টেকটিউনসের মিট আপে আমরা অনেকেই হয়ত যেতে পারি নাই তাই আজকের মিট আপের বিষয়বস্তু কিছুটা তুলে ধরার প্রয়োজনীয়তা মনে করায় টিউনটি করলাম। আশা করি যারাই টিউন করেন না কেন নিন্মোক্ত কিছু বিষয়বস্তুর দিকে খেয়াল রেখেই টিউন করবেন। এর ফলে একদিকে আপনার টিউনটির সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে তেমনি পরিপূর্নতাও পাবে।
আমরা অনেকেই যারা টিউন করে থাকি তাদের সর্বপ্রথম ভুল করে থাকি টাইটেল দেয়ার সময়। যেমনঃ
আমরা অনেকেই টাইটেলে দাড়ি দিয়ে থাকি কিন্তু দাড়ি এর অর্থ বুঝায় সমাপ্তি তাই টাইটেলে কখনই দাড়ি দেয়া যাবে না।
আরমা অনেকেই এখনও দাড়ি ( । ) ও কমা ( , ) দিতেও ভুল করে থাকি। যা সঠিক ভাবে হবে যে বর্নটি শেষে দাড়ি হবে ঠিক তার পরেই দাড়িটি বসবে। তারপর একটি স্পেস দিয়ে পরবর্তি বাক্য লেখা শুরু করতে হবে। ঠিক একই ভাবে কমার ( , ) ও ব্যবহার করতে হবে । যেমনঃ আমরা বাংলাদেশে বাস করি। বাংলা আমার মাতৃভুমি।
আমরা অনেকেই সাবটাইটেল মানে টিউনের মধ্যে সাবটাইটেল দিয়ে থাকি h2 কোডটি কিন্তু যখন সাবটাইটেলের নিচে কোন টাইটেল আমরা ব্যবহার করব তখন ব্যবহার করতে হবে h3। যেমনঃ
আমরা অনেকেই Thumbnail যে ছবিটি ব্যবহার করে থাকি সেগুলো অনেক সময় সাইজ মত থাকে না তাই Thumbnail ছবিটি আকর্ষনীয়ভাবে ফুটে উঠে না। যেমনঃ
তবে এই ছবিটির জন্য সঠিক সাইজটি হল ৭৫X৭৫ তবে যদি ছবিগুলো ছোট আকারের হয় যেমনঃ 300 থেকে 400 পিক্সেল তাহলে টেকটিউনস নিজেই তা ক্রোপ হয়ে সঠিক সাইজ করে নিবে।
আমরা অনেকেই অনেক সময় লেখাতে প্যারা দিয়ে থাকি তবে মাত্র একটি ইন্টার চেপেই প্যারা দিয়ে থাকি। কিন্তু সেখানে ইন্টার দিয়ে ২ টি চাপ দিয়ে প্যারা করে লিখতে হবে।
যেহেতু আমি নিজে বেশির ভাগ সফটওয়ার নিয়ে টিউন করতে পছন্দ করি। তাই নিজেই নিজের উদাহরন দিলাম। যখন আমরা কোন সফটওয়ার বা কোন টিউন করলে তার ইংরেজী নামটি যদি ব্যবহার করা হয় তাহলে এটি সার্চ ইন্জিনে সহজেই খুজে পাওয়া যাবে। যেমনঃ আমি ইন্টারনেট এক্সপ্লোরার নিয়ে টিউন করলাম। কিন্তু যদি এটি ইংরেজীতে লিখি Internet Explorer তাহলে সহজেই আপনি সার্চ ইঞ্জিনে খুজে পাবেন । তাই এটি মানে কোন টিউনের টিউটেলে সফটওয়ারটির ইংরেজী নামটি লিখে দিলে খুব সহজেই তা খুজে পাওয়া যাবে।
আমরা অনেকেই ব্যাড কমেন্ট পরলে হৈ চৈ পরে যায়। কিন্তু আপনি নিজেই কমেন্ট মডারেশন করতে পারেন। সেটা নিজেই কন্ট্রোলে রাখতে পারেন। যেমনঃ
তাহলেই যে আপনাকে কমেন্ট করবে আপনি কমেন্ট এপ্রুভ না করা পর্যন্ত কমেন্ট পাবলিশ হবে না। তাহলে আর চিন্তা কি। সব চিন্তা ঝেরে ফেলে টিউন করায় মনযোগ দিন।
আমরা অনেকেই নানান সময় একটি সফটওয়ার নিয়ে টিউন করা হলে বলে থাকি এটা নিয়ে আগে টিউন করা হয়েছে। কিন্তু সবার উপস্থাপনা তো আর একরকম না তাই এই ব্যপারে পরবর্তিতে কোন কথা না বলাই ভাল । অনেকেই আমার মত একটি সুক্ষ্ম ভুল করে থাকেন সেটা হল কোন সফটওয়ার নিয়ে টিউন করলে তার সিরিয়াল নম্বর, প্যাচ, ক্র্যাক, কেজেন ইত্যাদি অন্য কোন আপলোড সার্ভারে আপলোড করে দিবেন কেননা না হলে পরবর্তিতে আপনার টিউনটি ড্রাফট করা হবে। আর সবচেয়ে বড় কথা হল আপনার টিউনটির স্ক্রিনশট টি এমন ভাবে নিবেন যাতে কোন পাঠক কে আকৃষ্ট করে কেননা এর ফলে আপনার কিছুটা হলেও টিউনটি আকর্ষনীয় হবে। বানানের প্রতি যতটা সম্ভব খেয়াল রাখবেন। কিছুদিন পরে এই বানান নিয়ে একটি প্যানেল খোলা হবে।
বিদ্রঃ টেকটিউনসের বর্তমান রেজিস্টার মেম্বার প্রায় ৩৫০০ জন। ইউনিক ১৯০০ ভিজিটর ও ৫০০০ পেইজভিউ প্রতিদিন। কর্তৃপক্ষের মধ্যে আছেন ৪ জন।
বর্তমানে টেকটিউনসের পজিশন ওয়ার্ল্ড র্যাংকিংয়ে ১৬০০০ এর চেয়ে কিছু বেশি । আশা করি টেকটিউনস সামনের দিকে আরও এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে...
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
অবশেষে টিউন টি পাইলাম।