অত্যাশ্চর্য একটি ব্রডব্যান্ড পরিষেবা, 16mbps ক্ষমতাসম্পন্ন। যারা দ্রুততর ব্রাউজিং পছন্দ করেন, যাদের টাকা আছে, তারা নিঃসন্দেহে এই প্যাকেজ নিতে চাইবেন। কিন্তু কেউ ব্যাবহার করেননা এই প্যাকেজ, এবং কোম্পানীও এটির বিজ্ঞাপন দেয়না আলাদা করে। কেন? কোম্পানী যা বলছে, স্পিড তাই আসছে, আমি নিজেই ডেমো দেখে এসেছি। তবুও কেউ ব্যাবহার করেননা কেন? কেনই বা কোম্পানীও বিজ্ঞাপন দেয়না এই প্যাকেজের? এই প্যাকেজের জন্য আলাদা একটি ওয়েবসাইট আছে কোম্পানীর, সেখানেও জরুরী তথ্যাদি নেই, হাবিজাবি অন্য জিনিসে ভর্তি।
ভারতে এয়ারটেল এনেছে এই প্যাকেজ। দাম মাসে ৪৯৯৯ টাকা। ১০০ gigabyte ডেটা লিমিট। আমার দেখা ডেমো অনুযায়ী ১.৫~২.০ মেগাবাইট প্রতি সেকেন্ডে ডেটা ডাউনলোড হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে ১০০ gigabyte ডেটা লিমিট আমার শেষ হয়ে যাবে ১৪ ঘন্টার মধ্যে, তাইনা? মাসের ১ তারিখে যদি প্যাকেজ নিই, ১৪ ঘন্টায় ডেটা লিমিট শেষ হওয়া মানে একদিনও পুরো চললো না, বাকি সারা মাস পড়ে আছে। এর পরে কি হবে?
বাড়তি ডেটা পাওয়া যাবে ৫০ পয়সা প্রতি মেগাবাইট দামে। মানে ২ মেগাবাইট ১ টাকা। প্রতি সেকেন্ডে ২ মেগাবাইট ডাউনলোড মানে মিনিটে ১২০ মেগাবাইট, দাম ৬০ টাকা। যা দাঁড়াচ্ছে ঘন্টায় ৩৬০০ টাকা! স্পিড যদি সামান্য কমেও যায় মাঝেমধ্যে, কতো আর কমবে, তাও ঘন্টায় ৩০০০ টাকার কাছাকাছিই বিল উঠতে থাকবে। এইভাবে চললে মাসের শেষে বিল ... নাঃ থাক, দুর্বল হৃদয়ের মানুষরা মাসের বিলের কথা চিন্তাও করবেন না। কেউ প্রতি দিনে মাত্র ৫ ঘন্টা এই লাইন ব্যাবহার করলে মাসে ১৫০ ঘন্টা হয়, ১৪ ঘন্টার ফ্রি ডেটা বাদ দিলাম, বাকি ১৩৬ ঘন্টায় ৩০০০ টাকা প্রতি ঘন্টায় মানে মাসে বিল ৪ লাখ ৮ হাজার টাকা!!! স্যুইসাইডের সহজ রাস্তা আর কি!!! নয়তো আমি হিসাবে ভুল করেছি!
কেউ কি এই প্যাকেজ ব্যাবহার করবে? যারা ব্যাবসায়ী, ইন্টারনেট থেকে মিউজিক কিম্বা সফটওয়্যার অথবা নতুন রিলিজ সিনেমা ডাউনলোড করে বিক্রয় করেন, তারা নিতে পারেন এই প্যাকেজ, কিন্তু কোনো হোম ইউজার নিতেই পারবেনা এই লাইন। এক ঘন্টায় ৩৬০০ টাকা মানে মাথা খারাপ হয়ে মরেই যাবে মানুষ। তাও এটা বলছি ভারতীয় টাকায় হিসাব, এটাই বাংলাদেশি টাকায় কতো দাঁড়াচ্ছে ভেবে দেখুন? এই কারনেই এয়ারটেল এই লাইনের বিজ্ঞাপন দিচ্ছেনা। তৃতীয় বিশ্বের ইন্টারনেট ব্যাবহারকারীরা কেউ মাসে ৪ লাখ টাকার লাইন নেবে কি?
আরো একটি প্যাকেজ আছে! ৮ mbps, মাসে ২৯৯৯ টাকা। ৫০ gigabyte ফ্রি ডেটা লিমিট। বাকি হিসাব আপনারাই করে নিন। 😛
আমি এখন ব্যাবহার করছি ৩৮৪ kbps লাইন রাতে সেটা ৭৬৮ kbps দেয় আমাদের (12am to 8am); ডাউনলোড স্পিড দিনের বেলায় পাই ৫৫/৬৫ কিলোবাইট প্রতি সেকেন্ডে (এতে মনে হয় ৫১২ kbps দেয় আমাদের), রাতের বেলায় পাই ১০০ থেকে ১১০'এর মতো। মাসে মাত্র ৭৫০ টাকা দিই, আনলিমিটেড ডেটা ট্র্যান্সফার। অন্য একটি ISP এসেছে, তারা এই টাকাতেই ৭৬৮ kbps দেবে বলেছে দিনের বেলায়, আর রাতে ১.৫ mbps দেবে। ভাবছি নেবো কিনা।
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
কি আর করা। ভারতের স্পিড এর গল্প শুনেই ঘুমতে যাই। আমরা আবার বাংলাদেশ এ থাকি কিনা………………হায় কপাল।