কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। অনেকদিন পর একটা পোস্ট লিখতে বসলাম। এবারের বিষয় হল "Poor link building" এর ক্ষতিকর দিক এবং "good link building" এর পজেটিভ দিক।
"Poor link building" বলতে যেটা বোঝায়ঃ
* বুকমার্কিং সাইট গুলোতে স্পাম করা।
* অবৈধ ভাবে ফোরাম এ ব্যাকলিঙ্ক বানানো।
* মাত্রাতিরিক্ত keyword ব্যাবহার করা। (যদিও পূর্বে এটা স্বাভাবিক ছিল কিন্তু এখন স্প্যাম হিসেবে গণ্য করা হয়)
* অযথা পিং করা।
* মাত্রাতিরিক্ত "track back"।
* অতিরিক্ত ডিরেক্টরি সাবমিশন করা।
এজাতীয় link building করা হয় মূলত বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশান দ্বারা এবং সার্চ এ নির্ধারিত স্থানে পৌছাতে ত্বরান্বিত করে কিন্তু এটা অবশ্যয় ক্ষতিকর।
ক্ষতিকর দিকঃ
২ মাস আগেও এ জাতীও কিছু ব্যাকলিঙ্ক গুগল গুরুত্ব সহকারে নির্বচিত করত কিন্তু আগস্ট মাসে গুগল পেঙ্গুইন এর অ্যালগোরিদম অনুযায়ী সেই সকল ব্যাকলিঙ্ককে ওয়েব স্পাম হিসাবে চিহ্নিত করেছে তার ফলে সেই সব সাইটকে সার্চ ইঞ্জিন এ অপ্রকাশিত রেখেছে যার কারনে কি -ওয়ার্ড কে ডোমেইন সহ সার্চ দিলে পাওয়া যায় কিন্তু শুধুমাত্র কি -ওয়ার্ড সার্চ এ সাইট এর অস্তিত্ব খুজে পাওয়া যায় না।
(যেমনঃ search terms + site:yourdomain.com আসত কিন্তু শুধুমাত্র search terms এ আপনার সাইট খুজে পাওয়া যেত না)
এটা অবশ্য সঠিক যে, এজাতীয় link building এর ফলে প্রাথমিক অবস্থাই ফলাফল অনেক ভাল পাওয়া যায় কিন্তু একটা সময় পর অবশ্যই পেনাল্টির শিকার হতে হয়।
কেন ক্ষতিকরঃ
প্রথমেই উদাহরণঃ মনে করি আমাদের মহল্লাতে একটা চার দোকান আছে যেখানে প্রতিদিন একবার করে যাওয়া হয় চা খাওয়া ও আড্ডা দেওয়ার জন্য। আমরা জানি যে, একটা চার দোকানে রাজনীতি, সমসাময়িক ঘটনা, খেলাধুলা, সংস্কৃতি, পড়াশোনা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। একদিন আমি চার দোকানে যেয়ে একটা বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়লাম। বিষয়টি হলঃ "বাংলাদেশের ছিনেমা ও সাকিব খান" চার দোকানে মোট ২০ জনের মত লোক ছিল এবং আমি সহ মোট ৬ জন মিলে উপরোক্ত বিষয় নিয়ে কথা বলছি।
তর্কটা শুরু হয়েছিল এমনঃ
আমিঃ গতকাল মণিহারে সাকিব খানের "ভালবাসা আছে তাই ভালবাসি" ছবিটি মুক্তি পেয়েছে।
দ্বিতীয়জন বললেনঃ ওটা একটা ফালতু মুভি।
তৃতীয়জনঃ ছাকিব খানের চবি আর কত্ত ভাল হবে? 😛
চতুর্থজনঃ বাংলাদেশের কোন সিনেমা এখন আর ভাল নেয়।
৫মঃ মান্না মারা যাবার পর আর একটা ভাল ফিল্ম রিলিজ হয়নি।
(এর মধ্য একজন আগুন্তক এসে বললঃ "Get a New Red T-Shirt Only 50 Dollar!!! if you wanna to buy just remember the shopping mall, name: Yaglu")
৬স্টঃ (আগুন্তকের কথা শুনে চা না খেয়ে ও তর্কে নিজেকে না জড়িয়ে সেখান থেকে চলে গেল অথবাঃ) সাকিব খান হল বাংলাদেশের চলচিত্রে একমাত্র যোগ্য অভিনেতা।
নতুন আর একজন আগুন্তক এসে বললঃ যোগ্যতাই সাকিব খান কে চাকিব খান করে তুলেছে! 😀
[এভাবে তর্ক-বিতর্ক চলতে থাকল অনেকক্ষণ]
উদাহরণ বিশ্লেষণঃ
বেশিরভাগ ক্ষেত্রে আমারা যেটা করি তার কতিপয় উদাহরণঃ (আমিও এক সময় করতাম)
প্রস্নঃ এটা কি উচিৎ?
উত্তরঃ না
প্রস্নঃ কেন উচিৎ নয়?
উত্তরঃ ব্যাকলিঙ্ক এর গুরুত্ব অনুসারে বলা যায়ঃ- আমার সাইট এর লিঙ্ক অথবা পোস্ট এর লিঙ্ক অন্ন সাইটগুলোতে কি পরিমানে আলোচিত হয়েছে। (সেটা সোশ্যাল নেটওয়ার্ক, বুকমার্কিং সাইট, ব্লগ, ফোরাম ইত্যাদি তে হতে পারে) কিন্তু "কেন উচিৎ নয়" প্রশ্নের উত্তরে বলা চলে যে, ব্যাকলিঙ্ক তৈরির উদ্দেশ্যে লিঙ্ক শেয়ার না করে ওই লিঙ্ক বা সাইটটি আলোচনার বিষয়বস্তুতে পরিনত করা উচিৎ।
আমার মতে যে কাজ গুলো করলে আপনার এক্সটারনাল লিঙ্ক পাউয়ারফুল ব্যাকলিঙ্ক হিসেবে গণ্য হবেঃ
ভাল মানের পোস্টঃ একটা শক্তিশালী ব্র্যান্ডকে দাড় করানোর জন্য ভাল কনটেন্ট অবশ্যয় দরকার।(আকর্ষণ যুক্ত শব্দ ব্যাবহার; যেমনঃ 14 Way to Get more Traffic for your blog, সহজ শব্দ ব্যাবহার, চিত্তাকর্ষক ঘটনা; যেমনঃ পোস্ট এর ভিতর উদাহরণ স্বরূপ চিত্তাকর্ষক ঘটনা, মূল্যাতীত তথ্য [যদি সম্ভব হয়])
এটাকে এমনভাবে নেওয়া যায় যে, কবিরাজরা ওষুধ বিক্রি করার জন্য যেমন ভাবে বিষয়বস্তুকে উপস্থাপন করে অনেকটা ঠিক তেমন।
সঠিক লোকদের বাছাইকরণঃ আপনার প্রোডাক্ট বা ব্র্যান্ড এর সাদৃশ্য বা কাছাকাছি অন্য লোকের সাইট এর সাথে ফ্রেন্ডলি সম্পর্ক স্থাপন করা যেমন, লিঙ্ক এক্সচেঞ্জ, ব্যানার এক্সচেঞ্জ ইত্যাদি।
এক্সটারনাল লিঙ্ক যাচাইকরণ বা নিরীক্ষণঃ যেহেতু কোন ওয়েবসাইট এ গুগল এর যেকোন সার্ভিস এর মধ্য একটা সার্ভিস ব্যাবহার করলে গুগল ওই সাইট এর ট্রাফিক এনালাইজ করতে পারে সেক্ষেত্রে আপনি আপনার সাইট এর একটা লিঙ্ক অন্য একটা সাইট এ রেখেছেন এবং সেই সাইট থেকে ওই লিঙ্ক বরাবর আপনার সাইট এ কোন ভিসিটর আসে না এক্ষেত্রে আপনার ওই এক্সটারনাল লিঙ্কটির রেপুটেশন কমে যাবে ফলে Poor Backlink হিসেবে গণ্য হতে পারে। সুতরাং সর্বদাই সতর্ক থাকতে হবে।
আমি Anisur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Web Developer at NetBit LTD. i specialize in: SEO, Blogging, Affiliate Program, Hardware and Software, Front-end development, Video Editing. আমার ফেসবুক আই.ডি.: http://facebook.com/bdcmc স্কাইপি আই.ডি.: gsm_noman
ভালো লাগলো 😀