আজব.. Rapidshare, Mediafire এর মত site তাও বাংলাতে !!!!

আপনারা অনেকেই হয়ত Rapidshare, Mediafire এই ধরনের অনেক File Sharing Service এর সাথে পরিচিত। এমনটা কি কখনো মনে হয়নি যে বাংলায় এই রকম কিছু থাকতে পারে ? না থাকাটাই তো reality.. আমরা বাংলাদেশীরা কি এইরকম কিছু ভেবেছি ? না… অন্তত আমিও তাই ভাবতাম… আমিও অবাক হয়েছি যা Internet এ পেয়েছি তা দেখে… আজব… Rapidshare, Mediafire এর মত site তাও বাংলাতে !!!!

আমার আগের লেখাটি ছিল আমার regular tune থেকে আলাদা… Tunerরা ওটাতে বিরক্ত হলে মাফ করবেন… ওটি এই Techtunes এর সবাইকে জানানো দরকার ছিল বলে লিখেছি… I received lot of prank calls for it.. I was told to stop even accessing the Internet!!! Techtunes তো দূরে থাক! well I didn't know Toufiq Khan Majlis was such a VIP to her(!?!) or him.. I removed my cell no from Facebook, changed SIM and made my FB a lil. more private.. যাক আর বেশী কিছু বলার দরকার নাই… that was sick!! তৌফিক খান মজলিস তো যা তাই... that topic is closed from my part..

..ভালো জিনিস বলি… সহসাই Internet এ পেয়ে গেলাম Slingfile, আমি কিছু জিনিস mediafire এর বদলে অন্য কোথাও রাখতে চাইছিলাম… আসলে আমার mediafire এর password মনেই করতে পারছিলাম না। পেলাম এটার link Google এ, link click করলাম… Man! What I saw is beyond my belief!! বাংলা লেখা!!! যাক ব্যবহার করলাম এটা… খুবই ভালো লাগলো… Mediafire এর মত যত খুশী ততো জিনিস রাখা যায় Free account এও but it has a file life of 90 days. Multilevel Folder করা যায় কিনা তা দেখিনি… সবচেয়ে ভালো কথা হলো প্রতিটি File size 1 G.B ও হতে পারে… ইসস যদি file life টা বেশী হত registered user এর জন্য… আমার Mediafire account এ প্রায় ৮ মাস ধরে 5/6 G.B এর জিনিস রাখা আছে… মুছেনি… Unregistered দের টাই এরা শুধু মোছে… আর Public Folder এর Contents এর উপর যদি কেউ report করে তাহলে মোছে… Slingfile is very fast like mediafire, নতুন বলেই কি বা too simple বলেই কি এতো ভালো জিনিসটির প্রচার হয়নি?? Techtunes এ তাই এটা নিয়ে লিখছি… এটাতে File Category Optionটি কি কাজে লাগে তা স্পস্ট না… এর FAQ, File Sending আর আরো কিছু জায়গা বাংলা করা… ভালই…

Slingfile 5

Slingfile 2

Slingfile 3

আর এক সময় Firefox এর Titlebar এ দেখলাম Hotshare লেখা… কি আসলে ব্যপারটা জানতে আবার Google এ, নতুন আরেকটা জিনিস পেলাম hotshare.net এই নামে… এটাও বাংলা আর কোথায় জানি এই Slingfile আর Hotshare এর মিল… একটিই না দুটি Website???  Hotshare এ প্রতিটি File size 300 G.B বলা… আর File Preview Option আছে…

hotshare bn

প্রশ্ন হলো এর বা এদের(?) Owner/Developer কারা?? কোন বাংলাদেশী কি এর বা এদের Owner/Developer?? এই বিজয়ের মাস December এ একজন বাংলাদেশপ্রেমিক হিসাবে তাকে/তাদের সালাম জানাই তাকে/তাদেরকে তার/তাদের দেশপ্রেমের জন্য… দেশের জন্য তার/তাদের এই কাজের জন্য… বাংলা যে কত কঠিন তা বুঝি... আশাকরি Techtunesও উনাকে তার/তাদের প্রাপ্ত সম্মান জানাবে আর যত Techtuners আছে তাদের কাছে আমার এই লেখাটি বিশেষ নির্বাচিত লেখা হিসাবে তুলে ধরে তাদের কাছ থেকেও তার/তাদের জন্য যথাপ্রাপ্ত সম্মান আদায় করে নিবে। আমি জানি Techtuners এর Owners and Developers এই দেশের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশের জনগনের কথা বাংলা কথায় তাদের বাংলা লেখাগুলি ICT’র মতো জটিল বিষয়ে লিখানোর সুযোগ দিয়েছে আমাদের Tunerদের এই জন্য তাদেরও সালাম জানাই… Keep rocking!!! Hats are off also to tuners like Tintin, Hasib, Shakil Arefin, Ria Apu and each and every good people here.. তারাও বাংলাদেশী ICT achievements worldwide যা আছে আমার মত তুলে ধরবেন বলে আশা করি… আমার জানি লেখার খুব limitations আছে বাংলাতে… কথা ও লেখা আমার জন্য কঠিন for obvious reasons.. তারপরও আমার লেখার খুব ইচ্ছাকে যারা আমার ভুল দেখিয়ে, আমাকে ভালো বলে এগিয়ে আনছেন তাদেরকেও শুভকামনা করছি… please continue doing this..

লম্বা লেখার জন্য Sorry.. আপনারা যে জিনিস নিয়ে এই লেখাটি লেখা তা দেখার জন্য যেতে পারেন এই দুই Web address এ -

Slingfile - http://www.slingfile.com/

Hotshare - http://www.hotshare.net/bd/

Level 0

আমি ToufiqKM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I just completed my Ms in MIS from Daffodil International University. উড়াল দেয়ার ধান্দাসহ ভাল কিছু করার ইছা আছে... a camera shy person.. n have only a limited number of friends coz. I have little or no enemy.. ;) I love technology and I love good tunes.. mostly English songs,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস