বাংলাদেশের একটি জনপ্রিয় সোসিয়াল নেটওয়ার্ক সাইট

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আশা করি সকলে ভালো আছেন । আজকে কোন টিপস-ট্রিকস নিয়ে টিউন করিনি । আজকের টিউনটি হল একটি বাংলাদেশী সোসিয়াল নেটওয়ার্ক সাইট নিয়ে । এই সাইটটির নাম মিটলব (meetlob.com) ।
এই সাইটটি তৈরী করা হয়েছে শুধুমাত্র বাংলাদেশীদের জন্য । খুব অল্প সময়ে সাইটটিতে অনেক বাংলাদেশীদের সাড়া পাওয়া যাচ্ছে । সাইটটির ডিজাইন সকলকে মুগ্ধ করেছে । সাইটটির ডিজাইন এবং সার্ভিস নিয়ে এই পর্যন্ত কোন কমপ্লেন পাওয়া যায় নি । সিকিউরিটির দিক দিয়েও সাইটটি খুব মজবুত করা হয়েছে ।
সাইটটির কিছু সার্ভিসঃ
সাইটটিতে প্রতি সপ্তাহে কুইজ প্রোগ্রাম, নতুন-পুরাতন পন্যসামগ্রী ক্রয়-বিক্রয় । বিভিন্ন বিষয় নিয়ে ব্লগিং, ওয়াপমাস্টারদের জন্য রয়েছে ফোরাম, মজাদার জোকস কালেকশন, বন্দুদের সঙ্গে text এবং Video চ্যাট করার সুব্যবস্থা ও আরো অনেক সার্ভিস । এছাড়া সাইটটির একটি বিশেষ upcoming সার্ভিস হচ্ছে Job Board । এই জব র্বোডএ দেশের বিভিন্ন স্থানের চাকরির খবরাখবর পাবেন এবং চাকরি দেওয়ার জন্য পোষ্টও করতে পারবেন ।
সাইটটিতে মোবাইল ইউজারদের জন্যও রয়েছে বিশেষ সুব্যবস্থা ।
এই সাইটটিতে বিশেষ মোবাইল প্লাগিন যুক্ত করা আছে ।
যার ফলে মোবাইল ইউজারাও অনায়াশে সাইটটি ব্যবহার করতে পারবেন ।
নিজের সাইট বলে বলছিনা , সত্যিই সাইটটি আসাধারণ ।
যদি সাইটটিতে এইভাবে আপনাদের সাড়া পাওয়া যায় তাহলে খুব দ্রুত এই সাইটটি বিশ্বের মধ্যে একটি প্রতিষ্ঠিত বাংলাদেশী সোসিয়াল সাইটে পরিণত হবে ।
আর বেশি কথা বলব না ।
আজই বাংলাদেশের এই বৃহত্‍ সোসিয়াল সাইটটিতে Join করুন এবং আপনার বন্ধুদেরকেও আমন্ত্রন জানান ।
বাংলাদেশের এই জনপ্রিয় সোসিয়াল নেটওয়ার্ক সাইটটি দেখতে এখানে ভিজিট করুন ।

Level 0

আমি Pain-Killer। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এই সব সাইট তো অনেক হয়ে গেছে আর কয়টাই জয়েন করব ? এই যে দেখুন http://www.netadda.com তারপর ও আপনাকে ধন্যবাদ সুন্দর লেখার জন্য

ফেসবুক এর মতো সাইট তো অনেক তৈরী হয়েছে, কিন্তু ফেসবুক এর মতো প্রতিষ্ঠিত হতে পারেনি ।
তেমনি মিটলবের মতো বাংলাদেশে অনেক সোসিয়াল সাইট তৈরী হয়েছে কিন্তু মিটলবের মতো এত দ্রুত জনপ্রিয় হতে পারেনি এবং এতো memberও করতে পারেনি ।
দুটো সাইটের member দেখুন তাহলেই বুঝতে পারবেন ।
কিছু ভুল বললে হ্মমা করবেন ।

আপনারা এই সাইটে সব জায়গায় বারবার ‘সোসিয়াল’ শব্দ কেন ইউজ করেন???? এটা হবে ‘সোশ্যাল’

Level 2

🙂