সালাম জানাই সবাইকে।
যারা মজিলা FireFox Use করেন।তারা এই link যান। ডাউনলোড করুন।
যারা chrome Use করেন।তারা এই link যান। ডাউনলোড করুন।
install করার পর browser restart করতে হবে।
তারপর দেখবেন browser এর ডান পাশে corner এ ক্লিক করুন।
তারপর দেখবেন এইটার রঙ
রঙ change হয়ে গেলে browser এ বক্স এ http://www.youtube.com লিখে এন্টার দিন।
সাথে সাথে youtube ওপেন হবে।
বলে নেয়া ভালো যে লাল রঙ মানে disable.তখন ইউটিউব এ ডুকতে পারবেন না।
আর সবুজ রঙ মানে enable তখন ইউটিউব এ ডুকতে পারবেন।
আশা করি সবাই বুজতে পেরেছেন। কোনো সমস্যা হলে জানাবেন।
আমি BD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@Forhad095: আমি একজন মুসলমান , তবে নবীজির যে ভিডিও চিত্র টি ইউটিউব এ আপলোড করা হয়েছে তা আমি দেখার চিন্তা ও করছি না , ওরা আমাদের সব সময় ধংস করছে এবং কামনা করে এটা সত্যি , এবং আমাদের শোষণ করছে , আপনি আমি কিছু প্রয়োজন এ ইউটিউব এ যাই , কিন্তু আমরা এটা দেখতে যাইনা, আর চাইনা , সারা পৃথিবীর অনেক মুসলমান ভাই ও বোনেরা কাফেরদের দেশে কাজ করে , এখন তারা কি কাজ ফেলে আসবে ? না , আসল কাজ হবে ওদের দেয়া আঘাত ওদের ফিরিয়ে দিতে হবে , জানেন ত আপনাকে কেউ চড় দিলে আপনার ক্ষমতা থাকলে আপনি ডাবল আঘাত দিবেন , তেমনি ওরা একটা সিনেমা বানিয়ে আমাদের উস্কানি দিচ্ছে , আমরাও বুদ্ধি দিয়ে ওদের জবাব দিতে পারি , ইহুদিদের বুদ্ধি কি মুসলমান দের চেয়ে বেশী ? ইতিহাস বলছে ” না ” , অতএব ওদের রাস্তা দিয়ে ওদের জবাব দিতে হবে , আর না পারলে ঘৃণা করতে হবে , ইউটিউব এ পবিত্র কোরান এর সব আয়াত এর তিলাওয়াত আছে অনুবাদ আছে , হাদিস আছে , ওয়াজ মাহফিল আছে , যিকির আছে , ডক্টর যাকির নায়েক এর সব বক্তব্য আছে , এবং আরও অনেক জ্ঞানী গুনি , নামি দামি , আলেম উলামাদের ইসলামিক শিক্ষামুলক ভিডিও আছে , আমাদের দেখতে হবে , ওরা যদি “ইউটিউব” শুধু আমাদের ইসলাম ধর্মের অপপ্রচার এর জন্য ব্যাবহার করত তাহলে ইউটিউব এর নামে আমরা থুথু ফেলতাম , এখন আমাদের ভেবে কাজ করতে হবে , সামনে আরও উস্কানি আসছে আসুন সবাই প্রস্তুত হই । ও আরেকটা কথা ভাইয়া ওরা কিন্তু টেকটিউনস্ এ সফল হয়ে যাবে , কেন ? আপনি টিউনার ভাইকে প্রশ্ন করেছেন সে কি মুসলমান কিনা ? আর ছি ছি বলেছেন , দেখুন আমরাও নিজেরা ঝগড়া লেগে যাচ্ছি , ভাইয়া আসুন ঠাণ্ডা মাথায় ওদের শিক্ষা দেই ।
@Forhad095: dude, We love our Prophet but sometime we need Youtube.
I really need youtude for tech News and some other thing related to my daily life uses. don’t go attaking people for somethint they are offering for us.
hope you understand.
May Allah help us All Muslim.
AMEEN
ভাই ধরুন আপনার বস/ ব্যবসা যার উপর নির্ভরশীল এমন ব্যক্তি ঠিক এমন একটা নীল ছবি আপনার স্ত্রী/ মা/ বাবাকে নিয়ে বানালো আরেক ব্যক্তি( যাকে ছাড়া আপনার চলা মশকিল আপনার সকল উন্নতি তাদের উপর নির্ভরশীল)তা আপনার বন্ধুর দোকন থেকে ভিডিও করে সমাজে তা আপনার আরেক প্রভূত উপকারীর মাধ্যমে বিলি করে দিল আপনি তাদের সঙ্গে ব্যবসা করবেন ? বন্ধুন্ত রাখবেন ? বান্ধুর তো এট ব্যবসা? না তাদের দ্বারা আপনার সংসার চলছে বলে কিছু্ করবেন না?প্লিজ উত্তর দিন যদি ….টিউবকে সমর্থনকারীরা মুসলমান হয়ে থাকেন।
…টিউবের ভিডিও না দেখলে কি ইসলম শিক্ষার কোন কমতি হবে। 100% না। আর … টিউব দেখে প্রকৃত ইসলাম শিখাও সম্ভব নয়। সারাজীবন একবারও না দেখলেও কিছু্ হবে না। অথচ এর পক্ষে কত যুক্তি ?
ভাই মদ, আফিম, ইয়াবা এগুলোতেও অনেক উপকার আছে। এমনকি শয়তানের ভিতরও অনেক শিক্ষার আছে। তাই এগুলোও … করা দরকার মাঝে মাঝে ? আমার ভূল হলে যুক্তি দিয়ে উত্তর্ দিন। নতুবা আল্লাহকে ভয় করুন।
@azad2000: নিল ছবি ? মা বাবা ? বস ? তাজ্জব যুক্তি , আপনার মাথায় এসব চিন্তা কেন ? আমরা ইউটিউব নিয়ে কথা বলছিলাম , আর সব বাস্তব বিষয় নিয়ে আলাপ ছিল , আপনি ধরা ধরি তে যাচ্ছেন কেন ? আমার বস বা আপনার বস এসব কাল্পনিক কথা চিন্তায় ঢুকাতে চেষ্টা না করে , সঠিক পথে র সন্ধান দিন আর সবাইকে দেখান , আমাদের কিছু কাজের জন্য ইউটিউব লাগে , আপনার ও হয়ত লাগে , কিন্তু আমাদের নবীজির সম্মানে আপনি ত্যাগী হয়েছেন , আমিও নবীজির উম্মত , আমার ও কষ্ট লাগছে , আমার কথা একটাই ওদের সাথে যুদ্ধ করব কিন্তু ওদের অস্ত্র দিয়ে , আসুন ওদের অস্ত্র টা আমাদের হাতে আনার চেষ্টা করি , ভাল থাকবেন ।
সকল কাফেররা ্ সলামকে ধ্বংসের ব্যপারে ঐক্যবদ্ধ। সুতরাং আমাদেরও ঐক্যবদ্ধ হতে হবে দ্বীন রক্ষায়। দেখুন সাহাবী রা:) গণ কিভাবে নবী (সা:) কে অবমাননাকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন :
হজরত উমর (রা:) এক মুসলমান (?) নবীর ফয়সালা পছন্দ হয়নি বলে উমর (রা:) কাছে পূনরায় ফয়সালা চা্লেন আর তিনি ঘর থেকে তরবারী এনে কতল করলেন পরে স্বয়ং আল্লাহ আয়াত নাযিল করে একে সমর্থন করলেন।
আরেক কাফের নবী (সা:) কে তিনস্কার করে কবিতা লিখায় এক সাহাবী তাকে হত্য করে নবীর কাছে এসে সংবাদ দিলেন। এ অভিযানে সাহাবীর পা ভেঙ্গ যায় এবং নবী (সা:) তাঁর পবিত্র থু থু মোবারক ভাঙ্গা স্থানে লাগিয়ে দিলে তা ভালো হয়ে যায়।
হজরত আব্দুল্লাহ ্েবিনে উমর (রা.) তার ছেলের সঙ্গে সারাজীবন এজন্য কথা বলেনি যেহেতু তার ছেলেকে একদিন একটি হাদীস শুনিয়েছিলেন কিন্তু ছেলে তার কোন গুরুত্ব্ দেননি। আর আপনারা …টিউব দেখতে পথ খুজছেন। এটা না দেখলে কিছু্ হবে না। আপনাকে প্রশ্ন করি নিজেকে প্রশ্ন করুন …টিউব দ্বারা আপনার কতটুকু জাহান্নাম এর কাজ হয়েছে আর কতটুকু জান্নাতের ? তবে বুঝতে পারবেন …টিউব পক্ষে যুক্তি শয়তান দিচ্ছে আপনার ভিতর থেকে। সাবধান।
@azad2000: ভাই আমি যদি ইউটিউব না দেখি তাহলে কি আপনি আমাকে জান্নাতের নিশ্চয়তা দিতে পারবেন? মনে হয়না। ইউটিউব আপনাকে আমাকে জান্নাত বা জাহান্নাম দিতে পারবেনা যা পাবে তাহল আপনার আমার ঈমান ও আমাল আর আমাদের কর্ম। ছোট বেলায় একটা কথা শুনেছিলাম জানিনা সঠিক কিনা তা হলঃ“ফুলে মধু আর বিষ থাকে। তা থেকে মৌমাছি নেয় মুধু আর মাকরসা নেয় বিষ।” এখন ইউটিউব থেকে আমরা কি নিব তা আমাদের ই চিন্তা করতে হবে।
@Diptta: অবশ্যই ।
http://ultrasurf.us/download_en.htm
আইতা ডাউনলোড করে নিন।
ফাইল তা ওপেন করুন । এবং কিছু সময় ওয়েট করুন ।। তার পর এটা যখন কানেক্ট হবে তখন youtube এ প্রবেশ করতে পারেন ।। তবে দয়া করে কন কিসুর জন্য আমি দায়ি না ।।
তা সারাও আপনার নেট স্লো হলে স্পীড পাবেন … থাঙ্কস ( Mrn)
apni ki Muslim? Apni bolsen oneker youtube dorkar, but ei dorkar ta kei jodi bishorjon dite na pari tahole kemon Muslim amra? dhorun, apnar ma ke niye kharap ekti video youtube prochar korlo abong apnake keo bollo video ta amar dekhte hobe kivabe editing korese, apniki take dhekhte diben? apni ki chaiben na je youtube bondho hoe jak? ar amader Nobi to amader maer theke onek onek Priyo. so, immediately delete this post. ar techtunes moderator ra ki ghumie asen? apnara majhe majhe valo tune kono karon sarai delete kore fele othocho ai tune ti delete korsen na. same as youtube. listen carefully, dorkar hole amra amader Priyo Nobir jonno techtunes keo borjon korbo.
apni ki Muslim? Apni bolsen oneker youtube dorkar, but ei dorkar ta kei jodi bishorjon dite na pari tahole kemon Muslim amra? dhorun, apnar ma ke niye kharap ekti video youtube prochar korlo abong apnake keo bollo video ta amar dekhte hobe kivabe editing korese, apniki take dhekhte diben? apni ki chaiben na je youtube bondho hoe jak? ar amader Nobi to amader maer theke onek onek Priyo. so, immediately delete this post. ar techtunes moderator ra ki ghumie asen? apnara majhe majhe valo tune kono karon sarai delete kore fele othocho ai tune ti delete korsen na. same as youtube. listen carefully, dorkar hole amra amader Priyo Nobir jonno techtunes keo borjon korbo.
apni ki Muslim? Apni bolsen oneker youtube dorkar, but ei dorkar ta kei jodi bishorjon dite na pari tahole kemon Muslim amra? dhorun, apnar ma ke niye kharap ekti video youtube prochar korlo abong apnake keo bollo video ta amar dekhte hobe kivabe editing korese, apniki take dhekhte diben? apni ki chaiben na je youtube bondho hoe jak? ar amader Nobi to amader maer theke onek onek Priyo. so, immediately delete this post. ar techtunes moderator ra ki ghumie asen? apnara majhe majhe valo tune kono karon sarai delete kore felen othocho ai tune ti delete korsen na. same as youtube. listen carefully, dorkar hole amra amader Priyo Nobir jonno techtunes keo borjon korbo.
মানুষজনের কথা বার্তায় আজব হয়ে যাচ্ছি। Youtube আর Google যদি বন্ধ করতে হয় তাহলে আপনারা Abdroid ফোনগুলা বর্জন করুন। কারন অইগুলা Google এর অপটিমাইজ করা।ফেইসবুক ব্যাবহার করা ছাড়ুন।ফেসবুকে স্বয়ং আল্লাহপাক কে নিয়ে খারাপ খারাপ পেজ রয়েছে (নাউজুবিল্লাহ,আল্লাহপাক হেদায়েত দান করুন) ।
Google & Youtube কে যদি বর্জন করতে হয় তাহলে সামু ব্লগ বর্জনকরুন।কারন অইখানে স্বয়ং বাংলা ভাষায় নাস্তিকেরা ইসলামকে নিয়ে উলটাপালটা কথা বলে।এরকম আরো বাংলা ব্লগ রয়েছে।
আপনাদের যদি Google Youtube বর্জন করতে হয় তাহলে এই দেশ এবং পৃথিবী বর্জন করুন।অনেক নাস্তিকেরা আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে খারাপ কথা বলছে।তারা আশেপাশেই থাকে।এখন আপনারাই বলেন Google Youtube বর্জন এর যুক্তিসঙ্গত কতটুকু?
Youtube এর ঐ ভিডিওটা প্রায় ৭০ লাখ বার দেখা হয়েছে।এর মাঝে ১০ হাজার এর মত মানুষ ঐ ভিডিও কে পছন্দ করেছে।আর প্রায় ৪০ হাজার এর মত মানুষ ঐ ভিডিওকে ডিসলাইক করেছে।এতে বুঝা যায় মানুষ ঐ ভিডিও কে কত ঘৃণা করে।
আমি আমার ধর্ম ভালই বুঝি।আমি জানি কখন আমাকে হাত চালাতে হবে।আমি ভাল করেই জানি ইসলাম শুধু শুধু রক্তারক্তিকে সমর্থন করে না।নিরপরাধ মানুষকে খুন করাকে ইসলাম নিন্দা করে হোক সে মুসলিম বা অমুসলিম।যেইটা হয়েছে লিবিয়াতে।
সমাধান কি?কোনটা ভাল বেশি হবে?ঐ কাফের গুলা মারা গেলে?নাকি তারা যদি আল্লাহ এর কাছে আতসমর্পন করে ইসলাম গ্রহন করে?অমুসলিমরা আজ মুসলিমদেরকে ষড়যন্ত্র করছে?আমরা যদি তাদেরকে সঠিক তথ্য দিয়ে তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে পারি সেইটাই আমাদের সফলতা হবে।সবসময় রক্তারক্তি,হিংসা দিয়ে কি সমাধান সম্ভব?আমাদেরকে আগে নাস্তিক , অমুসলিমদেরকে ভুল ভাঙ্গানোর চেস্টা করতে হবে।যেইটা Discover Islam করেছে যুক্তরাজ্যে।অমুসলিমদেরকে বিনামুল্লে ”পবিত্র কোর আন শরীফ” এবং আমাদের প্রিয় নবী (সঃ) এর জীবনী বিতরন করা হয়েছে যাতে সবাই ইসলাম এর ব্যাপারে ভাল করে জানতে পারে।
আমার কথায় ভুল থাকলে কেউ ভাল ভাষায় জবাব দেন।দয়া করে অমুসলিম সম্বোধন করে উলটাপালটা কথা বলবেন না।
@শরীফ আহমেদ জনম: ১। youtube বন্ধ করা উচিত এই কারনে যে, কারণ এটি ওই ভিডিওটি সরিয়ে নিতে সরাসরি প্রত্যাখ্যান করেছে। এখন যদি এর প্রতিবাদ না করি, নিজেকে মুসলিম ভাবতে লজ্জা লাগবে। আর সব মুসলিম যদি এর প্রতিবাদ করে, youtube এর user অটোমেটিক কমে যাবে ফলে এ সেক্টর থেকে গুগুল এর আয় ও কমে যাবে। তখন বাধ্য হয়েই তারা এটি ডিলিট করবে। মুসলিম হিসেবে এটুকু তো আমরা করতেই পারি,নাকি?
২। হয়ত আপনি বলবেন তাহলে আমরা google, android বা facebook ছাড়ি না কেন?
এইখানেই তো ঈমানের জোর বিষয়টি এসে যায়। যার ঈমানের জোর বেশি, তারা এগুলা বর্জন করতেও হয়ত দ্বিধা করবে না। প্রয়োজনের চেয়ে ঈমান বড়।
ব্যক্তিগতভাবে আমার ঈমানের জোর হয়ত কম। কিন্তু তাই বলে এত কম না, যে একটা সাইট হাজার মুসলিমের প্রতিবাদের মুখেও এইসব ভিডিও রেখে দেবে আর তা তাকিয়ে তাকিয়ে দেখব। অন্ততপক্ষে youtube বর্জন করে আমার পক্ষ থেকে ছোটখাটো একটা প্রতিবাদ জানালাম। আপনি কোনোভাবে প্রতিবাদ জানিয়েছেন কি?
কি ধরনের প্রতিবাদ করব বুঝতেসি না।আমি ভাবসিলাম কতগুলা ভিডিও নিজে রেকর্ড করে ইউটিউব এ আপলোড করে দিব।
ভাই।এইটা আপনে কিভাবে বিশ্বাস করলেন যে হোয়াইট হাউস থেকে নির্দেশ দিয়েছে ভিডিওটি সরিয়ে ফেলার জন্য।কিন্তু গুগল সরায়নি।হা হা হা । ভাই সবই পলিটিসিয়ানদের খেলা।আমেরিকান কিছু ইহুদি,খ্রিস্টানরা মিলে ষড়যন্ত্র করছে।আর আমরা বসে বসে এখন ও আঙ্গুল চুসছি।গতকাল ফ্রান্স এ আরো কতগুলা বেঙ্গাত্তক কার্টুন ছাপা হয়েছে।ইউটিউব এ আরো অনেকগুলো ভিডিও আসছে মুসলিমদের উসকানোর জন্য।মার্কিন,ইউরোপ সরকার চাইলেই এইসব থামাতে পারে।কিন্তু তাদের তা ইচ্ছা নেই।আমাদের মুসলিম দেশ গুলা বইসা আছি।কিছুই করতেসে না।আমাদের নিজেদের ভেতরই এখন গাদা গাদা সমস্যা।কি বলব আর।
@শরীফ আহমেদ জনম: আমি কিছুই বিশ্বাস করি নাই। তবে আমি এটা বিশ্বাস করি, গুগুল এত বোকা না যে মুসলিমরা এই ভিডিওর কারনে অসন্তুষ্ট এটা তাদের নজরে আসে নাই। তারপরও তারা কোন পদক্ষেপ নেয় নাই।
কিছু মুসলিম দেশ বসে আছে। কিন্তু আমাদের দেশ তো বসে নেই। তবে আমরা বসে থাকব কেন?
আপনি হয়ত কি প্রতিবাদ করবেন বুজতেছেন না। এইটাই তো ঈমানের খেলা। যার ঈমান যত বেশি, সে তত তাড়াতাড়ি বুজবে।
আল্লাহ্ আমাদের তাড়াতাড়ি বুঝার তৌফিক দান করুন।
আল্লাহ পাক আমাদেরকে কম সময়ে সঠিক জিনিসটি বুঝার তৌফিক দান করুন।আমিন।
ভাই, ইউটিউব বলেন আর গুগুল, সবাই ব্যবসা ভালো বুঝে। যে যতই নীতিকথা বলুক না কেন কিছু আসে যায় না। যেমন ইসলামী দেশগুলোর আহবান-এ তার কিছু আসে যায় না, তেমনি হোয়াইট হাউস-এর অনুরোধেও কিছু আসে যায় না।
ব্যবসাতে লোকসান হলেই শুধু আসে যায়। তাই যদি তারা দেখে যে হঠাৎ কোটি কোটি মুসলিম ব্যবহারকারী কমে গেছে, তারা তাদের বাপ-দাদা কারো কথা শুনবে না। Just ভিডিও টা সরিয়ে ফেলবে।
গুগুল বলেন আর ইউটিউব – সবার বড় দাতা হলো ইহুদী ধনীরা। তাই দাতাদের রুষ্ট না করার জন্যই তারা এখনো ভিডিও টা সরাচ্ছে না।
ভাই, আমরা যারা কাজের মানুষ, তারা এইসব ছোটখাট ব্যাপার নিয়ে কিছু করার সময় পাইনা। আমি একা যদি ইউটিউব না ব্যবহার করি ১ মাস, বুঝায় সুঝায় আমার বন্ধু বান্ধব বা পরিচিতের ১০০-২০০ জনকে আমার দলে আনি তাতে কিছু আসে যায় না গুগুলের। কিন্তু সরকারের এক সিদ্ধান্তে লাখ লাখ ব্যবহারকারী কমে গেছে। ইনশাল্লাহ, আমাদের ১ মাস কেন ১৫ দিনও অপেক্ষা করতে হবে না।
যাদের জন্য ইউটিউব অপরিহার্য তারা নিশ্চয়ই কোন টেক কানা নন। তারা ঠিকই উপায় পেয়ে যাবেন। এই পোস্টের মাধ্যমে আপনি টেক কানাদেরও সুযোগ করে দিলেন একটা প্রতিবাদকে অগ্রাহ্য করার।
আশা করি আপনি বুঝবেন।
amar mone hoy youtube er opokarita ta khub kom songkhok manus e jane…. tai tara youtube er atto birodhita kortesen. kiser tutorial youtube a nei? ami to mone kori youtube amar teacher. ami onek kisu sikheci youtube theke. amon ki zakir naik er sob video golu o youtube a ase. ora to youtube theke islamic material golu delete kore nai. tahole amra keno youtube er dike angul tulsi? aain goto dike ora oder right position ai ase….ora jemon kore muslim der hurt korese muslim der o uchit oder moto kore oder hurt kora…. jodi vul bole thaki tahole sorry…. tune ta valo hoise BD bro………
আমার প্রশ্ন হল, গুগল আর ইউটিউবের কি ভুমিকা এই সিনেমার ব্যাপারে, তা আগে যাচাই করা দরকার। তারা তো তথ্যের বাহক মাত্র, ওয়েব সেবাদানকারী অন্য যে কোন সাইটের মতই তাদের কাজ তথ্যের প্রবাহে ভুমিকা রাখা। বর্জন যদি করতেই চান, তাহলে শুধু ইউটিউব কেন, পুরো ইন্টারনেট বিষয়টাকেই বর্জন করতে হয়। ভাবুন একবার, দি ইনোসেন্স অফ মুসলিমস সিনেমাটা আমরা কেউ টিভিতে দেখিনি, ইন্টারনেট ছিল বলেই জানতে পেরেছি বা দেখতে পেরেছি। আর, শুধু তিন দিনই বা কেন, সারা জীবন না হোক, অন্তত এক বছর তো বর্জন করা যায়। আবার ধরুন, কেউ এই সিনেমাটা ফেসবুকে শেয়ার করল, তাহলে তো ফেসবুকও বর্জন করতে হয়! পুরো কম্পিউটার এবং তথ্য ও যোগাযোগ ব্যবস্থাকেই কি তাহলে বর্জন করব? তাছাড়া, তিন দিন পরেও তো এই সিনেমাটা ইউটিউবে থেকেই যাবে – সেক্ষেত্রে এই তিন দিন গুগল এবং ইউটিউব বর্জন করাটা হল বড়জোর সুবিধাবাদী একটা প্রতিবাদ পন্থা – যেখানে লোকদেখানো একটা প্রতিবাদও হল, আবার নিজের কোন অসুবিধাও হল না। কাজের কাজ কিন্তু কিছুই হয় নি।
@Nil Manush: আপনি ঠিক বলেছেন ভাই। কিন্তু ব্যাপার হলো কেউ আপনার একগালে চড় দিলে আপনি যদি কিছু না করেন তাহলে আবার চড় দিবে। আসলে চড় দিয়ে সফল হলে ঘুষি দেয়ার সম্ভাবনা বেশি। আবার আপনি যদি ভায়োলেন্ট পন্থায় যান্ মানে চড়ের বদলে চড়, বা গালির বদলে গালি – তাহলেও সম্ভাবনা আছে বিষয়টা বাড়ার।
সবচেয়ে ভালো উপায় হয়তোবা তার সাথে সম্পর্ক কিছুদিন বন্ধ রাখা এবং যত জায়গায় সম্ভব নিজের মতটা দৃঢ়ভাবে প্রকাশ করা।
গুগুল আমাদের অনেক উপকার করে সন্দেহ নাই, কিন্তু তাই বলে তার নিয়ন্ত্রকদের কাছ থেকে কি আমরা এটা আশা করতে পারি না যে তারা একটা অন্যায় কাজের প্ল্যাটফর্ম হবে না?
চাপ না দিয়ে শুধু আশা করলে কেউ পাত্তা দেয় না। এই জগতে সবাই শক্তের ভক্ত নরমের যম।
আশার কথা এই যে সবাই হয়তো টেক টিউনস এ ঢুকবে না বা এই পোস্টটা দেখবে না। তাই সরকারের পদক্ষেপ গুগুলের হাজার বা লাখো ইউজার কমিয়ে দিচ্ছে। যদি কোন লাভ হয় তাহলে তার সুফল আমরা সবাই পাবো। কেউ বাদ যাবেনা।
ami muslim na but amar friend,kaser lok,bipoda apoda muslim friend,neighbour rai sobar aga asca.tai tader sathe sathe islam dhormok onek respect kori.youtube borjon korban ata google aga thakai janto,even ata niya danga,maramari hoba setai chaicilo ekdol.ata clearly visual.kheal korban kono maramari,terrorism dakhaiya kintu usa ektar por ekta muslim country attack korsa.so aggressively kisu na kora tader kural diya tader gaye mara uchit.amar mota oi video ta ato dislike pora uchit jano youtube k lojjai porta hoy ai rokom video upload korar jonno.world a ato muslim,hindu,buddhist ase,sobai ata dislike korba.video ta hindu dhormar upor o hota parto.tokhon amader kamon lagto ta apnader dakha bujta parsi.so jeivabe paren koti koti dislike dan oisob video ta jano ekta history hoya thake
ঝামেলা নাইক্কা!! ভালই কইছেন।
http://www.kazirhut.com