টিউনারদের ৭ টি খুবই সাধারন ভুল – ১ম টিউনার মিটআপ থেকে ফিরে

টেকটিউনসের মিট আপে আমরা অনেকেই হয়ত যেতে পারি নাই তাই আজকের মিট আপের বিষয়বস্তু কিছুটা তুলে ধরার প্রয়োজনীয়তা মনে করায় টিউনটি করলাম। আশা করি যারাই টিউন করেন না কেন নিন্মোক্ত কিছু বিষয়বস্তুর দিকে খেয়াল রেখেই টিউন করবেন। এর ফলে একদিকে আপনার টিউনটির সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে তেমনি পরিপূর্নতাও পাবে।

১ম ভুলঃ

আমরা অনেকেই যারা টিউন করে থাকি তাদের সর্বপ্রথম ভুল করে থাকি টাইটেল দেয়ার সময়। যেমনঃ
আমরা অনেকেই টাইটেলে দাড়ি দিয়ে থাকি কিন্তু দাড়ি এর অর্থ বুঝায় সমাপ্তি তাই টাইটেলে কখনই দাড়ি দেয়া যাবে না।

২য় ভুলঃ

আরমা অনেকেই এখনও দাড়ি ( । ) ও কমা ( , ) দিতেও ভুল করে থাকি। যা সঠিক ভাবে হবে যে বর্নটি শেষে দাড়ি হবে ঠিক তার পরেই দাড়িটি বসবে। তারপর একটি স্পেস দিয়ে পরবর্তি বাক্য লেখা শুরু করতে হবে। ঠিক একই ভাবে কমার ( , ) ও ব্যবহার করতে হবে । যেমনঃ  আমরা বাংলাদেশে বাস করি। বাংলা আমার মাতৃভুমি।

৩য় ভুলঃ

আমরা অনেকেই সাবটাইটেল মানে টিউনের মধ্যে সাবটাইটেল দিয়ে থাকি h2 কোডটি কিন্তু যখন সাবটাইটেলের নিচে কোন টাইটেল আমরা ব্যবহার করব তখন ব্যবহার করতে হবে h3। যেমনঃ

৪র্থ ভুলঃ

আমরা অনেকেই Thumbnail যে ছবিটি ব্যবহার করে থাকি সেগুলো অনেক সময় সাইজ মত থাকে না তাই Thumbnail ছবিটি আকর্ষনীয়ভাবে ফুটে উঠে না। যেমনঃ

তবে এই ছবিটির জন্য সঠিক সাইজটি হল ৭৫X৭৫ তবে যদি ছবিগুলো ছোট আকারের হয় যেমনঃ 300 থেকে 400 পিক্সেল তাহলে টেকটিউনস নিজেই তা ক্রোপ হয়ে সঠিক সাইজ করে নিবে।

৫ম ভুলঃ

আমরা অনেকেই অনেক সময় লেখাতে প্যারা দিয়ে থাকি তবে মাত্র একটি ইন্টার চেপেই প্যারা দিয়ে থাকি। কিন্তু সেখানে ইন্টার দিয়ে ২ টি চাপ দিয়ে প্যারা করে লিখতে হবে।

৬ষ্ঠ ভুলঃ

যেহেতু আমি নিজে বেশির ভাগ সফটওয়ার নিয়ে টিউন করতে পছন্দ করি। তাই নিজেই নিজের উদাহরন দিলাম। যখন আমরা কোন সফটওয়ার বা কোন টিউন করলে তার ইংরেজী নামটি যদি ব্যবহার করা হয় তাহলে এটি সার্চ ইন্জিনে সহজেই খুজে পাওয়া যাবে। যেমনঃ আমি ইন্টারনেট এক্সপ্লোরার নিয়ে টিউন করলাম। কিন্তু যদি এটি ইংরেজীতে লিখি Internet Explorer তাহলে সহজেই আপনি সার্চ ইঞ্জিনে খুজে পাবেন । তাই এটি মানে কোন টিউনের টিউটেলে সফটওয়ারটির ইংরেজী নামটি লিখে দিলে খুব সহজেই তা খুজে পাওয়া যাবে।

৭ম ভুলঃ

আমরা অনেকেই ব্যাড কমেন্ট পরলে হৈ চৈ পরে যায়। কিন্তু আপনি নিজেই কমেন্ট মডারেশন করতে পারেন। সেটা নিজেই কন্ট্রোলে রাখতে পারেন। যেমনঃ

তাহলেই যে আপনাকে কমেন্ট করবে আপনি কমেন্ট এপ্রুভ না করা পর্যন্ত কমেন্ট পাবলিশ হবে না। তাহলে আর চিন্তা কি। সব চিন্তা ঝেরে ফেলে টিউন করায় মনযোগ দিন।

পরামর্শঃ

আমরা অনেকেই নানান সময় একটি সফটওয়ার নিয়ে টিউন করা হলে বলে থাকি এটা নিয়ে আগে টিউন করা হয়েছে। কিন্তু সবার উপস্থাপনা তো আর একরকম না তাই এই ব্যপারে পরবর্তিতে কোন কথা না বলাই ভাল । অনেকেই আমার মত একটি সুক্ষ্ম ভুল করে থাকেন সেটা হল কোন সফটওয়ার নিয়ে টিউন করলে তার সিরিয়াল নম্বর, প্যাচ, ক্র্যাক, কেজেন ইত্যাদি অন্য কোন আপলোড সার্ভারে আপলোড করে দিবেন কেননা না হলে পরবর্তিতে আপনার টিউনটি ড্রাফট করা হবে। আর সবচেয়ে বড় কথা হল আপনার টিউনটির স্ক্রিনশট টি এমন ভাবে নিবেন যাতে কোন পাঠক কে আকৃষ্ট করে কেননা এর ফলে আপনার কিছুটা হলেও টিউনটি আকর্ষনীয় হবে। বানানের প্রতি যতটা সম্ভব খেয়াল রাখবেন। কিছুদিন পরে এই বানান নিয়ে একটি প্যানেল খোলা হবে।

বিদ্রঃ টেকটিউনসের বর্তমান রেজিস্টার মেম্বার প্রায় ৩৫০০ জন। ইউনিক ১৯০০ ভিজিটর ও ৫০০০ পেইজভিউ প্রতিদিন। কর্তৃপক্ষের মধ্যে আছেন ৪ জন।

  • ১. মেহেদী হাসান আরিফ
  • ২. মো. শাহজালাল
  • ৩. টিনটিন ওরফে সোহান ভাই
  • ৪. শামীম হায়দার

বর্তমানে টেকটিউনসের পজিশন ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে ১৬০০০ এর চেয়ে কিছু বেশি । আশা করি টেকটিউনস সামনের দিকে আরও এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে...

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অবশেষে টিউন টি পাইলাম।

    বাংলাদেশ র‍্যাংকিংয়ে 49 এ আসে টেকটিউনস।

    সাম্য ভাই ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।

প্রথমেই ধন্যবাদ জানাই টেকটিউনস কর্তৃপক্ষকে, বৈঠকটি সফল ভাবে সম্পন্ন করার জন্য। আমারও সৌভাগ্য হয়েছিল বৈঠকের মাঝে কিছুটা সময় উপস্থিত থাকার। সবকিছু সেখানে শুনতে পারিনি, তাই হাসিব ভাইকে ধন্যবাদ, এতো তাড়াতাড়ি মোটামুটি একটি সারাংশ দেয়ার জন্য। কর্তৃপক্ষকে বিশেষ ভাবে দিতে চাই আমাকেও একটু সুযোগ দেয়ার জন্য। মাঝে আমি একটি কথা শেয়ার করতে চাই, “কর্তৃপক্ষের ভবিষ্যত পরিকল্পনা আছে; ২০১১’র বই মেলায় টিউনারদের মানসম্পন্ন টিউন নিয়ে একটি বই প্রকাশ করার।”

    Level 2

    bhaiya apnar khali ga ca no /kamon kamon lagtay chay

    ভূল শুদ্ধ করতে গিয়ে আমার নিজেরই সুক্ষ্ম ভূল হয়েছে, রোমানকে ধন্যবাদ সেটি ধরিয়ে দেয়ার জন্য। এটি আমার নিজেরই জানানো উচিৎ ছিল। কিন্তু খুব দ্রুত করতে গিয়ে এটি বাদ পরে গেছে।

    @আলম ভাই, এখনতো কেমন কেমন লাগছে না; তাই না?

যাক পরবর্তীতে ভুলগুলি সবাই শুধরে নিতে পারবে
ধন্যবাদ হাসিব ভাই

    এগুলোই কিন্তু টেকটিউনস মিট-আপে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

ইউআর এল এর ব্যাপার টা মনে হয় বাদ পড়ল ……. যাই হোক ….. মিট আপের মূল বক্তব্যকে তুলে ধরার জন্যে ধন্যবাদ।

ধন্যবাদ হাসিবকে এত দ্রুত আর সুন্দর করে সামারাইজ করার জন্য।

    মেহেদী ভাই আমার মনে হয় কিছু বাদ পরেছে যদি একটু বাদ পরা অংশটুকু তুলে ধরতেন তাহলে মনে হয় আরও ভাল হত।

হু……. লেটুস ভাই
ধীরে ধীরে আপনার টিউনের মান বাড়ছে।

সফটওয়ার হাসিব………হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা

খুব সুন্দর করে জানানোর জন্য ধন্যবাদ। সব কয়টি বিষয় গুরুত্বপূর্ণ। আমি কর্তৃপক্ষের সবার নাম জানতাম না। দুইজনকে অতিকষ্টে চিহ্নিত করে ভেবেছিলাম এঁরাই হবেন মনে হয়। কর্তৃপক্ষের সকলের নামের পরিচিতির জন্যও ধন্যবাদ।

    ধন্যবাদ…………………………………………………..

Level 0

এই তো গেলো টিউনারদের সমসা । টেকটিউনসের সমসার কি হবে ? কোনো পোসট একবারে published হয় না । সব সময় বলে Tag বলে কম !

    arifnezami ভাই এই সমস্যারও খুব দ্রুত সমাধান হবে বলে আশ্বাস পাওয়া গিয়েছে। হয়ত একটু সময় লাগবে। ধন্যবাদ

    Level 0

    hmmm…

হাসিব ভাই সবকিছুই লিখছেন। তার পরও কথা থাকে “শেষ হয়েও হইলো না শেষ”। হাসিব ভাই “URL” টা আর “টাইমিং পাবলিশ” টা যে বাদ দিলেন?? :O

গুরু মেহেদী ভাই টিউনের মান ভালো করার জন্য আসলেই খুব ভালো শিক্ষা দিয়েছেন আমাদের 😀 । —ধন্যবাদ মেহেদী ভাই—

হাসিব ভাই এই টিউন টা আপডেট করেন।

অবশেষে একটা কথা না বললেই নয় টিউন টা এক কথায় অসাধারন। 😉

    রলিন কত কথা মাথায় থাকে বল। তারপরেও কোন নোট না করে কিছু মনে রাখতে পেরেছি।

গ্রট…বয়

Level 0

ধন্যবাদ সকলকে সফল ভাবে আমাদের ছাড়া কাজ শেষ করার জন্য৷ কিন্তু ভবিষ্যতে যদি……

Level 0

ধন্যবাদ আপনাকে।

Level 2

ধন্যবাদ হাসিব। চমৎকার টিউনের জন্য। তবে তাড়াহুড়া করতে গিয়ে তোমারও কিছু বানান ভুল হয়ে গেছে। যেমন, দাড়ি (দাঁড়ি), বর্ন (বর্ণ) ইত্যাদি। যাক, এটা কোন ব্যাপার না। কারণ আমাদের বুঝতে কোন অসুবিধা হয়নি।

টিউনটি মোটে ও খারাপ বলা চলে না। ধন্যবাদ হাসিব ভাইকে

    রুবেল ভাই এটি আসলে কোন টিউন না, আমাদের ১ম টিউনার মিট-আপে এই সব ছোট ছোট ভুলগুলোই তুলে ধরা হয়েছিল। ধন্যবাদ…..

Level 0

টেকটিউনসের মিট আপে কি হয় তা দেখা এবং শুনার ইচ্ছা ছিল তা হয়ত পড়েই মিটে গেল।
শেয়ার করার জন্য ভাল লাগল———————————————————————-
আর বাকি যেটুকু আছে তাও আপনাকে দিতে চাই, দিলে রাখার জায়গা হবে কিনা জানিনা।
তাও দেই, আপনাকে অসংক্ষ ধন্যবাদ-১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০
এখান থেকে ২-১ টা থাকলেই হবে।

valo lagse techtunes er member hote pare jakina internte use k amar kase onek eassykore diyese.

Level 0

ইয়ে ব্যাকরণে বিশাল কাচা 🙁

দারুন !!

পরবর্তীতে ভুল শুধরে নিব । ধন্যবাদ ।

Level 0

প্রিয় বন্ধু, আপনার এই টিউন শেয়ার করার জন্ন ধন্নবাদ… আপনার এই টিউন থেকে নতুন কিছু শিখতে ও জানতে পারলাম… ধন্নবাদ…