আনলিমিটেড SMS পাঠান পৃথিবীর যেকোন প্রান্তে (আপডেটেড)

অনেক দেখলাম ফ্রি SMS নিয়ে টিউনগুলো । তাই আজকে ভাবলাম নিজেই একটি টিউন করে ফেলি । অনেক সাইট আছে যারা গ্রাহকদের ফ্রি SMS পাঠানোর সেবা দিয়ে থাকে । তবে কোন না কোন সীমাবদ্ধতা থাকবেই । যেমন Wadja এর কথাই বলি। এই সাইটের মাধ্যমে ফি SMS পাঠানো যায় ঠিকই কিন্তু এর ব্যপক সীমাবদ্ধতা আছে যা আমাকে ব্যপক ভাবে বিরক্ত করেছে । সবচেয়া অন্যতম হল মাত্র ৯০ ওয়ার্ডের SMS পাঠানো যাবে । লিখতে লিখতেই ৯০ ওয়ার্ড হয়ে যায় । আর একটা সীমাবদ্ধতা হল সর্বোচ্চ ৫ টির বেশী SMS পাঠানো যায় না এবং SMS পাঠানোর জন্য আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে । এই সব ঝামেলার কথা চিন্তা করেই আমার আজকের টিউনটি করা ।

for-ever

[thumb]http://www.for-ever.us[/thumb]
http://www.for-ever.us/

এই সাইটের মাধ্যমে আপনি কি কি সুবিধা পাবেনঃ

১. কোন রেজিস্ট্রেশন করতে হবে না ।
২. আনলিমিটেড ফ্রি sms পাঠাতে পারবেন । মানে কোন সীমাবদ্ধতা নেই ৫-১০ টার । আমি নিজেও আজকে প্রায় ৮৩ টি sms পাঠিয়েছি ।
৩. সর্বোচ্চ ১৬০ ওয়ার্ডের sms মানে একটি স্টান্ডার্ড সাইজের sms পাঠাতে পারবেন ।
৪. সার্ভার ডাউন Wadja মত ঘনঘন হয়ে থাকে না ।
৫. Wadja বা Facebook দিয়ে sms পাঠালে নিচে একটি ওয়েবসাইটের ঠিকানা আসে যেমনঃ http://www.wadja.com/hasib07 । কিন্তু এই সাইটের মাধ্যমে sms করলে যার কাছে sms সেন্ড করবেন তার মোবাইলে কোন সাইটের ঠিকানা যাবে না । শুধুমাত্র মূল sms টি চলে যাবে । আপনি নিজেও কয়েকটি sms পাঠিয়ে ট্রাই করতে পারেন এই সাইট টির মাধ্যমে আনলিমিটেড sms করা যায় কি না

sms পাঠানোর সিস্টেম আশা করি সবাই পারেন তবুও বলে দিচ্ছি প্রথমে দেশের কোড বাংলাদেশের জন্য ৮৮ লিখে ০১৯********** লিখুন এবং সেন্ড করুন ।

kuripotxt

[thumb]www.kuripotxt.net[/thumb]

এই সাইটের মাধ্যমেও ১৬০ ওয়ার্ডের স্টান্ডার্ড মেসেজ পাঠানো যায় । তো আর কোন সমস্যা থাকল না একটা কাজ না করলে আর একটা কাজ তো করবেই ।  আশা করি আরও খুশি হলেন বিকল্প লিংক পেয়ে । এই সাইটেও কোন রেজিস্ট্রেশন করতে হয় না ।

pinoywap

[thumb]http://pinoywap.net[/thumb]
http://pinoywap.net/free-sms.php

এখান থেকেও ফ্রি sms পাঠানো যাবে তবে আমি সিটিসেলে পাঠাতে পারি নাই । তারপরেও তো গ্রামীন বাংলালিংক , ওয়ারিদ একটেলে তো যায় এতেই চলবে । তবে এখানে কত ওয়ার্ড পাঠানো যাবে তা উল্লেখ নেই । সো নিশ্চিন্তে পাঠাতে থাকেন ।

উপভোগ করা শুরু করে দিন আনলিমিটেড ফ্রি sms পাঠানো । জ্ঞান ধরে রাখার বস্তু নয় তাইতো টিউন করে সবার সাথে শেয়ার করে যাই । যদি টিউনটি আপনাদের কাজে লাগে তাহলেই এই টিউনটি সার্থক আর মন্তব্য করতে ভুলবেন না যেন।কারন আপনাদের মন্তব্যই একজন টিউনারের অনুপ্রেরনা । সকলকে ধন্যবাদ..............

বিদ্রঃ যে সাইটে এড বসানো হয়েছে আমার মনে হয় তাদের এডে ক্লিক করলে তাদেরও কিছুটা ইনকাম হবে এবং তারা অনুপ্রানীত হবে এইরকম সেবামূলক সাইট আরও তৈরি করতে ।

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাসিব ভাই এই জন্যই বলি আপনি এতো এস এম এস পাঠান কিভাবে।আজকে থেকে আমিও শুরু করব।
ধন্যবাদ ভাই এরকম একটা টিউন শেয়ার করার জন্য।

    Level 2

    হাসিব ভাই ফ্রী মেসেজ এখন বন্দ কোনও কাজ করএ না !চিন্তার কোনও কারণ নাই আমি ১ টা লিংগ দীলাম
    ধন্য বাদ
    http://www.160by2.com

Level 0

ধন্যবাদ হাসিব ভাইজান

    EKH তোমাকেও ধন্যবাদ

    Level 0

    Hasib ভাই তোমাকে ধন্যবাদ………….
    জটিল জিনিস শেয়ার করার জন্য…………
    তবে মেসেজে যে নাম্বার আসে……
    তাতে কল দিলে তো রিং হয়………….

    Level 0

    হাসিব ভাইজান কিছু মনে করবেন না ।
    @ TAPU ভাইজান ঐ নাম্বার টা হল হাসিব ভাইজান এর প্রাইভেট নাম্বার। প্রয়োজনে যখন তখন কল দিয়েন। চিন্তা করবেন না ঐ নাম্বার-এ কল করলে আপনার ১ পয়সাও খরচ হবে না। তো কল করুন আনলিমিটেড আর এটা হল হাসিব ভাইজান এর প্রাইভেট NETWORK……………………………………………….

    Level 0

    ভাই ,,,,,
    আনলিমিটেড না……
    আমার টাকা কাটছে……..

    Tapu ভাই কোথা থেকে তোমার টাকা কাটছে বল ।

    Level 0

    Sorry,,,,,,,
    ভুল……
    তাহলে কল রিসিভ করল কে..?

আমার কাছে এটাকে সেরা সার্ভিস মনে হলো । তাই এই সাইট হতে সর্বপ্রথম তোমাকে SMS করলাম ।
শেয়ার করার জন্য হাসিব তোমাকে অসংখ্য ধন্যবাদ ।

    হ্যা ভাই আমিও রিপ্লাই করেছি ।

Level 0

গ্রেট…..!!! মালয়শিয়া ->বাংলাদেশ, মালয়শিয়া->মালয়শিয়া ১০০% কাজ করছে। আমার অন্তত দিনে ১০০ টাকা এস.এম.এস খরচ বাচঁবে। ধন্যবাদ….অনেক ধন্যবাদ।

    এজন্য আমাকে কিছু শেয়ার দিয়েন । হা হা হা বেশি না ৫০ দিলেই হইব 🙂

ধন্যবাদ হাসিব ভাই

কোন কোন অপারেটর সাপোর্টেড?

    মেরাজ০৭ ভাই বলাইতো আছে পৃথিবীর যে কোন প্রান্তে যে কোন অপারেটরে ।

    Teletalk এ আসেনাই!

হাসিব, আপনার বিরুদ্ধে Mobile Phone Operator গুলো ৪২০ ধারা মোতাবেক মামলা করতে পারে, তবে যাবজ্জীবনের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না।
আপনি আজ যা দেখালেন এতে তো তাদের SMS ব্যবসা কলা গাছের মাথায় উঠে বিড়ি খাবে…

তবে ভয় পাবার কোন কারণ নেই আপনার যাবজ্জীবন সাজা হলে, আমরা আপনার সাজার বিরূদ্ধে আপিল করব ইনশাল্লাহ।

আমার দেখা মতে সেরা টিউনগুলোর একটি…

    শামীম আঋফ ভাই ভয় পাইছি । যাক আপনারা তো আছেন । আর মোবাইল ফোন কোম্পানীরাতো রক্তচোষা জোকের মত। যতক্ষন রক্ত (টাকা) থাকবে ততক্ষন রক্ত চুষতে (টাকা নিতে) থাকবেই ।

ভাই যদি এই রকম Unlimited Call করার কোন ব্যবস্হা করে দিতেন, তাহলে আপনি যাতে একজন লক্ষী বৌ পান সেই জন্য আমরা সবাই আপনার জন্য দুআ বাদ মোনাজাত দিতাম।

ভই ফকির হইয়া গেছি…

    চেষ্টা করব ভাই যদি পাই তাহলে অবশ্যই জানাব

ধন্যবাদ ভাই । অেনক িদন েথেক এরকম একিট সাইট খুজিছলাম

    সাইফুল ইসলাম ভাই যাক আজকে তো পেয়েগেলেন সাইট টি

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এ রকম একটা কাজের পোষ্টের জন্য । আমার মাসে প্রায় ১০০ রিয়াল ( ১৮০০ টাকা ) বাচঁবে ।

    সাগর ভাই এত টাকা বাচিয়ে কি করবেন ?

    আপনার জন্য প্রতি মাসে ৩০০ টাকা পাঠাবো ।

    সাগর ভাই টাকা লাগবে নারে ভাই চাই শুধু আপনাদের ভালবাসা এবং সবসময় টেকটিউনসের পাশে থাকতে । ধন্যবাদ

Level 0

এটাতো cloudapp এর নাম্বারই ব্যবহার করে ! মনে হয় একই অ্যপলিকেশন শুধু security key দিতে লাগেনা । ভালই ।
http://freesms.cloudapp.net

    arifnezami ভাই আপনার দেয়া লিংকটা আমার টিউনে দিয়ে দিলাম । আশা করি আপনি কোন মাইন্ড করবেন না । ধন্যবাদ………………

    Level 0

    LOL….

Level 0

আসলেই হাসিব ভাই আপনি আমার যা উপকার করলেন তা বলার মত নয়। আর আপনাকে কি দিয়ে শুভেচ্ছা বা ধন্যবাদ দিব তার জিনিস বা ভাষা খুজে পাচ্চি না। এটা আমার মনে হয় এখনি নির্বাচিত টিউন দেয়া উচিত।

    ধন্যবাদ Adnan Bari ভাই আপনার কমেন্টের জন্য ।

Free Sms paia Ajke Eid Mubarok Pathaiso? Eid er din ki korsila? Tune HiTTTTTTTTTTTTTTTTTT

হাসিব ভাই আপনেতো মিয়া সব প্রমিকদের টাকার খরচ কমায় দিলেন।যাক এতোখনে বুঝাম সকাল থেকে আপ্নার মন এতো ভালো কেন মিয়া প্রেমিকারে খুশি করছেন বিনা খরচে……।।

    সহমত।

    ওই রাফিউর তুমি মিয়া জান না যে আমার কোন মেয়ে বন্ধু নাই ।

      বল কি?

        টিনটিন ভাই আমি তো মনে করেছিলাম আপনে বুঝি আমার উপরে রাগ করে আমাকে ভুলেই গেছেন । এতক্ষন আপনার কমেন্টেরই আশায় ছিলাম ।

          নারে ভাইয়্যা …… রাগের কি আছে ……. আমি সারাদিন বাসায়ই ছিলাম না …… এইমাত্র অনলাইন হইলাম …… তুমি তো এই টিউন দিয়া হলিউডের কোন ব্লকবান্টার মুভিরেও হার মানাইলা ……keep tuning!

            ভাল বলছেন টিনটিন ভাই।
            একদম হাছা কথা।

              দুখী মিয়া ওরফে ফয়সাল তোমাকে অনেকদিন ধরেই দেখি না মিয়া কইযে যাও

            Level 0

            কি আর কমূ? আমার মাথা তো চ্যাপ্ট্যা হইয়া যাইতাছে গা৷ কি টিউন? আর এতোসব মন্তব্য, আমি কমেন্ট করার চান্স ই পাই নাই????? হাসিব আফনেরে কি আর কমু! আচ্ছা একটু পামই মারি?
            ধন্যবাদ৷

            টিনটিন ভাই হাসিবতো পুরো হিট। একটা সম্বর্ধনার ব্যবস্থা করতে হয় না? ওর চাঁদ মুখখানা সবা্ই একটু দেখুক।

              কিরে রোমান এত মানুষ থাকতে আমারে পচাছ কেন ? ছাইরা দেনা ভাই……………..

              ধুর লজ্জা পাবার কি আছে? আমরা আমরাইতো।

              Level 0

              হাসিব ভাইতো দেখি SMS বিশেষজ্ঞ হয়ে গেছে
              ধন্যবাদ

              আবার জিগস…….।

          Level 0

          হাসিব ভাইয়া
          আপনার মোবাইল নাম্বারটা আমাকে পাঠান।

    আরে রাফি তুমি হাসিবরে এইভাবে বল ক্যান ??হাসিবের কিন্তু কোন মেয়ে বন্ধু নাই কিন্তু Girl Friend আছে।সঠিকটা হবে হাসিবের কোন মেয়ে বন্ধু নাই ,শুধু মেয়ে বন্ধু আছে।

    হাসিব মিথ্যা বলো কেন? সত্যি কথা বলো মিয়া। হে হে

অনেক ধন্যবাদ সত্যিই খুব কজের একটা জিনিসের সন্ধান দিলেন।

Level 0

বস, আপনারে কি বইলা যে thanx জানাব তার ভাষা খুঁজে পাচ্ছি না…..
আপনাকে একটা মেসেজ দিয়েছি……পাইলে জানিয়েন….

হাসিব মিয়া ফ্রি এসএমএস পাইয়া বাসী ইদ মোবারক পাঠাও।তবে সাইটটা জট্রিল

    গুরু সব আপনের দোয়া আর মানুষের ভালবাসা

ধন্যবাদ হাসিব ভাই।

Level 0

এক কথায় great……….tune
আমার অনেক উপকার আসবে………

আমার মনে হয় ওনেক দেরি হয়ে গেছে হাসিব ভাই ,তুমাকে শুধু ধন্যবাদ জানাই ,মোবাইলের ভেলেনস জিরো ,হা হা হা হা {এসসমএস} হিরো হি: হি হি হি হি।

Level 2

Oh Hasib! You are really great.
Thanks for nice and necessary tune.

    Ismail ভাই আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে আমার টিউনে আপনার এটাই প্রথম কমেন্ট । আমার খুব ভাল লাগছে আপনাদের কমেন্ট পেয়ে ।

অনেক ধন্যবাদ

Level 0

অসাধারণ!!!

টেকটিউনসে সম্মানণার ব্যবস্থা করা উচিত।
যেমনটা আছে প্রজন্ম ফোরামে!!
মডারেটরদের বলছি সম্মানণার ব্যবস্থাটা করেই ফেলুন না!

ভাই আপনােক অেনক অেনক ধন্যবাদ সুন্দর িটউেনর জন্য । বাংলা েলখার েকান িসেষ্টম েনই । িকংবা েকান ছ িব সংযুক্ত করা যায় িক ? জানােবন ।

জটিল টিউন। এসএসএস এর জোয়ার বইয়ে দেব…..tHaNkS

সাইটটিতে ঢুকে এসএমএস পাঠিয়ে ট্রাই করে সফল হওয়ায় অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। হাসিব একাই একশ, সরি দেড়শ’। এবার যে কোন মোবাইলে ফ্রি কল পাঠাবার একটা কার্যকর টিউনের অনুরোধ রইল।

    শরীফ ভাই আজকে থেকে সন্ধান করা শুরু করলাম পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ।

এই টিউন এর মতন জোশ টিউন ই হয়না। সবার ই কাজে লাগবে এটি। আপনাকে আনলিমিটেড ধন্যবাদ জানাই।

    মিঠুন ভাই আপনাকেও আনলিমিটেড ধন্যবাদ কমেন্ট করার জন্য ।

Vai Hasib,atai amar 1st Comment techtunes a.Viya tomaka onak onak Jotil ধন্যবাদ,ধন্যবাদ,ধন্যবাদ,ধন্যবাদ,ধন্যবাদ———————

Level 0

হাসিব ভাই, তোমাকে ধন্যবাদ দেয়ার ভাষা আমার নেই
Please তোমার মোবাইল নাম্বারটা দিয়ো
০১৭১৬২৯৮৮৬১

    rajon530 ভাই আপনাকে আমি একটি মেসেজ পাঠিয়েছি ।

    Level 0

    Vhi……….
    প্রথম থেকেই আপনি আমার পছন্দের,,,,,
    এজন্য যে,,,,,,,
    আপনার টিউন গুলো একটু পাওয়ারফুল।।।
    বস চালিয়ে যান,,,,,,,
    আমরা আছি…………………………….

হাসিব vai amaka akta comment koran.amar nam # almas zaman.

    ২ফান ভাই তোমাকে টেকটিউনসে স্বাগতম ।

আমার পড়া সেরা টিউন এটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Level 0

হাসিব ভাই অনেক ধন্যা………………………………………

search engine optimization সর্ম্পকে জানতে চাই এটা কিভাবে free পেতে পারি

many many thanks

Level 0

এক্কেরে ফাডায়লাইছেন হাসিব ভাই!!! দ্যান-আমনের নাম্বার ডা দ্যান, পয়লা এস এম এস টা আমনেরেই করমু ঠিক করছি!
[email protected]

    Cats eYe ভাই আপনাকে মেইল করা হয়েছে । ধন্যবাদ আপনাকে

খাইছেরে হাসিব কি টিউন করলা এক্কেবারে সুপার সুপার ডুপার হিট মারলো

Level 0

সিডিএমএ নেটওয়ার্কে মনে হয় কোন এসএমএস সেন্ড হয় না। আমি সিটিসেল এবং ন্যাশনাল ফোনে এসএমএস পাঠাতে ব্যর্থ হয়েছি।

Level 0

হাসিব ভাই! জটিল

জটিল টিউন হাসিব ভাই।ধন্যবাদ…

আরে হাসিব এত কমেন্টস আর কোন টিউনে আসে নাই ।একেবার জাক্কাস।সবাই মিলে সেন্ঝুরিতে নেয়া যাবে আশা করি।

Level 0

“জ্ঞান ধরে রাখার বস্তু নয় তাইতো টিউন করে সবার সাথে শেয়ার করে যাই”… হাসিব-অসম্ভব ভাল লেগেছে কথা টি।
একজন প্রকৃত টিউনার এর মানসিকতা এমন ই হওয়া উচিত।
অনেক শুভ কামনা থাকলো…

হাসিব এর সবচেয়ে বড় হিট কি এইটাই?

Level 0

ভাই এ কি উপহার দিলেন।আপণাকে অনেক অনেক অনেক অনেক অনেক অনেক
অনেক অনেক অনেক ধন্যবাদ। এপযন্ত ৭০ টা sms পাঠাইছি।আল্লাহ আপণাকে মঙল করুক…।

Level 0

So many thanks hasib vai.

thankssssssssssssss………..hasib..bai aponi bai ja tune bai josssssssssssss bai ………sera tune….. thanks

হাসিব ভাই আমি আরব দেশ থেকে এস সম এস পাঠাতে ব্যর্থ হয়েছি। কি করব জানাবেন

Level 0

Really great. Thanks

Level 0

hasib vai apnar fone number ta ki dao jabe cos apnake call kore akta thank you daoar khub icha korche?

+8801673610081 aita amar number

মাত্র দুটো এসএমএস পাঠাতে পারলাম, বাকিগুলো যায়নি/আসেনি কেন? ধন্যবাদ।

ছোট মরিচের যেমন ঝাল বেশি, ঠিক তেমনি এই টিউনটাও ছোট কিন্তু আস্ত একটা এটম বোমা……হাঃ হাঃ হাঃ
তোমাকে অনেক ধণ্যবাদ হাসিব।

Thanks হাসিব ভাই। খুব ভাল কাজ করে সাইটটি।

Level 0

অসাধারন, জটিল, ফাটাফাটি, একেবারে মাখামাখি !!!

Level 2

Cats eYe vai ar shata ami akmot……“জ্ঞান ধরে রাখার বস্তু নয় তাইতো টিউন করে সবার সাথে শেয়ার করে যাই”। অনেক ধণ্যবাদ হাসিব ভাই।

ভাইয়া তোমাকে অনেক শুভেচছা

যত গুলো ফ্রী এসএমএস ঠিকনা পেয়েছি তাদের মধ্যে এটাই সবচেয়ে ভাল।
অনেক অনেক ধন্যবাদ ।

আমিও ফ্রি এসএমএস পাঠাই প্রতিমাসে ২৫০ টি প্রায় ৮-৯ মাস যাবৎ ব্যবহার করছি। সেন্ড করার দুই এক সেকেন্ডের মধ্যে মোবাইলে চলে আসে। প্রায় সব দেশেই সাপোর্ট করে। ভালো টিউন

ভালো টিউন। টেস্ট করলাম এখন পর্যন্ত ১০০% কাজ করে। +++++ 🙂

Level 0

ভাই আপনারে আনলিমিটেড চুমা দিতে ইচ্ছে করছে….আপনারে কোথায় পাওয়া যাবে বলেন।

    নাউজুবিল্লাহ।

    azad ভাই ওগুলো আপনার ভালবাসার মানুষের জন্য স্টক করে রেখে দিন । কাজে আসবে এবং সে খুশীও হবে । হা হা হা

সেন্ডিং নাম্বারটা যদি চেঞ্জ করা যেত তাইলে ভাল হত।

Level 0

Vaya, Jottil ekta tune !! Great work, keep it up.

ভাই কি বলব!!!!! কথা আর কাজে ১০০ তে ১০০% মিল। তাই ধন্যবাদ দেয়ার ভাষা নেই। ভাল থেক।

Level 0

একটা ধন্যবাদ অবশ্যয় আপনার প্রাপ্য “” ধন্যবাদ”>>

comment are going to 100
টেন্ডুলকার সেঞ্চুরী মারছে হা হা হা
দারুন তবে সমস্যা একটাই মেয়েরা এবার বিপাকে পড়বে বলে (যাদের কাছে মেয়েদের number আছে)
পুলিশেরও সাধ্য নেই ম্যাসেজ প্রদানকারী আসলে কে?

সবাই এত এত THANKS & COMMENT করল যে আমার THANKS হয়তো হাসিব ভাই দেখবেই না তারপরও THANKS তো না দিয়ে থাকতে পারছি না……
THANKS হাসিব ভাই

    সানি ভাই আপনাকে ধন্যবাদ আমার টিউনের ১০০ নম্বর মন্তব্য করার জন্য

হাসিব ভাই বাজিমাত করে দিলেন তো…

Many many many thanks

Level 2

100% working from saudi arabia
many many thanks hasib bhai.

Level 0

হাসিব ভাই জটিল জিনিস দিছেন…………..Tnxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

Level 0

হাসিব ভাই জটিল জিনিস দিছেন…………ধন্যবাদ

ধন্যবাদ হাসিব ভাই।
কিন্তু আমি এই সাইট http://www.kuripotxt.net/ থেকে এসএমএস পাঠাতে পারছিনা।

    চেষ্টা কর কোন সমস্যা হবার কথা না ।

Level 0

আমার মনে হয় এখানে যে কমেন্ট না করবে তাকে টেকটিউনস এ মানায় না, তাই আমি এই সুযোগ টা হারাতে চাইনা।
আমাকেউ আপনাদের সাথেই রাখুন কেমন। সবাইকে ধন্যবাদ—————————

    হা হা হা khayrul ভাই তুমি তো আছোই

Level 0

হাসিব ভাইকে আনলিমিটেড ধন্যবাদ।

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এ রকম একটা কাজের পোষ্টের জন্য ।

Babare.ai tune tai apnar shobche beshi comment vorti.amio aro baralam

হাসিব পিক্চার মেসেজ পাঠানোর একটা ব্যবস্থা করে দাও ।
—-@গুরু উপায় বল@——

thanks. Eto montobor por er kico lekhar vasa pelam na. tobe word er jaigai character ba okkhor likhle valo hoto. Thanks again.

Level New

হাসিব তোমাকে অসংখ্য ধন্যবাদ
কিন্তু আমি এই সাইট http://www.kuripotxt.net/ থেকে এসএমএস পাঠাতে পারছিনা।

    ভাই আমারটা কিন্তু ঠিকই কাজ করছে ।

Level New

ঠিক আছে তোমার কথা মতো রেখে দিলাম, কিন্তু আমার যে এখন পর্যন্ত ভালবাসার মানুষ হয়নি(বাবা,মা) ছাড়া।কি করি বলো কোন উপায় আছে কি।

    azad0101 ভাই আপনার তো বিয়ের বয়স হয়েছে । বিয়ে করলেই তো আপনার ভালবাসার মানুষটিকে পেয়ে যাবেন । হা হা হা LOL

Level 0

এই সাইট থেকেও সহজে ফ্রী মেসেজ পাটানো যায় নাম্বার স্টাইল হবে 8801717541210(আমার নাম্বার) http://pinoywap.net/free-sms.php

হাসিব ভাই ভালো টিউন +কাজের টিউন= A+

Level 0

এই সাইট থেকেও সহজে ফ্রী মেসেজ পাটানো যায়….নাম্বার স্টাইল হবে 8801717541210(আমার নাম্বার)
http://pinoywap.net/free-sms.php
হাসিব ভাই ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ , হাসিব ভাই। এই সাইটগুলো দ্বারা আমাদের অনেক খরচ বেচে যাবে। আমাদের মিশর থেকে বাংলাদেশে একটা মেসেজ পাঠাতে প্রায় ১০ টাকার (বাংলাদেশী টাকা) মত খরচ হয়। কিন্তু, এক ঘন্টা নেট ব্যবহার করতে ১২ টাকার মত খরচ হয়। তাহলে এখন এক ঘন্টায় অন্ততঃ ৪০ টা মেসেজ পাঠানো যাবে।

Level 0

আমারে একটু চান্সদেন একটু ধন্যবাদ জানাই………….. Sory sory…একটু না, অনেক অনেক অনেক……………………. ধন্যবাদ।

Level 0

1st link টা কাজ করে না। পরের সাইট গুলা থেকে sms করতে পারছি। ধন্যবাদ

    ভাই প্রথম লিংকটা কয়েকবার ট্রাই করার পর যাচ্ছে হয়ত পরে ঠিক হয়ে যাবে।

হািসব ভাই আর এস এম এস যায়না েকন ?

ভাই প্রথম টা থেকে তো এখন আর এসএমএস যায় না। কি হইছে?

ভাই এখন আর এস এমএস যায় না

Level 0

এখন আর এসএমএস যায়না কেন? কিভাবে তা বন্ধ হল – জানাবেন।
[email protected]
shahjahan

Level 0

You not only accept my Thank but also smile. please sent back a smile. your link is so attractive that I can not be explain.

thankssssssssssssssssssss

thanks for nice tune.”We need more like this tune for you”
http://tech2bd.blogspot.com

Level 0

I love using free sms service for flirting with girls, now chatting is boring. i look sms from http://youmint.com to send exciting sms.