গুগলের কাছে আমরা অনেক সুন্দর এবং উপযোগী জিনিস পেয়েছি। এবারে এলো রিয়েলটাইম আপডেট সহ গুগল সার্চ। কি থাকছে এতে? নাম থেকেই বোঝা যাচ্ছে যে সার্চ ইঞ্জিনে যেই মুহুর্তে ইন্ডেক্স হবে, সেটা একের পর এক আপডেট দেখা যাবে এই সার্চে। এর জন্য সার্চ পাতা রিফ্রেশ করতে হবেনা। এখন থেকে দেখা যাবে গুগল রোবট ইন্ডেক্স করার সাথে সাথেই সেটির আপডেট।
নিজেই এক ঝলক দেখে নিন? পছন্দ হবেই হবে। সার্চ পাতা খুলে চুপচাপ তাকিয়ে থাকুন, পছন্দের রেজাল্ট এলেই তাতে ক্লিক করুন নতুন ট্যাবে, অন্যদিকে রিয়েলটাইম গুগল সার্চ তার কাজ চালিয়ে যেতে থাকবে। কোনো ব্রেকিং নিউজ আপডেট চাইছেন? খুলে ফেলুন রিয়েলটাইম সার্চের পাতা! স্ক্রিনশট নিচে -
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
হুম- আরোও কতরকম সুবিধা যে গুগল সংযোজন করবে তাদের সার্চ ইঞ্জিনে আর তা কোথায় গিয়ে যে শেষ হবে ?