প্রতিদিনের মত আজও আপনার উপকারি একটি পোস্ট নিয়ে এলাম ।
গত পোস্টে আমরা গেনেছিলাম কীভাবে ফ্রী তে ডাউনলোড করে নেয়া যায় কারেন্ট অ্যাফেআর্স সেপ্টেম্বর ২০১২ সংখ্যা ।
মোবাইলে ইন্টারনেট ব্যবহার এখন খুব সাধারণ ও জনপ্রিয় , আর এখন অনেক সাইট এ ফ্রী সেবা পাওয়া যায় । কিন্তু সাইট গুলো বাংলায় । আর আমাদের অনেক মোবাইলে বাংলা ফন্ট না থাকায় আমরা সেবা থেকে বঞ্চিত হই । তাই আপনাদের সস্থির খবর দিতে নিচের পোস্টটি ।
ধাপ:
১. প্রথমে অপেরা মিনির এই বিশেষ ভার্সনটি ডাউনলোড করে নিনঃ
* Dawnload জাভা ভার্সন ৩১৩ কেবি
* Dawnload সিম্বিয়ান ভার্সন ৮৮৭ কেবি
* Dawnload অ্যান্ডোয়েড ভার্সন ৮৫৯ কেবি
২. অপেরা মিনি চালু করুন ।
৩. www. এর স্থানে “opera:config” লিখুন (এড্রেসবক্স এ) ।
৪. Ok তে ক্লিক করলেই “Power-user settings” শিরনামে একটি পেজ আসবে ।
৫. পেজ এর নিচের দিকে সর্বশেষ অপশন “Use bitmap fonts for complex scripts” তে গিয়ে
৬. “No” কে “Yes” এ পরিবর্তন করুন ।
৭.এখন পেজ এর শেষ লাইন থেকে “save” এ ক্লিক করুন ।
আপনার কাজ শেষ এখন আপনি আপনার মোবাইলে বাংলা দেখতে পাবেন ।
আমি Rafsan.zannat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
a niye onek post hoise