অনেক দেখলাম ফ্রি SMS নিয়ে টিউনগুলো । তাই আজকে ভাবলাম নিজেই একটি টিউন করে ফেলি । অনেক সাইট আছে যারা গ্রাহকদের ফ্রি SMS পাঠানোর সেবা দিয়ে থাকে । তবে কোন না কোন সীমাবদ্ধতা থাকবেই । যেমন Wadja এর কথাই বলি। এই সাইটের মাধ্যমে ফি SMS পাঠানো যায় ঠিকই কিন্তু এর ব্যপক সীমাবদ্ধতা আছে যা আমাকে ব্যপক ভাবে বিরক্ত করেছে । সবচেয়া অন্যতম হল মাত্র ৯০ ওয়ার্ডের SMS পাঠানো যাবে । লিখতে লিখতেই ৯০ ওয়ার্ড হয়ে যায় । আর একটা সীমাবদ্ধতা হল সর্বোচ্চ ৫ টির বেশী SMS পাঠানো যায় না এবং SMS পাঠানোর জন্য আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে । এই সব ঝামেলার কথা চিন্তা করেই আমার আজকের টিউনটি করা ।
[thumb]http://www.for-ever.us[/thumb]
http://www.for-ever.us/
১. কোন রেজিস্ট্রেশন করতে হবে না ।
২. আনলিমিটেড ফ্রি sms পাঠাতে পারবেন । মানে কোন সীমাবদ্ধতা নেই ৫-১০ টার । আমি নিজেও আজকে প্রায় ৮৩ টি sms পাঠিয়েছি ।
৩. সর্বোচ্চ ১৬০ ওয়ার্ডের sms মানে একটি স্টান্ডার্ড সাইজের sms পাঠাতে পারবেন ।
৪. সার্ভার ডাউন Wadja মত ঘনঘন হয়ে থাকে না ।
৫. Wadja বা Facebook দিয়ে sms পাঠালে নিচে একটি ওয়েবসাইটের ঠিকানা আসে যেমনঃ http://www.wadja.com/hasib07 । কিন্তু এই সাইটের মাধ্যমে sms করলে যার কাছে sms সেন্ড করবেন তার মোবাইলে কোন সাইটের ঠিকানা যাবে না । শুধুমাত্র মূল sms টি চলে যাবে । আপনি নিজেও কয়েকটি sms পাঠিয়ে ট্রাই করতে পারেন এই সাইট টির মাধ্যমে আনলিমিটেড sms করা যায় কি না
sms পাঠানোর সিস্টেম আশা করি সবাই পারেন তবুও বলে দিচ্ছি প্রথমে দেশের কোড বাংলাদেশের জন্য ৮৮ লিখে ০১৯********** লিখুন এবং সেন্ড করুন ।
[thumb]www.kuripotxt.net[/thumb]
এই সাইটের মাধ্যমেও ১৬০ ওয়ার্ডের স্টান্ডার্ড মেসেজ পাঠানো যায় । তো আর কোন সমস্যা থাকল না একটা কাজ না করলে আর একটা কাজ তো করবেই । আশা করি আরও খুশি হলেন বিকল্প লিংক পেয়ে । এই সাইটেও কোন রেজিস্ট্রেশন করতে হয় না ।
[thumb]http://pinoywap.net[/thumb]
http://pinoywap.net/free-sms.php
এখান থেকেও ফ্রি sms পাঠানো যাবে তবে আমি সিটিসেলে পাঠাতে পারি নাই । তারপরেও তো গ্রামীন বাংলালিংক , ওয়ারিদ একটেলে তো যায় এতেই চলবে । তবে এখানে কত ওয়ার্ড পাঠানো যাবে তা উল্লেখ নেই । সো নিশ্চিন্তে পাঠাতে থাকেন ।
উপভোগ করা শুরু করে দিন আনলিমিটেড ফ্রি sms পাঠানো । জ্ঞান ধরে রাখার বস্তু নয় তাইতো টিউন করে সবার সাথে শেয়ার করে যাই । যদি টিউনটি আপনাদের কাজে লাগে তাহলেই এই টিউনটি সার্থক আর মন্তব্য করতে ভুলবেন না যেন।কারন আপনাদের মন্তব্যই একজন টিউনারের অনুপ্রেরনা । সকলকে ধন্যবাদ..............
বিদ্রঃ যে সাইটে এড বসানো হয়েছে আমার মনে হয় তাদের এডে ক্লিক করলে তাদেরও কিছুটা ইনকাম হবে এবং তারা অনুপ্রানীত হবে এইরকম সেবামূলক সাইট আরও তৈরি করতে ।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
হাসিব ভাই এই জন্যই বলি আপনি এতো এস এম এস পাঠান কিভাবে।আজকে থেকে আমিও শুরু করব।
ধন্যবাদ ভাই এরকম একটা টিউন শেয়ার করার জন্য।