আমরা জানি অনেক দেশের তাদের নিজস্ব ডমেইন নেম এক্সটেনশান আছে, যেমন .com.bd বাংলাদেশের, .in ভারতের, .pk পাকিস্তানের, .np নেপালের ইত্যাদি। কিন্তু বিভিন্ন টপ্ লেভেল ডমেইন (TLD) ব্রাউজিং করার থেকে এইসব নানাবিধ কান্ট্রি স্পেসিফিক ডমেইনে (ccTLD) ব্রাউজিং করার বিপদ মাঝেমধ্যে একটু বেশিই হয়ে যায়। McAfee একটি সমীক্ষায় জানিয়েছে এমনই কিছু তথ্য (Mapping the Mal Web report)। প্রায় ২৭ কোটি আঞ্চলিক ডমেইনের উপরে পরীক্ষা চালিয়ে তারা জানাচ্ছে ক্যামেরুনের ডমেইন (.cm) হচ্ছে সবচেয়ে বিপজ্জনক যেখানে মোটের উপরে রিস্ক ফ্যাক্টর ৩৬.৭%, তার পরেই চীনা ডমেইনগুলি (.cn) যেখানে রিস্ক ফ্যাক্টর দেখানো হয়েছে ২৩.৪%, সামোয়া (.ws) রিস্ক ১৭.৮%, ফিলিপিনস্ (.ph) রিস্ক ১৩.১% এবং সোভিয়েট রাশিয়া ডমেইন (.su) ৫.২%।
আমি সামান্য আশ্চর্য হয়েছি যে কেন এই তালিকায় মরোক্কো (.net.ma) এবং নাইজেরিয়া (.ng) ডমেইনের নাম নেই।
তুলনামূলকভাবে এটাও জানানো হয়েছে সবচেয়ে কম রিস্ক কোন কোন দেশের ডমেইনে পাওয়া গিয়েছে। এই তালিকার শীর্ষেই জাপান (.jp), তার পরেই আয়ারল্যান্ড (.ie), ক্রোয়েশিয়া (.hr), লাক্সেমবার্গ (.lu) এবং ভানাটু (.vu)। এদের সবারই রিস্ক ফ্যাক্টর ০.১% আশেপাশে। গত বছরে হংকং ডমেইন (.hk) ছিল সবচেয়ে বিপজ্জনক কিন্তু এই বছরেই তা তুলনামূলকভাবে অনেক নিরাপদ ডমেইন হিসেবে চিহ্নিত হয়েছে, প্রায় ৩৩ ধাপ নেমে গিয়েছে।
অন্যদিকে, বিশ্বের সবচেয়ে বেশি ট্র্যাফিক টানে যে .com সেটি ৯ নম্বর স্থান থেকে এক লাফে ২'য় স্থানে উঠে গিয়েছে, বিপজ্জনক টপ লেভেল ডমেইনের তালিকায়।
McAfee'র চিফ টেকনোলজি অফিসার জানিয়েছেন যে সাইবার ক্রিমিনালরা সেইসব ডমেইন কিনছে যেখানে একটি ডমেইন রেজিস্টার করার জন্য টাকা কম লাগে এবং ধরা পড়ার ভয় যেখানে কম।
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
🙁