১ । প্রথমে চোখের সঠিক সাইজ নিরুপন করা হয় ।এর পর সেখানে স্তাপন করা হয় স্টিলেন একটি বিশেষ শক্ত পাত ।
২। স্টিলেন পাতটি এমন ভাবে স্তাপন করা হয় যেন সহজে খুলে না যায়।
৩।আমরা টারমিনেটর মুভিটিতে দেখেছি যে এক সময় নায়কের এক চোখ আঘাতে নষ্ট হয়ে যায়। দেখানো হয় যে চোখটা জ্বলতে জ্বলতে এক সময় নিভে যায়।সে সেই ইফেক্টা তৈরি করা হয় এবাবে।
৪। এর পর সেই পাতের উপর একটা লেন্স লাইট লাগানো হয়।
৫। লাইটটিতে হাই পাওয়ারে ছোট্ট ব্যাটারি লাগানো হয়।আলো জ্বালানো আর নেভানোর জন্য।
৬। এর পর স্টিল মেকাপ করা হয় গায়ের রং এর সাথে মিশিয়ে।
৭। সব শেষে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় টারমিনেটরকে।এভাবেই ফুটিয়ে তোলা হয় টারমিনেটরকে
আমি মার্ক বিপ্লব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 180 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ভাললাগে নতুন কিছু জানতে আর জানাতে।আমি খুব একরোখা স্বাধীন ভাবে চলতেই বেশি ভালো লাগে।গান আর কম্পিউটার এই দুইটিই আমার বেচে থাকার সম্বল মাঝে মাঝে গলা ছেড়ে গান করি।স্বপ্ন দেখি নতুন দিনের আর নতুন কিছু আবিস্কার করার। আমাকে ফেসবুকে অখবা টুইটারে ফলো করুন । আমার ব্লগের পোষ্টগুলোর নিয়মিত আপডেট পেতে...
ভাই লাস্টের ছবিটা CGI অথ্যাৎ কম্পিউটার জেনেরেটের ইমেজ।