শুভ দিন বন্ধুরা!!! প্রথমেই আমার সালাম নিবেন। এটি আমার প্রথম টিউন হলেও আমি টেকটিউনস এর সাথে অনেকদিন যাবত রয়েছি, তবে অনিয়মিত। আশা করছি এখন থেকে নিয়মিত হব ইনশাআল্লাহ্।
আজ আমি আপনাদের একটি গল্প শুনাব। ধরুন ,আপনি আপনার ল্যাপটপ –এ ইন্টারনেট ব্যাবহার করছেন ইথারনেট কানেকশন অথবা বাংলালায়ন বা কিউবি দিয়ে। আপনার বাবা, মা অথবা ভাই বা বোন মেইল চেক করতে আসলো আপনার কম্পিউটারে । কিন্তু আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন, আর আপনার ভাই অথবা বোন এর মেইল চেক করাটাও জরুরি । এখন কি করা যায়? একটা ওয়াইফাই হটস্পট থাকলে এই সমস্যাটা হত না!!! এই সমাধান আপনার হাতের মুঠোয়। এখনি ডাউনলোড করুন Connectify । ইন্সটল করে নিন আপনার ল্যাপটপ- এ।
হটস্পট এর Name ও Password দিয়ে চালু করে দিন ওয়াইফাই হটস্পট!!!
এর Lite Version টি ফ্রী !!! Pro version ব্যাবহার করতে software টি কিনতে হবে আপনাকে। অথবা PirateBay তে গিয়ে Connectify লিখে Search দিলে এর টরেন্ট পাবেন।
Connetify এর বৈশিষ্ট্য:
আরও জানতে click করুন ...Connectify
এখন আর কোন জটিলতা ছাড়াই ব্যাবহার করুন ইন্টারনেট, আর আপনার বন্ধুদের ও পরিবারের সদস্য-দের সাথেও শেয়ার করুন আপনার ইন্টারনেট!!!
টিউনটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না! আর কোন প্রশ্ন থাকলে , প্রশ্ন করতে ভুলবেন না। আপনাদের সকলের প্রতি শুভ কামনা রইল । পরবর্তি টিউনে দেখা হবে ইনশাআল্লআহ। ভাল থাকবেন।
আমি Seeker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পরবর্তী পদক্ষেপেই আমি চিন্তারত..................
ধন্যবাদ, আমি আগে থেকে এটি ব্যাবহার করছি, এটি নিয়ে টিটি তে অনেক বার লেখা হয়েছে, ৩/৪ বার