

করুন। এবার Main ট্যাবে থাকা অবস্থায় নিচে Always check to see if

Firefox is the default browser on startup চেক করে OK

করুন । নেটস্কেপ: নেটস্কেপকে ডিফল্ট ইন্টারনেট ব্রাউজার হিসাবে সেট করতে হলে

নেটস্কেপ চালু করে Edit মেনু থেকে Preferences সিলেক্ট করুন। এবার

Navigator এ ক্লিক করে ডানে Set Default Browser বাটনে ক্লিক

করুন এবং OK করুন । ফ্লোক: ফ্লোক ওয়েব ব্রাউজারকে ডিফল্ট ব্রাউজার হিসাবে পেতে

ফ্লোক ব্রাউজার ওপেন করে Tools মেনু থেকে Options এ ক্লিক করুন। এবার

Main ট্যাবে থাকা অবস্থায় নিচে Always check to see if Firefox

is the default browser on startup চেক করে OK করুন ।

অপেরা: অপেরাকে ডিফল্ট ব্রাউজার করতে File মেনু থেকে Preferences এ

ক্লিক করুন। এবার Default Application ট্যাবে Check if Opera

is default browser on startup ক্লিক করে OK করুন। যদিও আমি

ইন্টানেট এক্সপ্লোরার ব্যবহার করিনা, তবুওতো অনেকে ব্যবহার করে থাকেন তাই তারও

উল্লেক্ষ করছি। ইন্টারন্টে এক্সপ্লোরার:  ইন্টারনেট এক্সপ্লোরার চালু করুন এবং Tools

মেনু থেকে Internet Options... এ ক্লিক করুন। এবার Programs ট্যাবে

ক্লিক করে নিচের Internet Explorer should check to see

whether it is the default browser চেক বক্সে টিক দিয়ে Apply

এবং OK করুন। পরবর্তীতে ইন্টারনেট এক্সপ্লোরার চালু করলে একটি মেসেজ আসবে

সেখানে Always perform this check when starting

Internet Explorer box চেক করে OK করবেন।

Level 0

আমি A.R+R। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, ফন্টের সাইজ আরেকটু ছোট করে লিখুন । h2 দিয়ে লিখুন । আর আপনি কি আমাকে ইনফর্ম করতে পারবেন, কিভাবে এক্সপি হতে সম্পূর্ণরূপে ইন্টারনেট এক্সপ্লোরারকে আনস্টল করা যায় ?

Level 0

রুহুল আমীন ভাই,
এক্সপি থেকে ইন্টারনেট এক্সপ্লোরারকে আনইন্সটল করতে চাইলে….
“Control Panel”> Add or Remove Programs> Add/Remove Windows Components
এবারে Internet Explorer এর বক্সটিকে আনচেক করে Next করুন এবং কনফার্ম করুন।

শুভ ভাই, আপনি আমার কথাটা ভালো মত বুঝতে পারেননি । আমি বলেছি “কিভাবে সম্পূর্ণরূপে ইন্টারনেট এক্সপ্লোরারকে আনইস্টল করা যায় ?” ভাই আপনার দেখানো ঐ পদ্ধতিতে কেবলমাত্র কমপনেন্টস দূর হবে কিন্তু আনইস্টল হবেনা । আপনি কমপনেন্টস দূর করেও যেকোন প্রোগ্রাম চালাতে পারেন । কমপনেন্টস দূর করলে অল প্রোগ্রামস হতে দূর হয়, এর অতিরিক্ত আর কিছু না । আমি ইন্টারনেট এক্সপ্লোরারকে এরূপভাবে আনইস্টল করতে চাচ্ছি যাতে করে এটি পিসি হতে আর চালু না হয় । যেমনটি করা হয়েছে MSNএর ক্ষেত্রে । নিচের লিংকটি একটু দেখুন –

https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/11773/

ভালো লাগসে।