ইন্টারনেট এক্সপ্লোরারের নিরাপত্তা ত্রুটি মোকাবেলায় ব্যবহারকারীদের বিনা মূল্যে নিরাপত্তা সফটওয়্যার দিচ্ছে মাইক্রোসফট।
এই লিংকে গিয়ে সফটওয়্যারটি ইনস্টল করলে সাময়িক সমস্যার সমাধান হবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। খবর ইকোনমিক টাইমসের।
মাইক্রোসফটের বহুল ব্যবহূত ইন্টারনেট ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারে গত শুক্রবার প্রথমবারের মতো নিরাপত্তা ত্রুটি ধরা পড়ে। গবেষকদের বক্তব্য অনুযায়ী, ত্রুটির সুযোগে হ্যাকাররা ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীদের পিসির নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।
সমস্যা জানার পর মাইক্রোসফট প্রাথমিকভাবে এর ওয়েবসাইটে একটি নিরাপত্তা সফটওয়্যারের লিংক আপলোড করে। লিংকে গিয়ে সফটওয়্যারটি ইনস্টল করা হলে সাময়িক কোনো ক্ষতির ভয় নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শিগগিরই নিরাপদ সংস্করণের ইন্টারনেট এক্সপ্লোরার ছাড়া হবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
সফটওয়্যারটির ছড়িয়ে পড়া খুবই উদ্বেগজনক বলে মনে করছেন সিমেনটেকের গবেষক লিয়াম ও মুর্চু। তিনি বলেন, এ ধরনের সফটওয়্যারের প্রতিরোধের জন্য কোনো ব্যবস্থা নেই।
আমি Mosrur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।