কোন কোন সময় ভাইরাস দ্বারা কমপিউটার আক্রান্ত হলে USB drive এর ফোলডার গুলোতে ৪২১ দেখায়, যার ফলে কোন কোন কমপিউটারে আপনার ফাইল গুলো hide হয়ে যায়। আবার কোন গুলোতে দেখালেও তা open করতে গেলে নতুন windows open হয়। এর ফলে অনেকটা বিরক্তি লাগে। এই বস সহজে যেতে চাইনা। আর এয় ৪২১ বসকে দেখার হাত থেকে বাঁচতে হলে নিচের ধাপ গুলো অনুসরণ করলে আশা করা যায় আর দেখাবেনা।
প্রথমে আপনার pen drive অথবা memory card থেকে আপনার ফাইল গুলো কপি করে কমপিউটারের অন্য কোন drive এ রাখুন। desktop এ একটি নতুন folder তৈরি করুন এবং Folder টির আইকোন পরিবর্তন করুন । আইকোন পরিবর্তন করতে Folder টি open করে মাউসের ডান বাটন ক্লিক করুন (customize this folder)-option এ ক্লিক করুন। এর পর change icon option ক্লিক করে ইচ্ছে মত আইকোন পরিবর্তন করুন। এই বার আপনার pen drive এর ফাইল গুলো এই ফোলডারে পেস্ট করুন।
এবার আপনার pen drive format করুন। এখন আপনার নতুন folder তৈরি কৃত আপনার সকল ফাইল আপনার pen drive এ পেস্ট করুন।
আমি A.R+R। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মাথার তিন হাত উপর দিয়ে গেল। এভাবে করে লাভ কি?