উইন্ডোজ সেভেনকে জেনুইন করে ফেলুন জেনুইন সিরিয়াল দিয়ে

আমার গতপোষ্ট ব্যপকভাবে জনপ্রিয়তা পাওয়ায় এই টিউনটি করার সাহস পেলাম। অনেকেই আমরা এখন উইন্ডোজ সেভেনের ভক্ত হয়ে গেছি তাই আজকে আমি আপনাদে কিছু জেনুইন সিরিয়াল কে দিচ্ছি আশা করি সবগুলোই কাজে লাগবে । কিন্তু আমি শুধুমাত্র উপরেরটা ট্রাই করে সফল হয়েছি । তাই যদি একেক জন একেকটা ব্যবহার করেন তাহলে বুঝা সম্ভব হবে সবগুলো জেনুইন কি না । আমার দৃঢ় বিশ্বাস সবগুলোই কাজে লাগবে ।

সিরিয়ালগুলো ব্যবহার করার পর আমার উইন্ডোজের ছবিঃ

সিরিয়ালগুলো হলঃ

MM7DF-G8XWM-J2VRG-4M3C4-GR27X

KGMPT-GQ6XF-DM3VM-HW6PR-DX9G8

MVBCQ-B3VPW-CT369-VM9TB-YFGBP

KBHBX-GP9P3-KH4H4-HKJP4-9VYKQ

BCGX7-P3XWP-PPPCV-Q2H7C-FCGFR

RGQ3V-MCMTC-6HP8R-98CDK-VP3FM

Q3VMJ-TMJ3M-99RF9-CVPJ3-Q7VF3

6JQ32-Y9CGY-3Y986-HDQKT-BPFPG

P72QK-2Y3B8-YDHDV-29DQB-QKWWM

6F4BB-YCB3T-WK763-3P6YJ-BVH24

9JBBV-7Q7P7-CTDB7-KYBKG-X8HHC

C43GM-DWWV8-V6MGY-G834Y-Y8QH3

GPRG6-H3WBB-WJK6G-XX2C7-QGWQ9

MT39G-9HYXX-J3V3Q-RPXJB-RQ6D7

MVYTY-QP8R7-6G6WG-87MGT-CRH2P

আপনার আগের সিরিয়াল চেন্জ করতে হলে মাই কম্পিউটারের প্রপার্টিজে গিয়ে সিরিয়াল চেন্জ করার অপশন দেখতে পাবেন । ওখানে গিয়েই সিরিয়ালটি চেন্জ করুন । উপকারে আসলেই এই টিউনটি সার্থক। আর ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না যেন ।

বিদ্রঃ এই সিরিয়ালগুলো ৩২ এবং ৬৪ উভয় বিটের জন্যই । সকলকে ধন্যবাদ.............

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দুঃখিত samehood মামুন ভাইয়ের বিরুদ্দে কোন টিউন বা কমেন্ট আসলে আমি সহ্য করতে পারি না । তাই কমেন্ট টি মুছে দিলাম

    Level 0

    সরি আপনি ভুল করছেন, আপনারা হয়ত লেখাটা আগেই খেয়াল করেছেন, কিন্তু কেউ এ ব্যাপারে কোন প্রতিবাদ বা কোন ধরনের মন্তব্য করছেন না দেখে আমি আপনার টিউনে লিংকটা দিয়েছিলাম।
    আপনারদের কাছে থেকে যুক্তিসংগত প্রতিক্রিয়া আশা করছি।

    samehood তুমি বিশ্বাস কর আ নাই কর আমি টেকটিউনস ছাড়া অন্য ব্লগে যাই না ।তাই আমি এই ব্যপারটি তোমার কাছেই প্রথম জানলাম এবং এর বিরুদ্ধে রুখে দাড়িয়েছি । আশা করি বুঝতে পেরেছ আমার ব্যপারটি ।

    samehood, ভাই আপনাকে ধন্যবাদ। Link দেওয়ার জন্য। delete করার কারন টাও বুঝতে পারসেন আশা করি।

    samehood তোমারে যে কি বইলা ধন্যবাদ দিব তার ভাষা আমার জানা নেই । কেননা মামুন ভাই , সাম্য ,শাকিল ভাই , টিনটিন ভাই এই কয়েকজনের নামে কেউ কিছু বললে আমার মাথা ঠিক থাকে না । ওর খবর আছে ।

    Dear hasib i need xp genuine maker which was recently someone posted but i can’t finding out so pls locate me of that tune
    or send link through my email>> [email protected]

    thanks a lot for your best experience

    Level 0

    ইমরান ভাই আমার কাছে আছে আপনার ইমেইলে আমি এটা পাঠাব আর যদি কেউ পাটিয়ে থাকে তাহলে আমাকে জানান। [email protected]

এই জন্যই তো মিয়া তোমারে Win7 Use করতে বলসিলাম। এখন Win7 এর সব কিছু তুমি আইনা দিবা। হা হা হা।

    Dear azad i never received any email about genuine xp maker i hope you have sent it me
    thanks for responding

Level 0

হাসিব ভাইজান আপনাকে বলছি।
আমার কাছে Windows 7 -এর যেকোন EDITION কে জেনুইন করার একটি প্রোগ্রাম আছে।
আপনার যদি সম্যস্যা না থাকে ও টেকটিওন পরিবারের যদি প্রয়োজন হয় তাহলে http://www.emdadkhan.com/it/itsofz.htm ভিজিট করে Genuine Windows 7 maker ফাইল টি
ব্যবহার করে দেখতে পারেন।
যেহেতু আপনি Windows 7 এর সিরিয়াল কি দিয়েছেন তাই আমি আর কোন টিউন করলাম না।
ধন্যবাদ।
emdadblog.blogspot.ocm
Tech-For Everyone

    তবে সিরিয়ালটাই বেস্ট এতে কোন ঝামেলা লাগে না । ধন্যবাদ তোমাকে

আমি উইন্ডোজ সেভেন এর ব্যাপারে সাহায্য চেয়েছিলাম । কিন্তু কমেন্ট দেখে ইনস্টল করতে সাহস পাইনি । যাইহোক সর্বশেষ কথা হলো হাসিব না থাকলে পরিপূর্ণ হয় না । ইনস্টল পদ্ধতি ও জেনুইন সিরিয়াল দেওয়ার জন্য হাসিব তোমাকে জানাই ১০০% জেনুইন ভালোবাসা ।
———– your best server ———

    ধন্যবাদ রুহুল ভাই আমি আছি আপনাদের পাশে তবে শুধুই সফটওয়ারের সাহায্য করতে পারব । ওয়েবসাইটের ব্যপারে আমি কচি শিশু ।

    আচ্ছা রুহুল ভাই আপনি কি উইন্ডোজ সেভেন সেটাপ দিয়েছেন ।

এখনও দেইনি । নিয়ম-কানুন গুলো আয়ত্ত করলামমাত্র । কয়েক দিনের মধ্যেই সেটআপ দিবো ।

Level 0

hasib vai ami windows 7 ultimate a hidden file show korar system pachina doya kore ki bolben ki kore windows 7 a
file hidden or show kora hoy
ate ami darun upokrito hobo.

    Level 0

    শুভ ভাইজান আপনি এটি অনুসরণ করুন :
    Go to control panel >Choose folder option> Click file type> from file type uncheck the “Hide system protected file”
    ধন্যবাদ
    emdadblog.blogspot.com
    Tech-For Everyone.

    আপনি উইন্ডোজ সেভেন ওপেন করে my computer-এ প্রবেশ করুন । ওখানে organize লেখা দেখতে পাবেন । ওখানে ঢুকলেই আপনি Layout অপশন দেখতে পাবেন এবং manu bar এ ক্লিক করে বের হয়ে আসুন । তাহলেই আপনি Xp এর মত মেনু বারটি দেখতে পাবেন । ওখানে Tools> Folder Option > View > Show hiden files,folder & drive লেখাতে ক্লিক করলেই আপনার হাইডেন ফাইল এবং ফোল্ডার দেখতে পাবেন । ধন্যবাদ

    Level 0

    ekh vai and hasib vai apnader k osonkho thanks akhon ami windows 7 a
    hidden file show korte parechi.

Level 0

হাসিব ভাইজান একটা প্রশ্ন ছিল ।
In which version of windows 7, the serial key works? If you mention it in your tune it will be helpful to us.
Thanks.
emdadblog.blogspot.com
Tech-For Everyone.

    EKH ওখানে লেখা ছিল সব ভার্সনের জন্যই এইগুলো কাজ করবে ।

    Level 0

    হাসিব ভাইজান লেখা আছে ৩২ ও ৬৪ বিটের জন্য। কিন্তু কোন EDITION-এ কাজ করবে তা তো লিখা নেই।
    emdadblog.blogspot.com
    Tech-For Everyone

    EKH বর্তমানে তো আমরা আলটিমেট টাই ব্যবহার করছি তাই এটাতে কনফার্ম যে কাজ হয়েছে । যখন নতুন ভার্সন আসবে তখন না হয় ওটাতেও ট্রাই করা যাবে এবং কনফার্ম হওয়া যাবে । তবে আমি যেখান থেকে সংগ্রহ করেছি সিরিয়ালগুলো ওখানে লেখা ছিল উইন্ডোজ ৭ এর জন্য যেহেতু ভার্সনের কথা লেখা ছিল না তাই ধরে নেয়া যায় সব ভার্সনেই হয়ত কাজ করবে ।

    Level 0

    হাসিব ভাইজান আপনার সিরিয়ালগুলো আমার ব্লগ-এ দিলে আপনার কি কোন সম্যসা আছে?
    emdadblog.blogspot.com
    Tech-For Everyone

    না কোন সমস্যা নাই তবে দয়া করে টেকটিউনসের টিউনের লিংকটা দিয়ে দিলে খুশি হব কেননা তাতে টেকটিউসের ১ জন হলেও ভিজিটর বাড়বে ।

    Level 0

    Thanks .
    but which links yours or techtune ?
    emdadblog.blogspot.com
    Tech-For Everyone

    https://www.techtunes.io/internet/tune-id/14639/ এই লিংকটা দিলেই হবে ।

উইন্ডোজ ৭ ডাউনলোড এবং অ্যাক্টিভেট করার জন্য প্রয়োজনীয় সব তথ্য পাবেন এখানে:
http://forums.mydigitallife.info/showthread.php?s=abe6fd450201a9f1d00680d5a5038c49&t=7126

এই লিংকে অনেকগুলো অ্যাক্টিভেটর পাবেন।

    Dean_Hachamovitch ভাই সিরিয়াল দিয়ে এক্টিভেট করার আর ক্র্যাক বা প্যাচ দিয়ে এক্টিভেট করা কিন্তু এক জিনিষ না ।

    আপনি যে সিরিয়ালগুলো দিয়েছেন সেগুলো দিয়ে উইন্ডোজ ৭ RC অর্থাৎ রিলিজ ক্যান্ডিডেট অ্যাক্টিভেট করা যাবে। কিন্তু ফাইনাল ভার্সন অ্যাক্টিভেট করতে চাইলে 7Loader বা আমার দেওয়া লিঙ্কে যেসব অ্যাক্টিভেটর রয়েছে সেগুলো ব্যবহার করা ছাড়া উপায় নেই।

    ফাইনাল ভার্সন যখন হাতে পাব তখন না হয় ওগুলো নিয়ে লিখব । কারন এখন তো আমাদের কাছে ফাইনাল ভার্সন টি আসে নি ।

    Level New

    হাসিব ভাই এখনো আরসি ব্যবহার করেন শুনে বেশ অবাক হলাম।ফাইনাল ভার্সন বের হয়েছে তো অনেকদিন হল।আর আরসি কিন্তু ফেব্রুয়ারি থেকে ঝামেলা করবে।তার আগেই সবাইকে আপগ্রেড করতে হবে।আর ফাইনালের এক্টিভেটর হিসেবে 7Loader is the best.কেউ দয়া করে জেনুইন কী দিয়ে ঐটা এক্টিভেট করতে যাবে না আবার।কেননা ইন্টারনেটে লীক হওয়া কী মাইক্রোসফটের নজরে আসা মাত্র তারা তা ব্ল্যাকলিস্ট করে ফেলে।সুতরাং সাময়িকভাবে এক্টিভেশন কাজ করলেও পরে ঠিকই উইন্ডোজ ইন্টারনেট কানেকশন পেলে তা ধরে ফেলবে।

    সেতু ভাই আমার কাছে এখনও ফাইনাল ভার্সন পৌছোয় নি তাই যদি সম্ভব হয় পাঠালে উপকৃত হতাম । ধন্যবাদ……..

আমার টা যে কোন ভার্সন আমি নিজে ও জানি না।
কারন আমার এক বন্ধু(সৌদিয়ারব থেকে বাংলাদেশে এসেছে পড়ার জন্য) আমাকে উইন্ডোজ ৭ আল্টিমেট এর একটা .ISO ফাইল দেয় পেন ড্রাইভ এ করে। আমি ওইটা ৩০টাকা দিয়া একটা ব্ল্যাংক ডিভিডি তে রাইট করি এবং হাসিব ভাই এর দেওয়া সিরিয়াল কি দিয়ে আমি তা জেনুইন করি।
হা হা আমার বন্ধু আর হাসিব ভাই এর কল্যানে আমি মাত্র ৩০ টাকা দিয়া আমি এখন একটা উইন্ডোজ ৭ আল্টিমেট এর মালিক।

@ সেতু ভাই যদি সম্ভব হয় আমার কাছে ফাইনাল ভার্সন টার এক কপি পাঠালে খুবই উপকৃত হতাম।
আপনার ফাইনাল ভার্সন আসতে আসতে হাসিব ভাই এর ১০০% জেনুইন কী গুলা দিয়ে আমি চালাতে থাকি।

মাত্র ৩০ টাকা দিয়া একটা উইন্ডোজ ৭ আল্টিমেট এর মালিক হবার জন্য আমার সাথে আর ১০০% জেনুইন কী গুলার জন্যে হাসিব ভাই এর সাথে যোগাযোগ করুন।

বিঃদ্রঃ ইন্টারনেট কানেকশন না থাকলে কিন্তু উইন্ডোজ ৭ আল্টিমেট জেনুইন করতে পারবেন না।

—ধন্যবাদ—

    এ.আর.রলিন ৩০ টাকায় কাজ শেষ তাতো মানা যায় না । তোমার জরিমানা হইব ।

Level 2

vai jotil …. 🙂 kintu vai ami akta problem a porce tune kamna kora ami jani na.piZzzzz amar mail : [email protected] a pathiya dow piZzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

    টিউন করা খুবই সোজা । আপনি লগ ইন করে নিউ পোষ্টে ক্লিক করুন । ওখানে Html এ ক্লিক করে টিউনে , ছবি, আপনার বাংলা লেখা এবং লিংক দিন । পরে ট্যাগ , এবং বিভাগ সিলেক্ট করুন। tune thumbnail -এ আপনার টিউনের ছবির লিংক যেমন উইন্ডোজ ৭ নিয়ে টিউন করলে উইন্ডোজ ৭ এর ছবির লিংক দিন । পরে প্রকাশ করুন ।

Level 0

9JBBV-7Q7P7-CTDB7-KYBKG-X8HHC হাসিব ভাই আমি এই সিরিয়াল টা আগে ইউজ করতাম। এই সিরিয়াল গুলো হল evulation pack এর। ৮মাস জেনুইন থাকে তারপর অরিজিনাল কী কিনতে বলে। আমার কাছে একটা অরবিট ৩০ সলিউশনের windows 7 loader আছে । এটা দিয়ে কি করা যায় একটু দেখবেন কি? আপনি বললে আমি রার ফাইলটি পাঠাতে পারি। >>>>> [email protected]

আমার টা কাজ করে নাই

আমারটাও কাজ করে না।full version activate করার key চাই!!loader দিয়ে crack করলে আমার pc শুধু restart নেয়,তাই আর কেউ আমাকে loader ব্যবহার করতে বলবেন না।ছয়বার সেটআপ দিছি 🙁 ,উপায় বলেন।এখন কি করব??????জলদি solution বের করেন,নইলে কিন্তু চিল্লাবো……………

    সিরিয়াল দিয়ে active করা সম্ভব নয় । আমি আনেক চেষ্টা করে দেখেছি ।আপনি ব্যবহার করতে পারেন এটি কাজ করে।
    আর সেফ মুডে loader ব্যবহার করতে চেষ্টা করবেন তাহলে restart ঝামেলা দুর হতে পারে ।

    সিরিয়াল দিয়ে active করা সম্ভব নয় । আমি আনেক চেষ্টা করে দেখেছি ।আপনি 7 loader by hazar 1.6 ব্যবহার করতে পারেন এটি কাজ করে।
    আর সেফ মুডে loader ব্যবহার করতে চেষ্টা করবেন তাহলে restart ঝামেলা দুর হতে পারে ।

কাজ করবেনা কারণ আমি এসে গেছি হা হা হা……………………..

আমি windows 7 জেনুইন করতে পারিনি। আমি windows ultimate use করছি। মাই কম্পিউটারের প্রপার্টিজে গিয়ে সিরিয়াল চেন্জ করার অপশনটা ডিজেবল দেখায়। windows activation এ status not available and product ID not available show করছে। Please help me to activate windows 7. আর একটা বিষয় হাসিব ভাই- আমি windows 7 start manu টা windows xp এর মত দেখতে চাই- এইটা কি সম্ভব? Please জানাবেন। আপনার টিউন এর জন্য অনেক ধন্যবাদ।

kaj kore na

Level 0

ভাই প্লিজ আমাকে একটা সিরিয়াল দেন। আমি windows 7 eternity edition 2009 ultimate 32 bit কিনে ধরা খেয়ে গিয়েছি। কোথাও সিরিয়াল পাচ্ছি না। প্লিজ একটা সিরিয়াল দেন।

Level 0

ভাই আমার টি তে এই অপশন নেই , আর মেসেজ দিছে ইট ইজ প্রিরিলিজড ভার্সন, সো এখন আমি কি করব ?

আমার সব ভাইদের ঈদ
মোবারক।।আমি একটা
মহা বিপদে আসি।।আমাকে কেউ দয়া করে সাহায্য
করুন।।আমার কম্পিউটারে গ্রাফিক্স কার্ডের ড্রাইভারে সমস্যা।আমি যখন xp চালাই তখন আমার ড্রাইভারএ সমস্যা হয় না।কিন্তু যখন windows 7 চালাই তখন win 7 graphics card detect করতে পারে না।
driver name..intel extreame graphics driver..plz help [email protected]

Level 0

No one is working. Please advice.